নতুন এক সফটওয়্যার ত্রুটির কারণে আইফোন ও আইপ্যাড সাময়িকভাবে ক্র্যাশ করছে। ডিভাইসগুলোতে মাত্র চারটি অক্ষর একসঙ্গে টাইপ করলে বাগটি বা ত্রুটিটি সক্রিয় হয়। তবে বর্তমানে ডিভাইসগুলোতে কোনো গুরুতর সমস্যা তৈরি করছে না ত্রুটিটি।
গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ত্রুটিটি সম্পর্কে জানান একজন সফটওয়্যার নিরাপত্তা বিশেষজ্ঞ। তার মতে, আইফোনে বা আইপ্যাডের নির্দিষ্ট তিনটি স্থানে চারটি অক্ষর (“”::) এই ক্রমে টাইপ করলে অ্যাপলের মোবাইল ইউজার ইন্টারফেস ‘স্প্রিংবোর্ড’ ক্র্যাশ করে। অর্থাৎ উদ্ধৃতি চিহ্ন দুটির পর দুটি কোলন ব্যবহার করলে আইফোন ও আইপ্যাডের হোম স্ক্রিন ক্র্যাশ করবে।
যেসব জায়গায় এটি টাইপ করলে হোম স্ক্রিন ক্র্যাশ করবে সেগুলো হলো—
১. হোম স্ক্রিনের সার্চবার।
২. অ্যাপ লাইব্রেরির সার্চবার।
৩. সেটিংস অ্যাপে সার্চবার।
এসব জায়গায় প্রথম তিনটি অক্ষর টাইপ করলে বাগটি সক্রিয় হয় এবং শেষ অক্ষর টাইপ করা হলে ডিভাইস ক্র্যাশ করে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেটের প্রতিবেদনে বলা হয়, আইওএস ১৮ বেটার অপারেটিং সিস্টেমের বাগটি কাজ করে না। এই ত্রুটি আইওএস ১৮.০ ডেভেলপার বেটা ৭ এবং আইওএস ১৮.১ ডেভেলপার বেটা ২–তে পাওয়া যায়নি বলে দাবি করেছেন সিনেটের প্রতিবেদক।
আইপ্যাড প্রো (৩য় প্রজন্ম) এর আইপ্যাডওএস ১৭.৬. ১ সংস্করণের হোম স্ক্রিনের সার্চ বারে ত্রুটিটি দেখা না গেলেও, অ্যাপ লাইব্রেরি সার্চবার ও সেটিংস অ্যাপ সার্চবার থেকে স্প্রিংবোর্ড ক্র্যাশ করে এবং ডিভাইসটিকে স্বয়ংক্রিয়ভাবে লক স্ক্রিনে ফিরিয়ে নিয়ে যায়।
এটি প্রথমবার নয় যখন অক্ষরের জন্য আইফোনে সমস্যা দেখা গেছে। ২০২০,২০১৮, ২০১৭ এবং ২০১৫ সালে আইফোন ব্যবহারকারীদের সমস্যায় ফেলেছে এই ধরনের ‘টেক্সট বম্বস’ বা অক্ষর বিষয়ক ত্রুটি। তবে নতুন ত্রুটিটি সাধারণ বলে মনে হচ্ছে। এটি কিছু পুরোনো ত্রুটির মতো নয় যার মাধ্যমে দূর থেকে হ্যাকাররা ডিভাইসতে ক্র্যাশ করে।
গবেষকেরা বলছেন, এটি কোনো নিরাপত্তাবিষয়ক সমস্যা নয়। তবে ত্রুটিটি সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেনি অ্যাপল।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ ও সিনেট
নতুন এক সফটওয়্যার ত্রুটির কারণে আইফোন ও আইপ্যাড সাময়িকভাবে ক্র্যাশ করছে। ডিভাইসগুলোতে মাত্র চারটি অক্ষর একসঙ্গে টাইপ করলে বাগটি বা ত্রুটিটি সক্রিয় হয়। তবে বর্তমানে ডিভাইসগুলোতে কোনো গুরুতর সমস্যা তৈরি করছে না ত্রুটিটি।
গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ত্রুটিটি সম্পর্কে জানান একজন সফটওয়্যার নিরাপত্তা বিশেষজ্ঞ। তার মতে, আইফোনে বা আইপ্যাডের নির্দিষ্ট তিনটি স্থানে চারটি অক্ষর (“”::) এই ক্রমে টাইপ করলে অ্যাপলের মোবাইল ইউজার ইন্টারফেস ‘স্প্রিংবোর্ড’ ক্র্যাশ করে। অর্থাৎ উদ্ধৃতি চিহ্ন দুটির পর দুটি কোলন ব্যবহার করলে আইফোন ও আইপ্যাডের হোম স্ক্রিন ক্র্যাশ করবে।
যেসব জায়গায় এটি টাইপ করলে হোম স্ক্রিন ক্র্যাশ করবে সেগুলো হলো—
১. হোম স্ক্রিনের সার্চবার।
২. অ্যাপ লাইব্রেরির সার্চবার।
৩. সেটিংস অ্যাপে সার্চবার।
এসব জায়গায় প্রথম তিনটি অক্ষর টাইপ করলে বাগটি সক্রিয় হয় এবং শেষ অক্ষর টাইপ করা হলে ডিভাইস ক্র্যাশ করে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেটের প্রতিবেদনে বলা হয়, আইওএস ১৮ বেটার অপারেটিং সিস্টেমের বাগটি কাজ করে না। এই ত্রুটি আইওএস ১৮.০ ডেভেলপার বেটা ৭ এবং আইওএস ১৮.১ ডেভেলপার বেটা ২–তে পাওয়া যায়নি বলে দাবি করেছেন সিনেটের প্রতিবেদক।
আইপ্যাড প্রো (৩য় প্রজন্ম) এর আইপ্যাডওএস ১৭.৬. ১ সংস্করণের হোম স্ক্রিনের সার্চ বারে ত্রুটিটি দেখা না গেলেও, অ্যাপ লাইব্রেরি সার্চবার ও সেটিংস অ্যাপ সার্চবার থেকে স্প্রিংবোর্ড ক্র্যাশ করে এবং ডিভাইসটিকে স্বয়ংক্রিয়ভাবে লক স্ক্রিনে ফিরিয়ে নিয়ে যায়।
এটি প্রথমবার নয় যখন অক্ষরের জন্য আইফোনে সমস্যা দেখা গেছে। ২০২০,২০১৮, ২০১৭ এবং ২০১৫ সালে আইফোন ব্যবহারকারীদের সমস্যায় ফেলেছে এই ধরনের ‘টেক্সট বম্বস’ বা অক্ষর বিষয়ক ত্রুটি। তবে নতুন ত্রুটিটি সাধারণ বলে মনে হচ্ছে। এটি কিছু পুরোনো ত্রুটির মতো নয় যার মাধ্যমে দূর থেকে হ্যাকাররা ডিভাইসতে ক্র্যাশ করে।
গবেষকেরা বলছেন, এটি কোনো নিরাপত্তাবিষয়ক সমস্যা নয়। তবে ত্রুটিটি সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেনি অ্যাপল।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ ও সিনেট
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
৪ ঘণ্টা আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
১৮ ঘণ্টা আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
১৯ ঘণ্টা আগেবিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
২ দিন আগে