অনলাইন ডেস্ক
আইফোনের নতুন সংস্করণের দাম বাড়াতে পারে অ্যাপল। বাজারে থাকা আইফোন ১৩-এর তুলনায় অ্যাপলের আসন্ন ফ্ল্যাগশিপ লাইনআপের মডেলগুলোর দাম গড়ে ১৫ শতাংশ করে বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বাজারসংশ্লিষ্টরা।
দ্য ভার্জের প্রতিবেদনে জানা যায়, আইফোনের দাম বাড়ার সম্ভাবনার কথা বলেছেন প্রযুক্তিপণ্যের বাজার বিশ্লেষক মিং-চি কুও। প্রযুক্তি খাতের, বিশেষ করে অ্যাপল পণ্য নিয়ে যথাযথ ভবিষ্যদ্বাণী করার জন্য পরিচিতি আছে এই বিশ্লেষকের।
মডেলভেদে আইফোন ১৩-এর দাম শুরু ৭৯৯ ডলার থেকে, প্রো এবং প্রো ম্যাক্স মডেলগুলোর দাম শুরু যথাক্রমে ৯৯৯ ডলার এবং ১০৯৯ ডলার থেকে। আইফোনের পরবর্তী মডেলের দাম নিয়ে নির্দিষ্ট কোনো ভবিষ্যদ্বাণী না করলেও কুও ধারণা করছেন, ‘আইফোন ১৪’-এর দাম এক হাজার অথবা এক হাজার ৫০ ডলার থেকে শুরু হতে পারে।
উৎপাদন আর সরবরাহ খরচ বৃদ্ধি পাওয়ায় কুও মূল্যবৃদ্ধির আশঙ্কা করছেন বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
গত জুন মাসেই বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ওয়েডবুশ সিকিউরিটিজের কর্মী ডেভ আইভস ব্রিটিশ দৈনিক দ্য সানকে বলেছিলেন, বৈশ্বিক সরবরাহব্যবস্থায় অস্থিতিশীলতার জেরে আইফোন ১৩-এর চেয়ে আইফোন ১৪-এর দাম অন্তত ১০০ ডলার বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
আগামী সেপ্টেম্বরে নতুন আইফোন বাজারে আনার বিষয়ে কাজ চলছে বলে ইঙ্গিত মিলেছে। যদিও শিপমেন্ট বিলম্বিত হওয়ার সম্ভাবনায় সেপ্টেম্বরে আইফোন ১৪ লঞ্চ ইভেন্ট স্থগিত হতে পারে বলে গুঞ্জন উঠেছে। জানা গেছে, তাইওয়ানে তৈরি অংশগুলোর সঠিকভাবে লেবেল করা উচিত এমন একটি নিয়ম কঠোরভাবে প্রয়োগ করা শুরু করেছে চীন। এই নীতির অধীনে চীনা কর্মকর্তারা বিলম্ব কিংবা চালান প্রত্যাখ্যান করতে পারে, যা আইফোন ১৪-এর শিপমেন্টে বিলম্ব ঘটাতে পারে।
আইফোনের নতুন সংস্করণের দাম বাড়াতে পারে অ্যাপল। বাজারে থাকা আইফোন ১৩-এর তুলনায় অ্যাপলের আসন্ন ফ্ল্যাগশিপ লাইনআপের মডেলগুলোর দাম গড়ে ১৫ শতাংশ করে বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বাজারসংশ্লিষ্টরা।
দ্য ভার্জের প্রতিবেদনে জানা যায়, আইফোনের দাম বাড়ার সম্ভাবনার কথা বলেছেন প্রযুক্তিপণ্যের বাজার বিশ্লেষক মিং-চি কুও। প্রযুক্তি খাতের, বিশেষ করে অ্যাপল পণ্য নিয়ে যথাযথ ভবিষ্যদ্বাণী করার জন্য পরিচিতি আছে এই বিশ্লেষকের।
মডেলভেদে আইফোন ১৩-এর দাম শুরু ৭৯৯ ডলার থেকে, প্রো এবং প্রো ম্যাক্স মডেলগুলোর দাম শুরু যথাক্রমে ৯৯৯ ডলার এবং ১০৯৯ ডলার থেকে। আইফোনের পরবর্তী মডেলের দাম নিয়ে নির্দিষ্ট কোনো ভবিষ্যদ্বাণী না করলেও কুও ধারণা করছেন, ‘আইফোন ১৪’-এর দাম এক হাজার অথবা এক হাজার ৫০ ডলার থেকে শুরু হতে পারে।
উৎপাদন আর সরবরাহ খরচ বৃদ্ধি পাওয়ায় কুও মূল্যবৃদ্ধির আশঙ্কা করছেন বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
গত জুন মাসেই বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ওয়েডবুশ সিকিউরিটিজের কর্মী ডেভ আইভস ব্রিটিশ দৈনিক দ্য সানকে বলেছিলেন, বৈশ্বিক সরবরাহব্যবস্থায় অস্থিতিশীলতার জেরে আইফোন ১৩-এর চেয়ে আইফোন ১৪-এর দাম অন্তত ১০০ ডলার বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
আগামী সেপ্টেম্বরে নতুন আইফোন বাজারে আনার বিষয়ে কাজ চলছে বলে ইঙ্গিত মিলেছে। যদিও শিপমেন্ট বিলম্বিত হওয়ার সম্ভাবনায় সেপ্টেম্বরে আইফোন ১৪ লঞ্চ ইভেন্ট স্থগিত হতে পারে বলে গুঞ্জন উঠেছে। জানা গেছে, তাইওয়ানে তৈরি অংশগুলোর সঠিকভাবে লেবেল করা উচিত এমন একটি নিয়ম কঠোরভাবে প্রয়োগ করা শুরু করেছে চীন। এই নীতির অধীনে চীনা কর্মকর্তারা বিলম্ব কিংবা চালান প্রত্যাখ্যান করতে পারে, যা আইফোন ১৪-এর শিপমেন্টে বিলম্ব ঘটাতে পারে।
স্মার্টফোন ব্র্যান্ড অপো এবার বাংলাদেশের বাজারে আনছে রেনো ১৩ সিরিজ। শিগগিরই দেশে উন্মোচন হতে যাচ্ছে এ সিরিজের স্মার্টফোন। প্রকৃতি থেকে অনুপ্রাণিত আকর্ষণীয় ডিজাইন, সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং অনবদ্য ফ্যাশন উপকরণের সমন্বয়ে এই ডিভাইসটি গ্রাহকদের অভিজ্ঞতাই বদলে দিতে পারে! বাটারফ্লাই শ্যাডো এবং লুম
১ ঘণ্টা আগেইন্টারনেটে ব্রাউজিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় ব্রাউজার হলো গুগল ক্রোম। তাই সাইবার অপরাধীদের কাছে হ্যাকিংয়ের একটি প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এটি। ব্রাউজারটির বিভিন্ন দুর্বলতা ব্যবহার করে ব্যবহারকারীর ডেটা ‘হাইজ্যাক’ করার চেষ্টা করে হ্যাকাররা। সম্প্রতি এমন একটি সাইবার হামলা ক্রোমে ঘটতে দেখা যাচ্ছে। এর ফ
১ দিন আগেমার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর মেটার বিভিন্ন নীতিতে পরিবর্তন নিয়ে এসেছেন সিইও মার্ক জাকারবার্গ। তবে সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে কোম্পানিটির কর্মীদের মধ্যে অস্বস্তি দেখা গেছে। বিশেষ করে মেটার ফ্যাক্ট চেকিং ফিচার ও ডাইভারসিটি প্রোগ্রাম বন্ধের সিদ্ধান্তের জন্য। অবশেষে, গত বৃহস্পতিবার
১ দিন আগেসারা বিশ্বের প্রযুক্তি বাজারকে কাঁপিয়ে দিয়েছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি করা নতুন এআই ভাষা মডেল ‘ডিপসিক আর১ ’। তাই এই প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য বজায় রাখতে রিজনিং মডেল ‘ও ৩ মিনি’ বিনা মূল্যে ব্যবহারে সুযোগ দিচ্ছে ওপেনএআই।
১ দিন আগে