ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন ২০০ মিলিয়ন বা ২০ কোটিরও বেশি। এই সংখ্যা গত বছরের তুলনায় দ্বিগুণ। গত বৃহস্পতিবার এক ঘোষণায় এসব তথ্য জানায় কোম্পানিটি।
২০২২ সালের নভেম্বরে চ্যাটবট চ্যাটজিপিটি বাজারে আসার পর থেকেই এর জনপ্রিয়তা দ্রুতগতিতে বাড়তে থাকে। গত বছরের নভেম্বরে ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান জানান যে, ২০২৩ সালে প্ল্যাটফরমটিতে সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ১০০ মিলিয়ন বা ১০ কোটি।
ফরচুন ম্যাগাজিনের বিশ্বের শীর্ষ ৫০০ কোম্পানির তালিকায় থাকা ৯২ শতাংশ কোম্পানি ওপেনএআইয়ের পণ্য ও এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) প্রোগ্রাম ব্যবহার করছে। বিশেষ করে জুলাই মাসে জিপিটি–৪.০ মিনি চালুর পরেই কোম্পানিটির পণ্যের ব্যবহার দ্বিগুণ বেড়েছে।
জিপিটি–৪.০ একটি খরচবান্ধব ছোট এআই মডেল। এটি তার প্রযুক্তিকে আরও বিদ্যুৎ সাশ্রয়ী করে তুলেছে। এ ছাড়া অন্য মডেলের তুলনায় সাবস্ক্রিপশন প্ল্যানের দাম কম হওয়ায় এটি বিস্তৃত গ্রাহকের কাছে পৌঁছাতে পেরেছে।
চ্যাটজিপিটি কৃত্রিম বুদ্ধিমত্তার জনপ্রিয়তাকে বাড়িয়ে দিয়েছে। সেই সঙ্গে সান ফ্রান্সেসকো-ভিত্তিক ওপেনএআইয়ের বাজারমূল্য খুব দ্রুত বেড়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা নিরাপত্তা ইনস্টিটিউট জানিয়েছে, এআই স্টার্টআপ ওপেনএআই ও অ্যানথ্রপিক তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলগুলোর গবেষণা, পরীক্ষা ও মূল্যায়নের জন্য মার্কিন সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ওপেনএআইতে বিনিয়োগের জন্য আলোচনা করছে অ্যাপল ও এনভিডিয়া। এর ফলে ওপেনএআইয়ের বাজারমূল্য ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।
এ ছাড়া মাইক্রোসফটও আবারও ওপেনএআইতে বিনিয়োগ করতে পারে। এ ছাড়া প্রতিষ্ঠানটির বর্তমান বিনিয়োগকারীদের মধ্যে আরও রয়েছে খোশলা ভেঞ্চার, ইনফোসিস ও ওয়াই কম্বিনেটর।
চ্যটজিপিটির সাফল্য দেখে গুগল, মাইক্রোসফট ও মেটার মতো বড় প্রযুক্তি কোম্পানিগুলোও নিজস্ব এআই মডেল বাজারে ছেড়েছে। তবে এগুলোর মধ্যে ওপেনএআইয়ের চ্যাটজিপিটির ব্যবহারকারী সংখ্যাই বেশি বাড়ছে।
আবার দ্য ইনফরমশনের প্রতিবেদনে বলা হয়, প্রতি মাসে অন্তত ৪০ কোটি গ্রাহক ও প্রতিদিন ৪০ কোটি গ্রাহক মেটার এআই অ্যাস্টিস্টেন্ট প্ল্যাটফর্মটি ব্যবহার করেন।
তথ্যসূত্র: দ্য ভার্জ ও দ্য ইকোনমিক টাইমস
ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন ২০০ মিলিয়ন বা ২০ কোটিরও বেশি। এই সংখ্যা গত বছরের তুলনায় দ্বিগুণ। গত বৃহস্পতিবার এক ঘোষণায় এসব তথ্য জানায় কোম্পানিটি।
২০২২ সালের নভেম্বরে চ্যাটবট চ্যাটজিপিটি বাজারে আসার পর থেকেই এর জনপ্রিয়তা দ্রুতগতিতে বাড়তে থাকে। গত বছরের নভেম্বরে ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান জানান যে, ২০২৩ সালে প্ল্যাটফরমটিতে সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ১০০ মিলিয়ন বা ১০ কোটি।
ফরচুন ম্যাগাজিনের বিশ্বের শীর্ষ ৫০০ কোম্পানির তালিকায় থাকা ৯২ শতাংশ কোম্পানি ওপেনএআইয়ের পণ্য ও এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) প্রোগ্রাম ব্যবহার করছে। বিশেষ করে জুলাই মাসে জিপিটি–৪.০ মিনি চালুর পরেই কোম্পানিটির পণ্যের ব্যবহার দ্বিগুণ বেড়েছে।
জিপিটি–৪.০ একটি খরচবান্ধব ছোট এআই মডেল। এটি তার প্রযুক্তিকে আরও বিদ্যুৎ সাশ্রয়ী করে তুলেছে। এ ছাড়া অন্য মডেলের তুলনায় সাবস্ক্রিপশন প্ল্যানের দাম কম হওয়ায় এটি বিস্তৃত গ্রাহকের কাছে পৌঁছাতে পেরেছে।
চ্যাটজিপিটি কৃত্রিম বুদ্ধিমত্তার জনপ্রিয়তাকে বাড়িয়ে দিয়েছে। সেই সঙ্গে সান ফ্রান্সেসকো-ভিত্তিক ওপেনএআইয়ের বাজারমূল্য খুব দ্রুত বেড়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা নিরাপত্তা ইনস্টিটিউট জানিয়েছে, এআই স্টার্টআপ ওপেনএআই ও অ্যানথ্রপিক তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলগুলোর গবেষণা, পরীক্ষা ও মূল্যায়নের জন্য মার্কিন সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ওপেনএআইতে বিনিয়োগের জন্য আলোচনা করছে অ্যাপল ও এনভিডিয়া। এর ফলে ওপেনএআইয়ের বাজারমূল্য ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।
এ ছাড়া মাইক্রোসফটও আবারও ওপেনএআইতে বিনিয়োগ করতে পারে। এ ছাড়া প্রতিষ্ঠানটির বর্তমান বিনিয়োগকারীদের মধ্যে আরও রয়েছে খোশলা ভেঞ্চার, ইনফোসিস ও ওয়াই কম্বিনেটর।
চ্যটজিপিটির সাফল্য দেখে গুগল, মাইক্রোসফট ও মেটার মতো বড় প্রযুক্তি কোম্পানিগুলোও নিজস্ব এআই মডেল বাজারে ছেড়েছে। তবে এগুলোর মধ্যে ওপেনএআইয়ের চ্যাটজিপিটির ব্যবহারকারী সংখ্যাই বেশি বাড়ছে।
আবার দ্য ইনফরমশনের প্রতিবেদনে বলা হয়, প্রতি মাসে অন্তত ৪০ কোটি গ্রাহক ও প্রতিদিন ৪০ কোটি গ্রাহক মেটার এআই অ্যাস্টিস্টেন্ট প্ল্যাটফর্মটি ব্যবহার করেন।
তথ্যসূত্র: দ্য ভার্জ ও দ্য ইকোনমিক টাইমস
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
৭ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
৮ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১০ ঘণ্টা আগে