প্রযুক্তি ডেস্ক
বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর পণ্যের বাজারে খরা এখন বেশ আলোচিত একটি বিষয়। এরই মাঝে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের টেলর শহরের কাছে নতুন করে ১৭ বিলিয়ন ডলার বিনিয়োগে চিপ কারখানা তৈরির ঘোষণা দিয়েছে স্যামসাং ইলেকট্রনিকস। বুধবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, উন্নত মানের চিপ তৈরিতে তাদের এই উদ্যোগ অত্যাধুনিক মোবাইল, ফাইভ-জি সেবা দেওয়া, উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার ও কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতিকে আরও এগিয়ে নিয়ে যাবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মাটিতে দক্ষিণ কোরীয় এই ইলেকট্রনিকস কোম্পানির এটিই সবচেয়ে বড় বিনিয়োগ। আগামী বছরের শুরুতেই এই কারখানার নির্মাণকাজ শুরু হবে। ফলে সেখানে নির্মাণের কাজে ৬ হাজার ৫০০ এবং নির্মাণ শেষ হলে প্রযুক্তি শিল্পে প্রায় ২ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। মূলত যুক্তরাষ্ট্রে চিপ সংকট কাটাতেই স্যামসাং-এর এই প্রয়াস।
স্যামসাং ইলেকট্রনিকসের ডিভাইস সলিউশন বিভাগের প্রধান নির্বাহী কিনাম কিম এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমাদের এই বড় পরিকল্পনা গ্রাহকের চাহিদা মিটিয়ে বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর চিপ সংকট মোকাবিলায় অগ্রণী ভূমিকা রাখবে বলে আমার ধারণা।’ সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দেশটিতে চিপ উৎপাদন বাড়াতে তার মিত্র রাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে বেশ চাপের মুখে রেখেছে। স্যামসাং-এর এই উদ্যোগ তারই ফসল। ২০২৪ সালের মাঝামাঝি সময় এই কারখানা পুরোদমে চালু হবে বলে আশা করা হচ্ছে।
হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানায়, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রে চিপ উৎপাদন বাড়বে এবং অনেক নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। যুক্তরাষ্ট্রের জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তা সুরক্ষায় সেমিকন্ডাক্টর চিপের অভ্যন্তরীণ উৎপাদন বেশ গুরুত্বপূর্ণ বলে পৃথক বিবৃতিতে বিবিসিকে জানিয়েছেন মার্কিন বাণিজ্যসচিব জিনা রাইমন্ডো।
অন্যদিকে টুইটারে স্যামসাং-কে স্বাগত জানিয়ে এই পরিকল্পনা ঘোষণা অনুষ্ঠানের ছবি পোস্ট করেছেন টেক্সাসের রিপাবলিকান গভর্নর, গ্রেগ অ্যাবোট। তার কার্যালয়ের পৃথক এক বিবৃতে জানা যায় টেক্সাসে নতুন কর্মসংস্থান তৈরিতে স্যামসাং-কে ২ কোটি ৭০ লাখ ডলার অনুদান দেওয়া হবে।
বিশ্বের বৃহত্তম চিপ তৈরিকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি হচ্ছে স্যামসাং ইলেকট্রনিকস। যুক্তরাষ্ট্রজুড়ে বর্তমানে তাদের প্রায় ২০ হাজার কর্মী রয়েছে। নতুন এই বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রে তাদের মোট বিনিয়োগের পরিমাণ ৪ হাজার ৭০০ কোটি ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে এই প্রতিষ্ঠান।
বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর পণ্যের বাজারে খরা এখন বেশ আলোচিত একটি বিষয়। এরই মাঝে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের টেলর শহরের কাছে নতুন করে ১৭ বিলিয়ন ডলার বিনিয়োগে চিপ কারখানা তৈরির ঘোষণা দিয়েছে স্যামসাং ইলেকট্রনিকস। বুধবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, উন্নত মানের চিপ তৈরিতে তাদের এই উদ্যোগ অত্যাধুনিক মোবাইল, ফাইভ-জি সেবা দেওয়া, উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার ও কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতিকে আরও এগিয়ে নিয়ে যাবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মাটিতে দক্ষিণ কোরীয় এই ইলেকট্রনিকস কোম্পানির এটিই সবচেয়ে বড় বিনিয়োগ। আগামী বছরের শুরুতেই এই কারখানার নির্মাণকাজ শুরু হবে। ফলে সেখানে নির্মাণের কাজে ৬ হাজার ৫০০ এবং নির্মাণ শেষ হলে প্রযুক্তি শিল্পে প্রায় ২ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। মূলত যুক্তরাষ্ট্রে চিপ সংকট কাটাতেই স্যামসাং-এর এই প্রয়াস।
স্যামসাং ইলেকট্রনিকসের ডিভাইস সলিউশন বিভাগের প্রধান নির্বাহী কিনাম কিম এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমাদের এই বড় পরিকল্পনা গ্রাহকের চাহিদা মিটিয়ে বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর চিপ সংকট মোকাবিলায় অগ্রণী ভূমিকা রাখবে বলে আমার ধারণা।’ সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দেশটিতে চিপ উৎপাদন বাড়াতে তার মিত্র রাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে বেশ চাপের মুখে রেখেছে। স্যামসাং-এর এই উদ্যোগ তারই ফসল। ২০২৪ সালের মাঝামাঝি সময় এই কারখানা পুরোদমে চালু হবে বলে আশা করা হচ্ছে।
হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানায়, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রে চিপ উৎপাদন বাড়বে এবং অনেক নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। যুক্তরাষ্ট্রের জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তা সুরক্ষায় সেমিকন্ডাক্টর চিপের অভ্যন্তরীণ উৎপাদন বেশ গুরুত্বপূর্ণ বলে পৃথক বিবৃতিতে বিবিসিকে জানিয়েছেন মার্কিন বাণিজ্যসচিব জিনা রাইমন্ডো।
অন্যদিকে টুইটারে স্যামসাং-কে স্বাগত জানিয়ে এই পরিকল্পনা ঘোষণা অনুষ্ঠানের ছবি পোস্ট করেছেন টেক্সাসের রিপাবলিকান গভর্নর, গ্রেগ অ্যাবোট। তার কার্যালয়ের পৃথক এক বিবৃতে জানা যায় টেক্সাসে নতুন কর্মসংস্থান তৈরিতে স্যামসাং-কে ২ কোটি ৭০ লাখ ডলার অনুদান দেওয়া হবে।
বিশ্বের বৃহত্তম চিপ তৈরিকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি হচ্ছে স্যামসাং ইলেকট্রনিকস। যুক্তরাষ্ট্রজুড়ে বর্তমানে তাদের প্রায় ২০ হাজার কর্মী রয়েছে। নতুন এই বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রে তাদের মোট বিনিয়োগের পরিমাণ ৪ হাজার ৭০০ কোটি ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে এই প্রতিষ্ঠান।
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১০ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১১ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১৩ ঘণ্টা আগে