গুগল ক্রোমের ডিফল্ট সার্চ ইঞ্জিন হলো—গুগল সার্চ। আপনি যদি অন্য কোনো সার্চ ইঞ্জিন ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাহলে ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করতে পারবেন। কম্পিউটার ও ফোনের ক্রোম ব্রাউজারের সঙ্গে ইয়াহু, ইকোসিয়া, ডাকডাকগো, মাইক্রোসফট বিংয়ের এর মতো সার্চ ইঞ্জিন ব্যবহার করা যায়।
গুগল ক্রোমের ডিফল্ট সার্চ ইঞ্জিন খুব সহজেই পরিবর্তন করা যায়। কম্পিউটার, অ্যান্ড্রয়েড ও আইওএসে কীভাবে সার্চ ইঞ্জিন পরিবর্তন করা যায় তা নিয়ে আলোচনা করা হল।
কম্পিউটার থেকে ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করবেন যেভাবে
ক্রোমের ব্রাউজার অ্যাপটি উইন্ডোজ ও ম্যাকওএসসহ সব ডেস্কটপ অপারেটিং সিস্টেমে প্রায় একই রকম। ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ক্রোম ব্রাউজারে প্রবেশ করুন। ওপরের ডান পাশে তিনটি ডট আইকোনে ক্লিক করুন।
২. নতুন একটি মেনু চালু হলে সেইখান থেকে সেটিংস অপশন খুঁজে বের করুন ও এতে ক্লিক করুন।
৩. সেটিংস পেজ চালু হলে বাম পাশের হ্যামবার্গার বাটনে (তিনটি অনুভূমিক লাইন) ক্লিক করুন। এরপর ডান পাশের সাইডবার থেকে ‘সার্চ ইঞ্জিন’ বাটনে ক্লিক করুন।
৪. এর পর নতুন একটি পেজে গুগলকে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে দেখানো হবে। এর ডান পাশে ‘চেঞ্জ’ বাটনে ট্যাপ করুন।
৫. নতুন একটি পপ আপ মেনু দেখা যাবে। এই মেনুতে সার্চ ইঞ্জিনের তালিকা দেখা যাবে।
৬. পছন্দের সার্চ ইঞ্জিনে ক্লিক করুন।
কম্পিউটার থেকে গুগল ক্রোমের কাস্টম সার্চ ইঞ্জিন যুক্ত করবেন যেভাবে
গুগল ক্রোমে ৫টি ব্রাউজারের তালিকা থাকে। তবে চাইলে অন্য কাস্টম ব্রাউজারও ডিফল্ট হিসেবে ব্যবহার করা যায়।
১. সার্চ করে পছন্দের সার্চ ইঞ্জিন বের করুন।
২. সার্চ ইঞ্জিনটির ইউআরএল (URL) অপশন কপি করুন।
৩. ক্রোম ব্রাউজারে প্রবেশ করুন। ওপরের ডান পাশে তিনটি ডট আইকোনে ক্লিক করুন।
৪. নতুন একটি মেনু চালু হলে সেইখান থেকে সেটিংস অপশন খুঁজে বের করুন ও এতে ক্লিক করুন।
৫. সেটিংস পেজ চালু হলে বাম পাশের হ্যামবার্গার বাটনে (তিনটি অনুভূমিক লাইন) ক্লিক করুন। এরপর ডান পাশের সাইডবার থেকে ‘সার্চ ইঞ্জিন বাটনে ক্লিক করুন।
৭. নতুন পেজ চালু হলে বাম পাশের ‘Manage search engines and site search’ অপশনে ক্লিক করুন।
৮. সাইট সার্চ ইঞ্জিন সেকশনের নিচে ‘অ্যাড’ বাটনে ট্যাপ করুন।
৯. একটি পপ আপু মেনু চালু হলে এতে ‘নেম’ এর জায়গায় কাঙ্ক্ষিত সার্চ ইঞ্জিনের নাম টাইপ করুন।
১০. এরপর কপি করা ইউআরএল–ও পেস্ট করুন।
১১. সেভ অপশনে ট্যাপ করুন।
আইওএস ও অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করবেন যেভাবে
আইওএস ও অ্যান্ড্রয়েড ফোনেও ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করার প্রক্রিয়াটি একই। নিচের ধাপগুলো অনুসরণ করে আইফোন, আইপ্যাড, অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবলেটের ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করতে পারবেন।
১. গুগল ক্রোম অ্যাপ চালু করুন।
২. ওপরের ডান পাশে তিনটি ডট আইকোনে ট্যাপ করুন।
৩. নতুন একটি মেনু চালু হলে সেইখান থেকে সেটিংস অপশন খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৪. নতুন ড্রপ মেনু চালু হলে ‘সার্চ ইঞ্জিন’ অপশন খুঁজে বের করুন। এতে ট্যাপ করুন।
৫. সার্চ ইঞ্জিনের একটি তালিকা চালু হবে। তালিকা থেকে পছন্দের ব্রাউজারে ট্যাপ করুন।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
গুগল ক্রোমের ডিফল্ট সার্চ ইঞ্জিন হলো—গুগল সার্চ। আপনি যদি অন্য কোনো সার্চ ইঞ্জিন ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাহলে ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করতে পারবেন। কম্পিউটার ও ফোনের ক্রোম ব্রাউজারের সঙ্গে ইয়াহু, ইকোসিয়া, ডাকডাকগো, মাইক্রোসফট বিংয়ের এর মতো সার্চ ইঞ্জিন ব্যবহার করা যায়।
গুগল ক্রোমের ডিফল্ট সার্চ ইঞ্জিন খুব সহজেই পরিবর্তন করা যায়। কম্পিউটার, অ্যান্ড্রয়েড ও আইওএসে কীভাবে সার্চ ইঞ্জিন পরিবর্তন করা যায় তা নিয়ে আলোচনা করা হল।
কম্পিউটার থেকে ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করবেন যেভাবে
ক্রোমের ব্রাউজার অ্যাপটি উইন্ডোজ ও ম্যাকওএসসহ সব ডেস্কটপ অপারেটিং সিস্টেমে প্রায় একই রকম। ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ক্রোম ব্রাউজারে প্রবেশ করুন। ওপরের ডান পাশে তিনটি ডট আইকোনে ক্লিক করুন।
২. নতুন একটি মেনু চালু হলে সেইখান থেকে সেটিংস অপশন খুঁজে বের করুন ও এতে ক্লিক করুন।
৩. সেটিংস পেজ চালু হলে বাম পাশের হ্যামবার্গার বাটনে (তিনটি অনুভূমিক লাইন) ক্লিক করুন। এরপর ডান পাশের সাইডবার থেকে ‘সার্চ ইঞ্জিন’ বাটনে ক্লিক করুন।
৪. এর পর নতুন একটি পেজে গুগলকে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে দেখানো হবে। এর ডান পাশে ‘চেঞ্জ’ বাটনে ট্যাপ করুন।
৫. নতুন একটি পপ আপ মেনু দেখা যাবে। এই মেনুতে সার্চ ইঞ্জিনের তালিকা দেখা যাবে।
৬. পছন্দের সার্চ ইঞ্জিনে ক্লিক করুন।
কম্পিউটার থেকে গুগল ক্রোমের কাস্টম সার্চ ইঞ্জিন যুক্ত করবেন যেভাবে
গুগল ক্রোমে ৫টি ব্রাউজারের তালিকা থাকে। তবে চাইলে অন্য কাস্টম ব্রাউজারও ডিফল্ট হিসেবে ব্যবহার করা যায়।
১. সার্চ করে পছন্দের সার্চ ইঞ্জিন বের করুন।
২. সার্চ ইঞ্জিনটির ইউআরএল (URL) অপশন কপি করুন।
৩. ক্রোম ব্রাউজারে প্রবেশ করুন। ওপরের ডান পাশে তিনটি ডট আইকোনে ক্লিক করুন।
৪. নতুন একটি মেনু চালু হলে সেইখান থেকে সেটিংস অপশন খুঁজে বের করুন ও এতে ক্লিক করুন।
৫. সেটিংস পেজ চালু হলে বাম পাশের হ্যামবার্গার বাটনে (তিনটি অনুভূমিক লাইন) ক্লিক করুন। এরপর ডান পাশের সাইডবার থেকে ‘সার্চ ইঞ্জিন বাটনে ক্লিক করুন।
৭. নতুন পেজ চালু হলে বাম পাশের ‘Manage search engines and site search’ অপশনে ক্লিক করুন।
৮. সাইট সার্চ ইঞ্জিন সেকশনের নিচে ‘অ্যাড’ বাটনে ট্যাপ করুন।
৯. একটি পপ আপু মেনু চালু হলে এতে ‘নেম’ এর জায়গায় কাঙ্ক্ষিত সার্চ ইঞ্জিনের নাম টাইপ করুন।
১০. এরপর কপি করা ইউআরএল–ও পেস্ট করুন।
১১. সেভ অপশনে ট্যাপ করুন।
আইওএস ও অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করবেন যেভাবে
আইওএস ও অ্যান্ড্রয়েড ফোনেও ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করার প্রক্রিয়াটি একই। নিচের ধাপগুলো অনুসরণ করে আইফোন, আইপ্যাড, অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবলেটের ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করতে পারবেন।
১. গুগল ক্রোম অ্যাপ চালু করুন।
২. ওপরের ডান পাশে তিনটি ডট আইকোনে ট্যাপ করুন।
৩. নতুন একটি মেনু চালু হলে সেইখান থেকে সেটিংস অপশন খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৪. নতুন ড্রপ মেনু চালু হলে ‘সার্চ ইঞ্জিন’ অপশন খুঁজে বের করুন। এতে ট্যাপ করুন।
৫. সার্চ ইঞ্জিনের একটি তালিকা চালু হবে। তালিকা থেকে পছন্দের ব্রাউজারে ট্যাপ করুন।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
অ্যাপলের আইফোন ১৭ মডেলের আত্মপ্রকাশের আর মাত্র দুই মাস বাকি। এর মধ্যেই নতুন আইফোন নিয়ে গুঞ্জন ও জল্পনা-কল্পনা তুঙ্গে উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ম্যাকরিউমরস আইফোন ১৭ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলো এবং কিছু সম্ভাব্য নেতিবাচক পরিবর্তন তুলে ধরেছে।
১৯ ঘণ্টা আগেঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
৩ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
৩ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
৩ দিন আগে