অনেক সময় মেসেজ পাঠানোর পর ভুল বানান চোখে পরে। তাই মেসেজ পাঠানোর পর এডিট করার প্রয়োজনীয়তা দেখা যায়। এজন্য পাঠানো মেসেজ এডিট করার ফিচার যুক্ত করেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম।
নতুন ফিচারটি অ্যান্ড্রয়েড ও আইওএসের ইনস্টাগ্রামের অ্যাপে ব্যবহার করা যাবে।
যেসব বিষয় খেয়াল রাখতে হবে
নতুন ফিচারটি মাধ্যমে পাঠানো মেসেজ ১৫ মিনিটের মধ্যে এডিট করার সুবিধা পাওয়া যাবে। আর একটি মেসেজ সর্বোচ্চ পাঁচবার এডিট করা যাবে। এরপর এডিট অপশনটি আর দেখা যাবে না। তবে ফোনের নোটিফিকেশনে আসা মেসেজগুলো পরিবর্তন হবে না।
কম্পিউটার বা মোবাইলের ওয়েব ভার্সনে ফিচারটি এখনো চালু করা করা হয়নি।
পাঠানো মেসেজ এডিট করবেন যেভাবে
অ্যান্ড্রয়েড ও আইফোনে পাঠানো মেসেজ এডিট করার পদ্ধতি একই। এই প্রতিবেদনে আইফোনের উদাহরণ দিয়ে পদ্ধতিটি তুলে ধরা হলো—
১.পাঠানো মেসেজগুলোর ওপর ট্যাপ করে ধরে রাখুন। এরপর একটি কনটেক্সট মেনু চালু হবে এবং কয়েকটি অপশন দেখা যাবে। মেনু থেকে ‘এডিট’ অপশনটি নির্বাচন করুন।
২.এরপর মেসেজটি এডিট করুন। মেসেজ এডিট শেষ হলে সেন্ড করুন।
৩.এডিট করা হয়েছে বলে মেসেজটি নিচে ইনস্টাগ্রাম একটি ছোট টেক্সট দেখাবে। ফলে সেন্ডার সহজেই বুঝতে পারবে, এগুলো এডিট করা মেসেজ, নতুন কোনো মেসেজ নয়।
মেসেজগুলো ওপরে ‘এডিট’ ট্যাগ থাকবে ফলে রিসিভার বুঝতে পারবে মেসেজটি এডিট করা হবে।
হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে মতো অন্যান্য ম্যাসেজিং অ্যাপেও এই ফিচার চালু করা হয়েছে। তাই পুরো মেসেজ আবার পাঠানোর চেয়ে মেসেজের কিছু অংশ এডিটে করার সুবিধা থাকলে ব্যবহারকারীর মূল্যবান সময় নষ্ট হবে না। আর গ্রাহকেরা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হবে না।
অনেক সময় মেসেজ পাঠানোর পর ভুল বানান চোখে পরে। তাই মেসেজ পাঠানোর পর এডিট করার প্রয়োজনীয়তা দেখা যায়। এজন্য পাঠানো মেসেজ এডিট করার ফিচার যুক্ত করেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম।
নতুন ফিচারটি অ্যান্ড্রয়েড ও আইওএসের ইনস্টাগ্রামের অ্যাপে ব্যবহার করা যাবে।
যেসব বিষয় খেয়াল রাখতে হবে
নতুন ফিচারটি মাধ্যমে পাঠানো মেসেজ ১৫ মিনিটের মধ্যে এডিট করার সুবিধা পাওয়া যাবে। আর একটি মেসেজ সর্বোচ্চ পাঁচবার এডিট করা যাবে। এরপর এডিট অপশনটি আর দেখা যাবে না। তবে ফোনের নোটিফিকেশনে আসা মেসেজগুলো পরিবর্তন হবে না।
কম্পিউটার বা মোবাইলের ওয়েব ভার্সনে ফিচারটি এখনো চালু করা করা হয়নি।
পাঠানো মেসেজ এডিট করবেন যেভাবে
অ্যান্ড্রয়েড ও আইফোনে পাঠানো মেসেজ এডিট করার পদ্ধতি একই। এই প্রতিবেদনে আইফোনের উদাহরণ দিয়ে পদ্ধতিটি তুলে ধরা হলো—
১.পাঠানো মেসেজগুলোর ওপর ট্যাপ করে ধরে রাখুন। এরপর একটি কনটেক্সট মেনু চালু হবে এবং কয়েকটি অপশন দেখা যাবে। মেনু থেকে ‘এডিট’ অপশনটি নির্বাচন করুন।
২.এরপর মেসেজটি এডিট করুন। মেসেজ এডিট শেষ হলে সেন্ড করুন।
৩.এডিট করা হয়েছে বলে মেসেজটি নিচে ইনস্টাগ্রাম একটি ছোট টেক্সট দেখাবে। ফলে সেন্ডার সহজেই বুঝতে পারবে, এগুলো এডিট করা মেসেজ, নতুন কোনো মেসেজ নয়।
মেসেজগুলো ওপরে ‘এডিট’ ট্যাগ থাকবে ফলে রিসিভার বুঝতে পারবে মেসেজটি এডিট করা হবে।
হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে মতো অন্যান্য ম্যাসেজিং অ্যাপেও এই ফিচার চালু করা হয়েছে। তাই পুরো মেসেজ আবার পাঠানোর চেয়ে মেসেজের কিছু অংশ এডিটে করার সুবিধা থাকলে ব্যবহারকারীর মূল্যবান সময় নষ্ট হবে না। আর গ্রাহকেরা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হবে না।
আশির দশকে মুক্তিপ্রাপ্ত ‘টার্মিনেটর’ চলচ্চিত্রে দেখা গিয়েছিল স্কাইনেট নামের এক কৃত্রিম বুদ্ধিমত্তা নিজে সচেতন হয়ে উঠে এবং মানবজাতিকে ধ্বংস করতে উদ্যোগী হয়। তখন সেটি ছিল নিছক বিজ্ঞান কল্পকাহিনি। তবে সময় বদলেছে। বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর কেবল কল্পকাহিনির বিষয় নয়, তা বাস্তব হয়ে উঠছে।
২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল প্রশিক্ষণ ও পরিচালনার খরচ বিপুল। শুধু বিদ্যুৎ ব্যয় হিসাব করলেও দেখা যায়, ব্যবহারকারীদের অনুরোধ প্রক্রিয়াজাত ও উত্তর প্রদানে বিশ্বজুড়ে এআই ডেটা সেন্টারগুলো বছরে ১০০ মিলিয়ন বা ১০ কোটি ডলারেরও বেশি খরচ করে।
৭ ঘণ্টা আগেগুগল, মেটা, অ্যাপলসহ যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর একচেটিয়া ব্যবসা চলে আসছে বছরের পর বছর। এতে বছরে বিলিয়ন ডলারের ব্যবসা হলেও বিভিন্ন মামলার তোপে পড়তে হয়েছে প্রতিষ্ঠানগুলোকে। সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির চাপও নিতে হচ্ছে এসব প্রতিষ্ঠানকে। চলতি সময়
৮ ঘণ্টা আগেসামনে একটি কম্পিউটার আর যদি প্রশিক্ষণ থাকে, তাহলে পৃথিবীর যেকোনো জায়গায় বসে ফ্রিল্যান্সার হওয়া সম্ভব। বাংলাদেশে শহরের বাইরে থাকা অনেক তরুণ এই কাজের সঙ্গে যুক্ত অনেক দিন ধরে। নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে নিজ নিজ এলাকায় বসে মাসে লাখ টাকা পর্যন্ত উপার্জন করছেন তাঁরা। নিজেরা ফ্রিল্যান্সিং শেখার পর এই তরুণ
৮ ঘণ্টা আগে