প্রযুক্তি ডেস্ক
‘গুগল হোম’ স্মার্ট স্পিকার হ্যাক করে ব্যবহারকারীর আলাপচারিতায় আড়িপাতা সম্ভব বলে জানিয়েছেন এক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ। স্মার্ট স্পিকারের বাগ (ত্রুটি) চিহ্নিত করার জন্য গুগলের কাছ থেকে ১ লাখ ৭ হাজার ৫০০ ডলারের পুরস্কারও পেয়েছেন ম্যাট কুনজি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক রাডারের প্রতিবেদন অনুযায়ী, বাগটির সুযোগ নিয়ে স্পিকারের সঙ্গে নিজস্ব গুগল অ্যাকাউন্টের সংযোগ স্থাপন করা সম্ভব। এর ফলে ব্যবহারকারীর সব আলাপচারিতা আড়ি পেতে শুনতে পারবে হ্যাকার। গুগলের স্মার্ট স্পিকার হ্যাক করার জন্য হ্যাকারকে শুধু ডিভাইসটির ওয়্যারলেস সংযোগ সীমার মধ্যে থাকলেই চলবে।
এক ব্লগ পোস্টে কুনজি লিখেছেন, ‘নিজের বাসার গুগল হোম মিনি স্পিকারের সম্ভাব্য দুর্বলতার খোঁজ করতে গিয়েই বাগটি আবিষ্কার করি আমি।’
হ্যাকারকে প্রথমে গুগল স্মার্ট স্পিকারের ওয়্যারলেস সংযোগ সীমার মধ্যে থাকতে হবে এবং গুগলের সঙ্গে সংশ্লিষ্ট ম্যাক অ্যাড্রেস জানতে হবে। এরপর হ্যাকার ‘ডিঅথেনটিকেশন প্যাকেট’ পাঠিয়ে স্পিকারটি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে তাতে সেটআপ মোড চালু করতে পারবেন। আর এই সেটআপ মোডে হ্যাকার যন্ত্রটির বিস্তারিত তথ্য খুঁজে নিতে পারবেন এবং তা ব্যবহার করে নিজস্ব অ্যাকাউন্টের সঙ্গে এর সংযোগ স্থাপন করতে পারবেন। এরপর ইন্টারনেটের মাধ্যম স্পিকার ব্যবহারকারীর আলাপচারিতায় আড়ি পাততে পারবেন হ্যাকার।
তবে শুধু আড়িপাতাই যে সবচেয়ে বড় ভয়ের কারণ তা নয়, অনেক স্মার্ট হোম স্পিকার ব্যবহারকারী তাঁদের ডিভাইসগুলোকে অন্য বিভিন্ন স্মার্ট ডিভাইসের সঙ্গে যুক্ত করেন, যেমন: দরজার তালা এবং স্মার্ট সুইচ। ফলে ব্যবহারকারীর নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।
‘গুগল হোম’ স্মার্ট স্পিকার হ্যাক করে ব্যবহারকারীর আলাপচারিতায় আড়িপাতা সম্ভব বলে জানিয়েছেন এক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ। স্মার্ট স্পিকারের বাগ (ত্রুটি) চিহ্নিত করার জন্য গুগলের কাছ থেকে ১ লাখ ৭ হাজার ৫০০ ডলারের পুরস্কারও পেয়েছেন ম্যাট কুনজি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক রাডারের প্রতিবেদন অনুযায়ী, বাগটির সুযোগ নিয়ে স্পিকারের সঙ্গে নিজস্ব গুগল অ্যাকাউন্টের সংযোগ স্থাপন করা সম্ভব। এর ফলে ব্যবহারকারীর সব আলাপচারিতা আড়ি পেতে শুনতে পারবে হ্যাকার। গুগলের স্মার্ট স্পিকার হ্যাক করার জন্য হ্যাকারকে শুধু ডিভাইসটির ওয়্যারলেস সংযোগ সীমার মধ্যে থাকলেই চলবে।
এক ব্লগ পোস্টে কুনজি লিখেছেন, ‘নিজের বাসার গুগল হোম মিনি স্পিকারের সম্ভাব্য দুর্বলতার খোঁজ করতে গিয়েই বাগটি আবিষ্কার করি আমি।’
হ্যাকারকে প্রথমে গুগল স্মার্ট স্পিকারের ওয়্যারলেস সংযোগ সীমার মধ্যে থাকতে হবে এবং গুগলের সঙ্গে সংশ্লিষ্ট ম্যাক অ্যাড্রেস জানতে হবে। এরপর হ্যাকার ‘ডিঅথেনটিকেশন প্যাকেট’ পাঠিয়ে স্পিকারটি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে তাতে সেটআপ মোড চালু করতে পারবেন। আর এই সেটআপ মোডে হ্যাকার যন্ত্রটির বিস্তারিত তথ্য খুঁজে নিতে পারবেন এবং তা ব্যবহার করে নিজস্ব অ্যাকাউন্টের সঙ্গে এর সংযোগ স্থাপন করতে পারবেন। এরপর ইন্টারনেটের মাধ্যম স্পিকার ব্যবহারকারীর আলাপচারিতায় আড়ি পাততে পারবেন হ্যাকার।
তবে শুধু আড়িপাতাই যে সবচেয়ে বড় ভয়ের কারণ তা নয়, অনেক স্মার্ট হোম স্পিকার ব্যবহারকারী তাঁদের ডিভাইসগুলোকে অন্য বিভিন্ন স্মার্ট ডিভাইসের সঙ্গে যুক্ত করেন, যেমন: দরজার তালা এবং স্মার্ট সুইচ। ফলে ব্যবহারকারীর নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।
বিশ্বজুড়েই ম্যারাথনে মানুষই দৌড়ায়। তবে চীনে দেখা গেল ভিন্ন দৃশ্য। সেখানে হাফ ম্যারাথনে দৌড়াল রোবট। একটি কিংবা দুটি নয়, ২০টি রোবট দৌড়াল সেই ম্যারাথনে।
৩ ঘণ্টা আগেআগাগোড়াই স্মার্টফোনের সঙ্গে বড় হওয়া প্রথম প্রজন্ম জেনারেশন জেড বা জেন-জি। যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে। নতুন এক গবেষণা বলছে, ভুল তথ্যে বিশ্বাস করার ক্ষেত্রে যেসব শ্রেণি বা গোষ্ঠীর মানুষেরা বেশি ঝুঁকিপূর্ণ তাদের মধ্যে প্রযুক্তির আশীর্বাদ নিয়ে জন্ম নেওয়া জেন-জি প্রজন্ম অন্যতম। সম্প্রতি কানাডা
১২ ঘণ্টা আগেচাকরির বাজারে এক নতুন হুমকির নাম—কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই প্রযুক্তির সুযোগ নিয়ে প্রতারকেরা এখন তৈরি করছে ভুয়া প্রোফাইল। এসব ভুয়া প্রোফাইল দিয়ে অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে দূর থেকে কাজ করার সুযোগ পেতে চায় প্রতারকেরা।
১৩ ঘণ্টা আগেপ্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো অনেকেরই প্রিয় অভ্যাস। তবে যতই দিকনির্দেশনার দক্ষতা থাকুক না কেন, প্রকৃতির গভীরে প্রবেশ করলে নির্ভরযোগ্য একটি জিপিএস ট্র্যাকারই হয় সবচেয়ে বড় সহায়। এ জন্য এমন এক উদ্ভাবনী ডিভাইস নিয়ে এসেছে গারমিন, যার রয়েছে যেকোনো পরিবেশে টিকে থাকার মতো স্থায়িত্ব, শক্তিশালী সিগন্যাল গ্রহণক্ষম
১৪ ঘণ্টা আগে