Ajker Patrika

মেসেঞ্জারে ৩০ মিনিট পর্যন্ত ভয়েস রেকর্ড পাঠানো যাবে

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৫৫
মেসেঞ্জারে ৩০ মিনিট পর্যন্ত ভয়েস রেকর্ড পাঠানো যাবে

মেসেঞ্জার অ্যাপে ভয়েস মেসেজ পাঠানোর সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুক তার গ্রাহকদের মেসেঞ্জার অ্যাপে ৩০ মিনিট পর্যন্ত ভয়েস মেসেজ পাঠানোর সুযোগ দিতে যাচ্ছে। এখন সর্বোচ্চ ১ মিনিট পর্যন্ত ভয়েস মেসেজ পাঠানো যায়। 

মেটা জানিয়েছে, মেসেঞ্জারে ভয়েস রেকর্ডিং নিয়ন্ত্রণের সুবিধা যুক্ত করা হবে। এতে গ্রাহকেরা বিভিন্ন জনের কাছে বার্তা পাঠানোর আগে পূর্বরূপ বা প্রিভিউ দেখতে পাবেন এবং প্রয়োজনবোধে বার্তা থামাতে বা পজ করতে পারবেন। গ্রাহকেরা চাইলে রেকর্ডিং মুছে ফেলতে পারবেন অথবা রেকর্ডিং চালিয়ে যেতে পারবেন। ভয়েস রেকর্ডিং নিয়ন্ত্রণের সুবিধাগুলো একটি সাউন্ডবার চিত্রের মতো দেখা যাবে। বিরতি দেওয়া বা পুনরায় রেকর্ড শুরু করা অপশনগুলো সাউন্ডবারের বাম দিকে অথবা সবচেয়ে উপযুক্ত স্থানে রাখা হতে পারে। আর মুছে ফেলা কিংবা শিপ বোতামগুলো সাউন্ডবার চিত্রের নিচে থাকতে পারে। 

মেসেঞ্জারে আরেকটি সুবিধা যুক্ত হতে যাচ্ছে, যার নাম ‘ভ্যানিস মোড’। এই মোডে পাঠানো বার্তাগুলো গ্রাহক দেখার পরে অদৃশ্য হয়ে যাবে। গ্রাহকেরা চাইলে মেম, জিআইএফ, স্টিকার এবং প্রতিক্রিয়াও ভ্যানিস মোডে পাঠাতে পারবেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকে চোখ বেঁধে গ্রাহককে হাতুড়িপেটা, পায়ের নখ তোলার চেষ্টা

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু’

শুল্ক ছাড়া যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানির সুযোগ পেল ভারত

সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে থাইল্যান্ড ও কম্বোডিয়া—শক্তিতে কে বেশি এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত