অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত পিক্সেল ল্যাপটপ নিয়ে আসতে পারে টেক জায়ান্ট গুগল। এটি একটি উচ্চমানের পিক্সেল ল্যাপটপ হতে পারে। গুগলের এই প্রকল্পে একটি নিবেদিত দল কাজ করছে।
কোম্পানির অভ্যন্তরে ল্যাপটপটির কোডনেম হলো ‘স্নোয়ি’। একে ম্যাকবুক প্রো, ডেল এক্সপিএস, মাইক্রোসফট সারফেস ল্যাপটপ প্রো এবং স্যামসাং গ্যালাক্সি ক্রোমবুক এর মতো উচ্চমানের ল্যাপটপের সঙ্গে তুলনা করা হচ্ছে। ডিভাইসটিতে উন্নতসব ফিচার অন্তর্ভুক্ত করা হবে।
গুগল পিক্সেল ল্যাপটপ সম্পর্কে আরও তথ্য পাওয়া গেছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে, ল্যাপটপটিতে সম্ভবত ক্রোমওএস–এর পরিবর্তে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হবে। পিক্সেল ট্যাবলেট এবং পিক্সেল ল্যাপটপের জন্য ক্রোমওএস এবং অ্যান্ড্রয়েড পৃথকভাবে ব্যবহার করার পরিবর্তে উভয় ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারে গুগল ধারণা করা হচ্ছে।
প্রিমিয়াম ল্যাপটপ বাজারকে লক্ষ্য করছে গুগল। তাই তারা একটি প্রিমিয়াম বিল্ডে বেশি গুরুত্ব দিতে পারে। কোম্পানি তাদের আসন্ন ল্যাপটপটি পরীক্ষা করার জন্য যেসব ল্যাপটপ বেছে নিয়েছে তাতে এই ইঙ্গিত পাওয়া যায়। তবে এখনো তৈরির প্রাথমিক পর্যায়ে রয়েছে ল্যাপটপটি।
এর আগেও অনেকগুলো ল্যাপটপ বা ক্রোমবুক বাজারে এনেছে গুগল। ২০১৩ সালে গুগলের প্রথম ল্যাপটপ ক্রোমবুক পিক্সেল বাজারে আছে। এটি একটি উচ্চমানের ডিভাইস, যা বেশ দামিও ছিল। এরপর ২০১৫ সালে দ্বিতীয় ক্রোমবুক পিক্সেল উন্মোচন করে গুগল। তারপর আরও সাশ্রয়ী অপশন হিসেবে পিক্সেলবুক এবং পিক্সেলবুক গো বাজারে আনে কোম্পানিটি।
২০১৯ সালে গুগলের সর্বশেষ ল্যাপটপ পিক্সেলবুক গো উন্মোচন করা হয়। তাই আসন্ন ল্যাপটপটি ক্রোমবুক সিরিজের উত্তরসূরি হবে নাকি একটি অ্যান্ড্রয়েডভিত্তিক ল্যাপটপ হিসেবে পরিচিত হবে তা এখনো নিশি চিত নয়।
শুধু এই ডিভাইসটির নিয়েই কাজ করছে না গুগল। সম্প্রতি বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, গুগল পিক্সেল ট্যাবলেট ২ নিয়ে কাজ করছে টেক জায়ান্টটি। এই ডিভাইসে উন্নত টেনসর চিপসেট যুক্ত করা হতে পারে এবং এর সঙ্গে অফিশিয়াল কিবোর্ড কভার আসতে পারে। এই ট্যাবলেটটির ক্যামেরা আরও উন্নত করা হতে পারে। এটি প্রথম পিক্সেল ট্যাবলেটের তুলনায় পিক্সেল ট্যাবলেট ২–এ পাতলা বেজেল থাকতে পারে।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত পিক্সেল ল্যাপটপ নিয়ে আসতে পারে টেক জায়ান্ট গুগল। এটি একটি উচ্চমানের পিক্সেল ল্যাপটপ হতে পারে। গুগলের এই প্রকল্পে একটি নিবেদিত দল কাজ করছে।
কোম্পানির অভ্যন্তরে ল্যাপটপটির কোডনেম হলো ‘স্নোয়ি’। একে ম্যাকবুক প্রো, ডেল এক্সপিএস, মাইক্রোসফট সারফেস ল্যাপটপ প্রো এবং স্যামসাং গ্যালাক্সি ক্রোমবুক এর মতো উচ্চমানের ল্যাপটপের সঙ্গে তুলনা করা হচ্ছে। ডিভাইসটিতে উন্নতসব ফিচার অন্তর্ভুক্ত করা হবে।
গুগল পিক্সেল ল্যাপটপ সম্পর্কে আরও তথ্য পাওয়া গেছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে, ল্যাপটপটিতে সম্ভবত ক্রোমওএস–এর পরিবর্তে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হবে। পিক্সেল ট্যাবলেট এবং পিক্সেল ল্যাপটপের জন্য ক্রোমওএস এবং অ্যান্ড্রয়েড পৃথকভাবে ব্যবহার করার পরিবর্তে উভয় ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারে গুগল ধারণা করা হচ্ছে।
প্রিমিয়াম ল্যাপটপ বাজারকে লক্ষ্য করছে গুগল। তাই তারা একটি প্রিমিয়াম বিল্ডে বেশি গুরুত্ব দিতে পারে। কোম্পানি তাদের আসন্ন ল্যাপটপটি পরীক্ষা করার জন্য যেসব ল্যাপটপ বেছে নিয়েছে তাতে এই ইঙ্গিত পাওয়া যায়। তবে এখনো তৈরির প্রাথমিক পর্যায়ে রয়েছে ল্যাপটপটি।
এর আগেও অনেকগুলো ল্যাপটপ বা ক্রোমবুক বাজারে এনেছে গুগল। ২০১৩ সালে গুগলের প্রথম ল্যাপটপ ক্রোমবুক পিক্সেল বাজারে আছে। এটি একটি উচ্চমানের ডিভাইস, যা বেশ দামিও ছিল। এরপর ২০১৫ সালে দ্বিতীয় ক্রোমবুক পিক্সেল উন্মোচন করে গুগল। তারপর আরও সাশ্রয়ী অপশন হিসেবে পিক্সেলবুক এবং পিক্সেলবুক গো বাজারে আনে কোম্পানিটি।
২০১৯ সালে গুগলের সর্বশেষ ল্যাপটপ পিক্সেলবুক গো উন্মোচন করা হয়। তাই আসন্ন ল্যাপটপটি ক্রোমবুক সিরিজের উত্তরসূরি হবে নাকি একটি অ্যান্ড্রয়েডভিত্তিক ল্যাপটপ হিসেবে পরিচিত হবে তা এখনো নিশি চিত নয়।
শুধু এই ডিভাইসটির নিয়েই কাজ করছে না গুগল। সম্প্রতি বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, গুগল পিক্সেল ট্যাবলেট ২ নিয়ে কাজ করছে টেক জায়ান্টটি। এই ডিভাইসে উন্নত টেনসর চিপসেট যুক্ত করা হতে পারে এবং এর সঙ্গে অফিশিয়াল কিবোর্ড কভার আসতে পারে। এই ট্যাবলেটটির ক্যামেরা আরও উন্নত করা হতে পারে। এটি প্রথম পিক্সেল ট্যাবলেটের তুলনায় পিক্সেল ট্যাবলেট ২–এ পাতলা বেজেল থাকতে পারে।
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
৮ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১৬ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১৮ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
২১ ঘণ্টা আগে