প্রযুক্তি ডেস্ক
মেটা ছেড়েছেন ভার্চুয়াল রিয়্যালিটির অগ্রদূত খ্যাত মার্কিন কম্পিউটার প্রোগ্রামার ও প্রযুক্তি পরামর্শক জন কারম্যাক। গত শুক্রবার (১৬ ডিসেম্বর) কোম্পানির অভ্যন্তরীণ ফোরামে তিনি তাঁর চলে যাওয়ার সিদ্ধান্ত জানান।
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৪ সালে ২০০ কোটি ডলারে ভিআর কোম্পানি ‘অকুলাস’ অধিগ্রহণ করে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এরপর ভিআর প্রযুক্তি প্রধান হিসেবে মেটায় যোগ দেন কারম্যাক।
ইনসাইডারের প্রতিবেদনে তাঁর অভ্যন্তরীণ মেমোর কয়েকটি অংশও প্রকাশিত হয়েছে। সেখানে কারম্যাক এআর এবং ভিআর প্রযুক্তিতে মেটার অগ্রগতি নিয়ে সমালোচনা করেছেন।
ইনসাইডার ও নিউইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনের পরপরই টুইটার ও ফেসবুকে কোম্পানি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন কারম্যাক। নিজের অফিশিয়াল টুইটার হ্যান্ডল থেকে পোস্টে তিনি বলেন, ‘আমি মেটা থেকে পদত্যাগ করেছি। কোম্পানির অভ্যন্তরীণ ওয়ার্কপ্লেস ফোরামে প্রকাশিত আমার পোস্ট গণমাধ্যমে ফাঁস হওয়াতে কিছু খণ্ডিত উদ্ধৃতি তৈরি হয়েছে।’ পোস্টে তিনি একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টের লিংক যুক্ত করেছেন। মূলত কর্মক্ষেত্রের ফোরামে প্রকাশিত পোস্টটিই নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশ করেছেন কারম্যাক।
কারম্যাক মেমোটি শুরু করেন ‘কোয়েস্ট ২’ হেডসেটের প্রশংসা করে। ডিভাইসের ভেতর ও বাইরের ট্র্যাকিং ব্যবস্থা, পিসি স্ট্রিমিং সুবিধা, খরচ কার্যকারিতা ও ‘৪ কে’–এর কাছাকাছি স্ক্রিন রেজুলেশন বিষয়গুলো উল্লেখ করে তিনি বলেন, ‘শুরু থেকে একে এমনভাবেই দেখতে চেয়েছিলাম আমি। বিকল্প কিছু সিদ্ধান্ত নিলে ডিভাইসটি আরও দ্রুত উন্নত হতো ও আরও ভালো করতে পারত।’
কারম্যাক মূলত কোম্পানির নিজস্ব জনবলকে সঠিকভাবে ব্যবহার না করার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ‘আমাদের কাছে যথেষ্ট কর্মী রয়েছে। আমি মনে করি, মেটা তার কর্মীদের সঠিকভাবে ব্যবহার করতে পারছে না।’ তিনি আরও বলেন, ‘শীর্ষ পর্যায়ের একজন হিসেবে ভেবেছিলাম আমি হয়তো কোম্পানির ভেতরে দরকারি পরিবর্তন আনতে পারব। কিন্তু পারিনি।’
কারম্যাক জানান, তিনি যেসব বিষয় নিয়ে অভিযোগ জানাতেন তার বেশির ভাগই সমাধান হতে এক–দুই বছর লেগেছে। যখন সমস্যাগুলো প্রকট হয়েছে কেবল তখনই মেটা সমাধানের উদ্যোগ নিয়েছে।
তবে পোস্টের একদম শেষে কারম্যাক স্বীকার করেন, ভিআর প্রযুক্তি বিশ্বের বেশির ভাগ মানুষের কাছে মূল্যবান হবে এবং এটি বাস্তবায়নে মেটাই সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। তবে মেটার এখনো কিছু জায়গায় আরও উন্নতি করা প্রয়োজন।
মেটা ছেড়েছেন ভার্চুয়াল রিয়্যালিটির অগ্রদূত খ্যাত মার্কিন কম্পিউটার প্রোগ্রামার ও প্রযুক্তি পরামর্শক জন কারম্যাক। গত শুক্রবার (১৬ ডিসেম্বর) কোম্পানির অভ্যন্তরীণ ফোরামে তিনি তাঁর চলে যাওয়ার সিদ্ধান্ত জানান।
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৪ সালে ২০০ কোটি ডলারে ভিআর কোম্পানি ‘অকুলাস’ অধিগ্রহণ করে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এরপর ভিআর প্রযুক্তি প্রধান হিসেবে মেটায় যোগ দেন কারম্যাক।
ইনসাইডারের প্রতিবেদনে তাঁর অভ্যন্তরীণ মেমোর কয়েকটি অংশও প্রকাশিত হয়েছে। সেখানে কারম্যাক এআর এবং ভিআর প্রযুক্তিতে মেটার অগ্রগতি নিয়ে সমালোচনা করেছেন।
ইনসাইডার ও নিউইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনের পরপরই টুইটার ও ফেসবুকে কোম্পানি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন কারম্যাক। নিজের অফিশিয়াল টুইটার হ্যান্ডল থেকে পোস্টে তিনি বলেন, ‘আমি মেটা থেকে পদত্যাগ করেছি। কোম্পানির অভ্যন্তরীণ ওয়ার্কপ্লেস ফোরামে প্রকাশিত আমার পোস্ট গণমাধ্যমে ফাঁস হওয়াতে কিছু খণ্ডিত উদ্ধৃতি তৈরি হয়েছে।’ পোস্টে তিনি একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টের লিংক যুক্ত করেছেন। মূলত কর্মক্ষেত্রের ফোরামে প্রকাশিত পোস্টটিই নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশ করেছেন কারম্যাক।
কারম্যাক মেমোটি শুরু করেন ‘কোয়েস্ট ২’ হেডসেটের প্রশংসা করে। ডিভাইসের ভেতর ও বাইরের ট্র্যাকিং ব্যবস্থা, পিসি স্ট্রিমিং সুবিধা, খরচ কার্যকারিতা ও ‘৪ কে’–এর কাছাকাছি স্ক্রিন রেজুলেশন বিষয়গুলো উল্লেখ করে তিনি বলেন, ‘শুরু থেকে একে এমনভাবেই দেখতে চেয়েছিলাম আমি। বিকল্প কিছু সিদ্ধান্ত নিলে ডিভাইসটি আরও দ্রুত উন্নত হতো ও আরও ভালো করতে পারত।’
কারম্যাক মূলত কোম্পানির নিজস্ব জনবলকে সঠিকভাবে ব্যবহার না করার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ‘আমাদের কাছে যথেষ্ট কর্মী রয়েছে। আমি মনে করি, মেটা তার কর্মীদের সঠিকভাবে ব্যবহার করতে পারছে না।’ তিনি আরও বলেন, ‘শীর্ষ পর্যায়ের একজন হিসেবে ভেবেছিলাম আমি হয়তো কোম্পানির ভেতরে দরকারি পরিবর্তন আনতে পারব। কিন্তু পারিনি।’
কারম্যাক জানান, তিনি যেসব বিষয় নিয়ে অভিযোগ জানাতেন তার বেশির ভাগই সমাধান হতে এক–দুই বছর লেগেছে। যখন সমস্যাগুলো প্রকট হয়েছে কেবল তখনই মেটা সমাধানের উদ্যোগ নিয়েছে।
তবে পোস্টের একদম শেষে কারম্যাক স্বীকার করেন, ভিআর প্রযুক্তি বিশ্বের বেশির ভাগ মানুষের কাছে মূল্যবান হবে এবং এটি বাস্তবায়নে মেটাই সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। তবে মেটার এখনো কিছু জায়গায় আরও উন্নতি করা প্রয়োজন।
যুক্তরাষ্ট্রের একটি স্টার্টআপ প্রতিষ্ঠান বিশ্বের প্রথম ‘ফ্লাইং কার’ বা উড়ন্ত গাড়ি উদ্ভাবনের দাবি করেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি ক্যালিফোর্নিয়ার একটি দাঁড়ানো গাড়ির ওপর দিয়ে উড়ে যাওয়ার সফল পরীক্ষা চালিয়েছে।
১০ ঘণ্টা আগেপ্রযুক্তি জগতে স্মার্টফোন নিয়ে অ্যাপল ও স্যামসাংয়ের প্রতিযোগিতা বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে। ২০১৪ সালে বড় পর্দার ফোনে এগিয়ে ছিল স্যামসাং, আর অ্যাপল ভক্তরা চাইছিলেন একটি বড় স্ক্রিনের আইফোন। অবশেষে আইফোন ৬ আনার মাধ্যমে অ্যাপল সেই দাবি পূরণ করে। সেবার জয় হয়েছিল অ্যাপলের।
১১ ঘণ্টা আগেব্যাংক অ্যাকাউন্ট ও ডিজিটাল পরিচয় চুরির নতুন এক কৌশলে প্রতারণার শিকার হচ্ছেন বহু ব্যবহারকারী। প্রতারণার এই নতুন রূপটি পরিচিত হচ্ছে ‘হোয়াটসঅ্যাপ স্ক্রিন-শেয়ারিং প্রতারণা’ নামে। সরল এই কৌশলেই প্রতারকেরা ব্যবহারকারীর একান্ত ব্যক্তিগত তথ্য ও ব্যাংক অ্যাক্সেস হাতিয়ে নিচ্ছে বলে সতর্ক করেছে বিভিন্ন সাইবার
১২ ঘণ্টা আগেবর্তমান সময়ে প্রযুক্তি জগতে অ্যাপল সম্ভবত সবচেয়ে বেশি পরিচিত এবং প্রভাবশালী একটি প্রতিষ্ঠান। উদ্ভাবনী শক্তি, সাধারণ ডিজাইন এবং উচ্চমানের পণ্যের জন্য অ্যাপলের আলাদা একটি খ্যাতি রয়েছে। আজকের দিনে অ্যাপল শুধু একটি হার্ডওয়্যার নির্মাতা নয়, বরং এটি একটি সাংস্কৃতিক প্রতীক। প্রতিটি নতুন আইফোন বা ম্যাকবুকের
১৪ ঘণ্টা আগে