Ajker Patrika

১০৮ মেগাপিক্সেল ক্যামেরার রেডমি —১৩ স্মার্টফোন, স্পেসিফিকেশন ও দাম 

আপডেট : ০৫ জুন ২০২৪, ১২: ৩৭
১০৮ মেগাপিক্সেল ক্যামেরার রেডমি —১৩ স্মার্টফোন, স্পেসিফিকেশন ও দাম 

ইউরোপের বাজারে এসেছে শাওমির নতুন ফোন রেডমি ১৩ ৪ জি। ফোনটিতে দুটি ক্যামেরা রয়েছে। যার মধ্যে একটিতে রয়েছে ১০৮ মেগাপিক্সেল সেন্সর। চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯১ আলট্রা চিপসেট।

ফোনটি ইউরোপের বাজারে পাওয়া গেলে বিশ্বের অন্যান্য বাজারে কবে উন্মোচন হবে তা জানায়নি কোম্পানিটি। ডিসপ্লেতে হোল পাঞ্চের মধ্যে সামনে ক্যামেরাটি রয়েছে। মাইক্রোএসডির মাধ্যমে ফোনটি স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

দাম ও রং 
ফোনটি কালো, নীল ও গোলাপী রঙে পাওয়া যাবে।
রেডমি ১৩: ৫জি ও ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১৭৯ দশমিক ৯৯ ডলার বা প্রায় ২২ হাজার ৮৩৪ টাকা।
রেডমি ১৩: ৫জি ও ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১৯৯ দশমিক ৯৯ ডলার বা প্রায় ২৫ হাজার ৩৭০ টাকা।
ফোনগুলো ইউরোপের কিছু অঞ্চলে অনলাইনে কেনা যাবে।

পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা—১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এর সঙ্গে এলইডি ফ্ল্যাশ ইউনিটও রয়েছে। 
সেলফি ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল 
নেটওয়ার্ক: ৪জি 
আয়তন: ১৬৮.৬ x৭৬.২৮ x ৮.১৭ এমএম 
ওজন: ১৯৮.৫ গ্রাম 
ডিসপ্লে: ৬ দশমিক ৭৯ ইঞ্চি ফুল এইচডি (২,৪০০ x ১.০৮০ পিক্সেল) 
রিফ্রেশ রেট: ৯০ হার্টজ 
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস 
চিপসেট: মিডিয়াটেক হেলিও জি৯১ আলট্রা চিপসেট। 
আইপি রেটিং: আইপি ৫৩ 
মেমোরি: ৬ জিবি ও ৮ জিবি 
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি 
ব্লুটুথ: ৫.৩ 
এনএফসি: আছে 
জিপিএস: আছে 
ইউএসবি: টাইপ সি 
ব্যাটারি: ৫,০৩০ এমএএইচ
চার্জিং: ৩৩ ওয়াট 

তথ্যসূত্র:গ্যাজেটস ৩৬০

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত