প্রযুক্তি ডেস্ক
সাধারণ টিভির রিমোটের ব্যাটারির চার্জ ফুরিয়ে গেলে নতুন ব্যাটারি কেনার ঝামেলা পোহাতে হয়। রিচার্জেবল ব্যাটারি হলেও সময় মতো চার্জে দেওয়ার ঝামেলা রয়েছে।
তবে যুক্তরাজ্য ভিত্তিক প্রযুক্তি কোম্পানি টিডব্লিউ ইলেকট্রনিকস গুগল টিভির জন্য এমন এক ধরনের রিমোট নিয়ে এসেছে যার ব্যাটারি রিচার্জ হবে নিজে নিজেই। ফলে থাকবে না নতুন ব্যাটারি কেনা বা চার্জে দেওয়ার ঝামেলা। সোজা কথায়, এ রিমোট কন্ট্রোলারের ব্যাটারির চার্জ কখনো ফুরাবে না।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির এক প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) টিডব্লিউ ইলেকট্রনিকস গুগল টিভির জন্য নতুন এক ধরনের রিমোট প্রদর্শন করে। এটি দেখতে আগের গুগল রিমোটগুলো থেকে আলাদা নয়। তবে এর নতুন একটি সুবিধা নজর কেড়েছে দর্শনার্থীদের।
রিমোটটিতে একটি ফটোভোলটাইক প্যানেল রয়েছে। এতে আলো পড়লেই এর ব্যাটারি রিচার্জ হয়। প্যানেলটি সরবরাহ করেছে সুইডিশ সোলার সেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘এক্সেগার’।
অবশ্য নিজে থেকেই রিচার্জ হতে পারে এমন রিমোট কন্ট্রোলার এটিই প্রথম নয়। স্যামসাংও এর আগে এমন রিমোট কন্ট্রোলার বাজারে এনেছিল। তবে টিডব্লিউ ইলেকট্রনিকস এবারই প্রথম গুগল টিভির জন্য এমন রিমোট বানাল। ডিভাইসটি ঠিক কবে বাজারে আসবে তা নিয়ে এখনো নির্দিষ্ট করে কিছুই জানায়নি প্রতিষ্ঠানটি।
সাধারণ টিভির রিমোটের ব্যাটারির চার্জ ফুরিয়ে গেলে নতুন ব্যাটারি কেনার ঝামেলা পোহাতে হয়। রিচার্জেবল ব্যাটারি হলেও সময় মতো চার্জে দেওয়ার ঝামেলা রয়েছে।
তবে যুক্তরাজ্য ভিত্তিক প্রযুক্তি কোম্পানি টিডব্লিউ ইলেকট্রনিকস গুগল টিভির জন্য এমন এক ধরনের রিমোট নিয়ে এসেছে যার ব্যাটারি রিচার্জ হবে নিজে নিজেই। ফলে থাকবে না নতুন ব্যাটারি কেনা বা চার্জে দেওয়ার ঝামেলা। সোজা কথায়, এ রিমোট কন্ট্রোলারের ব্যাটারির চার্জ কখনো ফুরাবে না।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির এক প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) টিডব্লিউ ইলেকট্রনিকস গুগল টিভির জন্য নতুন এক ধরনের রিমোট প্রদর্শন করে। এটি দেখতে আগের গুগল রিমোটগুলো থেকে আলাদা নয়। তবে এর নতুন একটি সুবিধা নজর কেড়েছে দর্শনার্থীদের।
রিমোটটিতে একটি ফটোভোলটাইক প্যানেল রয়েছে। এতে আলো পড়লেই এর ব্যাটারি রিচার্জ হয়। প্যানেলটি সরবরাহ করেছে সুইডিশ সোলার সেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘এক্সেগার’।
অবশ্য নিজে থেকেই রিচার্জ হতে পারে এমন রিমোট কন্ট্রোলার এটিই প্রথম নয়। স্যামসাংও এর আগে এমন রিমোট কন্ট্রোলার বাজারে এনেছিল। তবে টিডব্লিউ ইলেকট্রনিকস এবারই প্রথম গুগল টিভির জন্য এমন রিমোট বানাল। ডিভাইসটি ঠিক কবে বাজারে আসবে তা নিয়ে এখনো নির্দিষ্ট করে কিছুই জানায়নি প্রতিষ্ঠানটি।
যুক্তরাষ্ট্রের একটি স্টার্টআপ প্রতিষ্ঠান বিশ্বের প্রথম ‘ফ্লাইং কার’ বা উড়ন্ত গাড়ি উদ্ভাবনের দাবি করেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি ক্যালিফোর্নিয়ার একটি দাঁড়ানো গাড়ির ওপর দিয়ে উড়ে যাওয়ার সফল পরীক্ষা চালিয়েছে।
৯ ঘণ্টা আগেপ্রযুক্তি জগতে স্মার্টফোন নিয়ে অ্যাপল ও স্যামসাংয়ের প্রতিযোগিতা বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে। ২০১৪ সালে বড় পর্দার ফোনে এগিয়ে ছিল স্যামসাং, আর অ্যাপল ভক্তরা চাইছিলেন একটি বড় স্ক্রিনের আইফোন। অবশেষে আইফোন ৬ আনার মাধ্যমে অ্যাপল সেই দাবি পূরণ করে। সেবার জয় হয়েছিল অ্যাপলের।
৯ ঘণ্টা আগেব্যাংক অ্যাকাউন্ট ও ডিজিটাল পরিচয় চুরির নতুন এক কৌশলে প্রতারণার শিকার হচ্ছেন বহু ব্যবহারকারী। প্রতারণার এই নতুন রূপটি পরিচিত হচ্ছে ‘হোয়াটসঅ্যাপ স্ক্রিন-শেয়ারিং প্রতারণা’ নামে। সরল এই কৌশলেই প্রতারকেরা ব্যবহারকারীর একান্ত ব্যক্তিগত তথ্য ও ব্যাংক অ্যাক্সেস হাতিয়ে নিচ্ছে বলে সতর্ক করেছে বিভিন্ন সাইবার
১০ ঘণ্টা আগেবর্তমান সময়ে প্রযুক্তি জগতে অ্যাপল সম্ভবত সবচেয়ে বেশি পরিচিত এবং প্রভাবশালী একটি প্রতিষ্ঠান। উদ্ভাবনী শক্তি, সাধারণ ডিজাইন এবং উচ্চমানের পণ্যের জন্য অ্যাপলের আলাদা একটি খ্যাতি রয়েছে। আজকের দিনে অ্যাপল শুধু একটি হার্ডওয়্যার নির্মাতা নয়, বরং এটি একটি সাংস্কৃতিক প্রতীক। প্রতিটি নতুন আইফোন বা ম্যাকবুকের
১২ ঘণ্টা আগে