প্রযুক্তি ডেস্ক
‘গুগল হোম’ স্মার্ট স্পিকার হ্যাক করে ব্যবহারকারীর আলাপচারিতায় আড়িপাতা সম্ভব বলে জানিয়েছেন এক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ। স্মার্ট স্পিকারের বাগ (ত্রুটি) চিহ্নিত করার জন্য গুগলের কাছ থেকে ১ লাখ ৭ হাজার ৫০০ ডলারের পুরস্কারও পেয়েছেন ম্যাট কুনজি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক রাডারের প্রতিবেদন অনুযায়ী, বাগটির সুযোগ নিয়ে স্পিকারের সঙ্গে নিজস্ব গুগল অ্যাকাউন্টের সংযোগ স্থাপন করা সম্ভব। এর ফলে ব্যবহারকারীর সব আলাপচারিতা আড়ি পেতে শুনতে পারবে হ্যাকার। গুগলের স্মার্ট স্পিকার হ্যাক করার জন্য হ্যাকারকে শুধু ডিভাইসটির ওয়্যারলেস সংযোগ সীমার মধ্যে থাকলেই চলবে।
এক ব্লগ পোস্টে কুনজি লিখেছেন, ‘নিজের বাসার গুগল হোম মিনি স্পিকারের সম্ভাব্য দুর্বলতার খোঁজ করতে গিয়েই বাগটি আবিষ্কার করি আমি।’
হ্যাকারকে প্রথমে গুগল স্মার্ট স্পিকারের ওয়্যারলেস সংযোগ সীমার মধ্যে থাকতে হবে এবং গুগলের সঙ্গে সংশ্লিষ্ট ম্যাক অ্যাড্রেস জানতে হবে। এরপর হ্যাকার ‘ডিঅথেনটিকেশন প্যাকেট’ পাঠিয়ে স্পিকারটি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে তাতে সেটআপ মোড চালু করতে পারবেন। আর এই সেটআপ মোডে হ্যাকার যন্ত্রটির বিস্তারিত তথ্য খুঁজে নিতে পারবেন এবং তা ব্যবহার করে নিজস্ব অ্যাকাউন্টের সঙ্গে এর সংযোগ স্থাপন করতে পারবেন। এরপর ইন্টারনেটের মাধ্যম স্পিকার ব্যবহারকারীর আলাপচারিতায় আড়ি পাততে পারবেন হ্যাকার।
তবে শুধু আড়িপাতাই যে সবচেয়ে বড় ভয়ের কারণ তা নয়, অনেক স্মার্ট হোম স্পিকার ব্যবহারকারী তাঁদের ডিভাইসগুলোকে অন্য বিভিন্ন স্মার্ট ডিভাইসের সঙ্গে যুক্ত করেন, যেমন: দরজার তালা এবং স্মার্ট সুইচ। ফলে ব্যবহারকারীর নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।
‘গুগল হোম’ স্মার্ট স্পিকার হ্যাক করে ব্যবহারকারীর আলাপচারিতায় আড়িপাতা সম্ভব বলে জানিয়েছেন এক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ। স্মার্ট স্পিকারের বাগ (ত্রুটি) চিহ্নিত করার জন্য গুগলের কাছ থেকে ১ লাখ ৭ হাজার ৫০০ ডলারের পুরস্কারও পেয়েছেন ম্যাট কুনজি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক রাডারের প্রতিবেদন অনুযায়ী, বাগটির সুযোগ নিয়ে স্পিকারের সঙ্গে নিজস্ব গুগল অ্যাকাউন্টের সংযোগ স্থাপন করা সম্ভব। এর ফলে ব্যবহারকারীর সব আলাপচারিতা আড়ি পেতে শুনতে পারবে হ্যাকার। গুগলের স্মার্ট স্পিকার হ্যাক করার জন্য হ্যাকারকে শুধু ডিভাইসটির ওয়্যারলেস সংযোগ সীমার মধ্যে থাকলেই চলবে।
এক ব্লগ পোস্টে কুনজি লিখেছেন, ‘নিজের বাসার গুগল হোম মিনি স্পিকারের সম্ভাব্য দুর্বলতার খোঁজ করতে গিয়েই বাগটি আবিষ্কার করি আমি।’
হ্যাকারকে প্রথমে গুগল স্মার্ট স্পিকারের ওয়্যারলেস সংযোগ সীমার মধ্যে থাকতে হবে এবং গুগলের সঙ্গে সংশ্লিষ্ট ম্যাক অ্যাড্রেস জানতে হবে। এরপর হ্যাকার ‘ডিঅথেনটিকেশন প্যাকেট’ পাঠিয়ে স্পিকারটি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে তাতে সেটআপ মোড চালু করতে পারবেন। আর এই সেটআপ মোডে হ্যাকার যন্ত্রটির বিস্তারিত তথ্য খুঁজে নিতে পারবেন এবং তা ব্যবহার করে নিজস্ব অ্যাকাউন্টের সঙ্গে এর সংযোগ স্থাপন করতে পারবেন। এরপর ইন্টারনেটের মাধ্যম স্পিকার ব্যবহারকারীর আলাপচারিতায় আড়ি পাততে পারবেন হ্যাকার।
তবে শুধু আড়িপাতাই যে সবচেয়ে বড় ভয়ের কারণ তা নয়, অনেক স্মার্ট হোম স্পিকার ব্যবহারকারী তাঁদের ডিভাইসগুলোকে অন্য বিভিন্ন স্মার্ট ডিভাইসের সঙ্গে যুক্ত করেন, যেমন: দরজার তালা এবং স্মার্ট সুইচ। ফলে ব্যবহারকারীর নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।
যুক্তরাষ্ট্রের একটি স্টার্টআপ প্রতিষ্ঠান বিশ্বের প্রথম ‘ফ্লাইং কার’ বা উড়ন্ত গাড়ি উদ্ভাবনের দাবি করেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি ক্যালিফোর্নিয়ার একটি দাঁড়ানো গাড়ির ওপর দিয়ে উড়ে যাওয়ার সফল পরীক্ষা চালিয়েছে।
৯ ঘণ্টা আগেপ্রযুক্তি জগতে স্মার্টফোন নিয়ে অ্যাপল ও স্যামসাংয়ের প্রতিযোগিতা বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে। ২০১৪ সালে বড় পর্দার ফোনে এগিয়ে ছিল স্যামসাং, আর অ্যাপল ভক্তরা চাইছিলেন একটি বড় স্ক্রিনের আইফোন। অবশেষে আইফোন ৬ আনার মাধ্যমে অ্যাপল সেই দাবি পূরণ করে। সেবার জয় হয়েছিল অ্যাপলের।
৯ ঘণ্টা আগেব্যাংক অ্যাকাউন্ট ও ডিজিটাল পরিচয় চুরির নতুন এক কৌশলে প্রতারণার শিকার হচ্ছেন বহু ব্যবহারকারী। প্রতারণার এই নতুন রূপটি পরিচিত হচ্ছে ‘হোয়াটসঅ্যাপ স্ক্রিন-শেয়ারিং প্রতারণা’ নামে। সরল এই কৌশলেই প্রতারকেরা ব্যবহারকারীর একান্ত ব্যক্তিগত তথ্য ও ব্যাংক অ্যাক্সেস হাতিয়ে নিচ্ছে বলে সতর্ক করেছে বিভিন্ন সাইবার
১০ ঘণ্টা আগেবর্তমান সময়ে প্রযুক্তি জগতে অ্যাপল সম্ভবত সবচেয়ে বেশি পরিচিত এবং প্রভাবশালী একটি প্রতিষ্ঠান। উদ্ভাবনী শক্তি, সাধারণ ডিজাইন এবং উচ্চমানের পণ্যের জন্য অ্যাপলের আলাদা একটি খ্যাতি রয়েছে। আজকের দিনে অ্যাপল শুধু একটি হার্ডওয়্যার নির্মাতা নয়, বরং এটি একটি সাংস্কৃতিক প্রতীক। প্রতিটি নতুন আইফোন বা ম্যাকবুকের
১২ ঘণ্টা আগে