প্রযুক্তি ডেস্ক
এক হাজার টেরাবাইট সক্ষমতার এসএসডি কার্ড বানানোর পরিকল্পনা করছে টেক জায়ান্ট স্যামসাং। প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট কিউংরিউন কিম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকরাডারের প্রতিবেদন অনুযায়ী, কিম বলেন, ‘এ লক্ষ্য অর্জনে ফিজিক্যাল স্কেলিং, লজিক্যাল স্কেলিং ও প্যাকেজিং এই তিন ফ্রন্টে গবেষণা পরিচালনা করা হবে। কারণ, ২০৩৩ সালের মধ্যেই ১ হাজার টেরাবাইট সক্ষমতার এসএসডি কার্ড আনতে চায় স্যামসাং।’
২০১৭ সাল থেকেই স্যামসাংয়ের ১২৮ টেরাবাইট কিউএলসি এসএসডি কার্ড উৎপাদনের কাজ চলছে। এ ছাড়া, ২০২২ সালের আগস্টে ফ্ল্যাশ মেমোরি সামিটের সময় ১২৮ টেরাবাইট পিসিআইই এসএসডি কার্ড উন্মোচন করা হয়েছিল। পরবর্তীতে, চলতি বছর চীনে অনুষ্ঠিত ফ্ল্যাশ মেমোরি মার্কেট সামিটে এক হাজার টেরাবাইট সক্ষমতার এসএসডি কার্ড উৎপাদনের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
এদিকে ট্রাইফোল্ড ডিসপ্লের মোবাইল নিয়ে কাজ করছে স্যামসাং। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর স্যামসাং গ্যালাক্সি এস ২৩ এফই মডেল বাজারে আনার কথা থাকলে আপাতত এ নিয়ে নতুন কোনো নতুন তথ্য জানা যায়নি। শোনা যাচ্ছে, গ্যালাক্সি এস ২৩ এফই নিয়ে কাজ আপাতত বন্ধ রেখেছে প্রতিষ্টানটি। গ্যালাক্সি এস ২১ এফই মডেলটি বেশ জনপ্রিয়তা পেলেও এর পরবর্তী সংস্করণ নিয়ে আপাতত মাথা ঘামাচ্ছে না স্যামসাং। তবে শোনা যাচ্ছে, ট্রাইফোল্ড ডিসপ্লের হ্যান্ডসেট নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
স্যামসাংয়ের জি সিরিজে প্রথম ফোল্ডেবল ফোন এনেছিল স্যামসাং। এবার জি সিরিজেই ট্রাইফোল্ড ডিসপ্লের নতুন ফোনটি আনা হতে পারে। শোনা যাচ্ছে, গ্যালাক্সি জি ফোল্ড ৫ এবং গ্যালাক্সি জি ফ্লিপ ৫— এই দুটি মডেলের ওপর কাজ চলছে। পাশাপাশি তৈরি করা হচ্ছে ট্রাইফোল্ড ডিসপ্লের ফোনটি। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরই বাজারে আসবে এটি। তবে নতুন এই ফোনটির কনফিগারেশন সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
এক হাজার টেরাবাইট সক্ষমতার এসএসডি কার্ড বানানোর পরিকল্পনা করছে টেক জায়ান্ট স্যামসাং। প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট কিউংরিউন কিম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকরাডারের প্রতিবেদন অনুযায়ী, কিম বলেন, ‘এ লক্ষ্য অর্জনে ফিজিক্যাল স্কেলিং, লজিক্যাল স্কেলিং ও প্যাকেজিং এই তিন ফ্রন্টে গবেষণা পরিচালনা করা হবে। কারণ, ২০৩৩ সালের মধ্যেই ১ হাজার টেরাবাইট সক্ষমতার এসএসডি কার্ড আনতে চায় স্যামসাং।’
২০১৭ সাল থেকেই স্যামসাংয়ের ১২৮ টেরাবাইট কিউএলসি এসএসডি কার্ড উৎপাদনের কাজ চলছে। এ ছাড়া, ২০২২ সালের আগস্টে ফ্ল্যাশ মেমোরি সামিটের সময় ১২৮ টেরাবাইট পিসিআইই এসএসডি কার্ড উন্মোচন করা হয়েছিল। পরবর্তীতে, চলতি বছর চীনে অনুষ্ঠিত ফ্ল্যাশ মেমোরি মার্কেট সামিটে এক হাজার টেরাবাইট সক্ষমতার এসএসডি কার্ড উৎপাদনের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
এদিকে ট্রাইফোল্ড ডিসপ্লের মোবাইল নিয়ে কাজ করছে স্যামসাং। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর স্যামসাং গ্যালাক্সি এস ২৩ এফই মডেল বাজারে আনার কথা থাকলে আপাতত এ নিয়ে নতুন কোনো নতুন তথ্য জানা যায়নি। শোনা যাচ্ছে, গ্যালাক্সি এস ২৩ এফই নিয়ে কাজ আপাতত বন্ধ রেখেছে প্রতিষ্টানটি। গ্যালাক্সি এস ২১ এফই মডেলটি বেশ জনপ্রিয়তা পেলেও এর পরবর্তী সংস্করণ নিয়ে আপাতত মাথা ঘামাচ্ছে না স্যামসাং। তবে শোনা যাচ্ছে, ট্রাইফোল্ড ডিসপ্লের হ্যান্ডসেট নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
স্যামসাংয়ের জি সিরিজে প্রথম ফোল্ডেবল ফোন এনেছিল স্যামসাং। এবার জি সিরিজেই ট্রাইফোল্ড ডিসপ্লের নতুন ফোনটি আনা হতে পারে। শোনা যাচ্ছে, গ্যালাক্সি জি ফোল্ড ৫ এবং গ্যালাক্সি জি ফ্লিপ ৫— এই দুটি মডেলের ওপর কাজ চলছে। পাশাপাশি তৈরি করা হচ্ছে ট্রাইফোল্ড ডিসপ্লের ফোনটি। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরই বাজারে আসবে এটি। তবে নতুন এই ফোনটির কনফিগারেশন সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল ১৯ অক্টোবর থেকে যদি কোনো সংবাদপত্র (অনলাইন ভার্সনসহ), নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচারিত হয় তবে বিনা নোটিশে সেই সাইট ব্লক করে দেওয়া হবে।
৩ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ক্রিকেট খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করেছে। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
২ দিন আগেজনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের স্ট্রিমিং প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের শত শত ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ দিন আগেএআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩ দিন আগে