সম্প্রতি ওপেনএআই এর জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটিতে একটি অদ্ভুত সমস্যা দেখতে পেয়েছিলেন ব্যবহারকারীরা। চ্যাটজিপিটিতে কিছু নাম সম্পর্কে জিজ্ঞেস করলেই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবটটি উত্তর দেওয়া বন্ধ করে দেয়। সেগুলো হলো—আলেক্সান্ডার হ্যানফ, জোনাথন টার্লি, ব্রায়ান হুড, জোনাথন জিট্রেন, ডেভিড ফ্যাবার এবং গুইডো স্কোরজা। সোশ্যাল মিডিয়া রেডিটসহ বিভিন্ন সংবাদমাধ্যমে এই বিষয়টি উঠে এসেছে।
চ্যাটবটে ওই নামগুলো লিখলেই চ্যাটজিপিটি বলে, ‘আই এম আনএবল টু প্রডিউস এ রেসপন্স’ (আমি এর উত্তর তৈরি করতে অক্ষম) এবং ‘দেয়ার ওয়াজ অ্যান ইরোর জেনারেটিং এ রেসপন্স’ (উত্তর তৈরির সময় একটি ত্রুটি দেখা গেছে)। এর আগে চ্যাটজিপিটিতে ‘ডেভিভ মেয়ার’ নামটি জিজ্ঞেস করলেই চ্যাটবটটি উত্তর দেওয়ার বন্ধ করে দিত।
এটি চ্যাটজিপিটির অন্যান্য পরিচিত সমস্যা থেকে আলাদা। যখন ব্যবহারকারী প্রথমবারের মতো মোবাইল অ্যাপে লগ ইন করেন, তখন একটি সতর্কীকরণ দেখায়। এই নোটিশে বলা হয়, চ্যাটজিপিটি মাঝে হ্যালুসিনেট (অবাস্তব কল্পনা করে) বা ভুল তথ্য দিতে পারে। তবে ‘ডেভিড মেয়ার’ নামের ক্ষেত্রে বিষয়টি একদম অস্বাভাবিক ছিল। এই বিশেষ ধরনের সমস্যা, যা ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে কৌতূহল সৃষ্টি করে।
প্রযুক্তি সাংবাদিক ব্রায়ান লুন্ডুক এক ভিডিওতে বলেন যে, সম্ভবত এই নামটি এবং এর মতো কিছু নাম চ্যাটজিপিটি থেকে মুছে ফেলা হয়েছে। তিনি ধারণা করেন, ‘এটি হতে পারে যে, এক ডেভিড মেয়ার নামের কোনো ব্যক্তি ‘রাইট টুবি ফরগোটেন’ অধিকার চেয়ে ওপেনএআই থেকে এই নামটি মুছে দেওয়ার অনুরোধ করেছেন। রাইট টুবি ফরগোটেন একটি ইউরোপীয় আইন, যার মাধ্যমে ব্যক্তি তাদের নাম নিয়ে সার্চ ইঞ্জিন থেকে ফলাফল মুছে ফেলার অনুরোধ করতে পারেন। তাই সম্ভবত কিছু ব্যক্তি যাদের নাম চ্যাটজিপিটির এর ডাটাবেসে ছিল, তারা ওপেনএআইকে তাদের নাম মুছে ফেলার জন্য অনুরোধ করেছেন বা আইনি পদক্ষেপ নিয়েছেন।
তবে ওপেনএআই চ্যাটজিপিটির এই সমস্যা নিয়ে কোনো কিছু মন্তব্য করেনি। তবে গত মঙ্গলবারে ডেভিড মায়ার নামের সমস্যা সমাধান করেছে কোম্পানিটি। এখন চ্যাটজিপিটিকে কে এই নাম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে কোন ডেভিড মায়ার সম্পর্কে ব্যবহারকারী জানতে চায় তা জেনে নেয় চ্যাটজিপিটি। পরে তার সম্পর্কে তথ্য দেয়।
তবে আলেক্সান্ডার হ্যানফ, জোনাথন টার্লি, ব্রায়ান হুড, জোনাথন জিট্রেন, ডেভিড ফ্যাবার এবং গুইডো স্কোরজা–এই নামগুলো নিয়ে এখনো চ্যাটজিপিটিতে সমস্যা রয়ে গেছে।
সম্প্রতি ওপেনএআই এর জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটিতে একটি অদ্ভুত সমস্যা দেখতে পেয়েছিলেন ব্যবহারকারীরা। চ্যাটজিপিটিতে কিছু নাম সম্পর্কে জিজ্ঞেস করলেই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবটটি উত্তর দেওয়া বন্ধ করে দেয়। সেগুলো হলো—আলেক্সান্ডার হ্যানফ, জোনাথন টার্লি, ব্রায়ান হুড, জোনাথন জিট্রেন, ডেভিড ফ্যাবার এবং গুইডো স্কোরজা। সোশ্যাল মিডিয়া রেডিটসহ বিভিন্ন সংবাদমাধ্যমে এই বিষয়টি উঠে এসেছে।
চ্যাটবটে ওই নামগুলো লিখলেই চ্যাটজিপিটি বলে, ‘আই এম আনএবল টু প্রডিউস এ রেসপন্স’ (আমি এর উত্তর তৈরি করতে অক্ষম) এবং ‘দেয়ার ওয়াজ অ্যান ইরোর জেনারেটিং এ রেসপন্স’ (উত্তর তৈরির সময় একটি ত্রুটি দেখা গেছে)। এর আগে চ্যাটজিপিটিতে ‘ডেভিভ মেয়ার’ নামটি জিজ্ঞেস করলেই চ্যাটবটটি উত্তর দেওয়ার বন্ধ করে দিত।
এটি চ্যাটজিপিটির অন্যান্য পরিচিত সমস্যা থেকে আলাদা। যখন ব্যবহারকারী প্রথমবারের মতো মোবাইল অ্যাপে লগ ইন করেন, তখন একটি সতর্কীকরণ দেখায়। এই নোটিশে বলা হয়, চ্যাটজিপিটি মাঝে হ্যালুসিনেট (অবাস্তব কল্পনা করে) বা ভুল তথ্য দিতে পারে। তবে ‘ডেভিড মেয়ার’ নামের ক্ষেত্রে বিষয়টি একদম অস্বাভাবিক ছিল। এই বিশেষ ধরনের সমস্যা, যা ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে কৌতূহল সৃষ্টি করে।
প্রযুক্তি সাংবাদিক ব্রায়ান লুন্ডুক এক ভিডিওতে বলেন যে, সম্ভবত এই নামটি এবং এর মতো কিছু নাম চ্যাটজিপিটি থেকে মুছে ফেলা হয়েছে। তিনি ধারণা করেন, ‘এটি হতে পারে যে, এক ডেভিড মেয়ার নামের কোনো ব্যক্তি ‘রাইট টুবি ফরগোটেন’ অধিকার চেয়ে ওপেনএআই থেকে এই নামটি মুছে দেওয়ার অনুরোধ করেছেন। রাইট টুবি ফরগোটেন একটি ইউরোপীয় আইন, যার মাধ্যমে ব্যক্তি তাদের নাম নিয়ে সার্চ ইঞ্জিন থেকে ফলাফল মুছে ফেলার অনুরোধ করতে পারেন। তাই সম্ভবত কিছু ব্যক্তি যাদের নাম চ্যাটজিপিটির এর ডাটাবেসে ছিল, তারা ওপেনএআইকে তাদের নাম মুছে ফেলার জন্য অনুরোধ করেছেন বা আইনি পদক্ষেপ নিয়েছেন।
তবে ওপেনএআই চ্যাটজিপিটির এই সমস্যা নিয়ে কোনো কিছু মন্তব্য করেনি। তবে গত মঙ্গলবারে ডেভিড মায়ার নামের সমস্যা সমাধান করেছে কোম্পানিটি। এখন চ্যাটজিপিটিকে কে এই নাম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে কোন ডেভিড মায়ার সম্পর্কে ব্যবহারকারী জানতে চায় তা জেনে নেয় চ্যাটজিপিটি। পরে তার সম্পর্কে তথ্য দেয়।
তবে আলেক্সান্ডার হ্যানফ, জোনাথন টার্লি, ব্রায়ান হুড, জোনাথন জিট্রেন, ডেভিড ফ্যাবার এবং গুইডো স্কোরজা–এই নামগুলো নিয়ে এখনো চ্যাটজিপিটিতে সমস্যা রয়ে গেছে।
৮০ হাজার ৯০০ টাকা মূল্যের এই হেডফোনের স্পেশাল প্রাইস নির্ধারণ করা হয়েছে মাত্র ৫৯ হাজার ৯০০ টাকা। তবে যেসব গ্রাহক প্রি-অর্ডার করেছিলেন, তাঁরা মাত্র ৫৪ হাজার ৯০০ টাকায় পেয়েছেন ইন্ডাস্ট্রি লিডিং সুপার নয়েজ ক্যানসেলিং টেকনোলজির এই হেডফোন। এ ছাড়া প্রি-অর্ডার করায় প্রতিটি হেডফোনের সঙ্গে স্মার্ট...
৮ ঘণ্টা আগেইউটিউব শর্টস ব্যবহারকারীদের জন্য আসছে নতুন জেনারেটিভ এআই ফিচার। গতকাল বুধবার (২৩ জুলাই) ইউটিউব ঘোষণা দিয়েছে, এখন থেকে ছবি থেকে ভিডিও তৈরির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল এবং নতুন এআই ইফেক্ট ব্যবহার করতে পারবেন শর্টস নির্মাতারা।
১৬ ঘণ্টা আগেগুগল বলেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন তাদের ব্যবসার প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলছে। ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে কোম্পানিটি জানায়, এআই এখন গুগলের প্রবৃদ্ধির কৌশলের মূল চালিকা শক্তি হয়ে উঠেছে।
১৮ ঘণ্টা আগেবয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ভারসাম্য ও সঠিক ভঙ্গিমা বজায় রাখা অনেকের জন্য কঠিন হয়ে পড়ে। তাই বয়স্কদের মধ্যে হঠাৎ পড়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। এই পড়ে যাওয়ার ঝুঁকি ঠেকাতে নতুন এক সহায়ক ডিভাইস তৈরি করেছেন জাপানের গবেষকেরা।
১৯ ঘণ্টা আগে