Ajker Patrika

কর্মীদের টিকার বুস্টার ডোজ নেওয়ার সনদ দেখতে চায় অ্যাপল 

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৬: ২৯
কর্মীদের টিকার বুস্টার ডোজ নেওয়ার সনদ দেখতে চায় অ্যাপল 

নতুন রূপে পুরো বিশ্বকে আবার নাস্তানাবুদ করছে করোনা মহামারি। এর নতুন ধরন ওমিক্রনে টালমাটাল পশ্চিমা দেশগুলো। এর প্রভাবে পুনরায় অর্থনৈতিক মন্দা ঠেকাতে আগেভাগেই বড় প্রতিষ্ঠানগুলোকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। পিছিয়ে নেই প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর অফিসে ঢোকার নতুন নিয়ম দিয়েছে প্রতিষ্ঠানটি। সবার কাছে থাকতে হবে করোনা টিকার বুস্টার ডোজ নেওয়ার সনদ।  

অ্যাপলের অভ্যন্তরীণ ই-মেইলের বরাত দিয়ে গতকাল শনিবার দ্য ভার্জ এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৪ জানুয়ারির মধ্যে যাঁরা টিকার বুস্টার ডোজ নেওয়ার প্রমাণ জমা দেননি, অফিসে ঢোকার ক্ষেত্রে তাঁদের করোনা শনাক্তের পরীক্ষা করাতে হবে। তাতে যাঁদের নেগেটিভ ফল আসবে, তাঁদেরই কেবল অফিসে ঢুকতে দেওয়া হবে। 

মূলত করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও এ বিষয়ে রয়টার্সের কাছে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি অ্যাপলের কোনো উচ্চপদস্থ কর্মকর্তা। 

যুক্তরাষ্ট্রে ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির প্রতিষ্ঠানগুলো তাদের কর্মচারীদের অফিসে প্রবেশের ক্ষেত্রে আরও কঠোর নিয়ম আরোপ করছে। শুধু তাই নয়, করোনা টিকার বুস্টার ডোজ বাধ্যতামূলক করা হচ্ছে। এই যেমন চলতি সপ্তাহে একই পথে হেঁটেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। 

এদিকে গত শুক্রবার অ্যালফাবেট ইনকরপোরেটেডের প্রতিষ্ঠান গুগল জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের অফিসগুলোতে প্রতি সপ্তাহে কর্মীদের বাধ্যতামূলক করোনার টেস্ট করার সাময়িক নীতি গ্রহণ করা হচ্ছে। অন্যদিকে রয়টার্স জানিয়েছে, করোনা টিকার বুস্টার ডোজ নেওয়ার জন্য মার্কিন গুদামকর্মীদের ৪০ ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ই-কমার্স প্রতিষ্ঠান আমাজন ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত