টিএইচ মাহির
সার্চ ইঞ্জিন হিসেবে ভীষণ জনপ্রিয় গুগলের ক্রোম। কিন্তু এই ব্রাউজারের অ্যাড্রেসবারে বা ওমনি বক্সের ফিচার সম্পর্কে কতটুকুই-বা জানি? ইন্টারনেট ব্রাউজিংয়ের সময় ক্রোমের ওমনি বক্সে এমন কিছু ফিচার ব্যবহার করা যায়, যা অফিস কিংবা অনলাইন মিটিংয়ের ক্ষেত্রে সময় বাঁচাতে কাজে লাগতে পারে।
জেমিনির সঙ্গে চ্যাট
ক্রোমের অ্যাড্রেসবারে অ্যাট সাইন (@) লিখলে সরাসরি গুগলের এআই চ্যাটবট জেমিনির সঙ্গে চ্যাট করার অপশন আসবে। এ ছাড়া অ্যাট সাইন লিখে ক্রোমের অন্যান্য ফিচারের নাম লিখলেও তা সরাসরি চলে আসবে। যেমন @ লিখে হিস্টরি লিখলে ব্রাউজারের হিস্ট্রি পাওয়া যাবে। এভাবে অ্যাড্রেসবারে @ দিয়ে বুকমার্ক, ট্যাব ইত্যাদি লিখলে সেগুলোও সরাসরি চলে আসবে।
আবহাওয়ার তথ্য
ক্রোমের ওমনি বক্স বা অ্যাড্রেসবারে ইংরেজিতে ওয়েদার লিখলেই তাপমাত্রা দেখাবে। নির্দিষ্ট এলাকার তাপমাত্রা দেখতে পাশে জায়গার নাম লিখলে সে এলাকার তাপমাত্রা জানা যাবে।
ডকুমেন্ট, স্লাইড ফাইল বানাতে
অ্যাড্রেসবার থেকে এক ক্লিকে খোলা যাবে নতুন গুগল ডকস ফাইল কিংবা স্লাইড। এ জন্য অ্যাড্রেসবারে ডকস ডট নিউ, শিট ডট নিউ কিংবা স্লাইড ডট নিউ লিখে এন্টার প্রেস করলে নতুন ডকস, স্লাইড বা শিট তৈরি হয়ে যাবে। তা ছাড়া ফাইলগুলো নতুন উইন্ডোতে খুলতে শেষে শিফট+এন্টার প্রেস করতে হবে।
ই-মেইল পাঠাতে
অ্যাড্রেসবার থেকে সরাসরি মেইলও পাঠানো যাবে। এ জন্য ‘mailto:’ লিখে প্রাপকের ই-মেইল অ্যাড্রেস লিখলে মেইল বডি ওপেন হবে। এভাবে সরাসরি জিমেইল ওপেন না করেই অ্যাড্রেসবার থেকে মেইল পাঠানো যাবে।
সংজ্ঞা জানতে
ইন্টারনেট ব্রাউজ করতে গিয়ে যদি নতুন কোনো শব্দ চোখে পড়ে, তাহলে অ্যাড্রেসবার বা ক্রোম ওমনি বক্সে ডিফাইন+শব্দটি লিখলে তার সংজ্ঞা চলে আসবে।
টাইমার
তাৎক্ষণিকভাবে টাইমার প্রয়োজন হলে ক্রোমের অ্যাড্রেসবারে টাইমার লিখলেই সেটি চালু হয়ে যাবে। তা ছাড়া টাইমারে সময় নির্ধারণ করে দিতে টাইমার+সময় লিখে এন্টার প্রেস করতে হবে।
ক্যালকুলেটর
অ্যাড্রেসবারকে চাইলে ক্যালকুলেটর হিসেবেও ব্যবহার করা যেতে পারে। যেমন ১০+১০ লিখলে অ্যাড্রেসবারে তার যোগফল দেখা যাবে। তাৎক্ষণিকভাবে এ প্রক্রিয়ায় অ্যাড্রেসবারকে ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করা যেতে পারে।
মুদ্রা, ইউনিট রূপান্তর
একটি নির্দিষ্ট মুদ্রার বিপরীতে বিভিন্ন দেশের মুদ্রার মান দেখতে চাইলে অ্যাড্রেসবারে সেই মুদ্রার নাম টু লিখে যে মুদ্রার পরিমাণ দেখতে চান, সেই মুদ্রার নাম লিখতে হবে। যেমন ডলার টু টাকা লিখলে এক ডলারে কত টাকা হয়, সেটি দেখিয়ে দেবে। আবার কোনো কিছুর ইউনিট পরিবর্তন করতে চাইলেও একইভাবে লিখতে হবে। যেমন ধরুন, ১০ ডিগ্রি ফারেনহাইট টু সেলসিয়াস। এতে ১০ ডিগ্রি ফারেনহাইটে কত সেলসিয়াস হয়, তা দেখাবে।
এ ছাড়া ম্যাপ, অনুবাদের জন্য ট্রান্সলেশন ইত্যাদি ফিচার ব্যবহার করা যাবে গুগল অ্যাড্রেসবার থেকে।
সার্চ ইঞ্জিন হিসেবে ভীষণ জনপ্রিয় গুগলের ক্রোম। কিন্তু এই ব্রাউজারের অ্যাড্রেসবারে বা ওমনি বক্সের ফিচার সম্পর্কে কতটুকুই-বা জানি? ইন্টারনেট ব্রাউজিংয়ের সময় ক্রোমের ওমনি বক্সে এমন কিছু ফিচার ব্যবহার করা যায়, যা অফিস কিংবা অনলাইন মিটিংয়ের ক্ষেত্রে সময় বাঁচাতে কাজে লাগতে পারে।
জেমিনির সঙ্গে চ্যাট
ক্রোমের অ্যাড্রেসবারে অ্যাট সাইন (@) লিখলে সরাসরি গুগলের এআই চ্যাটবট জেমিনির সঙ্গে চ্যাট করার অপশন আসবে। এ ছাড়া অ্যাট সাইন লিখে ক্রোমের অন্যান্য ফিচারের নাম লিখলেও তা সরাসরি চলে আসবে। যেমন @ লিখে হিস্টরি লিখলে ব্রাউজারের হিস্ট্রি পাওয়া যাবে। এভাবে অ্যাড্রেসবারে @ দিয়ে বুকমার্ক, ট্যাব ইত্যাদি লিখলে সেগুলোও সরাসরি চলে আসবে।
আবহাওয়ার তথ্য
ক্রোমের ওমনি বক্স বা অ্যাড্রেসবারে ইংরেজিতে ওয়েদার লিখলেই তাপমাত্রা দেখাবে। নির্দিষ্ট এলাকার তাপমাত্রা দেখতে পাশে জায়গার নাম লিখলে সে এলাকার তাপমাত্রা জানা যাবে।
ডকুমেন্ট, স্লাইড ফাইল বানাতে
অ্যাড্রেসবার থেকে এক ক্লিকে খোলা যাবে নতুন গুগল ডকস ফাইল কিংবা স্লাইড। এ জন্য অ্যাড্রেসবারে ডকস ডট নিউ, শিট ডট নিউ কিংবা স্লাইড ডট নিউ লিখে এন্টার প্রেস করলে নতুন ডকস, স্লাইড বা শিট তৈরি হয়ে যাবে। তা ছাড়া ফাইলগুলো নতুন উইন্ডোতে খুলতে শেষে শিফট+এন্টার প্রেস করতে হবে।
ই-মেইল পাঠাতে
অ্যাড্রেসবার থেকে সরাসরি মেইলও পাঠানো যাবে। এ জন্য ‘mailto:’ লিখে প্রাপকের ই-মেইল অ্যাড্রেস লিখলে মেইল বডি ওপেন হবে। এভাবে সরাসরি জিমেইল ওপেন না করেই অ্যাড্রেসবার থেকে মেইল পাঠানো যাবে।
সংজ্ঞা জানতে
ইন্টারনেট ব্রাউজ করতে গিয়ে যদি নতুন কোনো শব্দ চোখে পড়ে, তাহলে অ্যাড্রেসবার বা ক্রোম ওমনি বক্সে ডিফাইন+শব্দটি লিখলে তার সংজ্ঞা চলে আসবে।
টাইমার
তাৎক্ষণিকভাবে টাইমার প্রয়োজন হলে ক্রোমের অ্যাড্রেসবারে টাইমার লিখলেই সেটি চালু হয়ে যাবে। তা ছাড়া টাইমারে সময় নির্ধারণ করে দিতে টাইমার+সময় লিখে এন্টার প্রেস করতে হবে।
ক্যালকুলেটর
অ্যাড্রেসবারকে চাইলে ক্যালকুলেটর হিসেবেও ব্যবহার করা যেতে পারে। যেমন ১০+১০ লিখলে অ্যাড্রেসবারে তার যোগফল দেখা যাবে। তাৎক্ষণিকভাবে এ প্রক্রিয়ায় অ্যাড্রেসবারকে ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করা যেতে পারে।
মুদ্রা, ইউনিট রূপান্তর
একটি নির্দিষ্ট মুদ্রার বিপরীতে বিভিন্ন দেশের মুদ্রার মান দেখতে চাইলে অ্যাড্রেসবারে সেই মুদ্রার নাম টু লিখে যে মুদ্রার পরিমাণ দেখতে চান, সেই মুদ্রার নাম লিখতে হবে। যেমন ডলার টু টাকা লিখলে এক ডলারে কত টাকা হয়, সেটি দেখিয়ে দেবে। আবার কোনো কিছুর ইউনিট পরিবর্তন করতে চাইলেও একইভাবে লিখতে হবে। যেমন ধরুন, ১০ ডিগ্রি ফারেনহাইট টু সেলসিয়াস। এতে ১০ ডিগ্রি ফারেনহাইটে কত সেলসিয়াস হয়, তা দেখাবে।
এ ছাড়া ম্যাপ, অনুবাদের জন্য ট্রান্সলেশন ইত্যাদি ফিচার ব্যবহার করা যাবে গুগল অ্যাড্রেসবার থেকে।
বিভিন্ন সাহায্য সংস্থা ও স্বাস্থ্যবিষয়ক এনজিওর প্রচারণায় বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভুয়া ছবি ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ পাওয়া গেছে। দারিদ্র্য ও যৌন সহিংসতার এসব ছবি ‘দারিদ্র্য পর্নো’র (প্রোভার্টি পর্নো) নতুন যুগ বলে সতর্ক করেছেন সুইজারল্যান্ডভিত্তিক এথিক্যাল ইমেজ প্রচারকারী সংস্থা....
২ ঘণ্টা আগেআমাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস)-এর অবকাঠামোগত সমস্যার কারণে বিশ্বজুড়ে বহু জনপ্রিয় ওয়েবসাইট এবং অ্যাপস পরিষেবা ব্যাহত হচ্ছে। আমাজনের ক্লাউড কম্পিউটিং বিভাগ এডব্লিউএস-এর এই বিভ্রাটের কারণে ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত অসংখ্য প্ল্যাটফর্ম ক্ষতিগ্রস্ত হয়েছে।
৫ ঘণ্টা আগেডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল ১৯ অক্টোবর থেকে যদি কোনো সংবাদপত্র (অনলাইন ভার্সনসহ), নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচারিত হয় তবে বিনা নোটিশে সেই সাইট ব্লক করে দেওয়া হবে।
২ দিন আগেপ্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ক্রিকেট খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করেছে। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
৪ দিন আগে