গুগল ক্রোমের ডিফল্ট সার্চ ইঞ্জিন হলো—গুগল সার্চ। আপনি যদি অন্য কোনো সার্চ ইঞ্জিন ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাহলে ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করতে পারবেন। কম্পিউটার ও ফোনের ক্রোম ব্রাউজারের সঙ্গে ইয়াহু, ইকোসিয়া, ডাকডাকগো, মাইক্রোসফট বিংয়ের এর মতো সার্চ ইঞ্জিন ব্যবহার করা যায়।
গুগল ক্রোমের ডিফল্ট সার্চ ইঞ্জিন খুব সহজেই পরিবর্তন করা যায়। কম্পিউটার, অ্যান্ড্রয়েড ও আইওএসে কীভাবে সার্চ ইঞ্জিন পরিবর্তন করা যায় তা নিয়ে আলোচনা করা হল।
কম্পিউটার থেকে ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করবেন যেভাবে
ক্রোমের ব্রাউজার অ্যাপটি উইন্ডোজ ও ম্যাকওএসসহ সব ডেস্কটপ অপারেটিং সিস্টেমে প্রায় একই রকম। ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ক্রোম ব্রাউজারে প্রবেশ করুন। ওপরের ডান পাশে তিনটি ডট আইকোনে ক্লিক করুন।
২. নতুন একটি মেনু চালু হলে সেইখান থেকে সেটিংস অপশন খুঁজে বের করুন ও এতে ক্লিক করুন।
৩. সেটিংস পেজ চালু হলে বাম পাশের হ্যামবার্গার বাটনে (তিনটি অনুভূমিক লাইন) ক্লিক করুন। এরপর ডান পাশের সাইডবার থেকে ‘সার্চ ইঞ্জিন’ বাটনে ক্লিক করুন।
৪. এর পর নতুন একটি পেজে গুগলকে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে দেখানো হবে। এর ডান পাশে ‘চেঞ্জ’ বাটনে ট্যাপ করুন।
৫. নতুন একটি পপ আপ মেনু দেখা যাবে। এই মেনুতে সার্চ ইঞ্জিনের তালিকা দেখা যাবে।
৬. পছন্দের সার্চ ইঞ্জিনে ক্লিক করুন।
কম্পিউটার থেকে গুগল ক্রোমের কাস্টম সার্চ ইঞ্জিন যুক্ত করবেন যেভাবে
গুগল ক্রোমে ৫টি ব্রাউজারের তালিকা থাকে। তবে চাইলে অন্য কাস্টম ব্রাউজারও ডিফল্ট হিসেবে ব্যবহার করা যায়।
১. সার্চ করে পছন্দের সার্চ ইঞ্জিন বের করুন।
২. সার্চ ইঞ্জিনটির ইউআরএল (URL) অপশন কপি করুন।
৩. ক্রোম ব্রাউজারে প্রবেশ করুন। ওপরের ডান পাশে তিনটি ডট আইকোনে ক্লিক করুন।
৪. নতুন একটি মেনু চালু হলে সেইখান থেকে সেটিংস অপশন খুঁজে বের করুন ও এতে ক্লিক করুন।
৫. সেটিংস পেজ চালু হলে বাম পাশের হ্যামবার্গার বাটনে (তিনটি অনুভূমিক লাইন) ক্লিক করুন। এরপর ডান পাশের সাইডবার থেকে ‘সার্চ ইঞ্জিন বাটনে ক্লিক করুন।
৭. নতুন পেজ চালু হলে বাম পাশের ‘Manage search engines and site search’ অপশনে ক্লিক করুন।
৮. সাইট সার্চ ইঞ্জিন সেকশনের নিচে ‘অ্যাড’ বাটনে ট্যাপ করুন।
৯. একটি পপ আপু মেনু চালু হলে এতে ‘নেম’ এর জায়গায় কাঙ্ক্ষিত সার্চ ইঞ্জিনের নাম টাইপ করুন।
১০. এরপর কপি করা ইউআরএল–ও পেস্ট করুন।
১১. সেভ অপশনে ট্যাপ করুন।
আইওএস ও অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করবেন যেভাবে
আইওএস ও অ্যান্ড্রয়েড ফোনেও ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করার প্রক্রিয়াটি একই। নিচের ধাপগুলো অনুসরণ করে আইফোন, আইপ্যাড, অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবলেটের ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করতে পারবেন।
১. গুগল ক্রোম অ্যাপ চালু করুন।
২. ওপরের ডান পাশে তিনটি ডট আইকোনে ট্যাপ করুন।
৩. নতুন একটি মেনু চালু হলে সেইখান থেকে সেটিংস অপশন খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৪. নতুন ড্রপ মেনু চালু হলে ‘সার্চ ইঞ্জিন’ অপশন খুঁজে বের করুন। এতে ট্যাপ করুন।
৫. সার্চ ইঞ্জিনের একটি তালিকা চালু হবে। তালিকা থেকে পছন্দের ব্রাউজারে ট্যাপ করুন।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
গুগল ক্রোমের ডিফল্ট সার্চ ইঞ্জিন হলো—গুগল সার্চ। আপনি যদি অন্য কোনো সার্চ ইঞ্জিন ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাহলে ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করতে পারবেন। কম্পিউটার ও ফোনের ক্রোম ব্রাউজারের সঙ্গে ইয়াহু, ইকোসিয়া, ডাকডাকগো, মাইক্রোসফট বিংয়ের এর মতো সার্চ ইঞ্জিন ব্যবহার করা যায়।
গুগল ক্রোমের ডিফল্ট সার্চ ইঞ্জিন খুব সহজেই পরিবর্তন করা যায়। কম্পিউটার, অ্যান্ড্রয়েড ও আইওএসে কীভাবে সার্চ ইঞ্জিন পরিবর্তন করা যায় তা নিয়ে আলোচনা করা হল।
কম্পিউটার থেকে ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করবেন যেভাবে
ক্রোমের ব্রাউজার অ্যাপটি উইন্ডোজ ও ম্যাকওএসসহ সব ডেস্কটপ অপারেটিং সিস্টেমে প্রায় একই রকম। ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ক্রোম ব্রাউজারে প্রবেশ করুন। ওপরের ডান পাশে তিনটি ডট আইকোনে ক্লিক করুন।
২. নতুন একটি মেনু চালু হলে সেইখান থেকে সেটিংস অপশন খুঁজে বের করুন ও এতে ক্লিক করুন।
৩. সেটিংস পেজ চালু হলে বাম পাশের হ্যামবার্গার বাটনে (তিনটি অনুভূমিক লাইন) ক্লিক করুন। এরপর ডান পাশের সাইডবার থেকে ‘সার্চ ইঞ্জিন’ বাটনে ক্লিক করুন।
৪. এর পর নতুন একটি পেজে গুগলকে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে দেখানো হবে। এর ডান পাশে ‘চেঞ্জ’ বাটনে ট্যাপ করুন।
৫. নতুন একটি পপ আপ মেনু দেখা যাবে। এই মেনুতে সার্চ ইঞ্জিনের তালিকা দেখা যাবে।
৬. পছন্দের সার্চ ইঞ্জিনে ক্লিক করুন।
কম্পিউটার থেকে গুগল ক্রোমের কাস্টম সার্চ ইঞ্জিন যুক্ত করবেন যেভাবে
গুগল ক্রোমে ৫টি ব্রাউজারের তালিকা থাকে। তবে চাইলে অন্য কাস্টম ব্রাউজারও ডিফল্ট হিসেবে ব্যবহার করা যায়।
১. সার্চ করে পছন্দের সার্চ ইঞ্জিন বের করুন।
২. সার্চ ইঞ্জিনটির ইউআরএল (URL) অপশন কপি করুন।
৩. ক্রোম ব্রাউজারে প্রবেশ করুন। ওপরের ডান পাশে তিনটি ডট আইকোনে ক্লিক করুন।
৪. নতুন একটি মেনু চালু হলে সেইখান থেকে সেটিংস অপশন খুঁজে বের করুন ও এতে ক্লিক করুন।
