প্রযুক্তি ডেস্ক
স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে গিগাবাইট ব্র্যান্ডের গেমিং মনিটর। এটি কনটেন্ট ক্রিয়েটরদের জন্যও দারুণ একটি মনিটর। প্রফেশনাল গেমার ও কনটেন্ট ক্রিয়েটররা সব সময়ই আপডেটেড টেকনোলজি ব্যবহার করে থাকেন। গিগাবাইটের এই নতুন মনিটরটিতে হালনাগাদ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
৩২ ইঞ্চি স্ক্রিন সাইজের এই মনিটরের মডেল এম ৩২ কিউ। এই মনিটর দেবে ফুল এইচডি থেকে দ্বিগুণ পিকচার কোয়ালিটি। এই মনিটরে ৯৪ শতাংশ ডিসিআই-পি থ্রি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, ফলে ভিউয়ার পাবেন ট্রু কালার। এই মনিটর খুবই রেসপন্সিভ, রেসপন্স টাইম ১ মিলি সেকেন্ড।
ডিসপ্লে ভিউয়িং অ্যাঙ্গেল যথাসম্ভব বেশি রাখার জন্য মনিটরে আইপিএস প্যানেল ব্যবহার করা হয়েছে। রেজল্যুশন ২৫৬০ x ১৪৪০। ঝকেঝকে উজ্জ্বল। রিফ্রেশ রেট ১৪৪ হার্জ।
মোশন ব্লার কমানোর জন্য রয়েছে বিল্ট ইন এইম স্ট্যাবিলাইজার। ফলে গেমাররা ঝকঝকে স্পষ্ট ছবি দেখতে পাবেন।
গেমিং মনিটরের স্ট্যান্ডটির রয়েছে বিভিন্ন কোণে রাখার সুবিধা। মনিটরটিতে রয়েছে একটি এক্সক্লুসিভ ড্যাশবোর্ড, যেখানে হার্ডওয়্যার সম্পর্কিত তথ্য যেমন—সিপিইউ ভোল্টেজ, ক্লক স্পিড, টেম্পারেচারসহ বিভিন্ন প্রয়োজনীয় তথ্য রিয়েলটাইমে পাওয়া যাবে। এমনকি ড্যাশবোর্ডটি সুবিধামতো কাস্টমাইজও করা যাবে।
গিগাবাইটের এই মনিটরের ইনপুট পোর্ট হিসেবে থাকছে দুটি এইচডিএমআই ২.০, একটি এয়ার ফোন জ্যাক, একটি ডিসপ্লে পোর্ট, ইউএসবি ৩.০ পোর্ট ও ইউএসবি সি পোর্ট। নিখুঁত এবং পরিষ্কার শব্দ পেতে এই মনিটরে রয়েছে ছয় ওয়াটের স্পিকার।
মনিটরটিতে ভেসা মাউন্টিং করা যাবে ১০০ মিমি পর্যন্ত। এ ছাড়া কেনসিনংটন লকের সঙ্গে ওয়াল মাউন্ট করার সুবিধা তো থাকছেই।
স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে গিগাবাইট ব্র্যান্ডের গেমিং মনিটর। এটি কনটেন্ট ক্রিয়েটরদের জন্যও দারুণ একটি মনিটর। প্রফেশনাল গেমার ও কনটেন্ট ক্রিয়েটররা সব সময়ই আপডেটেড টেকনোলজি ব্যবহার করে থাকেন। গিগাবাইটের এই নতুন মনিটরটিতে হালনাগাদ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
৩২ ইঞ্চি স্ক্রিন সাইজের এই মনিটরের মডেল এম ৩২ কিউ। এই মনিটর দেবে ফুল এইচডি থেকে দ্বিগুণ পিকচার কোয়ালিটি। এই মনিটরে ৯৪ শতাংশ ডিসিআই-পি থ্রি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, ফলে ভিউয়ার পাবেন ট্রু কালার। এই মনিটর খুবই রেসপন্সিভ, রেসপন্স টাইম ১ মিলি সেকেন্ড।
ডিসপ্লে ভিউয়িং অ্যাঙ্গেল যথাসম্ভব বেশি রাখার জন্য মনিটরে আইপিএস প্যানেল ব্যবহার করা হয়েছে। রেজল্যুশন ২৫৬০ x ১৪৪০। ঝকেঝকে উজ্জ্বল। রিফ্রেশ রেট ১৪৪ হার্জ।
মোশন ব্লার কমানোর জন্য রয়েছে বিল্ট ইন এইম স্ট্যাবিলাইজার। ফলে গেমাররা ঝকঝকে স্পষ্ট ছবি দেখতে পাবেন।
গেমিং মনিটরের স্ট্যান্ডটির রয়েছে বিভিন্ন কোণে রাখার সুবিধা। মনিটরটিতে রয়েছে একটি এক্সক্লুসিভ ড্যাশবোর্ড, যেখানে হার্ডওয়্যার সম্পর্কিত তথ্য যেমন—সিপিইউ ভোল্টেজ, ক্লক স্পিড, টেম্পারেচারসহ বিভিন্ন প্রয়োজনীয় তথ্য রিয়েলটাইমে পাওয়া যাবে। এমনকি ড্যাশবোর্ডটি সুবিধামতো কাস্টমাইজও করা যাবে।
গিগাবাইটের এই মনিটরের ইনপুট পোর্ট হিসেবে থাকছে দুটি এইচডিএমআই ২.০, একটি এয়ার ফোন জ্যাক, একটি ডিসপ্লে পোর্ট, ইউএসবি ৩.০ পোর্ট ও ইউএসবি সি পোর্ট। নিখুঁত এবং পরিষ্কার শব্দ পেতে এই মনিটরে রয়েছে ছয় ওয়াটের স্পিকার।
মনিটরটিতে ভেসা মাউন্টিং করা যাবে ১০০ মিমি পর্যন্ত। এ ছাড়া কেনসিনংটন লকের সঙ্গে ওয়াল মাউন্ট করার সুবিধা তো থাকছেই।
একই সঙ্গে বহু মানুষের কাছে নিজের পণ্য, পরিষেবা বা ব্র্যান্ডকে তুলে ধরতে ব্যবহার করতে পারেন ফেসবুক বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপন ফেসবুকের ফিডে দেখা যায়। বিজ্ঞাপনগুলো ছবি, ভিডিও, ক্যারোসল বা কালেকশনের মতো বিভিন্ন ফরম্যাটে পোস্ট করা যায়। উপযুক্ত ফরম্যাট ব্যবহার করে ক্রেতাদের আরও ভালোভাবে দৃষ্টি আকর্ষণ করা যায়
২ ঘণ্টা আগেদেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন আজ বুধবার বিকেলে অস্থায়ী নেটওয়ার্ক বিপর্যয়ের মুখে পড়েছিল, যার প্রভাবে ফোর-জি সেবায় বিঘ্ন ঘটে। দেশজুড়ে প্রতিষ্ঠানটির ৮ কোটি ৪৯ লাখের বেশি গ্রাহক থাকায় সারাদেশে এই সমস্যার প্রভাব দেখা যায়।
১২ ঘণ্টা আগেতরুণদের পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি বাংলাদেশে উন্মোচন করেছে তাদের নতুন দুটি ‘পাওয়ার হাউস’ স্মার্টফোন—রিয়েলমি ১৪ ৫-জি ও রিয়েলমি ১৪টি ৫-জি। যাঁরা নির্বিঘ্ন ডিজিটাল লাইফস্টাইল উপভোগ করতে চান এবং পারফরম্যান্সে কোনো ছাড় দিতে নারাজ, তাঁদের জন্য মোবাইল দুটি ডিজাইন করা হয়েছে। সর্বাধুনিক
১৭ ঘণ্টা আগেরসায়ন ও প্রযুক্তির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল রসায়নবিদ আলেসান্দ্রো ভোল্টার উদ্ভাবিত রাসায়নিক ব্যাটারি। ১৮০০ সালে এ ব্যাটারির আবিষ্কার ছাড়া আধুনিক বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ইলেকট্রনিকসের অগ্রগতি ভাবা দুষ্কর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গবেষণা চলছে নতুন ধরনের ব্যাটারি উদ্ভাবনে। তবে এখন পর্যন্ত সব
২১ ঘণ্টা আগে