Ajker Patrika

স্মার্টফোনকে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করবেন কীভাবে?

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ৩১ মে ২০২১, ১৭: ২৭
Thumbnail image

ওয়েবক্যাম ব্যবহার করে অনলাইন ক্লাস, ভিডিও কলিং, অফিসিয়াল মিটিং অনায়াসেই করা যায়। বেশির ভাগ ল্যাপটপে এই ওয়েবক্যাম থাকে। তবে অনেকেই ল্যাপটপের পরিবর্তে বাসায় ডেস্কটপ ব্যবহার করেন। এই ডেস্কটপে দেখা যায় বেশির ভাগ ক্ষেত্রে ওয়েবক্যাম থাকে না। আবার ল্যাপটপে থাকা ওয়েবক্যামগুলোর মানও অনেক ক্ষেত্রে খুব ভালো হয় না। এ ক্ষেত্রে আপনার কাছে থাকা স্মার্টফোনই হতে পারে সমাধান।

আপনার কাছে যদি একটি অ্যানড্রয়েড ফোন থাকে, তাহলে আপনি সেটিকে বিশেষ উপায়ে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারবেন। মোবাইলের ক্যামেরায় ধারণ করা ভিডিও একটি নির্দিষ্ট পোর্টের মাধ্যমে কম্পিউটারের আওতায় যাবে। কম্পিউটারের একটি সফটওয়্যার এটিকে ওয়েবক্যাম ভিডিও হিসেবে দেখাবে। এ জন্য ইউএসবি কেবল অথবা ওয়াইফাইকে কাজে লাগানো যেতে পারে।

ইউএসবি কেবলের মাধ্যমে স্মার্টফোনকে ওয়েবক্যাম হিসেবে ব্যবহারের উপায়:

  • উএসবি ক্যাবলের মাধ্যমে ওয়েবক্যাম ব্যবহার করার জন্য প্রথমে ‘ড্রয়েডক্যাম’ অ্যাপটি ডাউনলোড করতে হবে। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নেওয়া যাবে।
  • এর পর কম্পিউটারে আপনার পছন্দের ব্রাউজারে ঢুকে (https://www.dev47apps.com/droidcam/windows/) এই লিংকে ভিজিট করুন। এখান থেকে ড্রয়েডক্যাম উইন্ডোজ ক্লায়েন্ট অ্যাপটি ডাউনলোড করুন। সফটওয়্যারটি জিপ ফাইলে থাকবে। এক্সট্রাক্ট করে মূল ফাইলটি আপনার কম্পিউটারে ডাবল ক্লিকের মাধ্যমে ইনস্টল করে নিন।
  • সেটআপ শেষ হলে আপনার ফোনটি ইউএসবি ক্যাবল দিয়ে কম্পিউটারের সঙ্গে যুক্ত করুন। ফোনের সেটিংস থেকে ইউএসবি ডিবাগিং মোড আগেই চালু করে নিন।
  • এবার কম্পিউটারে ড্রয়েডক্যাম ক্লায়েন্ট অ্যাপটি ওপেন করে ইউএসবি অপশনটি দেখিয়ে দিন। ফোন ঠিকমতো সংযুক্ত হলে স্টার্ট বাটনে ক্লিক করুন।
  • এবার ফোনের ব্যাক ক্যামেরা চালু হবে এবং আপনি আপনার স্মার্টফোনকে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারবেন। ফোনটিকে হাতে না রেখে কোনো সমতল জায়গায় রাখলে ভিডিও কোয়ালিটি ভালো আসবে।

এবার আপনার পিসি থেকে যে ভিডিও কনফারেন্সিং অ্যাপ ব্যবহার করেন সেটি চালু করুন। এর পর সেটিংস অপশনে গিয়ে ভিডিও অপশনটি বাই ডিফল্ট অপশন থেকে পরিবর্তন করে ড্রয়েডক্যাম সোর্স টু সিলেক্ট করে দিন। এর পর ভিডিও কলে জয়েন করলেই আপনার মোবাইলের ব্যাক ক্যামেরাটি ওয়েবক্যামের ভূমিকা পালন করবে। আপনি চাইলে মোবাইল অ্যাপটির মেনু অপশনে গিয়ে পরিবর্তন করে আপনার স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরাটিও ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারবেন।

ওয়াইফাইয়ের মাধ্যমে স্মার্টফোনকে ওয়েবক্যাম হিসেবে ব্যবহারের উপায়:

  • আপনার স্মার্টফোন ও কম্পিউটারে ইন্টারনেট যদি একই নেটওয়ার্কের আওতায় থাকে, তাহলে কম্পিউটারে ড্রয়েডক্যাম ক্লায়েন্ট অ্যাপটি ওপেন করে ওয়াইফাই অপশনটি সিলেক্ট করে দিন।
  • এর পর মোবাইল অ্যাপটিতে গিয়ে ডিভাইস আইপি ও পোর্ট নম্বর দেখে পিসির অ্যাপটির পপআপ বক্সে বসিয়ে দিন। ভিডিও ও অডিও বক্সে টিক মার্ক নিশ্চিত করে স্টার্ট বাটনে ক্লিক করুন। তাহলেই স্মার্টফোনের ক্যামেরাটি ওয়েবক্যাম হিসেবে কাজ করা শুরু করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত