প্রযুক্তি ডেস্ক
সাধারণ টিভির রিমোটের ব্যাটারির চার্জ ফুরিয়ে গেলে নতুন ব্যাটারি কেনার ঝামেলা পোহাতে হয়। রিচার্জেবল ব্যাটারি হলেও সময় মতো চার্জে দেওয়ার ঝামেলা রয়েছে।
তবে যুক্তরাজ্য ভিত্তিক প্রযুক্তি কোম্পানি টিডব্লিউ ইলেকট্রনিকস গুগল টিভির জন্য এমন এক ধরনের রিমোট নিয়ে এসেছে যার ব্যাটারি রিচার্জ হবে নিজে নিজেই। ফলে থাকবে না নতুন ব্যাটারি কেনা বা চার্জে দেওয়ার ঝামেলা। সোজা কথায়, এ রিমোট কন্ট্রোলারের ব্যাটারির চার্জ কখনো ফুরাবে না।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির এক প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) টিডব্লিউ ইলেকট্রনিকস গুগল টিভির জন্য নতুন এক ধরনের রিমোট প্রদর্শন করে। এটি দেখতে আগের গুগল রিমোটগুলো থেকে আলাদা নয়। তবে এর নতুন একটি সুবিধা নজর কেড়েছে দর্শনার্থীদের।
রিমোটটিতে একটি ফটোভোলটাইক প্যানেল রয়েছে। এতে আলো পড়লেই এর ব্যাটারি রিচার্জ হয়। প্যানেলটি সরবরাহ করেছে সুইডিশ সোলার সেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘এক্সেগার’।
অবশ্য নিজে থেকেই রিচার্জ হতে পারে এমন রিমোট কন্ট্রোলার এটিই প্রথম নয়। স্যামসাংও এর আগে এমন রিমোট কন্ট্রোলার বাজারে এনেছিল। তবে টিডব্লিউ ইলেকট্রনিকস এবারই প্রথম গুগল টিভির জন্য এমন রিমোট বানাল। ডিভাইসটি ঠিক কবে বাজারে আসবে তা নিয়ে এখনো নির্দিষ্ট করে কিছুই জানায়নি প্রতিষ্ঠানটি।
সাধারণ টিভির রিমোটের ব্যাটারির চার্জ ফুরিয়ে গেলে নতুন ব্যাটারি কেনার ঝামেলা পোহাতে হয়। রিচার্জেবল ব্যাটারি হলেও সময় মতো চার্জে দেওয়ার ঝামেলা রয়েছে।
তবে যুক্তরাজ্য ভিত্তিক প্রযুক্তি কোম্পানি টিডব্লিউ ইলেকট্রনিকস গুগল টিভির জন্য এমন এক ধরনের রিমোট নিয়ে এসেছে যার ব্যাটারি রিচার্জ হবে নিজে নিজেই। ফলে থাকবে না নতুন ব্যাটারি কেনা বা চার্জে দেওয়ার ঝামেলা। সোজা কথায়, এ রিমোট কন্ট্রোলারের ব্যাটারির চার্জ কখনো ফুরাবে না।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির এক প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) টিডব্লিউ ইলেকট্রনিকস গুগল টিভির জন্য নতুন এক ধরনের রিমোট প্রদর্শন করে। এটি দেখতে আগের গুগল রিমোটগুলো থেকে আলাদা নয়। তবে এর নতুন একটি সুবিধা নজর কেড়েছে দর্শনার্থীদের।
রিমোটটিতে একটি ফটোভোলটাইক প্যানেল রয়েছে। এতে আলো পড়লেই এর ব্যাটারি রিচার্জ হয়। প্যানেলটি সরবরাহ করেছে সুইডিশ সোলার সেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘এক্সেগার’।
অবশ্য নিজে থেকেই রিচার্জ হতে পারে এমন রিমোট কন্ট্রোলার এটিই প্রথম নয়। স্যামসাংও এর আগে এমন রিমোট কন্ট্রোলার বাজারে এনেছিল। তবে টিডব্লিউ ইলেকট্রনিকস এবারই প্রথম গুগল টিভির জন্য এমন রিমোট বানাল। ডিভাইসটি ঠিক কবে বাজারে আসবে তা নিয়ে এখনো নির্দিষ্ট করে কিছুই জানায়নি প্রতিষ্ঠানটি।
ইন্টারনেটে ব্রাউজিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় ব্রাউজার হলো গুগল ক্রোম। তাই সাইবার অপরাধীদের কাছে হ্যাকিংয়ের একটি প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এটি। ব্রাউজারটির বিভিন্ন দুর্বলতা ব্যবহার করে ব্যবহারকারীর ডেটা ‘হাইজ্যাক’ করার চেষ্টা করে হ্যাকাররা। সম্প্রতি এমন একটি সাইবার হামলা ক্রোমে ঘটতে দেখা যাচ্ছে। এর ফ
১৯ ঘণ্টা আগেমার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর মেটার বিভিন্ন নীতিতে পরিবর্তন নিয়ে এসেছেন সিইও মার্ক জাকারবার্গ। তবে সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে কোম্পানিটির কর্মীদের মধ্যে অস্বস্তি দেখা গেছে। বিশেষ করে মেটার ফ্যাক্ট চেকিং ফিচার ও ডাইভারসিটি প্রোগ্রাম বন্ধের সিদ্ধান্তের জন্য। অবশেষে, গত বৃহস্পতিবার
২০ ঘণ্টা আগেসারা বিশ্বের প্রযুক্তি বাজারকে কাঁপিয়ে দিয়েছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি করা নতুন এআই ভাষা মডেল ‘ডিপসিক আর১ ’। তাই এই প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য বজায় রাখতে রিজনিং মডেল ‘ও ৩ মিনি’ বিনা মূল্যে ব্যবহারে সুযোগ দিচ্ছে ওপেনএআই।
২০ ঘণ্টা আগেব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অন্তভুক্ত করলে বিভিন্ন কাজ দ্রুত ও সহজভাবে করা যায়। তাই এআই নিয়ে অতী উৎসাহী ব্যবসায়ীরা। তবে এই প্রযুক্তি ব্যবহার নিয়ে সংশয়ে রয়েছেন প্রতিষ্ঠানের কর্মীরা। বিশেষ করে নেতৃত্ব পর্যায়ে এই প্রযুক্তি সম্পর্কে ধারণার অভাব থাকায় সংস্থাগুলোর মধ্যে...
১ দিন আগে