জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে চালু হলো ‘গ্রুপ চ্যাট’ ফিচার। এর ফলে টিকটকে গ্রুপ তৈরি করে তা দিয়ে একই সঙ্গে একাধিক ব্যক্তির সঙ্গে মেসেজ আদান প্রদান করতে পারবেন ব্যবহারকারীরা। সেই সঙ্গে ডাইরেক্ট মেসেজ স্টিকারও পাঠানোর সুবিধাও যুক্ত করল প্ল্যাটফর্মটি।
গত মঙ্গলবার ফিচারটির ঘোষণা দেয় টিকটক। বিশেষ করে বন্ধুদের কাছে ভিডিও পাঠানোর জন্য এই ফিচার কাজে দেয়। গ্রুপ চ্যাটে ৩২ জন সদস্যদের যুক্ত করা যায়। তবে নিরাপত্তার কারণে ১৩ থেকে ১৫ বছর বয়সী কিশোর–কিশোরীদের এই গ্রুপ চ্যাটে যুক্ত করা যাবে না। আর গ্রুপ চ্যাটে একটি মিউচুয়াল বন্ধু থাকলেও কেবল সেই গ্রুপে যুক্ত হতে পারবেন ১৬ থেকে ১৭ বছর বয়সের কিশোরী–কিশোরীরা। তারা কোনো গ্রুপ তৈরি করলেও একেবারে ৩২ জন সদস্য যুক্ত করতে পারবেন না। প্রত্যেক সদস্যকে যাচাই বাছাই করে একে একে যুক্ত করতে হবে তাদের।
এক ব্লগ পোস্টে কোম্পানিটি বলেছে, টিকটক স্বকীয়তা প্রকাশকে অনুপ্রাণিত করে। গ্রুপ চ্যাট এই শক্তিকে কাজে লাগিয়ে বন্ধু, পরিবার ও কমিউনিটির সঙ্গে ভাগ করে দেখার অভিজ্ঞতা তৈরি করে। একই সময়ে দেখা, মন্তব্য ও রিক্যাশনের মাধ্যমে প্রতিটি মিথস্ক্রিয়া আরও গতিশীল হবে।
গ্রুপ চ্যাটে সবাই যেন স্বাচ্ছন্দ্যবোধ করে এ জন্য গ্রুপ সদস্যদের মিউট বা ব্লক করা অপশনও থাকবে। এ ছাড়া কোনো নিরাপত্তা বিষয়ক উদ্বেগ থাকলে পুরো মেসেজ বা চ্যাট রিপোর্টও করতে পারবে ব্যবহারকারীরা।
কয়েকটি উপায়ে গ্রুপ চ্যাট তৈরি করা যাবে টিকটকে। ইনবক্সে গিয়ে স্ক্রিনের ওপরে দিকে থাকা চ্যাট বাটনে বা মেসেজ তালিকায় কোনো নামে ট্যাপ করুন। এরপর ‘মোর অপশন’ বাটন নির্বাচন করুন। গ্রুপ চ্যাটে যাদের যুক্ত করতে চান ফলোয়ার তালিকা থেকে তাদের নির্বাচন করুন ও ‘স্টার্ট গ্রুপ চ্যাটে’ ট্যাপ করুন।
এই ফিচার ছাড়াও ডাইরেক্ট মেসেজে স্টিকার যুক্ত করার সুযোগ দেবে টিকটক। নতুন টিকটক স্টিকার প্ল্যাটফর্মের মাধ্যমে যে কেউ তাদের নিজস্ব স্টিকার তৈরি করতে পারে।
ফিচারটি সম্পর্কে ব্লগ পোস্টে বলা হয়, ‘স্টিকারগুলো মজাদার ও সৃজনশীল ভিজ্যুয়াল চ্যাটের বিকল্প প্রদান করে যা কমিউনিটি সদস্যদের জন্য নিজস্ব কাস্টম স্টিকার তৈরি ও আপলোড করতে উৎসাহিত করে।’
কয়েক সপ্তাহ আগে ‘সাউন্ড সার্চ’ নামে একটি নতুন ফিচার ঘোষণা করেছে টিকটক। এর মাধ্যমে গান গেয়ে, গুনগুন করে বা কেবল কোনো মিউজিক বাজানোর মাধ্যমে পছন্দের গান খুঁজে পেতে পারবে ব্যবহারকারীরা। তবে ফিচারটি নির্দিষ্ট কিছু ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। কোনো কোনো অঞ্চলের টিকটক ব্যবহারকারী ইতিমধ্যেই ফিচারটি ব্যবহার করতে পারছেন।
টিকটক অ্যাপটি অ্যাপ স্টোরে ও গুগল প্লে স্টোর থেকে বিনা মূল্যে ডাউনলোড করা যায়। নতুন ফিচারগুলো ব্যবহার করতে অ্যাপটির সর্বশেষ সংস্করণ ইনস্টল করা আছে নাকি তা নিশ্চিত করুন।
জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে চালু হলো ‘গ্রুপ চ্যাট’ ফিচার। এর ফলে টিকটকে গ্রুপ তৈরি করে তা দিয়ে একই সঙ্গে একাধিক ব্যক্তির সঙ্গে মেসেজ আদান প্রদান করতে পারবেন ব্যবহারকারীরা। সেই সঙ্গে ডাইরেক্ট মেসেজ স্টিকারও পাঠানোর সুবিধাও যুক্ত করল প্ল্যাটফর্মটি।
গত মঙ্গলবার ফিচারটির ঘোষণা দেয় টিকটক। বিশেষ করে বন্ধুদের কাছে ভিডিও পাঠানোর জন্য এই ফিচার কাজে দেয়। গ্রুপ চ্যাটে ৩২ জন সদস্যদের যুক্ত করা যায়। তবে নিরাপত্তার কারণে ১৩ থেকে ১৫ বছর বয়সী কিশোর–কিশোরীদের এই গ্রুপ চ্যাটে যুক্ত করা যাবে না। আর গ্রুপ চ্যাটে একটি মিউচুয়াল বন্ধু থাকলেও কেবল সেই গ্রুপে যুক্ত হতে পারবেন ১৬ থেকে ১৭ বছর বয়সের কিশোরী–কিশোরীরা। তারা কোনো গ্রুপ তৈরি করলেও একেবারে ৩২ জন সদস্য যুক্ত করতে পারবেন না। প্রত্যেক সদস্যকে যাচাই বাছাই করে একে একে যুক্ত করতে হবে তাদের।
এক ব্লগ পোস্টে কোম্পানিটি বলেছে, টিকটক স্বকীয়তা প্রকাশকে অনুপ্রাণিত করে। গ্রুপ চ্যাট এই শক্তিকে কাজে লাগিয়ে বন্ধু, পরিবার ও কমিউনিটির সঙ্গে ভাগ করে দেখার অভিজ্ঞতা তৈরি করে। একই সময়ে দেখা, মন্তব্য ও রিক্যাশনের মাধ্যমে প্রতিটি মিথস্ক্রিয়া আরও গতিশীল হবে।
গ্রুপ চ্যাটে সবাই যেন স্বাচ্ছন্দ্যবোধ করে এ জন্য গ্রুপ সদস্যদের মিউট বা ব্লক করা অপশনও থাকবে। এ ছাড়া কোনো নিরাপত্তা বিষয়ক উদ্বেগ থাকলে পুরো মেসেজ বা চ্যাট রিপোর্টও করতে পারবে ব্যবহারকারীরা।
কয়েকটি উপায়ে গ্রুপ চ্যাট তৈরি করা যাবে টিকটকে। ইনবক্সে গিয়ে স্ক্রিনের ওপরে দিকে থাকা চ্যাট বাটনে বা মেসেজ তালিকায় কোনো নামে ট্যাপ করুন। এরপর ‘মোর অপশন’ বাটন নির্বাচন করুন। গ্রুপ চ্যাটে যাদের যুক্ত করতে চান ফলোয়ার তালিকা থেকে তাদের নির্বাচন করুন ও ‘স্টার্ট গ্রুপ চ্যাটে’ ট্যাপ করুন।
এই ফিচার ছাড়াও ডাইরেক্ট মেসেজে স্টিকার যুক্ত করার সুযোগ দেবে টিকটক। নতুন টিকটক স্টিকার প্ল্যাটফর্মের মাধ্যমে যে কেউ তাদের নিজস্ব স্টিকার তৈরি করতে পারে।
ফিচারটি সম্পর্কে ব্লগ পোস্টে বলা হয়, ‘স্টিকারগুলো মজাদার ও সৃজনশীল ভিজ্যুয়াল চ্যাটের বিকল্প প্রদান করে যা কমিউনিটি সদস্যদের জন্য নিজস্ব কাস্টম স্টিকার তৈরি ও আপলোড করতে উৎসাহিত করে।’
কয়েক সপ্তাহ আগে ‘সাউন্ড সার্চ’ নামে একটি নতুন ফিচার ঘোষণা করেছে টিকটক। এর মাধ্যমে গান গেয়ে, গুনগুন করে বা কেবল কোনো মিউজিক বাজানোর মাধ্যমে পছন্দের গান খুঁজে পেতে পারবে ব্যবহারকারীরা। তবে ফিচারটি নির্দিষ্ট কিছু ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। কোনো কোনো অঞ্চলের টিকটক ব্যবহারকারী ইতিমধ্যেই ফিচারটি ব্যবহার করতে পারছেন।
টিকটক অ্যাপটি অ্যাপ স্টোরে ও গুগল প্লে স্টোর থেকে বিনা মূল্যে ডাউনলোড করা যায়। নতুন ফিচারগুলো ব্যবহার করতে অ্যাপটির সর্বশেষ সংস্করণ ইনস্টল করা আছে নাকি তা নিশ্চিত করুন।
দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন আজ বুধবার বিকেলে অস্থায়ী নেটওয়ার্ক বিপর্যয়ের মুখে পড়েছিল, যার প্রভাবে ফোর-জি সেবায় বিঘ্ন ঘটে। দেশজুড়ে প্রতিষ্ঠানটির ৮ কোটি ৪৯ লাখের বেশি গ্রাহক থাকায় সারাদেশে এই সমস্যার প্রভাব দেখা যায়।
৩ ঘণ্টা আগেতরুণদের পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি বাংলাদেশে উন্মোচন করেছে তাদের নতুন দুটি ‘পাওয়ার হাউস’ স্মার্টফোন—রিয়েলমি ১৪ ৫-জি ও রিয়েলমি ১৪টি ৫-জি। যাঁরা নির্বিঘ্ন ডিজিটাল লাইফস্টাইল উপভোগ করতে চান এবং পারফরম্যান্সে কোনো ছাড় দিতে নারাজ, তাঁদের জন্য মোবাইল দুটি ডিজাইন করা হয়েছে। সর্বাধুনিক
৮ ঘণ্টা আগেরসায়ন ও প্রযুক্তির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল রসায়নবিদ আলেসান্দ্রো ভোল্টার উদ্ভাবিত রাসায়নিক ব্যাটারি। ১৮০০ সালে এ ব্যাটারির আবিষ্কার ছাড়া আধুনিক বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ইলেকট্রনিকসের অগ্রগতি ভাবা দুষ্কর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গবেষণা চলছে নতুন ধরনের ব্যাটারি উদ্ভাবনে। তবে এখন পর্যন্ত সব
১২ ঘণ্টা আগেযদি আপনি ইউটিউবে নিয়মিত ভিডিও দেখেন, তবে আপনার সামনে মুভি বা টিভি সিরিজের ভুয়া ট্রেইলার চোখে পড়ার কথা। এসব ভুয়া ট্রেইলার বানানো হয় আসল সিনেমার কিছু ক্লিপের সঙ্গে এআইভিত্তিক কণ্ঠস্বর ও ভিডিও মিশিয়ে ফলে অনেক দর্শকই বিভ্রান্ত হন, ধরে নেন এটা কোনো আসন্ন সিনেমার অফিশিয়াল ট্রেইলার। সাম্প্রতিক সময়ে এই ধরনে
১৩ ঘণ্টা আগে