Ajker Patrika

আধুনিক হচ্ছে ওয়েব থ্রি প্রযুক্তি

প্রযুক্তি ডেস্ক, ঢাকা
আধুনিক হচ্ছে ওয়েব থ্রি প্রযুক্তি

ওয়েব থ্রি আসলে এমনই একটি নেটওয়ার্ক হতে চলেছে, যা চালাতে কারও অনুমতির প্রয়োজন হবে না। এটি দিয়ে যেকোনো সার্ভিস ব্যবহার করা যাবে। এসব সার্ভিসের জন্যও কারও অনুমতি বা কোনো ধরনের অ্যাকসেস দেওয়ার প্রয়োজন হবে না।

আমরা ক্লাউডে সবকিছু সংরক্ষণ করছি। কিন্তু আমরা যদি ডেটা স্টোরেজ বিকেন্দ্রীকরণ করি এবং ব্লক চেইন ব্যবহার করে সেই ডেটা এনক্রিপ্ট করি, তবে আমাদের তথ্য একদিকে যেমন নিরাপদ হবে, অন্যদিকে তথ্যে প্রবেশ ও বিশ্লেষণ করার উদ্ভাবনী উপায় তৈরি হবে। এ বছর ব্লক চেইন প্রযুক্তি আরও আধুনিক হয়ে উঠবে। ফলে ডিসেন্ট্রালাইজড প্রোডাক্ট ও সেবার প্রসার ঘটবে।

বিনিময়যোগ্য ভার্চুয়াল উপাদানগুলোকে এনএফটি বা ননফাঞ্জিবল টোকেন বলা হয়। নতুন বছরে এনএফটির ব্যবহার ও গ্রহণযোগ্যতা আরও বাড়বে। যেমন—এনএফটি টিকিট ব্যবহার করে ব্যাকস্টেজ এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এ ছাড়া বিভিন্ন ডিজিটাল সার্ভিস ও প্রোডাক্ট অ্যাকসেস করার কি হিসেবে কাজ করতে পারে এনএফটি। ইন্টারনেটকে সম্পূর্ণরূপে বিকেন্দ্রীকরণ করার ধারণাটি কাজে লাগিয়েছে ওয়েব থ্রি। এ ক্ষেত্রে ব্লক চেইন প্রযুক্তিকে অগ্রগণ্য ধরা হয়। তাই আশা করাই যায়, নতুন বছরে অনেকটাই এগিয়ে যাবে ব্লক চেইন প্রযুক্তি। 

তথ্যসূত্র: ফোর্বস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত