প্রযুক্তি ডেস্ক
বিশ্বের দ্রুততম গতির প্রসেসর বাজারে নিয়ে এসেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক বহুজাতিক প্রযুক্তি কোম্পানি ইন্টেল। প্রসেসরটির মডেল কোর আই৯-১৩৯০০ কেএস। অন্যান্য প্রসেসর থেকে পাওয়ার ও টার্বো স্পিডের দিক থেকে নতুন এই প্রসেসর অধিক উন্নত।
কোনো প্রকার ওভার ক্লকিং ছাড়াই থার্মাল ভেলোসিটি বুস্ট প্রযুক্তি ব্যবহার করে প্রসেসরটির ক্লক স্পিড ৬ গিগাহার্টজ টার্বো ফ্রিকোয়েন্সি পর্যন্ত বাড়ে। তাই বলা হচ্ছে, এই প্রসেসর বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুততম ডেস্কটপ প্রসেসর।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের তথ্য অনুযায়ী, মূলত ডেস্কটপে ভারী কাজের জন্য বানানো হয়েছে এই নতুন প্রসেসর। ইন্টেলের ২৪ কোরের নতুন এই প্রসেসরে রয়েছে ৩৬ এমবি ইন্টেল স্মার্ট ক্যাশ এবং ২০টি পিসিএলই লেন। নতুন এই প্রসেসর গত ১২ জানুয়ারি থেকে বাজারে পাওয়া যাচ্ছে। প্রসেসরের দাম নির্ধারণ করা হয়েছে ন্যূনতম ৬৯৯ ডলার।
প্রসেসরের সিপিইউ স্পিড বেশি হওয়ায় অন্যান্য ডেস্কটপ চিপের তুলনায় বাড়তি বিদ্যুৎ খরচ হবে ইন্টেলের এই নতুন চিপে। ইন্টেলের কোর আই৯-১৩৯০০কে প্রসেসরের বেস পাওয়ার ছিল ১২৫ ওয়াট। যেখানে এই প্রসেসর ১৫০ ওয়াট পাওয়ার সমর্থন করে। এ ছাড়া, সর্বাধিক সক্ষমতা ব্যবহার করা হলে ডেস্কটপটি গড়ে ২৫০ ওয়াটেরও বেশি বিদ্যুৎ ব্যবহার করবে।
বহুজাতিক চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি) তাদের ফ্ল্যাগশিপ রাইজেন ৯ সিরিজের ‘৭৯৫০ এক্স থ্রিডি’ প্রসেসর বাজারে আনবে আগামী ফেব্রুয়ারিতে।
এটির স্ট্যান্ডার্ড ক্লকস্পিড ৫ দশমিক ৭ গিগাহার্টজ। এতে থাকছে ১৪৪ এমবি থ্রিডি ভিক্যাশ প্রযুক্তি। এই প্রযুক্তিতে সিপিউতে বাড়তি ক্যাশ যুক্ত করার সুযোগ রয়েছে।
বিশ্বের দ্রুততম গতির প্রসেসর বাজারে নিয়ে এসেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক বহুজাতিক প্রযুক্তি কোম্পানি ইন্টেল। প্রসেসরটির মডেল কোর আই৯-১৩৯০০ কেএস। অন্যান্য প্রসেসর থেকে পাওয়ার ও টার্বো স্পিডের দিক থেকে নতুন এই প্রসেসর অধিক উন্নত।
কোনো প্রকার ওভার ক্লকিং ছাড়াই থার্মাল ভেলোসিটি বুস্ট প্রযুক্তি ব্যবহার করে প্রসেসরটির ক্লক স্পিড ৬ গিগাহার্টজ টার্বো ফ্রিকোয়েন্সি পর্যন্ত বাড়ে। তাই বলা হচ্ছে, এই প্রসেসর বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুততম ডেস্কটপ প্রসেসর।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের তথ্য অনুযায়ী, মূলত ডেস্কটপে ভারী কাজের জন্য বানানো হয়েছে এই নতুন প্রসেসর। ইন্টেলের ২৪ কোরের নতুন এই প্রসেসরে রয়েছে ৩৬ এমবি ইন্টেল স্মার্ট ক্যাশ এবং ২০টি পিসিএলই লেন। নতুন এই প্রসেসর গত ১২ জানুয়ারি থেকে বাজারে পাওয়া যাচ্ছে। প্রসেসরের দাম নির্ধারণ করা হয়েছে ন্যূনতম ৬৯৯ ডলার।
প্রসেসরের সিপিইউ স্পিড বেশি হওয়ায় অন্যান্য ডেস্কটপ চিপের তুলনায় বাড়তি বিদ্যুৎ খরচ হবে ইন্টেলের এই নতুন চিপে। ইন্টেলের কোর আই৯-১৩৯০০কে প্রসেসরের বেস পাওয়ার ছিল ১২৫ ওয়াট। যেখানে এই প্রসেসর ১৫০ ওয়াট পাওয়ার সমর্থন করে। এ ছাড়া, সর্বাধিক সক্ষমতা ব্যবহার করা হলে ডেস্কটপটি গড়ে ২৫০ ওয়াটেরও বেশি বিদ্যুৎ ব্যবহার করবে।
বহুজাতিক চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি) তাদের ফ্ল্যাগশিপ রাইজেন ৯ সিরিজের ‘৭৯৫০ এক্স থ্রিডি’ প্রসেসর বাজারে আনবে আগামী ফেব্রুয়ারিতে।
এটির স্ট্যান্ডার্ড ক্লকস্পিড ৫ দশমিক ৭ গিগাহার্টজ। এতে থাকছে ১৪৪ এমবি থ্রিডি ভিক্যাশ প্রযুক্তি। এই প্রযুক্তিতে সিপিউতে বাড়তি ক্যাশ যুক্ত করার সুযোগ রয়েছে।
ইন্টারনেটে ব্রাউজিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় ব্রাউজার হলো গুগল ক্রোম। তাই সাইবার অপরাধীদের কাছে হ্যাকিংয়ের একটি প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এটি। ব্রাউজারটির বিভিন্ন দুর্বলতা ব্যবহার করে ব্যবহারকারীর ডেটা ‘হাইজ্যাক’ করার চেষ্টা করে হ্যাকাররা। সম্প্রতি এমন একটি সাইবার হামলা ক্রোমে ঘটতে দেখা যাচ্ছে। এর ফ
১৯ ঘণ্টা আগেমার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর মেটার বিভিন্ন নীতিতে পরিবর্তন নিয়ে এসেছেন সিইও মার্ক জাকারবার্গ। তবে সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে কোম্পানিটির কর্মীদের মধ্যে অস্বস্তি দেখা গেছে। বিশেষ করে মেটার ফ্যাক্ট চেকিং ফিচার ও ডাইভারসিটি প্রোগ্রাম বন্ধের সিদ্ধান্তের জন্য। অবশেষে, গত বৃহস্পতিবার
২০ ঘণ্টা আগেসারা বিশ্বের প্রযুক্তি বাজারকে কাঁপিয়ে দিয়েছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি করা নতুন এআই ভাষা মডেল ‘ডিপসিক আর১ ’। তাই এই প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য বজায় রাখতে রিজনিং মডেল ‘ও ৩ মিনি’ বিনা মূল্যে ব্যবহারে সুযোগ দিচ্ছে ওপেনএআই।
২০ ঘণ্টা আগেব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অন্তভুক্ত করলে বিভিন্ন কাজ দ্রুত ও সহজভাবে করা যায়। তাই এআই নিয়ে অতী উৎসাহী ব্যবসায়ীরা। তবে এই প্রযুক্তি ব্যবহার নিয়ে সংশয়ে রয়েছেন প্রতিষ্ঠানের কর্মীরা। বিশেষ করে নেতৃত্ব পর্যায়ে এই প্রযুক্তি সম্পর্কে ধারণার অভাব থাকায় সংস্থাগুলোর মধ্যে...
১ দিন আগে