প্রযুক্তি ডেস্ক
২০২১ সালের অক্টোবরে উইন্ডোজ ১১ রিলিজ় করে মাইক্রোসফট। ২০১৫ সালে উইন্ডোজ ১০ উন্মোচনের প্রায় ছয় বছর পর ২০২১ সালে বাজারে আসে উইন্ডোজ ১১। সে সময় এই অপারেটিং সিস্টেমকে মাইক্রোসফটের ‘শেষ উইন্ডোজ সংস্করণ’ বলা হচ্ছিল। তবে বিভিন্ন সূত্র অনুযায়ী, ২০২৪ সালেই বাজারে আসতে পারে পারে উইন্ডোজ ১২।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকঅ্যাডভাইজারের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের প্রথম দিকেই বাজারে আসতে পারে উইন্ডোজ ১২। তবে লাইফওয়্যার-এর একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২৪ না হলে ২০২৬ সালের শেষে আসতে পারে উইন্ডোজের নতুন এই সংস্করণ। এদিকে জার্মানির একটি ওয়েবসাইটকে উদ্ধৃত করে টম’স হার্ডওয়্যার একটি প্রতিবেদনে দাবি করছে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসেই উইন্ডোজ ১২ নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে মাইক্রোসফট।
ধারণা করা হচ্ছে, নতুন এই সংস্করণে ফ্লোটিং টাস্কবার এবং সার্চ বার থাকবে। এ ছাড়া, কৃত্রিম বুদ্ধিমত্তায় মাইক্রোসফটের বিনিয়োগে পরিষ্কার যে উইন্ডোজ ১২-এ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত করা হবে। নতুন অপারেটিং সিস্টেমে কন্ট্রোল প্যানেল অপসারণ করা হতে পারে। সেই সঙ্গে অ্যানিমেটেড ওয়ালপেপার যুক্ত করা হতে পারে।
সম্প্রতি, উইন্ডোজ ১১’র নতুন আপডেটে টাস্কবারে বিং এআই যুক্ত করে মাইক্রোসফট। এই আপডেটে বিং এআই’র প্রিভিউ সংস্করণ ব্যবহার করলে উইন্ডোজ ১১ টাস্কবারের সার্চ বক্সে বিভিন্ন নতুন ফিচার পাবেন ব্যবহারকারী।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, নতুন সার্চ ইঞ্জিনের প্রবেশাধিকার যারা পাননি তাদের মাইক্রোসফটের ওয়েটলিস্টের মাধ্যমে সাইন আপ করতে হবে। উইন্ডোজের টাস্কবারে এটি চালু করায় নতুন বিং এআই চালাতে ব্যবহারকারীকে আর এজ বা অন্যান্য ওয়েব ব্রাউজার আলাদা করে খুলতে হবে না।
২০২১ সালের অক্টোবরে উইন্ডোজ ১১ রিলিজ় করে মাইক্রোসফট। ২০১৫ সালে উইন্ডোজ ১০ উন্মোচনের প্রায় ছয় বছর পর ২০২১ সালে বাজারে আসে উইন্ডোজ ১১। সে সময় এই অপারেটিং সিস্টেমকে মাইক্রোসফটের ‘শেষ উইন্ডোজ সংস্করণ’ বলা হচ্ছিল। তবে বিভিন্ন সূত্র অনুযায়ী, ২০২৪ সালেই বাজারে আসতে পারে পারে উইন্ডোজ ১২।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকঅ্যাডভাইজারের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের প্রথম দিকেই বাজারে আসতে পারে উইন্ডোজ ১২। তবে লাইফওয়্যার-এর একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২৪ না হলে ২০২৬ সালের শেষে আসতে পারে উইন্ডোজের নতুন এই সংস্করণ। এদিকে জার্মানির একটি ওয়েবসাইটকে উদ্ধৃত করে টম’স হার্ডওয়্যার একটি প্রতিবেদনে দাবি করছে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসেই উইন্ডোজ ১২ নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে মাইক্রোসফট।
ধারণা করা হচ্ছে, নতুন এই সংস্করণে ফ্লোটিং টাস্কবার এবং সার্চ বার থাকবে। এ ছাড়া, কৃত্রিম বুদ্ধিমত্তায় মাইক্রোসফটের বিনিয়োগে পরিষ্কার যে উইন্ডোজ ১২-এ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত করা হবে। নতুন অপারেটিং সিস্টেমে কন্ট্রোল প্যানেল অপসারণ করা হতে পারে। সেই সঙ্গে অ্যানিমেটেড ওয়ালপেপার যুক্ত করা হতে পারে।
সম্প্রতি, উইন্ডোজ ১১’র নতুন আপডেটে টাস্কবারে বিং এআই যুক্ত করে মাইক্রোসফট। এই আপডেটে বিং এআই’র প্রিভিউ সংস্করণ ব্যবহার করলে উইন্ডোজ ১১ টাস্কবারের সার্চ বক্সে বিভিন্ন নতুন ফিচার পাবেন ব্যবহারকারী।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, নতুন সার্চ ইঞ্জিনের প্রবেশাধিকার যারা পাননি তাদের মাইক্রোসফটের ওয়েটলিস্টের মাধ্যমে সাইন আপ করতে হবে। উইন্ডোজের টাস্কবারে এটি চালু করায় নতুন বিং এআই চালাতে ব্যবহারকারীকে আর এজ বা অন্যান্য ওয়েব ব্রাউজার আলাদা করে খুলতে হবে না।
পুরোনো ও কাটডাউট ভার্সন দিয়েই ডিপসিকের মতো এআই অ্যাপ বানিয়েছে চীন। মূলত এরপরই যুক্তরাষ্ট্রের মনে হয়েছে, কমদামি ও কম সক্ষমতার এসব চিপও আর চীনকে দেওয়া যাবে না এবং যথারীতি চীনে দুর্বল চিপ রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
৩ দিন আগেঅন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
৪ দিন আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
৪ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৫ দিন আগে