গুগল ক্রোমের ডিফল্ট সার্চ ইঞ্জিন হলো—গুগল সার্চ। আপনি যদি অন্য কোনো সার্চ ইঞ্জিন ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাহলে ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করতে পারবেন। কম্পিউটার ও ফোনের ক্রোম ব্রাউজারের সঙ্গে ইয়াহু, ইকোসিয়া, ডাকডাকগো, মাইক্রোসফট বিংয়ের এর মতো সার্চ ইঞ্জিন ব্যবহার করা যায়।
গুগল ক্রোমের ডিফল্ট সার্চ ইঞ্জিন খুব সহজেই পরিবর্তন করা যায়। কম্পিউটার, অ্যান্ড্রয়েড ও আইওএসে কীভাবে সার্চ ইঞ্জিন পরিবর্তন করা যায় তা নিয়ে আলোচনা করা হল।
কম্পিউটার থেকে ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করবেন যেভাবে
ক্রোমের ব্রাউজার অ্যাপটি উইন্ডোজ ও ম্যাকওএসসহ সব ডেস্কটপ অপারেটিং সিস্টেমে প্রায় একই রকম। ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ক্রোম ব্রাউজারে প্রবেশ করুন। ওপরের ডান পাশে তিনটি ডট আইকোনে ক্লিক করুন।
২. নতুন একটি মেনু চালু হলে সেইখান থেকে সেটিংস অপশন খুঁজে বের করুন ও এতে ক্লিক করুন।
৩. সেটিংস পেজ চালু হলে বাম পাশের হ্যামবার্গার বাটনে (তিনটি অনুভূমিক লাইন) ক্লিক করুন। এরপর ডান পাশের সাইডবার থেকে ‘সার্চ ইঞ্জিন’ বাটনে ক্লিক করুন।
৪. এর পর নতুন একটি পেজে গুগলকে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে দেখানো হবে। এর ডান পাশে ‘চেঞ্জ’ বাটনে ট্যাপ করুন।
৫. নতুন একটি পপ আপ মেনু দেখা যাবে। এই মেনুতে সার্চ ইঞ্জিনের তালিকা দেখা যাবে।
৬. পছন্দের সার্চ ইঞ্জিনে ক্লিক করুন।
কম্পিউটার থেকে গুগল ক্রোমের কাস্টম সার্চ ইঞ্জিন যুক্ত করবেন যেভাবে
গুগল ক্রোমে ৫টি ব্রাউজারের তালিকা থাকে। তবে চাইলে অন্য কাস্টম ব্রাউজারও ডিফল্ট হিসেবে ব্যবহার করা যায়।
১. সার্চ করে পছন্দের সার্চ ইঞ্জিন বের করুন।
২. সার্চ ইঞ্জিনটির ইউআরএল (URL) অপশন কপি করুন।
৩. ক্রোম ব্রাউজারে প্রবেশ করুন। ওপরের ডান পাশে তিনটি ডট আইকোনে ক্লিক করুন।
৪. নতুন একটি মেনু চালু হলে সেইখান থেকে সেটিংস অপশন খুঁজে বের করুন ও এতে ক্লিক করুন।
৫. সেটিংস পেজ চালু হলে বাম পাশের হ্যামবার্গার বাটনে (তিনটি অনুভূমিক লাইন) ক্লিক করুন। এরপর ডান পাশের সাইডবার থেকে ‘সার্চ ইঞ্জিন বাটনে ক্লিক করুন।
৭. নতুন পেজ চালু হলে বাম পাশের ‘Manage search engines and site search’ অপশনে ক্লিক করুন।
৮. সাইট সার্চ ইঞ্জিন সেকশনের নিচে ‘অ্যাড’ বাটনে ট্যাপ করুন।
৯. একটি পপ আপু মেনু চালু হলে এতে ‘নেম’ এর জায়গায় কাঙ্ক্ষিত সার্চ ইঞ্জিনের নাম টাইপ করুন।
১০. এরপর কপি করা ইউআরএল–ও পেস্ট করুন।
১১. সেভ অপশনে ট্যাপ করুন।
আইওএস ও অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করবেন যেভাবে
আইওএস ও অ্যান্ড্রয়েড ফোনেও ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করার প্রক্রিয়াটি একই। নিচের ধাপগুলো অনুসরণ করে আইফোন, আইপ্যাড, অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবলেটের ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করতে পারবেন।
১. গুগল ক্রোম অ্যাপ চালু করুন।
২. ওপরের ডান পাশে তিনটি ডট আইকোনে ট্যাপ করুন।
৩. নতুন একটি মেনু চালু হলে সেইখান থেকে সেটিংস অপশন খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৪. নতুন ড্রপ মেনু চালু হলে ‘সার্চ ইঞ্জিন’ অপশন খুঁজে বের করুন। এতে ট্যাপ করুন।
৫. সার্চ ইঞ্জিনের একটি তালিকা চালু হবে। তালিকা থেকে পছন্দের ব্রাউজারে ট্যাপ করুন।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
গুগল ক্রোমের ডিফল্ট সার্চ ইঞ্জিন হলো—গুগল সার্চ। আপনি যদি অন্য কোনো সার্চ ইঞ্জিন ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাহলে ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করতে পারবেন। কম্পিউটার ও ফোনের ক্রোম ব্রাউজারের সঙ্গে ইয়াহু, ইকোসিয়া, ডাকডাকগো, মাইক্রোসফট বিংয়ের এর মতো সার্চ ইঞ্জিন ব্যবহার করা যায়।
গুগল ক্রোমের ডিফল্ট সার্চ ইঞ্জিন খুব সহজেই পরিবর্তন করা যায়। কম্পিউটার, অ্যান্ড্রয়েড ও আইওএসে কীভাবে সার্চ ইঞ্জিন পরিবর্তন করা যায় তা নিয়ে আলোচনা করা হল।
কম্পিউটার থেকে ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করবেন যেভাবে
ক্রোমের ব্রাউজার অ্যাপটি উইন্ডোজ ও ম্যাকওএসসহ সব ডেস্কটপ অপারেটিং সিস্টেমে প্রায় একই রকম। ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ক্রোম ব্রাউজারে প্রবেশ করুন। ওপরের ডান পাশে তিনটি ডট আইকোনে ক্লিক করুন।
২. নতুন একটি মেনু চালু হলে সেইখান থেকে সেটিংস অপশন খুঁজে বের করুন ও এতে ক্লিক করুন।
৩. সেটিংস পেজ চালু হলে বাম পাশের হ্যামবার্গার বাটনে (তিনটি অনুভূমিক লাইন) ক্লিক করুন। এরপর ডান পাশের সাইডবার থেকে ‘সার্চ ইঞ্জিন’ বাটনে ক্লিক করুন।
৪. এর পর নতুন একটি পেজে গুগলকে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে দেখানো হবে। এর ডান পাশে ‘চেঞ্জ’ বাটনে ট্যাপ করুন।
৫. নতুন একটি পপ আপ মেনু দেখা যাবে। এই মেনুতে সার্চ ইঞ্জিনের তালিকা দেখা যাবে।
৬. পছন্দের সার্চ ইঞ্জিনে ক্লিক করুন।
কম্পিউটার থেকে গুগল ক্রোমের কাস্টম সার্চ ইঞ্জিন যুক্ত করবেন যেভাবে
গুগল ক্রোমে ৫টি ব্রাউজারের তালিকা থাকে। তবে চাইলে অন্য কাস্টম ব্রাউজারও ডিফল্ট হিসেবে ব্যবহার করা যায়।
১. সার্চ করে পছন্দের সার্চ ইঞ্জিন বের করুন।
২. সার্চ ইঞ্জিনটির ইউআরএল (URL) অপশন কপি করুন।
৩. ক্রোম ব্রাউজারে প্রবেশ করুন। ওপরের ডান পাশে তিনটি ডট আইকোনে ক্লিক করুন।
৪. নতুন একটি মেনু চালু হলে সেইখান থেকে সেটিংস অপশন খুঁজে বের করুন ও এতে ক্লিক করুন।
৫. সেটিংস পেজ চালু হলে বাম পাশের হ্যামবার্গার বাটনে (তিনটি অনুভূমিক লাইন) ক্লিক করুন। এরপর ডান পাশের সাইডবার থেকে ‘সার্চ ইঞ্জিন বাটনে ক্লিক করুন।
৭. নতুন পেজ চালু হলে বাম পাশের ‘Manage search engines and site search’ অপশনে ক্লিক করুন।
৮. সাইট সার্চ ইঞ্জিন সেকশনের নিচে ‘অ্যাড’ বাটনে ট্যাপ করুন।
৯. একটি পপ আপু মেনু চালু হলে এতে ‘নেম’ এর জায়গায় কাঙ্ক্ষিত সার্চ ইঞ্জিনের নাম টাইপ করুন।
১০. এরপর কপি করা ইউআরএল–ও পেস্ট করুন।
১১. সেভ অপশনে ট্যাপ করুন।
আইওএস ও অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করবেন যেভাবে
আইওএস ও অ্যান্ড্রয়েড ফোনেও ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করার প্রক্রিয়াটি একই। নিচের ধাপগুলো অনুসরণ করে আইফোন, আইপ্যাড, অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবলেটের ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করতে পারবেন।
১. গুগল ক্রোম অ্যাপ চালু করুন।
২. ওপরের ডান পাশে তিনটি ডট আইকোনে ট্যাপ করুন।
৩. নতুন একটি মেনু চালু হলে সেইখান থেকে সেটিংস অপশন খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৪. নতুন ড্রপ মেনু চালু হলে ‘সার্চ ইঞ্জিন’ অপশন খুঁজে বের করুন। এতে ট্যাপ করুন।
৫. সার্চ ইঞ্জিনের একটি তালিকা চালু হবে। তালিকা থেকে পছন্দের ব্রাউজারে ট্যাপ করুন।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
সোশ্যাল মিডিয়া জগতে নির্বিঘ্ন যোগাযোগ ও সংযোগের শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে কিউআর কোড। আর জনপ্রিয় প্ল্যাটফর্ম হিসেবে এই ফিচার গ্রহণ করেছে টিকটক। এই কিউআর কোডগুলো সরাসরি এবং সহজভাবে টিকটক প্রোফাইল ও কনটেন্টের সঙ্গে যুক্ত হওয়ার পথ করে দেয়।
৩ ঘণ্টা আগেবিশ্বব্যাপী মোবাইল ফোনে ব্রডব্যান্ড গতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে আরও এক ধাপ এগোল ইলন মাস্কের স্পেসএক্স। স্টারলিংকের স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি মোবাইলে ইন্টারনেট পরিষেবা (ডাইরেক্ট টু সেল) চালুর জন্য স্পেসএক্স ৫০ মেগাহার্টজ স্পেকট্রাম কিনতে একোস্টারের সঙ্গে ১৭ বিলিয়ন বা ১ হাজার ৭০০ কোটি ড
১৯ ঘণ্টা আগেমানুষ এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ভাষার ধাঁচ রপ্ত করে ফেলেছে এবং সোশ্যাল মিডিয়ায় অনেকেই বড় ভাষা মডেল (এলএলএম)-এর মতো কথা বলছে বলে দাবি করেন ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান। গত সোমবার এক্সের (সাবেক টুইটার) এক পোস্টে তিনি এই কথা বলেন।
২০ ঘণ্টা আগেনতুন আইফোন ১৭ সিরিজ উন্মোচনের সঙ্গে সঙ্গে অ্যাপল ৮টি পুরোনো ডিভাইস বিক্রি বন্ধের করবে। প্রতি বছরের মতো এবারও নতুন পণ্য আসার পর অ্যাপল তাদের স্টোর থেকে কিছু আইফোনে পুরোনো মডেল সরিয়ে নিচ্ছে। সেই সঙ্গে কয়েকটি অ্যাপল ওয়াচ ও এয়ারপডস মডেলের বিক্রিও বন্ধ করবে।
২১ ঘণ্টা আগে