Ajker Patrika

বেশিক্ষণ চার্জ থাকে যে স্মার্টফোনগুলোতে

প্রযুক্তি ডেস্ক
Thumbnail image

স্মার্টফোন মানুষের নিত্যদিনের সঙ্গী। অফিসের কাজ, অনলাইন ক্লাস কিংবা বিনোদন সবকিছুই এখন স্মার্টফোনে। স্মার্টফোনের চার্জ হুটহাট শেষ হয়ে গেলে বিপদ। তাই স্মার্টফোনের ব্যাটারি হওয়া চাই উচ্চ ক্ষমতাসম্পন্ন। স্মার্টফোনের ব্যাটারির এমএএইচের মান যত বেশি হবে তত বেশিক্ষণ চার্জ থাকবে। বেশিক্ষণ চার্জ থাকে এ রকম কিছু স্মার্টফোনের বর্ণনা দেওয়া হলো।

মটোরোলা
৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের মনস্টার ব্যাটারি নিয়ে মটোরোলার ‘মটো জি১০ পাওয়ার’ এখন দেশের বাজারে পাওয়া যাচ্ছে ৷ ২০ ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এক চার্জে এই ফোন তিন দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। স্মার্টফোনটির পেছনে আছে কোয়াড ক্যামেরা সেটআপ, প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। সঙ্গে আছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। মটো জি১০ পাওয়ারের বিক্রয় মূল্য ১৫ হাজার ৫৯৯ টাকা। যেহেতু বেশিক্ষণ চার্জ থাকার পাশাপাশি এই স্মার্টফোনে এতগুলো সুবিধা আছে, তাই এই স্মার্টফোনটি গ্রাহকের জন্য দারুণ একটি স্মার্টফোন হতে পারে।

 শাওমি
শাওমির বেশ কিছু স্মার্টফোনে রয়েছে বড় ব্যাটারি। এই স্মার্টফোনগুলোর চার্জ অনায়াসেই দুই থেকে তিন দিন থাকে।

শাওমি রেডমি নোট ৯ এস এই সিরিজের ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরার ৬ জিবি এবং ১২৮ জিবি বিশিষ্ট স্মার্টফোনটির মূল্য হচ্ছে ২৪ হাজার ৯৯৯ টাকা। এই স্মার্টফোনগুলোতে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন টিএম ৭২০ জি। আরও আছে ১৮ ওয়াট ফাস্ট চার্জ এবং ৫০২০ এমএএইচ ব্যাটারি। এই বড় ব্যাটারির কারণে ফোনটিতে চার্জ থাকে টানা দুই দিন।

শাওমি রেডমি নোট ৯ এই সিরিজের ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরার ৬ জিবি এবং ১২৮ জিবি বিশিষ্ট স্মার্টফোনটির মূল্য হচ্ছে ২১ হাজার ৯৯৯ টাকা। এই স্মার্টফোনগুলোতে প্রসেসর হিসেবে রয়েছে হেলিও জি৮৫৬। ১৮ ওয়াট ফাস্ট চার্জার থাকায় দ্রুত চার্জ হবে। এই স্মার্টফোনগুলোতে রয়েছে ৫০২০ এমএএইচ ব্যাটারি। ফলে ভালোভাবে চার্জ দিলে অনেকক্ষণ ধরে চলবে এই স্মার্টফোন।

শাওমি পোকো এক্স৩প্রো ৬ জিবি এবং ১২৮ জিবি বিশিষ্ট স্মার্টফোনটির মূল্য হচ্ছে ২৯ হাজার ৯৯৯ টাকা। এই স্মার্টফোনগুলোতে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬০। আরও আছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জ এবং ৫১৬০ এমএএইচ ব্যাটারি। এই বড় ব্যাটারির কারণে ফোনটিতে চার্জ থাকে টানা দুই দিন।

শাওমি পোকো এক্স ৩ এনএফসি এই সিরিজের ৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরার ৬ জিবি এবং ৬৪ জিবি বিশিষ্ট স্মার্টফোনটির মূল্য হচ্ছে ২৫ হাজার ৯৯৯ টাকা। ৬ জিবি এবং ১২৮ জিবি বিশিষ্ট স্মার্টফোনটির মূল্য হচ্ছে ২৭ হাজার ৯৯৯ টাকা। এই স্মার্টফোনগুলোতে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন টিএম ৭৩২ জি। আরও আছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জ এবং ৫১৬০ এমএএইচ ব্যাটারি। এই বড় ব্যাটারির কারণে ফোনটিতে চার্জ থাকে টানা দুই দিন।

শাওমি পোকো এক্স ৩ (৬০০০ এমএএইচ এডিশন) স্মার্টফোনটির মূল্য হচ্ছে ২৫ হাজার ৯৯৯ টাকা। এই স্মার্টফোনগুলোতে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২ জি। আরও আছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জ এবং ৬০০০ এমএএইচ ব্যাটারি। পাশাপাশি থাকছে ৬৪ মেগাপিক্সেলের কোয়াডকম ক্যামেরা। এই বড় ব্যাটারির কারণে ফোনটিতে চার্জ থাকে টানা তিন দিন।

শাওমি পোকো এম ২ প্রো এই সিরিজের ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরার মূল্য হচ্ছে ৬ জিবি এবং ৬৪ জিবি বিশিষ্ট স্মার্টফোনটির মূল্য হচ্ছে ২২ হাজার ৯৯৯ টাকা। এই স্মার্টফোনগুলোতে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন টিএম ৭২০ জি। আরও আছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জ এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি। এই বড় ব্যাটারির কারণে ফোনটিতে চার্জ থাকে টানা দুই দিন।

 ভিভো
ভিভোর বেশ কিছু স্মার্টফোনে রয়েছে বড় ব্যাটারি। এই স্মার্টফোনগুলো দুই থেকে তিন দিন অনায়াসেই চার্জ থাকে।

ভিভো ওয়াই ৫১ এর ৮ জিবি এবং ১২৮ জিবি বিশিষ্ট স্মার্টফোনটির মূল্য হচ্ছে ২১ হাজার ৯৯০ টাকা। এই স্মার্টফোনগুলোতে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২। আরও আছে ১৮ ওয়াট ফাস্ট চার্জ এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি। এই বড় ব্যাটারির কারণে ফোনটিতে চার্জ থাকে টানা দুই দিন।

 অপো
অপোর বেশ কিছু স্মার্টফোনে রয়েছে বড় ব্যাটারি। এই স্মার্টফোনগুলো দুই থেকে তিন দিন অনায়াসেই চার্জ থাকে।

অপো এফ ১৯ স্মার্টফোনটির মূল্য হচ্ছে ২১ হাজার ৯৯০ টাকা। এই স্মার্টফোনগুলোতে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২। আরও আছে ৩০ ওয়াট ফাস্ট চার্জ এবং ৫০০০ এমএএইচ এমএএইচ ব্যাটারি। এই বড় ব্যাটারির কারণে ফোনটিতে চার্জ থাকে টানা দুই দিন।

 টেকনো
টেকনোর বেশ কিছু স্মার্টফোনে রয়েছে বড় ব্যাটারি। এই স্মার্টফোনগুলো দুই থেকে তিন দিন অনায়াসেই চার্জ থাকে।

টেকনো ক্যামন ১৬ প্রিমিয়ার স্মার্টফোনটির মূল্য হচ্ছে ২২ হাজার ৯৯০ টাকা। এই স্মার্টফোনটিতে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা। ক্যামেরাটি দিয়ে ৪কে ভিডিও রেকর্ড করা সম্ভব। আরও আছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জ এবং ৪৫০০ এমএএইচ ব্যাটারি। এই বড় ব্যাটারির কারণে ফোনটিতে চার্জ থাকে টানা দেড়দিন।

উচ্চমানের ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করেছে টেকনো স্পার্ক ৭ মডেল। স্মার্টফোনে থাকছে একটি ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরার ব্যবস্থা। পাশাপাশি ক্যামেরা সেটআপ হিসেবে সঙ্গে থাকছে একটি ট্রিপল ক্যামেরা মডিউল। টেকনো স্পার্ক ৭টি স্মার্টফোনে থাকছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের ব্যবস্থা। ফোনটিতে চালনা করার জন্য পাওয়া যাচ্ছে অ্যান্ড্রয়েড ১১ ওএস। টেকনো স্পার্ক ৭টি স্মার্টফোনের গ্রাহকরা পাচ্ছে ৬০০০ এমএএইচ-এর অধিক ক্ষমতার ব্যাটারি পরিষেবা। এই স্মার্টফোনটিতে তিন দিন অনায়াসেই চার্জ থাকে।

 স্যামসাং
স্যামসাংয়ের বেশ কিছু স্মার্টফোনে রয়েছে বড় ব্যাটারি। এই স্মার্টফোনগুলো দুই থেকে তিন দিন অনায়াসেই চার্জ থাকে।

গ্যালাক্সি এম ৬২ স্মার্টফোনটিতে রয়েছে এক্সিনোজ ৯৮২৫ এসওসি, ২. ৭৩ গিগাহার্টজ, ৭, ০০০ মিলি অ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি, ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। ৭ ন্যানোমিটার প্রসেসরযুক্ত এই ডিভাইসটি, কাটিং-এজ গেমিং এবং গ্রাফিকস পারফরমেন্সে দেয় অসাধারণ অভিজ্ঞতা। এক্সিনোজ ৯৮২৫ অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন এবং পাওয়ার এফিশিয়েন্ট যার ফলে ব্যবহারকারীরা ব্যাটারি লাইফের চিন্তা ছাড়া উন্নত পারফরম্যান্স উপভোগ করতে পারবেন।

গ্যালাক্সি এম ৬২ এর ৭,০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে শীর্ষস্থানীয় এবং এটি অনায়াসেই তিন থেকে চার দিনের ব্যাকআপ দেবে গ্রাহককে।
স্যামসাং এর ডিভাইসের ক্ষেত্রে সব সময় শক্তিশালী পারফরমেন্স ও ব্যাটারির প্রতিশ্রুতি দিয়ে এসেছে এবং তাদের সর্বশেষ সংযোজনেও এর ব্যতিক্রম ঘটেনি।

গ্যালাক্সি এম ১২-এ রয়েছে ৬,০০০ মিলি অ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি, অক্টাকোর এক্সিনোজ ৮৫০ চিপসেট, ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি রম।

এগুলো সবই দুর্দান্ত পারফরমেন্স, ঝামেলাহীন মাল্টিটাস্কিং এবং ব্রাউজিং ও বিভিন্ন অ্যাপ ব্যবহারের সময় কম শক্তি খরচের নিশ্চয়তা দেয়। ৮ ন্যানোমিটার প্রসেসরের সঙ্গে গ্যালাক্সি এম ১২ এর ব্যাটারি অত্যন্ত পাওয়ার-এফিশিয়েন্ট এবং প্লাগ-ইন ছাড়া এক দিনেরও বেশি সময় ডিভাইসটি ব্যবহার করা যায়।

 রিয়েলমি
রিয়েলমির বেশ কিছু স্মার্টফোনে রয়েছে বড় ব্যাটারি। এই স্মার্টফোনগুলো দুই থেকে তিন দিন অনায়াসেই চার্জ থাকে।

রিয়েলমি নারজো ২০-এ রয়েছে মিডিয়াটেকের হেলিও জি৮৫ পাওয়ারফুল গেমিং প্রসেসর, আনতুতু বেঞ্চমার্কের গেমিং স্কোর দুই লাখেরও বেশি! সঙ্গে রয়েছে ৪৮-মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা এবং ছয় হাজার মিলি অ্যাম্পিয়ারের দুর্দান্ত ব্যাটারি আর ১৮ ওয়াটের টাইপ সি কুইক চার্জার। এই বড় ব্যাটারির কারণে ফোনটিতে চার্জ থাকে টানা তিন দিন।

 ইনফিনিক্স
আপনি যদি স্মার্টফোনের ব্যাটারি নিয়ে চিন্তিত হয়ে থাকেন তবে আপনার জন্যই ইনফিনিক্স হট ১০ প্লে আপনার জন্য। ইনফিনিক্সের হট সিরিজের ব্যানারে এখনো অবধি বাজারে থাকা অন্য ফোনগুলোর মধ্যে নতুন ফোনটিকে সেরা হিসেবে বিবেচনা করা হচ্ছে। পাওয়ার ম্যারাথন টেকনোলজিসহ ৬০০০ এমএএইচের ব্যাটারি যুক্ত করা হয়েছে যা টানা ৫ দিন ব্যবহার করা যাবে। ইনফিনিক্স হট ১০ প্লে’র বিশাল ব্যাটারি একবার চার্জ করে নিলে ৫৬ দিনের স্ট্যান্ডবাই সুবিধা পাওয়া যাবে। যা দিয়ে এক নাগারে ১৫৫ ঘণ্টা গান শোনা, ৫৩ ঘণ্টা কথা বলা, ১৪ ঘণ্টা গেম খেলা, ১৭ ঘণ্টা ইন্টারনেট এবং ১৬ ঘণ্টা ফেসবুকে ব্রাউজ করা যাবে। এমনকি ফোনটি ব্যবহার করতে গিয়ে ব্যাটারি সক্ষমতার ৫% এ পৌঁছে গেলে এতে থাকা আল্ট্রা পাওয়ার মোড অন করে অতিরিক্ত ১৯ ঘণ্টা ব্যাটারি লাইফের সুবিধা পাওয়া যাবে। এককথায় বলা যায়, দাম পরিসীমার মধ্যে ইনফিনিক্স হট ১০ প্লে বাজারের সেরা বিনোদনবান্ধব স্মার্টফোন। এসব আকর্ষণীয় ফিচার ছাড়াও ইনফিনিক্স হট ১০ প্লে ফোনটিতে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট নিরাপত্তা সুবিধা রয়েছে যা খুব সহজে ও চোখের পলকে আনলক করা যাবে।

 গিওনি
গিওনির বেশ কিছু স্মার্টফোনে রয়েছে বড় ব্যাটারি। এই স্মার্টফোনগুলো দুই থেকে তিন দিন অনায়াসেই চার্জ থাকে।

গিওনি ম্যাক্স প্রো তে রয়েছে ৬,০০০ মিলি অ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি। ১০,০০০ টাকা। এই বড় ব্যাটারির কারণে ফোনটিতে চার্জ থাকে টানা তিন দিন।

গিওনি এম ৩০ তে রয়েছে ১০,০০০ মিলি অ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি। ১৮,০০০ টাকা। ১৬ মেগাপিক্সেল মেইন। ১০ মেগাপিক্সেল ফ্রন্ট। এই বড় ব্যাটারির কারণে ফোনটিতে চার্জ থাকে টানা চার থেকে পাঁচ দিন।

 এনের্জিজার
এনের্জিজার পাওয়ার ম্যাক্স পি১৮ত পপ তে রয়েছে ১৮,০০০ মিলি অ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি। ৩৮ হাজার ৪০০ টাকা। ১২ ‍+৫ ‍+ ২ মেগাপিক্সেল মেইন। ১০ ‍+ ২ মেগাপিক্সেল ফ্রন্ট। ৬.২ এলসিডি ডিসপ্লে। ৬ জিবি রম। ১২৮ জিবি র‍্যাম। এই বড় ব্যাটারির কারণে ফোনটিতে চার্জ থাকে টানা সাত থেকে দশ দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত