প্রযুক্তি ডেস্ক
ঢাকা: আপনার ফোন যদি অ্যান্ড্রয়েড ফোন হয়ে থাকে, তাহলে সেটি হারিয়ে গেলে খুঁজে বের করা সম্ভব। চুরি, ছিনতাই, ভুলবশত কোথাও রেখে আসা প্রভৃতি নানা কারণে আপনার ফোন হারিয়ে গেলে একটি ফিচারের সহায়তায় সেটি খুঁজে বের করা সম্ভব। এ জন্য আপনার ফোনে লোকেশন অ্যাকসেস অন রাখতে হবে। পাশাপাশি ‘ফাইন্ড মাই লোকেশন’ অপশনটি এনাবল করে রাখতে হবে। আরও যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হলো, একটি গুগল অ্যাকাউন্টে লগ–ইন থাকতে হবে। এ ছাড়া মোবাইল ডেটা বা ওয়াইফাইয়ের মাধ্যমে স্মার্টফোন ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত করে রাখতে হবে। পাশাপাশি গুগল প্লেতে দৃশ্যমান থাকতে হবে সেই ফোন।
অ্যান্ড্রয়েড ফোন হারিয়ে গেলে নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন:
১. আপনার কাছে থাকা অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল অ্যাকাউন্টে সাইন–ইন করুন।
২. তারপর www. google. com/android/find? ওয়েবপেজ খুলুন।
৩. ‘ফাইন্ড মাই ডিভাইস’ ওয়েবপেজ খোলা হলেই আপনার হারিয়ে যাওয়া ডিভাইসে একটি নোটিফিকেশন পৌঁছে যাবে।
৪. হারিয়ে যাওয়া ডিভাইসে নোটিফিকেশন না গেলে ফোনের পাশে থাকা রিফ্রেশ বাটনে ক্লিক করুন।
৫. আশা করা যায়, তখন আপনার হারিয়ে যাওয়া ফোনে একটি নোটিফিকেশন যাবে। তখনই আপনি হারিয়ে যাওয়া ফোনের সম্ভাব্য অবস্থান মানচিত্রে দেখতে পাবেন। লাইভ লোকেশন অন না থাকলেও ডিভাইসের শেষ লোকেশন ম্যাপে দেখাবে।
৬. এবার আপনি ফোনে প্লে সাউন্ড, সিকিউর ডিভাইস, ইরেজ ডিভাইস অপশনগুলো দেখতে পাবেন। প্লে সাউন্ড অপশন সিলেক্ট করলে আপনার ফোন পাঁচ মিনিট ধরে বাজতে থাকবে। সাইলেন্ট বা ভাইব্রেশন মোডে থাকলেও ফোনটি বাজতে থাকবে।
৭. সিকিউর ডিভাইস অপশন সিলেক্ট করলে, রিমোটলি নিজের ফোন লক করে দিতে পারবেন আপনি। একটি পাসওয়ার্ড অথবা পিনের মাধ্যমে লক হয়ে যাবে আপনার হারিয়ে যাওয়া ডিভাইসটি। পাশাপাশি লক স্ক্রিনে ম্যাসেজ পাঠিয়ে ফোন যার কাছে আছে, আপনি তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
৮. ইরেজ ডিভাইসে ক্লিক করলে হারিয়ে যাওয়া ফোনের সব ডেটা ডিলিট হয়ে যাবে। একবার ডেটা ডিলিট হলে তা আর কখনোই ফিরে পাওয়া সম্ভব হবে না।
এভাবে আপনি অ্যান্ড্রয়েড ফোন হারিয়ে গেলেও বিশেষ ফিচারের মাধ্যমে সহযোগিতা পেতে পারেন। এর মাধ্যমে ফোন ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরির পাশাপাশি নিজের ডেটার সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।
ঢাকা: আপনার ফোন যদি অ্যান্ড্রয়েড ফোন হয়ে থাকে, তাহলে সেটি হারিয়ে গেলে খুঁজে বের করা সম্ভব। চুরি, ছিনতাই, ভুলবশত কোথাও রেখে আসা প্রভৃতি নানা কারণে আপনার ফোন হারিয়ে গেলে একটি ফিচারের সহায়তায় সেটি খুঁজে বের করা সম্ভব। এ জন্য আপনার ফোনে লোকেশন অ্যাকসেস অন রাখতে হবে। পাশাপাশি ‘ফাইন্ড মাই লোকেশন’ অপশনটি এনাবল করে রাখতে হবে। আরও যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হলো, একটি গুগল অ্যাকাউন্টে লগ–ইন থাকতে হবে। এ ছাড়া মোবাইল ডেটা বা ওয়াইফাইয়ের মাধ্যমে স্মার্টফোন ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত করে রাখতে হবে। পাশাপাশি গুগল প্লেতে দৃশ্যমান থাকতে হবে সেই ফোন।
অ্যান্ড্রয়েড ফোন হারিয়ে গেলে নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন:
১. আপনার কাছে থাকা অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল অ্যাকাউন্টে সাইন–ইন করুন।
২. তারপর www. google. com/android/find? ওয়েবপেজ খুলুন।
৩. ‘ফাইন্ড মাই ডিভাইস’ ওয়েবপেজ খোলা হলেই আপনার হারিয়ে যাওয়া ডিভাইসে একটি নোটিফিকেশন পৌঁছে যাবে।
৪. হারিয়ে যাওয়া ডিভাইসে নোটিফিকেশন না গেলে ফোনের পাশে থাকা রিফ্রেশ বাটনে ক্লিক করুন।
৫. আশা করা যায়, তখন আপনার হারিয়ে যাওয়া ফোনে একটি নোটিফিকেশন যাবে। তখনই আপনি হারিয়ে যাওয়া ফোনের সম্ভাব্য অবস্থান মানচিত্রে দেখতে পাবেন। লাইভ লোকেশন অন না থাকলেও ডিভাইসের শেষ লোকেশন ম্যাপে দেখাবে।
৬. এবার আপনি ফোনে প্লে সাউন্ড, সিকিউর ডিভাইস, ইরেজ ডিভাইস অপশনগুলো দেখতে পাবেন। প্লে সাউন্ড অপশন সিলেক্ট করলে আপনার ফোন পাঁচ মিনিট ধরে বাজতে থাকবে। সাইলেন্ট বা ভাইব্রেশন মোডে থাকলেও ফোনটি বাজতে থাকবে।
৭. সিকিউর ডিভাইস অপশন সিলেক্ট করলে, রিমোটলি নিজের ফোন লক করে দিতে পারবেন আপনি। একটি পাসওয়ার্ড অথবা পিনের মাধ্যমে লক হয়ে যাবে আপনার হারিয়ে যাওয়া ডিভাইসটি। পাশাপাশি লক স্ক্রিনে ম্যাসেজ পাঠিয়ে ফোন যার কাছে আছে, আপনি তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
৮. ইরেজ ডিভাইসে ক্লিক করলে হারিয়ে যাওয়া ফোনের সব ডেটা ডিলিট হয়ে যাবে। একবার ডেটা ডিলিট হলে তা আর কখনোই ফিরে পাওয়া সম্ভব হবে না।
এভাবে আপনি অ্যান্ড্রয়েড ফোন হারিয়ে গেলেও বিশেষ ফিচারের মাধ্যমে সহযোগিতা পেতে পারেন। এর মাধ্যমে ফোন ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরির পাশাপাশি নিজের ডেটার সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
২ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
৪ ঘণ্টা আগেধর্ষণ ও অজাচার (নিকটাত্মীয়ের মধ্যে যৌন সম্পর্ক) উৎসাহিত করার অভিযোগের মুখে পড়েছে ভিডিও গেম ‘নো মার্সি’। সারা বিশ্বে গেমিং কমিউনিটির তীব্র সমালোচনার মুখে অবশেষে স্টিম প্ল্যাটফর্ম থেকে সেটি সরিয়ে নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে