আইফোনের নতুন সংস্করণের দাম বাড়াতে পারে অ্যাপল। বাজারে থাকা আইফোন ১৩-এর তুলনায় অ্যাপলের আসন্ন ফ্ল্যাগশিপ লাইনআপের মডেলগুলোর দাম গড়ে ১৫ শতাংশ করে বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বাজারসংশ্লিষ্টরা।
দ্য ভার্জের প্রতিবেদনে জানা যায়, আইফোনের দাম বাড়ার সম্ভাবনার কথা বলেছেন প্রযুক্তিপণ্যের বাজার বিশ্লেষক মিং-চি কুও। প্রযুক্তি খাতের, বিশেষ করে অ্যাপল পণ্য নিয়ে যথাযথ ভবিষ্যদ্বাণী করার জন্য পরিচিতি আছে এই বিশ্লেষকের।
মডেলভেদে আইফোন ১৩-এর দাম শুরু ৭৯৯ ডলার থেকে, প্রো এবং প্রো ম্যাক্স মডেলগুলোর দাম শুরু যথাক্রমে ৯৯৯ ডলার এবং ১০৯৯ ডলার থেকে। আইফোনের পরবর্তী মডেলের দাম নিয়ে নির্দিষ্ট কোনো ভবিষ্যদ্বাণী না করলেও কুও ধারণা করছেন, ‘আইফোন ১৪’-এর দাম এক হাজার অথবা এক হাজার ৫০ ডলার থেকে শুরু হতে পারে।
উৎপাদন আর সরবরাহ খরচ বৃদ্ধি পাওয়ায় কুও মূল্যবৃদ্ধির আশঙ্কা করছেন বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
গত জুন মাসেই বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ওয়েডবুশ সিকিউরিটিজের কর্মী ডেভ আইভস ব্রিটিশ দৈনিক দ্য সানকে বলেছিলেন, বৈশ্বিক সরবরাহব্যবস্থায় অস্থিতিশীলতার জেরে আইফোন ১৩-এর চেয়ে আইফোন ১৪-এর দাম অন্তত ১০০ ডলার বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
আগামী সেপ্টেম্বরে নতুন আইফোন বাজারে আনার বিষয়ে কাজ চলছে বলে ইঙ্গিত মিলেছে। যদিও শিপমেন্ট বিলম্বিত হওয়ার সম্ভাবনায় সেপ্টেম্বরে আইফোন ১৪ লঞ্চ ইভেন্ট স্থগিত হতে পারে বলে গুঞ্জন উঠেছে। জানা গেছে, তাইওয়ানে তৈরি অংশগুলোর সঠিকভাবে লেবেল করা উচিত এমন একটি নিয়ম কঠোরভাবে প্রয়োগ করা শুরু করেছে চীন। এই নীতির অধীনে চীনা কর্মকর্তারা বিলম্ব কিংবা চালান প্রত্যাখ্যান করতে পারে, যা আইফোন ১৪-এর শিপমেন্টে বিলম্ব ঘটাতে পারে।
আইফোনের নতুন সংস্করণের দাম বাড়াতে পারে অ্যাপল। বাজারে থাকা আইফোন ১৩-এর তুলনায় অ্যাপলের আসন্ন ফ্ল্যাগশিপ লাইনআপের মডেলগুলোর দাম গড়ে ১৫ শতাংশ করে বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বাজারসংশ্লিষ্টরা।
দ্য ভার্জের প্রতিবেদনে জানা যায়, আইফোনের দাম বাড়ার সম্ভাবনার কথা বলেছেন প্রযুক্তিপণ্যের বাজার বিশ্লেষক মিং-চি কুও। প্রযুক্তি খাতের, বিশেষ করে অ্যাপল পণ্য নিয়ে যথাযথ ভবিষ্যদ্বাণী করার জন্য পরিচিতি আছে এই বিশ্লেষকের।
মডেলভেদে আইফোন ১৩-এর দাম শুরু ৭৯৯ ডলার থেকে, প্রো এবং প্রো ম্যাক্স মডেলগুলোর দাম শুরু যথাক্রমে ৯৯৯ ডলার এবং ১০৯৯ ডলার থেকে। আইফোনের পরবর্তী মডেলের দাম নিয়ে নির্দিষ্ট কোনো ভবিষ্যদ্বাণী না করলেও কুও ধারণা করছেন, ‘আইফোন ১৪’-এর দাম এক হাজার অথবা এক হাজার ৫০ ডলার থেকে শুরু হতে পারে।
উৎপাদন আর সরবরাহ খরচ বৃদ্ধি পাওয়ায় কুও মূল্যবৃদ্ধির আশঙ্কা করছেন বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
গত জুন মাসেই বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ওয়েডবুশ সিকিউরিটিজের কর্মী ডেভ আইভস ব্রিটিশ দৈনিক দ্য সানকে বলেছিলেন, বৈশ্বিক সরবরাহব্যবস্থায় অস্থিতিশীলতার জেরে আইফোন ১৩-এর চেয়ে আইফোন ১৪-এর দাম অন্তত ১০০ ডলার বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
আগামী সেপ্টেম্বরে নতুন আইফোন বাজারে আনার বিষয়ে কাজ চলছে বলে ইঙ্গিত মিলেছে। যদিও শিপমেন্ট বিলম্বিত হওয়ার সম্ভাবনায় সেপ্টেম্বরে আইফোন ১৪ লঞ্চ ইভেন্ট স্থগিত হতে পারে বলে গুঞ্জন উঠেছে। জানা গেছে, তাইওয়ানে তৈরি অংশগুলোর সঠিকভাবে লেবেল করা উচিত এমন একটি নিয়ম কঠোরভাবে প্রয়োগ করা শুরু করেছে চীন। এই নীতির অধীনে চীনা কর্মকর্তারা বিলম্ব কিংবা চালান প্রত্যাখ্যান করতে পারে, যা আইফোন ১৪-এর শিপমেন্টে বিলম্ব ঘটাতে পারে।
ব্যক্তিগত ব্র্যান্ডিং বা ব্যবসায়িক প্রচারের ক্ষেত্রে ফেসবুক পেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে পেজ তৈরি করে বসে থাকলেই চলবে না, এর কনটেন্ট কতজন মানুষের কাছে পৌঁছেছে, সেটাই বড় বিষয়। এখানেই আসে ‘রিচ’ বা ফেসবুক ব্যবহারকারীদের কাছে পোস্ট বা কনটেন্ট পৌঁছানোর পরিসরের গুরুত্ব।
২ ঘণ্টা আগেবিশ্ববিখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল চলতি সপ্তাহেই তাদের মোট কর্মীর ২০ শতাংশেরও বেশি ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে বলে জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গ। এর ফলে ২০ হাজারেরও বেশি কর্মী চাকরি হারাতে পারেন, যা ইনটেলের ইতিহাসে অন্যতম বড় ছাঁটাই। প্রতিষ্ঠানটির খরচ কমানো এবং প্রশাসনিক জটিলতা
১৯ ঘণ্টা আগেইন্টারনেট ব্যবহারে নতুন মাইলফলক ছুঁয়েছে এশিয়া মহাদেশ। এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপিএনআইসি) পরিচালিত গবেষণাগারের তথ্য অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় অঞ্চল হিসেবে ৫০ শতাংশ আইপিভি ৬ (ইন্টারনেট প্রটোকল ভার্সন-সিক্স) সক্ষমতা অর্জন করেছে এশিয়া। এর মধ্যে চীন ৪৫ দশমিক ২৮ শতাংশ, ভারত ৭৮ দশমিক ১৬
২০ ঘণ্টা আগেগ্রোক চ্যাটবটের নতুন ফিচার ‘গ্রোক ভিশন’ উন্মোচন করেছে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা স্মার্টফোনের ক্যামেরা দিয়ে কোনো পণ্য, সাইনবোর্ড বা ডকুমেন্টের দিকে তাক করলেই গ্রোক সেই বস্তু চিহ্নিত করে প্রশ্নের উত্তর দিতে পারবে।
১ দিন আগে