Ajker Patrika

কাঁচামাল সরবরাহে চাপের মুখে টেসলা ও স্পেসএক্স

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ১৪ মার্চ ২০২২, ১৬: ০০
কাঁচামাল সরবরাহে চাপের মুখে টেসলা ও স্পেসএক্স

টেসলা ইনকর্পোরেটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক বলেছেন, টেসলা ও তার আরেক প্রতিষ্ঠান স্পেসএক্স কাঁচামাল সরবরাহের ক্ষেত্রে বেশ চাপের সম্মুখীন হচ্ছে। গতকাল রোববার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন মাস্ক। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে গাড়িতে ব্যবহৃত ধাতুর দাম বেড়েছে। গাড়ির বডিওয়ার্কের অ্যালুমিনিয়াম থেকে শুরু করে ক্যাটালিটিক কনভার্টারের প্যালাডিয়াম ও বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত উচ্চ-গ্রেডের নিকেল পেতে গুনতে হচ্ছে উচ্চ মূল্য। 

রাশিয়ার ধাতুগুলো এখনো পশ্চিমা নিষেধাজ্ঞার লক্ষ্যে পরিণত না হলেও অটো-পার্টস সরবরাহকারীরা রুশ পণ্যগুলো থেকে দূরে সরে যাচ্ছে। ফলে প্রতিষ্ঠানগুলোতে চিপের ঘাটতি এবং ধাতুর উচ্চ মূল্যের কারণে গাড়ি নির্মাতাদের ওপর বেশ চাপ সৃষ্টি হয়েছে। 

মার্কিন বৈদ্যুতিক যানবাহন নির্মাতা রিভিয়ান অটোমোটিভ ইনক গত সপ্তাহে বলেছে, কাঁচামালের ঊর্ধ্বগতি এবং সরবরাহের সীমাবদ্ধতার কারণে প্রতিষ্ঠানটি তাদের পরিকল্পিত উৎপাদন অর্ধেকে কমিয়ে আনতে পারে। 

অন্যদিকে জাপানের টয়োটা মোটর করপোরেশন জানিয়েছে যে, চিপ এবং অন্যান্য যন্ত্রাংশের ঘাটতির কারণে প্রতিষ্ঠানটি তাদের এপ্রিল-জুন মাসে অভ্যন্তরীণ উৎপাদন ২০ শতাংশ পর্যন্ত কমিয়ে দেবে। 

তবে টেসলা এবং স্পেসএক্স এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত