ফিচার ডেস্ক
ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর প্রযুক্তি এ বছর আরও উন্নত হবে। এটি গেমিং, বিনোদন এবং কাজের অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এ বছর বাজারে থাকা সেরা কিছু ভিআর গ্যাজেটের খোঁজ রইল এখানে।
অ্যাপল ভিশন প্রো
অ্যাপলের ভিশন প্রো হলো এক অসাধারণ মিক্সড রিয়েলিটি (এমআর) হেডসেট। এটি ভিআর ও এআর (অগমেন্টেড রিয়েলিটি) দুটোতেই কাজ করে। এতে রয়েছে অত্যাধুনিক মাইক্রো-ওএলইডি ডিসপ্লে। এটি চমৎকার গ্রাফিকস ও ঝকঝকে ভিডিও নিশ্চিত করবে। উন্নত মানের এম২ চিপ, চোখের নড়াচড়া শনাক্ত করার প্রযুক্তি এবং হাতের ইশারায় নিয়ন্ত্রণের সুবিধা থাকায় এটি প্রযুক্তিপ্রেমীদের জন্য বেশ আকর্ষণীয়। এর মূল্য ৩ হাজার ৪৯৯ ডলার বা ৪ লাখ ২৬ টাকার বেশি।
মেটা কোয়েস্ট ৩
মেটা কোয়েস্ট ৩ আগের সংস্করণগুলোর চেয়ে আরও উন্নত এবং শক্তিশালী। এর ২০৬৪×২২০৮ পিক্সেল ডিসপ্লে, স্ন্যাপড্রাগন এক্সআর ২ জেন ২ প্রসেসর এবং ৮ গিগাবাইট র্যাম থাকার কারণে দারুণ পারফরম্যান্স গ্যাজেটটির। হালকা ওজন ও ডিজাইনের কারণে এটি দীর্ঘ সময় ব্যবহারের উপযোগী। এর মূল্য ৪৯৯ ডলার বা প্রায় ৬১ হাজার টাকা।
সনি প্লেস্টেশন ভিআর ২
প্লেস্টেশন ৫ ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে তৈরি এই ভিআর হেডসেট গেমারদের জন্য দারুণ এক গ্যাজেট। এর ভিজ্যুয়াল অভিজ্ঞতা অনেক বেশি স্পষ্ট ও স্মুথ। এতে চোখের নড়াচড়া শনাক্ত করার প্রযুক্তি, হ্যাপটিক ফিডব্যাক এবং অত্যাধুনিক সেন্স কন্ট্রোলার রয়েছে, যা গেমিং অভিজ্ঞতাকে আরও বাস্তবসম্মত করে তোলে। এর মূল্য ৫৪৯ ডলার বা প্রায় ৬৭ হাজার টাকা।
এইচটিসি ভাইভ এক্সআর এলিট ২
এইচটিসির ভাইভ এক্সআর এলিট ২ একটি মাল্টি-ফাংশনাল ভিআর সেট। এটি ভার্চুয়াল এবং অগমেন্টেড রিয়েলিটির মধ্যে সেতুবন্ধ তৈরি করে। এতে রয়েছে উচ্চমানের অডিও সিস্টেম। মাল্টি-প্ল্যাটফর্ম সমর্থন থাকায় গেমিং থেকে শুরু করে পেশাদারদের জন্য এটি উপযুক্ত।
পিকো ৪
পিকো ৪ হলো আরও একটি জনপ্রিয় ভিআর হেডসেট। এটি তুলনামূলকভাবে সাশ্রয়ী মূল্যে বেশ ভালো পারফরম্যান্স দেয়। এর ওজন হালকা এবং ডিজাইন ব্যালান্সড হওয়ায় দীর্ঘ সময় ব্যবহারের জন্য আরামদায়ক। তবে এর কনটেন্ট লাইব্রেরি মেটা বা সনির মতো বড় নয়। এর মূল্য ৪২৯ ডলার বা প্রায় ৫২ হাজার টাকা।
এ বছর ভিআর প্রযুক্তি অনেকটাই পরিপূর্ণ হয়ে উঠেছে। অ্যাপল, মেটা, সনি ও এইচটিসির মতো ব্র্যান্ডগুলো বাজারে আধিপত্য করছে।
সূত্র: ডিউসেন্স
ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর প্রযুক্তি এ বছর আরও উন্নত হবে। এটি গেমিং, বিনোদন এবং কাজের অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এ বছর বাজারে থাকা সেরা কিছু ভিআর গ্যাজেটের খোঁজ রইল এখানে।
অ্যাপল ভিশন প্রো
অ্যাপলের ভিশন প্রো হলো এক অসাধারণ মিক্সড রিয়েলিটি (এমআর) হেডসেট। এটি ভিআর ও এআর (অগমেন্টেড রিয়েলিটি) দুটোতেই কাজ করে। এতে রয়েছে অত্যাধুনিক মাইক্রো-ওএলইডি ডিসপ্লে। এটি চমৎকার গ্রাফিকস ও ঝকঝকে ভিডিও নিশ্চিত করবে। উন্নত মানের এম২ চিপ, চোখের নড়াচড়া শনাক্ত করার প্রযুক্তি এবং হাতের ইশারায় নিয়ন্ত্রণের সুবিধা থাকায় এটি প্রযুক্তিপ্রেমীদের জন্য বেশ আকর্ষণীয়। এর মূল্য ৩ হাজার ৪৯৯ ডলার বা ৪ লাখ ২৬ টাকার বেশি।
মেটা কোয়েস্ট ৩
মেটা কোয়েস্ট ৩ আগের সংস্করণগুলোর চেয়ে আরও উন্নত এবং শক্তিশালী। এর ২০৬৪×২২০৮ পিক্সেল ডিসপ্লে, স্ন্যাপড্রাগন এক্সআর ২ জেন ২ প্রসেসর এবং ৮ গিগাবাইট র্যাম থাকার কারণে দারুণ পারফরম্যান্স গ্যাজেটটির। হালকা ওজন ও ডিজাইনের কারণে এটি দীর্ঘ সময় ব্যবহারের উপযোগী। এর মূল্য ৪৯৯ ডলার বা প্রায় ৬১ হাজার টাকা।
সনি প্লেস্টেশন ভিআর ২
প্লেস্টেশন ৫ ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে তৈরি এই ভিআর হেডসেট গেমারদের জন্য দারুণ এক গ্যাজেট। এর ভিজ্যুয়াল অভিজ্ঞতা অনেক বেশি স্পষ্ট ও স্মুথ। এতে চোখের নড়াচড়া শনাক্ত করার প্রযুক্তি, হ্যাপটিক ফিডব্যাক এবং অত্যাধুনিক সেন্স কন্ট্রোলার রয়েছে, যা গেমিং অভিজ্ঞতাকে আরও বাস্তবসম্মত করে তোলে। এর মূল্য ৫৪৯ ডলার বা প্রায় ৬৭ হাজার টাকা।
এইচটিসি ভাইভ এক্সআর এলিট ২
এইচটিসির ভাইভ এক্সআর এলিট ২ একটি মাল্টি-ফাংশনাল ভিআর সেট। এটি ভার্চুয়াল এবং অগমেন্টেড রিয়েলিটির মধ্যে সেতুবন্ধ তৈরি করে। এতে রয়েছে উচ্চমানের অডিও সিস্টেম। মাল্টি-প্ল্যাটফর্ম সমর্থন থাকায় গেমিং থেকে শুরু করে পেশাদারদের জন্য এটি উপযুক্ত।
পিকো ৪
পিকো ৪ হলো আরও একটি জনপ্রিয় ভিআর হেডসেট। এটি তুলনামূলকভাবে সাশ্রয়ী মূল্যে বেশ ভালো পারফরম্যান্স দেয়। এর ওজন হালকা এবং ডিজাইন ব্যালান্সড হওয়ায় দীর্ঘ সময় ব্যবহারের জন্য আরামদায়ক। তবে এর কনটেন্ট লাইব্রেরি মেটা বা সনির মতো বড় নয়। এর মূল্য ৪২৯ ডলার বা প্রায় ৫২ হাজার টাকা।
এ বছর ভিআর প্রযুক্তি অনেকটাই পরিপূর্ণ হয়ে উঠেছে। অ্যাপল, মেটা, সনি ও এইচটিসির মতো ব্র্যান্ডগুলো বাজারে আধিপত্য করছে।
সূত্র: ডিউসেন্স
তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু গোপন নথি ডার্ক ওয়েবে বিক্রি হতে পারে। এই সন্দেহজনক ঘটনা তদন্ত করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। পররাষ্ট্রমন্ত্রী লিন ছিয়া-লুং একটি তদন্ত টিম গঠন করার নির্দেশ দিয়েছেন। যাতে এই তথ্য ফাঁসের উৎস, চ্যানেল এবং পরিধি স্পষ্ট করা যায়।
৯ ঘণ্টা আগেএকটি অ্যাকাউন্ট বন্ধ হলে আরেকটি খুলছেন হানিন আল-বাতাশ। গত ছয় মাসে তিনি ৮০টিরও বেশি ব্লুস্কাই অ্যাকাউন্ট খুলেছেন বলে জানিয়েছেন। ইসরায়েলের অবরোধে দুর্ভিক্ষের মুখোমুখি গাজাবাসীরা এখন দুধ ও ময়দার মতো নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে হিমশিম খাচ্ছেন। জীবন রক্ষার জন্য বিশ্বজুড়ে মানুষের কাছে সহায়তা চেয়ে ব্লুস্কাই
৯ ঘণ্টা আগেনীতিবিরোধী কনটেন্ট শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও এখনো মানুষের দক্ষতা সবচেয়ে নির্ভরযোগ্য বলে প্রমাণিত হয়েছে। বিশেষ করে জটিল বা প্রসঙ্গভিত্তিক কনটেন্ট বিশ্লেষণে মানব কনটেন্ট মডারেটররা এআইয়ের চেয়ে স্পষ্টভাবে এগিয়ে। তবে এই নির্ভুল যাচাইয়ের পেছনে রয়েছে একটি বড়...
১৩ ঘণ্টা আগেদাবা খেলায় ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট গ্রোককে পরাজিত করল স্যাম অল্টম্যানের ওপেনএআই। দাবা খেলায় কোন এআই সেরা তা নির্ধারণ করতে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।
১৫ ঘণ্টা আগে