Ajker Patrika

আগামী বছর বাজারে আসতে পারে উইন্ডোজ ১২, যা যা থাকছে 

প্রযুক্তি ডেস্ক
আগামী বছর বাজারে আসতে পারে উইন্ডোজ ১২, যা যা থাকছে 

২০২১ সালের অক্টোবরে উইন্ডোজ ১১ রিলিজ় করে মাইক্রোসফট। ২০১৫ সালে উইন্ডোজ ১০ উন্মোচনের প্রায় ছয় বছর পর ২০২১ সালে বাজারে আসে উইন্ডোজ ১১। সে সময় এই অপারেটিং সিস্টেমকে মাইক্রোসফটের ‘শেষ উইন্ডোজ সংস্করণ’ বলা হচ্ছিল। তবে বিভিন্ন সূত্র অনুযায়ী, ২০২৪ সালেই বাজারে আসতে পারে পারে উইন্ডোজ ১২।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকঅ্যাডভাইজারের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের প্রথম দিকেই বাজারে আসতে পারে উইন্ডোজ ১২। তবে লাইফওয়্যার-এর একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২৪ না হলে ২০২৬ সালের শেষে আসতে পারে উইন্ডোজের নতুন এই সংস্করণ। এদিকে জার্মানির একটি ওয়েবসাইটকে উদ্ধৃত করে টম’স হার্ডওয়্যার একটি প্রতিবেদনে দাবি করছে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসেই উইন্ডোজ ১২ নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে মাইক্রোসফট। 

ধারণা করা হচ্ছে, নতুন এই সংস্করণে ফ্লোটিং টাস্কবার এবং সার্চ বার থাকবে। এ ছাড়া, কৃত্রিম বুদ্ধিমত্তায় মাইক্রোসফটের বিনিয়োগে পরিষ্কার যে উইন্ডোজ ১২-এ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত করা হবে। নতুন অপারেটিং সিস্টেমে কন্ট্রোল প্যানেল অপসারণ করা হতে পারে। সেই সঙ্গে অ্যানিমেটেড ওয়ালপেপার যুক্ত করা হতে পারে। 

সম্প্রতি, উইন্ডোজ ১১’র নতুন আপডেটে টাস্কবারে বিং এআই যুক্ত করে মাইক্রোসফট। এই আপডেটে বিং এআই’র প্রিভিউ সংস্করণ ব্যবহার করলে উইন্ডোজ ১১ টাস্কবারের সার্চ বক্সে বিভিন্ন নতুন ফিচার পাবেন ব্যবহারকারী।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের  প্রতিবেদন অনুযায়ী, নতুন সার্চ ইঞ্জিনের প্রবেশাধিকার যারা পাননি তাদের মাইক্রোসফটের ওয়েটলিস্টের মাধ্যমে সাইন আপ করতে হবে। উইন্ডোজের টাস্কবারে এটি চালু করায় নতুন বিং এআই চালাতে ব্যবহারকারীকে আর এজ বা অন্যান্য ওয়েব ব্রাউজার আলাদা করে খুলতে হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত