প্রযুক্তি ডেস্ক
সম্প্রতি মার্বেল ফিউচার রেভল্যুশন গেমের নতুন আপডেট বিশ্বের বিভিন্ন প্ল্যাটফর্মে রিলিজ হয়। এরই মধ্যে গেমটি ৫০ লাখের বেশিবার ডাউনলোড করা হয়েছে। অ্যান্ড্রয়েড ফোনে এটি ১ দশমিক ৬ গিগাবাইট জায়গা নেয়। সম্প্রতি মার্বেল কর্তৃপক্ষ গেমটিতে বিশেষ পরিবর্তন নিয়ে এসেছে। তারা এই গেমে মার্বেল কমিকসের জনপ্রিয় সুপার ভিলেন চরিত্র ডোরমাম্মুকে হাজির করেছে।
মার্বেল প্রকাশিত কমিক বুক এবং মার্বেল প্রযোজিত টেলিভিশন সিরিজ আর চলচ্চিত্রে দর্শকেরা আগেই দেখতে পেয়েছে ডোরমাম্মু চরিত্রকে। মার্বেল ইউনিভার্সের অন্যতম শক্তিশালী ভিলেন হচ্ছে ডোরমাম্মু।
দেখা যায়, ডোরমাম্মু যে কোনো ধরনের ইফেক্ট প্রয়োগ করতে পারে। যেমন এনার্জি প্রজেকশন, ম্যাটার ম্যানিপুলেশন, রিসাইজিং, টেলিপোর্টেশন, পোজেশন, নেক্রোম্যানসি ইত্যাদি নানারকম শক্তি নিয়ে উপস্থিত হয় ডোরমাম্মু।
ডোরমাম্মুকে মার্বেল ভিএস ক্যাপকম ৩, মার্বেল সুপার হিরো স্কোয়াড অনলাইন, মার্বেল: এভেঞ্জার অ্যালায়েন্স, মার্বেল ফিউচার ফাইট, মার্বেল ভিএস ক্যাপকম: ইনফিনিট প্রভৃতি গেমে দেখা গেছে। ডোরমাম্মুকে ২০১৬ সালে রিলিজ পাওয়া ডক্টর স্ট্রেঞ্জ চলচ্চিত্রে দারুণভাবে দেখা গেছে।
এই গেমটিতে প্রযুক্তি ব্যবহার করে রিয়েলিস্টিক গ্রাফিক কন্ডিশন ব্যবহার করা হয়েছে। পুরো গেমটি ৩ডি মোডে খেলার সুযোগ রয়েছে। গেমটি খেলতে স্মার্টফোনে মিনিমাম ৩ জিবি র্যামের প্রয়োজন হয়। গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর উভয় জায়গা থেকে এই গেমটি ডাউনলোড করা যাচ্ছে।
সম্প্রতি মার্বেল ফিউচার রেভল্যুশন গেমের নতুন আপডেট বিশ্বের বিভিন্ন প্ল্যাটফর্মে রিলিজ হয়। এরই মধ্যে গেমটি ৫০ লাখের বেশিবার ডাউনলোড করা হয়েছে। অ্যান্ড্রয়েড ফোনে এটি ১ দশমিক ৬ গিগাবাইট জায়গা নেয়। সম্প্রতি মার্বেল কর্তৃপক্ষ গেমটিতে বিশেষ পরিবর্তন নিয়ে এসেছে। তারা এই গেমে মার্বেল কমিকসের জনপ্রিয় সুপার ভিলেন চরিত্র ডোরমাম্মুকে হাজির করেছে।
মার্বেল প্রকাশিত কমিক বুক এবং মার্বেল প্রযোজিত টেলিভিশন সিরিজ আর চলচ্চিত্রে দর্শকেরা আগেই দেখতে পেয়েছে ডোরমাম্মু চরিত্রকে। মার্বেল ইউনিভার্সের অন্যতম শক্তিশালী ভিলেন হচ্ছে ডোরমাম্মু।
দেখা যায়, ডোরমাম্মু যে কোনো ধরনের ইফেক্ট প্রয়োগ করতে পারে। যেমন এনার্জি প্রজেকশন, ম্যাটার ম্যানিপুলেশন, রিসাইজিং, টেলিপোর্টেশন, পোজেশন, নেক্রোম্যানসি ইত্যাদি নানারকম শক্তি নিয়ে উপস্থিত হয় ডোরমাম্মু।
ডোরমাম্মুকে মার্বেল ভিএস ক্যাপকম ৩, মার্বেল সুপার হিরো স্কোয়াড অনলাইন, মার্বেল: এভেঞ্জার অ্যালায়েন্স, মার্বেল ফিউচার ফাইট, মার্বেল ভিএস ক্যাপকম: ইনফিনিট প্রভৃতি গেমে দেখা গেছে। ডোরমাম্মুকে ২০১৬ সালে রিলিজ পাওয়া ডক্টর স্ট্রেঞ্জ চলচ্চিত্রে দারুণভাবে দেখা গেছে।
এই গেমটিতে প্রযুক্তি ব্যবহার করে রিয়েলিস্টিক গ্রাফিক কন্ডিশন ব্যবহার করা হয়েছে। পুরো গেমটি ৩ডি মোডে খেলার সুযোগ রয়েছে। গেমটি খেলতে স্মার্টফোনে মিনিমাম ৩ জিবি র্যামের প্রয়োজন হয়। গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর উভয় জায়গা থেকে এই গেমটি ডাউনলোড করা যাচ্ছে।
চ্যাটজিপিটি বা অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই অ্যাপে) থেরাপি বা মানসিক সহায়তা নেওয়ার ক্ষেত্রে ব্যবহারকারীদের সতর্ক হওয়া উচিত। কারণ, এখনো এই প্রযুক্তিতে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করার উপযুক্ত আইনি কাঠামো তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান।
১০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সাবেক নৌবাহিনী কর্মকর্তাদের প্রতিষ্ঠিত স্টার্টআপ স্পিয়ার এআই প্রথমবারের মতো বাইরের কোনো উৎস থেকে বিনিয়োগ পেয়েছে। কোম্পানিটি সাবমেরিন বা ডুবোজাহাজ থেকে সংগৃহীত জটিল ডেটা বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে থাকে।
১১ ঘণ্টা আগেবিশ্বখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল তাদের ইতিহাসের অন্যতম বড় পুনর্গঠনের পথে হাঁটছে। মার্কিন এই কোম্পানি ২০২৫ সালের মধ্যে প্রায় ২৪ হাজার কর্মী ছাঁটাই করবে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। খরচ কমাতে এবং কোম্পানিটিকে লাভজনক করতে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লিপ-বু টান এর নেতৃত্বে...
১১ ঘণ্টা আগেবিশ্ববিখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই আগামী আগস্টে তাদের পরবর্তী প্রজন্মের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল জিপিটি-৫ উন্মোচনের পরিকল্পনা করছে। এ বছরের শুরুতেই মাইক্রোসফটের প্রকৌশলীরা নতুন এই মডেলের জন্য সার্ভার প্রস্তুতির কাজ শুরু করেছিলেন। সে সময়ে গুঞ্জন ছিল, জিপিটি-৫ গত মে মাসের শেষ দিকে...
১৫ ঘণ্টা আগে