Ajker Patrika

ডিজিটাল টিপস : স্মার্টফোন গরম হয়ে গেলে কী করবেন?

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০৬ জুন ২০২১, ১৫: ০১
Thumbnail image

কী কারণে ফোন অতিরিক্ত গরম হয়? এটি ঠেকানোর উপায় কী? আসুন ফোনের গরম হওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় জেনে নেই। 

ভারী কোনো অ্যাপ ব্যবহারের সময়, ভিডিও চালানো বা ধারণ করার সময়, গেম খেলার সময়, চার্জ দেওয়ার সময়সহ নানাসময়ে ফোন গরম হতে পারে। আপনার স্মার্টফোন নানা কারণে স্বাভাবিকভাবে ৩৫-৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হতে পারে। তবে স্ট্যান্ডবাই মোডেও যদি ফোন ৩৫-৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হয় তবে বুঝবেন আপনার ফোনে সমস্যা থাকতে পারে। তখন সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে হবে। 

আপনার ফোনের প্রসেসর যদি গরম হয় তাহলে আপনার স্মার্টফোন গরম হয়ে যাবে। 

দুর্বল নেটওয়ার্কের জন্য আপনার ফোন গরম হতে পারে। কারণ নেটওয়ার্ক দুর্বল হলে ফোনে বেশি চাপ পরে, ফলে স্মার্টফোন অত্যধিক গরম হয়। 

ব্যাটারি যত বেশি দুর্বল হবে ফোন তত বেশি তাপ উৎপন্ন করবে ফলে আপনার ফোন গরম হবে। আবার, ব্যাটারি চার্জ নেওয়ার সময় অথবা ডিচার্জ হওয়ার সময়ও ফোন বেশি গরম হয়। 

এবার জেনে নেওয়া যাক স্মার্টফোন অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষার জন্য আপনি কী কী কৌশল অবলম্বন করতে পারেন:

  • স্মার্টফোনের সঙ্গে অতিরিক্ত কভার বা কেসযুক্ত করে ব্যবহার করলে ফোন থেকে বের হওয়া গরম আটকে রেখে ফোন বেশি গরম করে তোলে। এ কারণে ফোন যদি অতিরিক্ত গরম হয় তবে কেস বা কভার সরিয়ে ফেলুন।
  • সব সময় ওয়াইফাই ব্যবহার করা থেকে বিরত থাকুন। এটি ফোন গরম হওয়া কমাবে।
  •  সব সময় ডেটা চালু করে রাখা উচিত নয়। এটি ফোন গরম রোধ করতে সাহায্য করবে।
  •  ফোনে যেন চার্জ থাকে এই বিষয়টি নিশ্চিত করুন।
  •  ফোনের সঙ্গে সারা রাত চার্জার লাগিয়ে রাখবেন না। সারা রাত চার্জ দেওয়ার ফলে দীর্ঘ মেয়াদে ব্যাটারির সক্ষমতার ওপর প্রভাব পড়ে এবং ফোন গরম হয়। এ ক্ষেত্রে, অতিরিক্ত গরমে ফোনে আগুন লাগার ঘটনাও ঘটতে পারে।
  • এক সঙ্গে বেশি অ্যাপ চালু করে রাখবেন না। ফোনের অতিরিক্ত অ্যাপ ব্যাকগ্রাউন্ডে বেশি জায়গা নিচ্ছে কিনা লক্ষ্য করুন। এটি ফোন গরম রোধ করতে সাহায্য করবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত