প্রযুক্তি ডেস্ক
২০২১ সালের অক্টোবরে উইন্ডোজ ১১ রিলিজ় করে মাইক্রোসফট। ২০১৫ সালে উইন্ডোজ ১০ উন্মোচনের প্রায় ছয় বছর পর ২০২১ সালে বাজারে আসে উইন্ডোজ ১১। সে সময় এই অপারেটিং সিস্টেমকে মাইক্রোসফটের ‘শেষ উইন্ডোজ সংস্করণ’ বলা হচ্ছিল। তবে বিভিন্ন সূত্র অনুযায়ী, ২০২৪ সালেই বাজারে আসতে পারে পারে উইন্ডোজ ১২।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকঅ্যাডভাইজারের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের প্রথম দিকেই বাজারে আসতে পারে উইন্ডোজ ১২। তবে লাইফওয়্যার-এর একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২৪ না হলে ২০২৬ সালের শেষে আসতে পারে উইন্ডোজের নতুন এই সংস্করণ। এদিকে জার্মানির একটি ওয়েবসাইটকে উদ্ধৃত করে টম’স হার্ডওয়্যার একটি প্রতিবেদনে দাবি করছে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসেই উইন্ডোজ ১২ নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে মাইক্রোসফট।
ধারণা করা হচ্ছে, নতুন এই সংস্করণে ফ্লোটিং টাস্কবার এবং সার্চ বার থাকবে। এ ছাড়া, কৃত্রিম বুদ্ধিমত্তায় মাইক্রোসফটের বিনিয়োগে পরিষ্কার যে উইন্ডোজ ১২-এ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত করা হবে। নতুন অপারেটিং সিস্টেমে কন্ট্রোল প্যানেল অপসারণ করা হতে পারে। সেই সঙ্গে অ্যানিমেটেড ওয়ালপেপার যুক্ত করা হতে পারে।
সম্প্রতি, উইন্ডোজ ১১’র নতুন আপডেটে টাস্কবারে বিং এআই যুক্ত করে মাইক্রোসফট। এই আপডেটে বিং এআই’র প্রিভিউ সংস্করণ ব্যবহার করলে উইন্ডোজ ১১ টাস্কবারের সার্চ বক্সে বিভিন্ন নতুন ফিচার পাবেন ব্যবহারকারী।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, নতুন সার্চ ইঞ্জিনের প্রবেশাধিকার যারা পাননি তাদের মাইক্রোসফটের ওয়েটলিস্টের মাধ্যমে সাইন আপ করতে হবে। উইন্ডোজের টাস্কবারে এটি চালু করায় নতুন বিং এআই চালাতে ব্যবহারকারীকে আর এজ বা অন্যান্য ওয়েব ব্রাউজার আলাদা করে খুলতে হবে না।
২০২১ সালের অক্টোবরে উইন্ডোজ ১১ রিলিজ় করে মাইক্রোসফট। ২০১৫ সালে উইন্ডোজ ১০ উন্মোচনের প্রায় ছয় বছর পর ২০২১ সালে বাজারে আসে উইন্ডোজ ১১। সে সময় এই অপারেটিং সিস্টেমকে মাইক্রোসফটের ‘শেষ উইন্ডোজ সংস্করণ’ বলা হচ্ছিল। তবে বিভিন্ন সূত্র অনুযায়ী, ২০২৪ সালেই বাজারে আসতে পারে পারে উইন্ডোজ ১২।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকঅ্যাডভাইজারের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের প্রথম দিকেই বাজারে আসতে পারে উইন্ডোজ ১২। তবে লাইফওয়্যার-এর একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২৪ না হলে ২০২৬ সালের শেষে আসতে পারে উইন্ডোজের নতুন এই সংস্করণ। এদিকে জার্মানির একটি ওয়েবসাইটকে উদ্ধৃত করে টম’স হার্ডওয়্যার একটি প্রতিবেদনে দাবি করছে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসেই উইন্ডোজ ১২ নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে মাইক্রোসফট।
ধারণা করা হচ্ছে, নতুন এই সংস্করণে ফ্লোটিং টাস্কবার এবং সার্চ বার থাকবে। এ ছাড়া, কৃত্রিম বুদ্ধিমত্তায় মাইক্রোসফটের বিনিয়োগে পরিষ্কার যে উইন্ডোজ ১২-এ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত করা হবে। নতুন অপারেটিং সিস্টেমে কন্ট্রোল প্যানেল অপসারণ করা হতে পারে। সেই সঙ্গে অ্যানিমেটেড ওয়ালপেপার যুক্ত করা হতে পারে।
সম্প্রতি, উইন্ডোজ ১১’র নতুন আপডেটে টাস্কবারে বিং এআই যুক্ত করে মাইক্রোসফট। এই আপডেটে বিং এআই’র প্রিভিউ সংস্করণ ব্যবহার করলে উইন্ডোজ ১১ টাস্কবারের সার্চ বক্সে বিভিন্ন নতুন ফিচার পাবেন ব্যবহারকারী।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, নতুন সার্চ ইঞ্জিনের প্রবেশাধিকার যারা পাননি তাদের মাইক্রোসফটের ওয়েটলিস্টের মাধ্যমে সাইন আপ করতে হবে। উইন্ডোজের টাস্কবারে এটি চালু করায় নতুন বিং এআই চালাতে ব্যবহারকারীকে আর এজ বা অন্যান্য ওয়েব ব্রাউজার আলাদা করে খুলতে হবে না।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আগামী কয়েক মাসের মধ্যেই চালু হতে যাচ্ছে উড়ন্ত ট্যাক্সি পরিষেবা। যুক্তরাষ্ট্রের নির্মাতাপ্রতিষ্ঠান আর্চার ঘোষণা করেছে, তারা শিগগির আবুধাবিতে তাদের ‘মিডনাইট’ উড়োজাহাজ উড্ডয়ন করবে এবং এ বছরই যাত্রী পরিবহন শুরু করবে।
১০ ঘণ্টা আগেকোম্পানির গোপন তথ্য বাইরে ফাঁস করায় সম্প্রতি প্রায় ২০ জন কর্মীকে বরখাস্ত করেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এ তথ্য নিশ্চিত করেছেন মেটার একজন মুখপাত্র ডেভ আর্নল্ড।
২ দিন আগেরমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের প্রিয়জনদের রমজানের শুভেচ্ছা জানান অনেকেই। এই বার্তা জানাতে ব্যবহার করতে পারেন হোয়াটসঅ্যাপ। আর এসব বার্তার সঙ্গে রমজানের জন্য বিশেষ স্টিকার বা জিআইফ পাঠিয়ে সেগুলো আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন।
২ দিন আগেনতুন পথচলার প্রস্তুতি নিচ্ছে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। কারণ চলতি বছরে দ্বিতীয় ত্রৈমাসিকে চ্যাটজিপিটির মতো আলাদা অ্যাপ হিসেবে এই প্রযুক্তি উন্মোচন করার পরিকল্পনা করছে কোম্পানিটি। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনবিসি।
২ দিন আগে