৫. সেটিংস পেজ চালু হলে বাম পাশের হ্যামবার্গার বাটনে (তিনটি অনুভূমিক লাইন) ক্লিক করুন। এরপর ডান পাশের সাইডবার থেকে ‘সার্চ ইঞ্জিন বাটনে ক্লিক করুন।
৭. নতুন পেজ চালু হলে বাম পাশের ‘Manage search engines and site search’ অপশনে ক্লিক করুন।
৮. সাইট সার্চ ইঞ্জিন সেকশনের নিচে ‘অ্যাড’ বাটনে ট্যাপ করুন।
৯. একটি পপ আপু মেনু চালু হলে এতে ‘নেম’ এর জায়গায় কাঙ্ক্ষিত সার্চ ইঞ্জিনের নাম টাইপ করুন।
১০. এরপর কপি করা ইউআরএল–ও পেস্ট করুন।
১১. সেভ অপশনে ট্যাপ করুন।
আইওএস ও অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করবেন যেভাবে
আইওএস ও অ্যান্ড্রয়েড ফোনেও ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করার প্রক্রিয়াটি একই। নিচের ধাপগুলো অনুসরণ করে আইফোন, আইপ্যাড, অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবলেটের ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করতে পারবেন।
১. গুগল ক্রোম অ্যাপ চালু করুন।
২. ওপরের ডান পাশে তিনটি ডট আইকোনে ট্যাপ করুন।
৩. নতুন একটি মেনু চালু হলে সেইখান থেকে সেটিংস অপশন খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৪. নতুন ড্রপ মেনু চালু হলে ‘সার্চ ইঞ্জিন’ অপশন খুঁজে বের করুন। এতে ট্যাপ করুন।
৫. সার্চ ইঞ্জিনের একটি তালিকা চালু হবে। তালিকা থেকে পছন্দের ব্রাউজারে ট্যাপ করুন।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
আগাগোড়াই স্মার্টফোনের সঙ্গে বড় হওয়া প্রথম প্রজন্ম জেনারেশন জেড বা জেন-জি। যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে। নতুন এক গবেষণা বলছে, ভুল তথ্যে বিশ্বাস করার ক্ষেত্রে যেসব শ্রেণি বা গোষ্ঠীর মানুষেরা বেশি ঝুঁকিপূর্ণ তাদের মধ্যে প্রযুক্তির আশীর্বাদ নিয়ে জন্ম নেওয়া জেন-জি প্রজন্ম অন্যতম। সম্প্রতি কানাডা
৩ ঘণ্টা আগেচাকরির বাজারে এক নতুন হুমকির নাম—কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই প্রযুক্তির সুযোগ নিয়ে প্রতারকেরা এখন তৈরি করছে ভুয়া প্রোফাইল। এসব ভুয়া প্রোফাইল দিয়ে অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে দূর থেকে কাজ করার সুযোগ পেতে চায় প্রতারকেরা।
৪ ঘণ্টা আগেপ্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো অনেকেরই প্রিয় অভ্যাস। তবে যতই দিকনির্দেশনার দক্ষতা থাকুক না কেন, প্রকৃতির গভীরে প্রবেশ করলে নির্ভরযোগ্য একটি জিপিএস ট্র্যাকারই হয় সবচেয়ে বড় সহায়। এ জন্য এমন এক উদ্ভাবনী ডিভাইস নিয়ে এসেছে গারমিন, যার রয়েছে যেকোনো পরিবেশে টিকে থাকার মতো স্থায়িত্ব, শক্তিশালী সিগন্যাল গ্রহণক্ষম
৪ ঘণ্টা আগেআজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অডিটোরিয়ামে আয়োজিত ‘ইন্টারনেট সেবা: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় এ কথা জানান সংগঠনের সভাপতি ইমদাদুল হক।
৫ ঘণ্টা আগে