অনিন্দ্য মজুমদার অর্ণব
জনপ্রিয় স্মার্টফোন সিরিজ পোভা অত্যাধুনিক প্রযুক্তি ও দুর্দান্ত পারফরম্যান্সের সমন্বয়ে তৈরি হলেও নতুন স্মার্টফোনগুলোর মধ্যে অন্যতম পোভা ৪ প্রো।
পোভা ৪ প্রোতে ৬ দশমিক ৬৬ ইঞ্চি এফএইচডি এবং ৯০ হার্জের রিফ্রেশ রেটের এমোলেড স্ক্রিন ব্যবহার করা হয়েছে। আছে শক্তিশালী হেলিও জি৯৯ ৬এনএম প্রসেসর। ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ারের মেগা ব্যাটারিটি চার্জ করার জন্য রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিংয়ের ব্যবস্থা। সেই সঙ্গে ১০ ওয়াটের রিভার্স চার্জিংয়ের সুবিধা থাকবে। দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ কাজের সক্ষমতার জন্য এতে অক্টাকোর সিপিইউ ও হাইপার ইঞ্জিন ২ দশমিক শূন্য যুক্ত করা হয়েছে।
পোভা ৪ প্রোতে ২৫৬জিবি স্টোরেজ ও ৮জিবি র্যাম ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে এতে আলাদা যুক্ত করা পাঁচ জিবির অতিরিক্ত র্যাম স্মার্টফোনটির গতি বহুগুণে বাড়িয়ে দেবে। নতুন এই স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ডে একসঙ্গে ২০টি অ্যাপ সক্রিয় থাকবে এবং ৬১ শতাংশ দ্রুততার সঙ্গে যেকোনো অ্যাপ চালু হবে।
অ্যান্ড্রয়েড ১২সমৃদ্ধ পোভা ৪ প্রোতে ৫০ এমপি এআই ডুয়েল রেয়ার ক্যামেরা ছাড়াও আছে ডুয়েল ফ্ল্যাশ, ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা ইউথ ফ্ল্যাশ।
র্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নয়েজ রিডাকশন, ডিটিএস অডিও টেকনোলজি এবং হাই-রেস সার্টিফিকেশনের পাশাপাশি জেড-অ্যাক্সিস লিনিয়ার মোটর, হার্ড জাইরোস্কোপ এবং প্রাণবন্ত ফোরডি ভাইব্রেশন ইফেক্টসহ উন্নত স্টোরিও ডুয়েল স্পিকার ব্যবহার করা হয়েছে এতে। এটি টেকনো স্মার্টফোন ব্যবহারকারীদের সম্পূর্ণ ভিন্ন একটি সাউন্ডের আমেজ দেবে।
নতুন ফোনগুলোতে ২২ শতাংশ বড় ব্যাসের কুলিং টিউব যুক্ত করা হয়েছে। ফলে ফোন গরম হবে কম। এতে গেম লাভারদের জন্য রয়েছে এক্সট্রা অর্ডিনারি কিছু গেমিং ফিচার, যা বাজারের অনেক গেমিং ফোনেই পাওয়া যায় না। নান্দনিক ও নজরকাড়া নিখুঁত ডিজাইনের ফ্লোরাইট ব্লু রঙের এই স্মার্টফোনের দাম ২৬ হাজার ৯৯০ টাকা।
পোভা ৪ সিরিজের আরও একটি সংস্করণ পোভা ৪। এ ফোনটিতে হেলিও জি৯৯ ৬এনএম প্রসেসরের, ৬ দশমিক ৮২ ইঞ্চি ডিসপ্লে; ৯০ হার্জ এইচডি ও ডট-ইন স্ক্রিন আছে। ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাসহ ব্যাটারি ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার। রয়েছে ৫০ এমপি এআই ডুয়েল রেয়ার ক্যামেরা এবং ডুয়েল ফ্ল্যাশ। অ্যান্ড্রয়েড ১২সমৃদ্ধ এ ফোন পাওয়া যাবে ইউরানোলিথ গ্রে ও ক্রাওলাইট ব্লু, এ দুটি রঙে। ভ্যাট ছাড়া এ স্মার্টফোনটির দাম ২১ হাজার ৯৯০ টাকা।
পাশাপাশি পোভা সিরিজের ‘পোভা নিও২’ স্মার্টফোনটিও বাজারে এসেছে। এর ব্যাটারি ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার।
এতে আছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা। ৬ দশমিক ৮২ ইঞ্চি ৯০ হার্জ এইচডি প্লাস ডট-ইন স্ক্রিন আছে এতে।
অ্যান্ড্রয়েড ১২সমৃদ্ধ এই স্মার্টফোনে ১৬ এমপি ডুয়েল রেয়ার ক্যামেরা ছাড়াও আছে ডুয়েল ফ্ল্যাশ। মোবাইল ফোনটি ইউরানোলিথ গ্রে ও সাইবার ব্লু রঙে বাজারে পাওয়া যাচ্ছে। ভ্যাট ছাড়া এর দাম ১৮ হাজার ৯৯০ টাকা।
সূত্র: টেকনো মোবাইল ডট কম, ইন্ডিয়ান টাইমস
জনপ্রিয় স্মার্টফোন সিরিজ পোভা অত্যাধুনিক প্রযুক্তি ও দুর্দান্ত পারফরম্যান্সের সমন্বয়ে তৈরি হলেও নতুন স্মার্টফোনগুলোর মধ্যে অন্যতম পোভা ৪ প্রো।
পোভা ৪ প্রোতে ৬ দশমিক ৬৬ ইঞ্চি এফএইচডি এবং ৯০ হার্জের রিফ্রেশ রেটের এমোলেড স্ক্রিন ব্যবহার করা হয়েছে। আছে শক্তিশালী হেলিও জি৯৯ ৬এনএম প্রসেসর। ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ারের মেগা ব্যাটারিটি চার্জ করার জন্য রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিংয়ের ব্যবস্থা। সেই সঙ্গে ১০ ওয়াটের রিভার্স চার্জিংয়ের সুবিধা থাকবে। দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ কাজের সক্ষমতার জন্য এতে অক্টাকোর সিপিইউ ও হাইপার ইঞ্জিন ২ দশমিক শূন্য যুক্ত করা হয়েছে।
পোভা ৪ প্রোতে ২৫৬জিবি স্টোরেজ ও ৮জিবি র্যাম ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে এতে আলাদা যুক্ত করা পাঁচ জিবির অতিরিক্ত র্যাম স্মার্টফোনটির গতি বহুগুণে বাড়িয়ে দেবে। নতুন এই স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ডে একসঙ্গে ২০টি অ্যাপ সক্রিয় থাকবে এবং ৬১ শতাংশ দ্রুততার সঙ্গে যেকোনো অ্যাপ চালু হবে।
অ্যান্ড্রয়েড ১২সমৃদ্ধ পোভা ৪ প্রোতে ৫০ এমপি এআই ডুয়েল রেয়ার ক্যামেরা ছাড়াও আছে ডুয়েল ফ্ল্যাশ, ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা ইউথ ফ্ল্যাশ।
র্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নয়েজ রিডাকশন, ডিটিএস অডিও টেকনোলজি এবং হাই-রেস সার্টিফিকেশনের পাশাপাশি জেড-অ্যাক্সিস লিনিয়ার মোটর, হার্ড জাইরোস্কোপ এবং প্রাণবন্ত ফোরডি ভাইব্রেশন ইফেক্টসহ উন্নত স্টোরিও ডুয়েল স্পিকার ব্যবহার করা হয়েছে এতে। এটি টেকনো স্মার্টফোন ব্যবহারকারীদের সম্পূর্ণ ভিন্ন একটি সাউন্ডের আমেজ দেবে।
নতুন ফোনগুলোতে ২২ শতাংশ বড় ব্যাসের কুলিং টিউব যুক্ত করা হয়েছে। ফলে ফোন গরম হবে কম। এতে গেম লাভারদের জন্য রয়েছে এক্সট্রা অর্ডিনারি কিছু গেমিং ফিচার, যা বাজারের অনেক গেমিং ফোনেই পাওয়া যায় না। নান্দনিক ও নজরকাড়া নিখুঁত ডিজাইনের ফ্লোরাইট ব্লু রঙের এই স্মার্টফোনের দাম ২৬ হাজার ৯৯০ টাকা।
পোভা ৪ সিরিজের আরও একটি সংস্করণ পোভা ৪। এ ফোনটিতে হেলিও জি৯৯ ৬এনএম প্রসেসরের, ৬ দশমিক ৮২ ইঞ্চি ডিসপ্লে; ৯০ হার্জ এইচডি ও ডট-ইন স্ক্রিন আছে। ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাসহ ব্যাটারি ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার। রয়েছে ৫০ এমপি এআই ডুয়েল রেয়ার ক্যামেরা এবং ডুয়েল ফ্ল্যাশ। অ্যান্ড্রয়েড ১২সমৃদ্ধ এ ফোন পাওয়া যাবে ইউরানোলিথ গ্রে ও ক্রাওলাইট ব্লু, এ দুটি রঙে। ভ্যাট ছাড়া এ স্মার্টফোনটির দাম ২১ হাজার ৯৯০ টাকা।
পাশাপাশি পোভা সিরিজের ‘পোভা নিও২’ স্মার্টফোনটিও বাজারে এসেছে। এর ব্যাটারি ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার।
এতে আছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা। ৬ দশমিক ৮২ ইঞ্চি ৯০ হার্জ এইচডি প্লাস ডট-ইন স্ক্রিন আছে এতে।
অ্যান্ড্রয়েড ১২সমৃদ্ধ এই স্মার্টফোনে ১৬ এমপি ডুয়েল রেয়ার ক্যামেরা ছাড়াও আছে ডুয়েল ফ্ল্যাশ। মোবাইল ফোনটি ইউরানোলিথ গ্রে ও সাইবার ব্লু রঙে বাজারে পাওয়া যাচ্ছে। ভ্যাট ছাড়া এর দাম ১৮ হাজার ৯৯০ টাকা।
সূত্র: টেকনো মোবাইল ডট কম, ইন্ডিয়ান টাইমস
স্মার্টফোন ব্র্যান্ড অপো এবার বাংলাদেশের বাজারে আনছে রেনো ১৩ সিরিজ। শিগগিরই দেশে উন্মোচন হতে যাচ্ছে এ সিরিজের স্মার্টফোন। প্রকৃতি থেকে অনুপ্রাণিত আকর্ষণীয় ডিজাইন, সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং অনবদ্য ফ্যাশন উপকরণের সমন্বয়ে এই ডিভাইসটি গ্রাহকদের অভিজ্ঞতাই বদলে দিতে পারে! বাটারফ্লাই শ্যাডো এবং লুম
২ ঘণ্টা আগেইন্টারনেটে ব্রাউজিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় ব্রাউজার হলো গুগল ক্রোম। তাই সাইবার অপরাধীদের কাছে হ্যাকিংয়ের একটি প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এটি। ব্রাউজারটির বিভিন্ন দুর্বলতা ব্যবহার করে ব্যবহারকারীর ডেটা ‘হাইজ্যাক’ করার চেষ্টা করে হ্যাকাররা। সম্প্রতি এমন একটি সাইবার হামলা ক্রোমে ঘটতে দেখা যাচ্ছে। এর ফ
১ দিন আগেমার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর মেটার বিভিন্ন নীতিতে পরিবর্তন নিয়ে এসেছেন সিইও মার্ক জাকারবার্গ। তবে সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে কোম্পানিটির কর্মীদের মধ্যে অস্বস্তি দেখা গেছে। বিশেষ করে মেটার ফ্যাক্ট চেকিং ফিচার ও ডাইভারসিটি প্রোগ্রাম বন্ধের সিদ্ধান্তের জন্য। অবশেষে, গত বৃহস্পতিবার
১ দিন আগেসারা বিশ্বের প্রযুক্তি বাজারকে কাঁপিয়ে দিয়েছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি করা নতুন এআই ভাষা মডেল ‘ডিপসিক আর১ ’। তাই এই প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য বজায় রাখতে রিজনিং মডেল ‘ও ৩ মিনি’ বিনা মূল্যে ব্যবহারে সুযোগ দিচ্ছে ওপেনএআই।
১ দিন আগে