মুহাম্মদ শফিকুর রহমান
সহজে বহনযোগ্য হওয়ায় ল্যাপটপ বেশ জনপ্রিয়। কিন্তু আমরা অনেকে ল্যাপটপের সঠিক যত্নআত্তি সম্পর্কে জানি না। ফলে ল্যাপটপে বিভিন্ন সমস্যা লেগেই থাকে।
যা করতে হবে
» অন-অফ বাটন চেপে বন্ধ করবেন না। প্রয়োজনে স্লিপ মুডে রাখুন। স্টার্ট বাটনে পাওয়ার অপশনে স্লিপ মুড পাবেন।
» ল্যাপটপের স্ক্রিন পরিষ্কার করার জন্য কাপড় ব্যবহার না করে ফেদার ডাস্টার ব্যবহার করুন। কাপড় ব্যবহার করতে চাইলে ফাইবার ডাস্টার ক্লথ বেছে নিন। কি-বোর্ড পরিষ্কারের জন্য ফেদার ডাস্টার লাগবে।
» ল্যাপটপ পরিষ্কারের জন্য তরল কিছু ব্যবহার করবেন না।
» ল্যাপটপ বন্ধ করার পর পাওয়ার কেব্ল খুলে রাখুন।
» ৩ থেকে ৪ ঘণ্টা ব্যবহার না করলে ল্যাপটপ স্লিপ মুডে না রেখে বন্ধ করে রাখবেন।
» ল্যাপটপ বন্ধ করার সময় ধীরে ডিসপ্লে নামান। তাড়াহুড়া করলে পাশ দিয়ে ফেটে যেতে পারে।
» নিয়মিত ল্যাপটপের ব্যাটারি হেলথ চেক করা জরুরি।
» স্ট্যান্ডের ওপর রেখে কাজ করলে ল্যাপটপ গরম কম হবে। এতে ব্যাটারি আয়ু পাবে অনেক বেশি।
» ল্যাপটপ কিছুদিনের জন্য বন্ধ রাখার আগে কমপক্ষে ৫০ শতাংশ চার্জ দিয়ে পাওয়ার সেভিং মুড অন করে কাজ করুন।
» নতুন ল্যাপটপ কেনার পর স্ক্রিন গার্ড বা প্রটেক্টর ব্যবহার করুন।
» ভালো অ্যাকসেসরিজ ব্যবহার করুন।
» তরল কিছু যেন ল্যাপটপে না পড়ে, সেটা নিশ্চিত করুন।
» নরম জায়গা, যেমন বিছানা কিংবা বালিশে রেখে ল্যাপটপ ব্যবহার করবেন না।
সহজে বহনযোগ্য হওয়ায় ল্যাপটপ বেশ জনপ্রিয়। কিন্তু আমরা অনেকে ল্যাপটপের সঠিক যত্নআত্তি সম্পর্কে জানি না। ফলে ল্যাপটপে বিভিন্ন সমস্যা লেগেই থাকে।
যা করতে হবে
» অন-অফ বাটন চেপে বন্ধ করবেন না। প্রয়োজনে স্লিপ মুডে রাখুন। স্টার্ট বাটনে পাওয়ার অপশনে স্লিপ মুড পাবেন।
» ল্যাপটপের স্ক্রিন পরিষ্কার করার জন্য কাপড় ব্যবহার না করে ফেদার ডাস্টার ব্যবহার করুন। কাপড় ব্যবহার করতে চাইলে ফাইবার ডাস্টার ক্লথ বেছে নিন। কি-বোর্ড পরিষ্কারের জন্য ফেদার ডাস্টার লাগবে।
» ল্যাপটপ পরিষ্কারের জন্য তরল কিছু ব্যবহার করবেন না।
» ল্যাপটপ বন্ধ করার পর পাওয়ার কেব্ল খুলে রাখুন।
» ৩ থেকে ৪ ঘণ্টা ব্যবহার না করলে ল্যাপটপ স্লিপ মুডে না রেখে বন্ধ করে রাখবেন।
» ল্যাপটপ বন্ধ করার সময় ধীরে ডিসপ্লে নামান। তাড়াহুড়া করলে পাশ দিয়ে ফেটে যেতে পারে।
» নিয়মিত ল্যাপটপের ব্যাটারি হেলথ চেক করা জরুরি।
» স্ট্যান্ডের ওপর রেখে কাজ করলে ল্যাপটপ গরম কম হবে। এতে ব্যাটারি আয়ু পাবে অনেক বেশি।
» ল্যাপটপ কিছুদিনের জন্য বন্ধ রাখার আগে কমপক্ষে ৫০ শতাংশ চার্জ দিয়ে পাওয়ার সেভিং মুড অন করে কাজ করুন।
» নতুন ল্যাপটপ কেনার পর স্ক্রিন গার্ড বা প্রটেক্টর ব্যবহার করুন।
» ভালো অ্যাকসেসরিজ ব্যবহার করুন।
» তরল কিছু যেন ল্যাপটপে না পড়ে, সেটা নিশ্চিত করুন।
» নরম জায়গা, যেমন বিছানা কিংবা বালিশে রেখে ল্যাপটপ ব্যবহার করবেন না।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর নতুন প্রশাসক হিসেবে যোগদান করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান। বুধবার দুপুরে নবনিযুক্ত প্রশাসক বেসিস কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বেস
৩ ঘণ্টা আগেপ্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অ্যাপল তাদের নতুন ও সবচেয়ে পাতলা স্মার্টফোন, আইফোন এয়ার, উন্মোচন করেছে। এই নতুন ডিভাইসটিকে ‘ভবিষ্যতের একটি টুকরো’ হিসেবে বর্ণনা করেছেন এর প্রধান শিল্প ডিজাইনার আবিদুর চৌধুরী। সম্পূর্ণ টাইটানিয়াম ধাতুতে মোড়া এই স্মার্টফোনের ২৫৬ জিবি মডেলের দাম নির্ধারণ
৭ ঘণ্টা আগেনতুন প্রজন্মের আইফোন সিরিজ উন্মোচনের পরপরই অ্যাপলকে নিয়ে ব্যঙ্গ করল প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্যামসাং। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আয়োজিত অ্যাপলের পণ্য উন্মোচন অনুষ্ঠানে ‘আইফোন ১৭ এয়ার’ মডেল প্রকাশের পর স্যামসাং তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এসব ব্যঙ্গাত্মক পোস্ট করে।
৯ ঘণ্টা আগেআগামী কয়েক দিনের মধ্যেই আইফোন প্রেমীদের হাতে পৌঁছাবে অ্যাপলের নতুন ফোন আইফোন এয়ার। গতকাল রাতে আইফোন ১৭ এবং আইফোন ১৭ প্রো’র সঙ্গে একসঙ্গে উন্মোচিত হয়েছে ফোনটি। এটি অ্যাপলের তৈরি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। দেখতে অপূর্ব, এক কথায় মন কাড়া। তবে শুধুই সৌন্দর্য নয়, আইফোন এয়ার নিয়ে বিতর্কও চলবে জোরেশোরে
১০ ঘণ্টা আগে