প্রযুক্তি ডেস্ক
ঢাকা: প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের পণ্যগুলোতে চিপ সংযোজনে অন্য প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমাতে চাইছে। এরই মধ্যে এই বিষয়ে তারা কাজও শুরু করেছে।
অ্যাপল এম ১ চিপের সাফল্যের পর এখন এম ২ চিপের দিকে বিশেষ মনোযোগ দিয়েছে। এই এম ২ চিপগুলো শুরুতে ম্যাকবুকগুলোতে ব্যবহৃত হবে। এই ম্যাকবুকগুলো অ্যাপল এ বছর জুন পরবর্তী সময়ে বাজারে ছাড়বে। বিবিসি, নিউইয়র্ক টাইমসসহ বেশ কিছু পশ্চিমা সংবাদমাধ্যম অ্যাপলের এম ২ চিপের ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছে।
অ্যাপল জানায়, এই নতুন এম ২ চিপগুলোও আগের এম ১ চিপের মতো ম্যাকবুকের বাইরে ম্যাকমিনিসহ বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা যাবে। তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি এই এম ২ চিপগুলো বানাচ্ছে। তারা ৫-ন্যানোমিটার প্লাস প্রোডাকশন প্রযুক্তির সাহায্যে এই এম ২ চিপগুলো বানাচ্ছে।
অ্যাপল কর্তৃপক্ষ জানায়, তারা এ বছরের শেষের দিকে এম ২ চিপবিশিষ্ট আইপ্যাড প্রো, ম্যাকমিনি ও আইম্যাক বাজারে ছাড়বে। গ্রাফিকস, মেমোরি ও অপারেটিং সিস্টেমে এক দারুণ অভিজ্ঞতা দেবে এই এম ২ চিপবিশিষ্ট ডিভাইসগুলো।
অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক বলেন, নিজস্ব চিপ দিয়ে ডিভাইস চালনার মাধ্যমে এক নতুন যুগে প্রবেশ করেছে অ্যাপল। অ্যাপলের এম ২ চিপগুলো এই বৈপ্লবিক অগ্রযাত্রা অব্যাহত রাখবে। গ্রাহকদের অসাধারণ দক্ষতাসম্পন্ন ডিভাইস উপহার দিতে পেরে অ্যাপল খুশি।
উল্লেখ্য, এম ১ চিপের মতো যদি এম ২ চিপ সফল হয়, তাহলে এই নিজস্ব চিপ নিয়ে আরও কাজ করবে অ্যাপল।
ঢাকা: প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের পণ্যগুলোতে চিপ সংযোজনে অন্য প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমাতে চাইছে। এরই মধ্যে এই বিষয়ে তারা কাজও শুরু করেছে।
অ্যাপল এম ১ চিপের সাফল্যের পর এখন এম ২ চিপের দিকে বিশেষ মনোযোগ দিয়েছে। এই এম ২ চিপগুলো শুরুতে ম্যাকবুকগুলোতে ব্যবহৃত হবে। এই ম্যাকবুকগুলো অ্যাপল এ বছর জুন পরবর্তী সময়ে বাজারে ছাড়বে। বিবিসি, নিউইয়র্ক টাইমসসহ বেশ কিছু পশ্চিমা সংবাদমাধ্যম অ্যাপলের এম ২ চিপের ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছে।
অ্যাপল জানায়, এই নতুন এম ২ চিপগুলোও আগের এম ১ চিপের মতো ম্যাকবুকের বাইরে ম্যাকমিনিসহ বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা যাবে। তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি এই এম ২ চিপগুলো বানাচ্ছে। তারা ৫-ন্যানোমিটার প্লাস প্রোডাকশন প্রযুক্তির সাহায্যে এই এম ২ চিপগুলো বানাচ্ছে।
অ্যাপল কর্তৃপক্ষ জানায়, তারা এ বছরের শেষের দিকে এম ২ চিপবিশিষ্ট আইপ্যাড প্রো, ম্যাকমিনি ও আইম্যাক বাজারে ছাড়বে। গ্রাফিকস, মেমোরি ও অপারেটিং সিস্টেমে এক দারুণ অভিজ্ঞতা দেবে এই এম ২ চিপবিশিষ্ট ডিভাইসগুলো।
অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক বলেন, নিজস্ব চিপ দিয়ে ডিভাইস চালনার মাধ্যমে এক নতুন যুগে প্রবেশ করেছে অ্যাপল। অ্যাপলের এম ২ চিপগুলো এই বৈপ্লবিক অগ্রযাত্রা অব্যাহত রাখবে। গ্রাহকদের অসাধারণ দক্ষতাসম্পন্ন ডিভাইস উপহার দিতে পেরে অ্যাপল খুশি।
উল্লেখ্য, এম ১ চিপের মতো যদি এম ২ চিপ সফল হয়, তাহলে এই নিজস্ব চিপ নিয়ে আরও কাজ করবে অ্যাপল।
একসময় ছিল, যখন শুধু কাগজে লেখা প্রিন্ট করাই ছিল বিরাট ব্যাপার। এরপর প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে ঘরে বসেই থ্রিডি বা ত্রিমাত্রিক প্রিন্টারের মাধ্যমে ছোটখাটো মডেল, খেলনা, এমনকি যন্ত্রাংশ তৈরি করা শুরু হলো। তবে এখন সময় এসেছে ভবিষ্যতের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার। ওয়ালমার্টের এক্সটেনশন, মেরিন ব্যারাক
১০ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি উপস্থাপক দিয়ে ছয় মাস ধরে অনুষ্ঠান চালিয়েছে অস্ট্রেলিয়ার এক রেডিও স্টেশন। তবে শ্রোতাদের মধ্যে কেউই বিষয়টি টের পায়নি। ‘ওয়ার্কডেজ উইথ থাই’ নামের অনুষ্ঠানটি সম্প্রচার হয় সিডনিভিত্তিক রেডিও স্টেশন সিএডিএ থেকে। এই অনুষ্ঠানটি প্রতি সপ্তাহে সোমবার থেকে শুক্রবার...
১২ ঘণ্টা আগেনিজের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই হোল্ডিংসের জন্য প্রায় ২ হাজার কোটি ডলার বিনিয়োগ সংগ্রহের জন্য বিভিন্ন বিনিয়োগকারীর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন ইলন মাস্ক। এই ফান্ডিং রাউন্ডটি সম্পন্ন হলে এটি বিশ্বের ইতিহাসে দ্বিতীয় সর্ববৃহৎ প্রাইভেট ফান্ডিং রাউন্ড হিসেবে বিবেচিত হবে।
১৩ ঘণ্টা আগেচীনের বাজারে এল বহুল প্রতীক্ষিত স্মার্টফোন রিয়েলমি জিটি৭। এই ফোনটিতে ব্যবহৃত হয়েছে ৩ এনএম প্রযুক্তি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসেট। সেই সঙ্গে ফোনটিতে ৭২০০ এমএইচ শক্তিশালি ব্যাটারি দেওয়া হয়েছে। তাই কোম্পানিটি দাবি করছে, ব্যাটারির চার্জ পুরোপুরি শেষ হয়ে গেলেও মাত্র ১ মিনিট চার্জ দিলেই...
১৪ ঘণ্টা আগে