Ajker Patrika

মার্বেল ফিউচার রেভল্যুশন গেমে নতুন আপডেট, এসেছে ডোরমাম্মু চরিত্র

প্রযুক্তি ডেস্ক
মার্বেল ফিউচার রেভল্যুশন গেমে নতুন আপডেট, এসেছে ডোরমাম্মু চরিত্র

সম্প্রতি মার্বেল ফিউচার রেভল্যুশন গেমের নতুন আপডেট বিশ্বের বিভিন্ন প্ল্যাটফর্মে রিলিজ হয়। এরই মধ্যে গেমটি ৫০ লাখের বেশিবার ডাউনলোড করা হয়েছে। অ্যান্ড্রয়েড ফোনে এটি ১ দশমিক ৬ গিগাবাইট জায়গা নেয়। সম্প্রতি মার্বেল কর্তৃপক্ষ গেমটিতে বিশেষ পরিবর্তন নিয়ে এসেছে। তারা এই গেমে মার্বেল কমিকসের জনপ্রিয় সুপার ভিলেন চরিত্র ডোরমাম্মুকে হাজির করেছে। 

মার্বেল প্রকাশিত কমিক বুক এবং মার্বেল প্রযোজিত টেলিভিশন সিরিজ আর চলচ্চিত্রে দর্শকেরা আগেই দেখতে পেয়েছে ডোরমাম্মু চরিত্রকে। মার্বেল ইউনিভার্সের অন্যতম শক্তিশালী ভিলেন হচ্ছে ডোরমাম্মু।

ডোরমাম্মুদেখা যায়, ডোরমাম্মু যে কোনো ধরনের ইফেক্ট প্রয়োগ করতে পারে। যেমন এনার্জি প্রজেকশন, ম্যাটার ম্যানিপুলেশন, রিসাইজিং, টেলিপোর্টেশন, পোজেশন, নেক্রোম্যানসি ইত্যাদি নানারকম শক্তি নিয়ে উপস্থিত হয় ডোরমাম্মু। 

ডোরমাম্মুকে মার্বেল ভিএস ক্যাপকম ৩, মার্বেল সুপার হিরো স্কোয়াড অনলাইন, মার্বেল: এভেঞ্জার অ্যালায়েন্স, মার্বেল ফিউচার ফাইট, মার্বেল ভিএস ক্যাপকম: ইনফিনিট প্রভৃতি গেমে দেখা গেছে। ডোরমাম্মুকে ২০১৬ সালে রিলিজ পাওয়া ডক্টর স্ট্রেঞ্জ চলচ্চিত্রে দারুণভাবে দেখা গেছে। 

এই গেমটিতে প্রযুক্তি ব্যবহার করে রিয়েলিস্টিক গ্রাফিক কন্ডিশন ব্যবহার করা হয়েছে। পুরো গেমটি ৩ডি মোডে খেলার সুযোগ রয়েছে। গেমটি খেলতে স্মার্টফোনে মিনিমাম ৩ জিবি র‍্যামের প্রয়োজন হয়। গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর উভয় জায়গা থেকে এই গেমটি ডাউনলোড করা যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত