Ajker Patrika

মাইক্রোসফটের ক্লাউড গেমিং প্রযুক্তিতে যুক্ত হচ্ছে সেগা 

মাইক্রোসফটের ক্লাউড গেমিং প্রযুক্তিতে যুক্ত হচ্ছে সেগা 

পরিধি আরও বাড়াতে সেগা স্যামি হোল্ডিংস 'এক্সবক্স' নির্মাতাদের ক্লাউড গেমিং প্রযুক্তি ব্যবহার করতে চায়। তবে এর জন্য প্রয়োজন বড় বিনিয়োগ। তাই প্রতিষ্ঠানটি টেক জায়ান্ট মাইক্রোসফটের সঙ্গে কৌশলগত চুক্তি করছে। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সেগা স্যামি হোল্ডিংস। 

টোকিও-ভিত্তিক সেগা মূলত বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা মাইক্রোসফটের আজুড় ক্লাউড প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে। মাইক্রোসফটের কাছ থেকে শুধু বিনিয়োগ পাওয়া ছাড়াও বিশ্বব্যাপী নতুন করে ব্র্যান্ডিং করতে তাদের সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছে। যদিও এ বিষয়ে কোম্পানিটি পরিষ্কার করে কিছু জানায়নি। তবে এ খবর প্রকাশ হওয়ার পরই সেগার শেয়ার ৬ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফট তাদের ক্লাউড ভিত্তিক গেমিং সেবাগুলো 'এক্সবক্স গেম পাস' এর মাধ্যমে দিয়ে থাকে। এর মাধ্যমেই সেগার `ইয়াকুজা' গেমিং সিরিজগুলো পৌঁছে যাবে গেমারদের কাছে। ক্লাউড গেমে প্রয়োজন দ্রুত গতির ইন্টারনেট সংযোগ। ফলে সেগার গেমিং হার্ডওয়্যার গুলির চাহিদা কমবে। এতে সনির প্লেস্টেশনের সঙ্গে পিছিয়ে থাকা মাইক্রোসফট অনেকটাই এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। 

এক বিবৃতিতে সেগা জানিয়েছে, ভবিষ্যতের দুনিয়ায় প্রবেশ করতেই তাদের এই সিদ্ধান্ত। সে ক্ষেত্রে মাইক্রোসফটের আজুড় ক্লাউড প্ল্যাটফর্ম হচ্ছে আদর্শ। এতে করে গেমাররা সেগাকে আরও নতুনভাবে উপভোগ করতে পারবে। 

সেগার মাইক্রোসফটের সঙ্গে যুক্ত হওয়ার এই গুজব কয়েক দশক ধরে শোনা যাচ্ছিল। এখন তা বাস্তবে রূপ পাচ্ছে। ফলে ওয়াশিংটন-ভিত্তিক মাইক্রোসফটের কাছে বিশ্বের তৃতীয় বৃহত্তম গেমিং বাজার ও এই শিল্পের প্রধান উদ্ভাবক জাপান কিছুটা ধরাশায়ী হবে বলে ধারণা করা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত