প্রযুক্তি ডেস্ক
স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে গিগাবাইট ব্র্যান্ডের গেমিং মনিটর। এটি কনটেন্ট ক্রিয়েটরদের জন্যও দারুণ একটি মনিটর। প্রফেশনাল গেমার ও কনটেন্ট ক্রিয়েটররা সব সময়ই আপডেটেড টেকনোলজি ব্যবহার করে থাকেন। গিগাবাইটের এই নতুন মনিটরটিতে হালনাগাদ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
৩২ ইঞ্চি স্ক্রিন সাইজের এই মনিটরের মডেল এম ৩২ কিউ। এই মনিটর দেবে ফুল এইচডি থেকে দ্বিগুণ পিকচার কোয়ালিটি। এই মনিটরে ৯৪ শতাংশ ডিসিআই-পি থ্রি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, ফলে ভিউয়ার পাবেন ট্রু কালার। এই মনিটর খুবই রেসপন্সিভ, রেসপন্স টাইম ১ মিলি সেকেন্ড।
ডিসপ্লে ভিউয়িং অ্যাঙ্গেল যথাসম্ভব বেশি রাখার জন্য মনিটরে আইপিএস প্যানেল ব্যবহার করা হয়েছে। রেজল্যুশন ২৫৬০ x ১৪৪০। ঝকেঝকে উজ্জ্বল। রিফ্রেশ রেট ১৪৪ হার্জ।
মোশন ব্লার কমানোর জন্য রয়েছে বিল্ট ইন এইম স্ট্যাবিলাইজার। ফলে গেমাররা ঝকঝকে স্পষ্ট ছবি দেখতে পাবেন।
গেমিং মনিটরের স্ট্যান্ডটির রয়েছে বিভিন্ন কোণে রাখার সুবিধা। মনিটরটিতে রয়েছে একটি এক্সক্লুসিভ ড্যাশবোর্ড, যেখানে হার্ডওয়্যার সম্পর্কিত তথ্য যেমন—সিপিইউ ভোল্টেজ, ক্লক স্পিড, টেম্পারেচারসহ বিভিন্ন প্রয়োজনীয় তথ্য রিয়েলটাইমে পাওয়া যাবে। এমনকি ড্যাশবোর্ডটি সুবিধামতো কাস্টমাইজও করা যাবে।
গিগাবাইটের এই মনিটরের ইনপুট পোর্ট হিসেবে থাকছে দুটি এইচডিএমআই ২.০, একটি এয়ার ফোন জ্যাক, একটি ডিসপ্লে পোর্ট, ইউএসবি ৩.০ পোর্ট ও ইউএসবি সি পোর্ট। নিখুঁত এবং পরিষ্কার শব্দ পেতে এই মনিটরে রয়েছে ছয় ওয়াটের স্পিকার।
মনিটরটিতে ভেসা মাউন্টিং করা যাবে ১০০ মিমি পর্যন্ত। এ ছাড়া কেনসিনংটন লকের সঙ্গে ওয়াল মাউন্ট করার সুবিধা তো থাকছেই।
স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে গিগাবাইট ব্র্যান্ডের গেমিং মনিটর। এটি কনটেন্ট ক্রিয়েটরদের জন্যও দারুণ একটি মনিটর। প্রফেশনাল গেমার ও কনটেন্ট ক্রিয়েটররা সব সময়ই আপডেটেড টেকনোলজি ব্যবহার করে থাকেন। গিগাবাইটের এই নতুন মনিটরটিতে হালনাগাদ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
৩২ ইঞ্চি স্ক্রিন সাইজের এই মনিটরের মডেল এম ৩২ কিউ। এই মনিটর দেবে ফুল এইচডি থেকে দ্বিগুণ পিকচার কোয়ালিটি। এই মনিটরে ৯৪ শতাংশ ডিসিআই-পি থ্রি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, ফলে ভিউয়ার পাবেন ট্রু কালার। এই মনিটর খুবই রেসপন্সিভ, রেসপন্স টাইম ১ মিলি সেকেন্ড।
ডিসপ্লে ভিউয়িং অ্যাঙ্গেল যথাসম্ভব বেশি রাখার জন্য মনিটরে আইপিএস প্যানেল ব্যবহার করা হয়েছে। রেজল্যুশন ২৫৬০ x ১৪৪০। ঝকেঝকে উজ্জ্বল। রিফ্রেশ রেট ১৪৪ হার্জ।
মোশন ব্লার কমানোর জন্য রয়েছে বিল্ট ইন এইম স্ট্যাবিলাইজার। ফলে গেমাররা ঝকঝকে স্পষ্ট ছবি দেখতে পাবেন।
গেমিং মনিটরের স্ট্যান্ডটির রয়েছে বিভিন্ন কোণে রাখার সুবিধা। মনিটরটিতে রয়েছে একটি এক্সক্লুসিভ ড্যাশবোর্ড, যেখানে হার্ডওয়্যার সম্পর্কিত তথ্য যেমন—সিপিইউ ভোল্টেজ, ক্লক স্পিড, টেম্পারেচারসহ বিভিন্ন প্রয়োজনীয় তথ্য রিয়েলটাইমে পাওয়া যাবে। এমনকি ড্যাশবোর্ডটি সুবিধামতো কাস্টমাইজও করা যাবে।
গিগাবাইটের এই মনিটরের ইনপুট পোর্ট হিসেবে থাকছে দুটি এইচডিএমআই ২.০, একটি এয়ার ফোন জ্যাক, একটি ডিসপ্লে পোর্ট, ইউএসবি ৩.০ পোর্ট ও ইউএসবি সি পোর্ট। নিখুঁত এবং পরিষ্কার শব্দ পেতে এই মনিটরে রয়েছে ছয় ওয়াটের স্পিকার।
মনিটরটিতে ভেসা মাউন্টিং করা যাবে ১০০ মিমি পর্যন্ত। এ ছাড়া কেনসিনংটন লকের সঙ্গে ওয়াল মাউন্ট করার সুবিধা তো থাকছেই।
স্মার্টফোন ব্র্যান্ড অপো এবার বাংলাদেশের বাজারে আনছে রেনো ১৩ সিরিজ। শিগগিরই দেশে উন্মোচন হতে যাচ্ছে এ সিরিজের স্মার্টফোন। প্রকৃতি থেকে অনুপ্রাণিত আকর্ষণীয় ডিজাইন, সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং অনবদ্য ফ্যাশন উপকরণের সমন্বয়ে এই ডিভাইসটি গ্রাহকদের অভিজ্ঞতাই বদলে দিতে পারে! বাটারফ্লাই শ্যাডো এবং লুম
৫ ঘণ্টা আগেইন্টারনেটে ব্রাউজিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় ব্রাউজার হলো গুগল ক্রোম। তাই সাইবার অপরাধীদের কাছে হ্যাকিংয়ের একটি প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এটি। ব্রাউজারটির বিভিন্ন দুর্বলতা ব্যবহার করে ব্যবহারকারীর ডেটা ‘হাইজ্যাক’ করার চেষ্টা করে হ্যাকাররা। সম্প্রতি এমন একটি সাইবার হামলা ক্রোমে ঘটতে দেখা যাচ্ছে। এর ফ
১ দিন আগেমার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর মেটার বিভিন্ন নীতিতে পরিবর্তন নিয়ে এসেছেন সিইও মার্ক জাকারবার্গ। তবে সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে কোম্পানিটির কর্মীদের মধ্যে অস্বস্তি দেখা গেছে। বিশেষ করে মেটার ফ্যাক্ট চেকিং ফিচার ও ডাইভারসিটি প্রোগ্রাম বন্ধের সিদ্ধান্তের জন্য। অবশেষে, গত বৃহস্পতিবার
১ দিন আগেসারা বিশ্বের প্রযুক্তি বাজারকে কাঁপিয়ে দিয়েছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি করা নতুন এআই ভাষা মডেল ‘ডিপসিক আর১ ’। তাই এই প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য বজায় রাখতে রিজনিং মডেল ‘ও ৩ মিনি’ বিনা মূল্যে ব্যবহারে সুযোগ দিচ্ছে ওপেনএআই।
১ দিন আগে