প্রযুক্তি ডেস্ক
ঢাকা: প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের পণ্যগুলোতে চিপ সংযোজনে অন্য প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমাতে চাইছে। এরই মধ্যে এই বিষয়ে তারা কাজও শুরু করেছে।
অ্যাপল এম ১ চিপের সাফল্যের পর এখন এম ২ চিপের দিকে বিশেষ মনোযোগ দিয়েছে। এই এম ২ চিপগুলো শুরুতে ম্যাকবুকগুলোতে ব্যবহৃত হবে। এই ম্যাকবুকগুলো অ্যাপল এ বছর জুন পরবর্তী সময়ে বাজারে ছাড়বে। বিবিসি, নিউইয়র্ক টাইমসসহ বেশ কিছু পশ্চিমা সংবাদমাধ্যম অ্যাপলের এম ২ চিপের ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছে।
অ্যাপল জানায়, এই নতুন এম ২ চিপগুলোও আগের এম ১ চিপের মতো ম্যাকবুকের বাইরে ম্যাকমিনিসহ বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা যাবে। তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি এই এম ২ চিপগুলো বানাচ্ছে। তারা ৫-ন্যানোমিটার প্লাস প্রোডাকশন প্রযুক্তির সাহায্যে এই এম ২ চিপগুলো বানাচ্ছে।
অ্যাপল কর্তৃপক্ষ জানায়, তারা এ বছরের শেষের দিকে এম ২ চিপবিশিষ্ট আইপ্যাড প্রো, ম্যাকমিনি ও আইম্যাক বাজারে ছাড়বে। গ্রাফিকস, মেমোরি ও অপারেটিং সিস্টেমে এক দারুণ অভিজ্ঞতা দেবে এই এম ২ চিপবিশিষ্ট ডিভাইসগুলো।
অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক বলেন, নিজস্ব চিপ দিয়ে ডিভাইস চালনার মাধ্যমে এক নতুন যুগে প্রবেশ করেছে অ্যাপল। অ্যাপলের এম ২ চিপগুলো এই বৈপ্লবিক অগ্রযাত্রা অব্যাহত রাখবে। গ্রাহকদের অসাধারণ দক্ষতাসম্পন্ন ডিভাইস উপহার দিতে পেরে অ্যাপল খুশি।
উল্লেখ্য, এম ১ চিপের মতো যদি এম ২ চিপ সফল হয়, তাহলে এই নিজস্ব চিপ নিয়ে আরও কাজ করবে অ্যাপল।
ঢাকা: প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের পণ্যগুলোতে চিপ সংযোজনে অন্য প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমাতে চাইছে। এরই মধ্যে এই বিষয়ে তারা কাজও শুরু করেছে।
অ্যাপল এম ১ চিপের সাফল্যের পর এখন এম ২ চিপের দিকে বিশেষ মনোযোগ দিয়েছে। এই এম ২ চিপগুলো শুরুতে ম্যাকবুকগুলোতে ব্যবহৃত হবে। এই ম্যাকবুকগুলো অ্যাপল এ বছর জুন পরবর্তী সময়ে বাজারে ছাড়বে। বিবিসি, নিউইয়র্ক টাইমসসহ বেশ কিছু পশ্চিমা সংবাদমাধ্যম অ্যাপলের এম ২ চিপের ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছে।
অ্যাপল জানায়, এই নতুন এম ২ চিপগুলোও আগের এম ১ চিপের মতো ম্যাকবুকের বাইরে ম্যাকমিনিসহ বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা যাবে। তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি এই এম ২ চিপগুলো বানাচ্ছে। তারা ৫-ন্যানোমিটার প্লাস প্রোডাকশন প্রযুক্তির সাহায্যে এই এম ২ চিপগুলো বানাচ্ছে।
অ্যাপল কর্তৃপক্ষ জানায়, তারা এ বছরের শেষের দিকে এম ২ চিপবিশিষ্ট আইপ্যাড প্রো, ম্যাকমিনি ও আইম্যাক বাজারে ছাড়বে। গ্রাফিকস, মেমোরি ও অপারেটিং সিস্টেমে এক দারুণ অভিজ্ঞতা দেবে এই এম ২ চিপবিশিষ্ট ডিভাইসগুলো।
অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক বলেন, নিজস্ব চিপ দিয়ে ডিভাইস চালনার মাধ্যমে এক নতুন যুগে প্রবেশ করেছে অ্যাপল। অ্যাপলের এম ২ চিপগুলো এই বৈপ্লবিক অগ্রযাত্রা অব্যাহত রাখবে। গ্রাহকদের অসাধারণ দক্ষতাসম্পন্ন ডিভাইস উপহার দিতে পেরে অ্যাপল খুশি।
উল্লেখ্য, এম ১ চিপের মতো যদি এম ২ চিপ সফল হয়, তাহলে এই নিজস্ব চিপ নিয়ে আরও কাজ করবে অ্যাপল।
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
১৪ ঘণ্টা আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
১ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
১ দিন আগেবিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
৩ দিন আগে