Ajker Patrika

অ্যাপল ওয়াচে ব্যবহার করা যাবে চ্যাটজিপিটি

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ১৩ মার্চ ২০২৩, ১৯: ৫০
Thumbnail image

চ্যাটজিপিটি নিয়ে এখন প্রযুক্তি খাতে চলছে নানা আলোচনা। চ্যাটজিপিটি প্রযুক্তির চ্যাটবট যুক্ত হচ্ছে বিভিন্ন পরিষেবাতেও। ব্যবহারকারীরা এখন থেকে স্মার্ট ওয়াচেও চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবেন। অ্যাপল ওয়াচ ব্যবহারকারীরা কোনো প্রকার ঝামেলা ছাড়াই ব্যবহার করতে পারবেন এই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকরাডারের প্রতিবেদন অনুযায়ী, নতুন একটি অ্যাপের মাধ্যমে খুব সহজেই অ্যাপল ওয়াচে চ্যাটজিপিটি ব্যবহার করা যাবে। অ্যাপটির নাম ‘ওয়াচজিপিটি’। এই অ্যাপটি অ্যাপল ‘অ্যাপ স্টোর’ থেকে ডাউনলোড করে নিতে হবে। এরপর ব্যবহার করা যাবে চ্যাটবটটি। 

অ্যাপল ওয়াচে ‘ওয়াচজিপিটি’ অ্যাপটি হোম স্ক্রিনে থাকবে। অ্যাপের আইকনে ট্যাপ করলে চ্যাটবটটি ব্যবহার করা যাবে। এ ছাড়া, ওয়াচজিপিটিতে পাওয়া যাবে ভয়েস ইনপুটের মতো বাড়তি সুবিধা। 

সম্প্রতি, চ্যাটজিপিটির প্রযুক্তি সহজলভ্য করতে নতুন এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) উন্মুক্ত করেছে ওপেনএআই। ফলে যেকোনো প্রতিষ্ঠান বা অ্যাপ নির্মাতা নিজেদের অ্যাপে সহজেই চ্যাটজিপিটির প্রযুক্তি যুক্ত করতে পারবে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, ওপেনএআই জানায়, আগের চেয়ে ১০ গুন কম খরচে নতুন এপিআই ব্যবহার করতে পারবেন নির্মাতা বা প্রতিষ্ঠানগুলো। ফলে, যেকোনো প্রতিষ্ঠান বা নির্মাতা স্বল্প অর্থের বিনিময়েই চ্যাটজিপিটির  প্রযুক্তির মাধ্যমে নিজেদের অ্যাপে বিভিন্ন সুবিধা যুক্ত করতে পারবে।

ওপেনএআই’র সভাপতি ও চেয়ারম্যান গ্রেগ ব্রকম্যানের বলেন, ‘এপিআইগুলোকে একটি নির্দিষ্ট পর্যায়ে নিয়ে যেতে আমাদের বেশ সময় লেগেছে। আমি মনে করি এটি চ্যাটজিপিটির প্রযুক্তির চাহিদা মেটাতে পারবে।’

এর আগে, ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম স্ন্যাপচ্যাটে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট যুক্ত করার ঘোষণা দেয় স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ। এই চ্যাটবট ওপেনএআইয়ের চ্যাটজিপিটি প্রযুক্তির মাধ্যমে চলবে। চ্যাটবটটির নাম দেওয়া হয়েছে ‘মাই এআই’। চ্যাটবটটিতে জিপিটি প্রযুক্তির সর্বশেষ সংস্করণ- জিপিটি ৩ ব্যবহার করা হবে। তবে চ্যাটবটটি স্ন্যাপচ্যাটের জন্য আলাদাভাবে কাস্টোমাইজ করা থাকবে। আপাতত ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে এই চ্যাটবট সুবিধা চালুর করছে স্ন্যাপচ্যাট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত