Ajker Patrika

ফটো-ভিডিও এডিটিং উন্নত করতে স্যামসাংয়ে নতুন ইন্টারফেস

অনলাইন ডেস্ক
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১৮: ৪৯
Thumbnail image

স্মার্টফোনকে গ্রাহকদের জন্য আরও আর্কষণীয় করে তুলতে ফটো ও ভিডিও সম্পাদনার নতুন টুল, উন্নত ক্যামেরা উইজেট এবং একইসঙ্গে একাধিক অ্যাপ চালানোর সুবিধাসহ নতুন আরও ফিচার আনছে স্যামসাং। এই জন্য অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক নতুন ইন্টারফেস ওয়ানইউআই ৬.০ নিয়ে আসছে এই কোম্পানি।

যদিও এই ইউআই (ইউজার ইন্টারফেস) আগে থেকেই বেটা ভার্সনে ব্যবহারের জন্য ছাড়া হয়েছিল, তবে এর উন্নত ভার্সনটি শিগগিরই উন্মুক্ত করবে বলে কোম্পানিটি এবারের স্যামসাং ডেভেলপার কনফারেন্সে ঘোষণা দেয়।

টেক জায়ান্টটি ডিভাইসের কুয়েক প্যানেলের মধ্যে পরিবর্তন এনেছে। একে ওয়ান ইউআই সানস হিসেবে নামকরণ করা হয়েছে। এতে নতুন এআই এডিটিং টুল যুক্ত হয়েছে এবং ইন্টারফেসটির ফলে ডিভাইসের টেক্সট দেখতে আরও সুবিধা হবে।

ওয়ানইউআই ৬.০ এ যেসব ফিচার দেখা যাবে তা প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্যামমোবাইলের ওয়েবসাইট থেকে তুলে ধরা হল–

  • নতুন ইমোজি ডিজাইন
  • শেয়ার প্যানেলের ছবি ও ভিডিওয়ের প্রিভিউ দেখা যাবে।
  • আগের চেয়েও বেশি শেয়ারের অপশন দেয়া হয়েছে।
  • উন্নত মাল্টিটাস্কিং। এখন থেকে রিসেন্ট স্ক্রিন থেকে বের হয়ে গেলেও পপ–আপ উইন্ডো চালু থাকবে।
  • লক স্কিনের ঘড়ির অবস্থান পরিবর্তন করার সুবিধা।
  • নতুন ওয়েদার উইজেট। ওয়েদার অ্যাপে ইন্টারঅ্যাকটিভ ম্যাপ ভিউ ও উন্নত ওয়েদার ইলাস্ট্রেশনসহ আরও বিস্তারিত তথ্য দেখা যাবে।
  • ক্যামেরায়ও অনেক নতুন ফিচার যুক্ত করা হয়েছে। উদাহরণস্বরূপ–নতুন ক্যামেরা উইজেট, ওয়াটারমার্কের জন্য আরও অপশন, রেজল্যুশন সেটিংসের জন্য কুয়েক অ্যাকসেস, ছবি ও ভিডিওতে সহজে ফিল্টার ও ইফেক্ট ব্যবহার করার সুবিধাসহ আরও অনেক ফিচার।
  • ক্যালেন্ডার, রিমাইন্ডার ও স্যামসাং ইন্টারনেটকে আরও উন্নত করা হয়েছে।
  • ডিভাইসের অ্যাপগুলো খোঁজার জন্য দ্রুত সার্চ করার সুবিধা।
  • ‘মাই ফাইলস’ অ্যাপে স্টোরেজ (জায়গা) খালির জন্য পরামর্শ দিয়ে সাহায্য করবে এই ইউআই।
  • স্মার্ট এয়ালপ্লেন মোড নামের নতুন ফিচার আনা হয়েছে।
  • ডিভাইসে অজ্ঞাত অ্যাপ ইনস্টল বন্ধ করতে , ম্যালওয়্যার চেক ও ইউএসবি কানেকশন থেকে ক্ষতিকর নির্দেশ বল্ক করার জন্য ‘অটো ব্লকার’ নামে একটি নতুন ফিচার যুক্ত করা হয়েছে।
  • নতুন ম্যাগনিফাইং ফিচার ও কারসরের পুরত্ব পরিবর্তন করার অপশনটিও যুক্ত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত