অনেক সময় মেসেজ পাঠানোর পর ভুল বানান চোখে পরে। তাই মেসেজ পাঠানোর পর এডিট করার প্রয়োজনীয়তা দেখা যায়। এজন্য পাঠানো মেসেজ এডিট করার ফিচার যুক্ত করেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম।
নতুন ফিচারটি অ্যান্ড্রয়েড ও আইওএসের ইনস্টাগ্রামের অ্যাপে ব্যবহার করা যাবে।
যেসব বিষয় খেয়াল রাখতে হবে
নতুন ফিচারটি মাধ্যমে পাঠানো মেসেজ ১৫ মিনিটের মধ্যে এডিট করার সুবিধা পাওয়া যাবে। আর একটি মেসেজ সর্বোচ্চ পাঁচবার এডিট করা যাবে। এরপর এডিট অপশনটি আর দেখা যাবে না। তবে ফোনের নোটিফিকেশনে আসা মেসেজগুলো পরিবর্তন হবে না।
কম্পিউটার বা মোবাইলের ওয়েব ভার্সনে ফিচারটি এখনো চালু করা করা হয়নি।
পাঠানো মেসেজ এডিট করবেন যেভাবে
অ্যান্ড্রয়েড ও আইফোনে পাঠানো মেসেজ এডিট করার পদ্ধতি একই। এই প্রতিবেদনে আইফোনের উদাহরণ দিয়ে পদ্ধতিটি তুলে ধরা হলো—
১.পাঠানো মেসেজগুলোর ওপর ট্যাপ করে ধরে রাখুন। এরপর একটি কনটেক্সট মেনু চালু হবে এবং কয়েকটি অপশন দেখা যাবে। মেনু থেকে ‘এডিট’ অপশনটি নির্বাচন করুন।
২.এরপর মেসেজটি এডিট করুন। মেসেজ এডিট শেষ হলে সেন্ড করুন।
৩.এডিট করা হয়েছে বলে মেসেজটি নিচে ইনস্টাগ্রাম একটি ছোট টেক্সট দেখাবে। ফলে সেন্ডার সহজেই বুঝতে পারবে, এগুলো এডিট করা মেসেজ, নতুন কোনো মেসেজ নয়।
মেসেজগুলো ওপরে ‘এডিট’ ট্যাগ থাকবে ফলে রিসিভার বুঝতে পারবে মেসেজটি এডিট করা হবে।
হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে মতো অন্যান্য ম্যাসেজিং অ্যাপেও এই ফিচার চালু করা হয়েছে। তাই পুরো মেসেজ আবার পাঠানোর চেয়ে মেসেজের কিছু অংশ এডিটে করার সুবিধা থাকলে ব্যবহারকারীর মূল্যবান সময় নষ্ট হবে না। আর গ্রাহকেরা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হবে না।
অনেক সময় মেসেজ পাঠানোর পর ভুল বানান চোখে পরে। তাই মেসেজ পাঠানোর পর এডিট করার প্রয়োজনীয়তা দেখা যায়। এজন্য পাঠানো মেসেজ এডিট করার ফিচার যুক্ত করেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম।
নতুন ফিচারটি অ্যান্ড্রয়েড ও আইওএসের ইনস্টাগ্রামের অ্যাপে ব্যবহার করা যাবে।
যেসব বিষয় খেয়াল রাখতে হবে
নতুন ফিচারটি মাধ্যমে পাঠানো মেসেজ ১৫ মিনিটের মধ্যে এডিট করার সুবিধা পাওয়া যাবে। আর একটি মেসেজ সর্বোচ্চ পাঁচবার এডিট করা যাবে। এরপর এডিট অপশনটি আর দেখা যাবে না। তবে ফোনের নোটিফিকেশনে আসা মেসেজগুলো পরিবর্তন হবে না।
কম্পিউটার বা মোবাইলের ওয়েব ভার্সনে ফিচারটি এখনো চালু করা করা হয়নি।
পাঠানো মেসেজ এডিট করবেন যেভাবে
অ্যান্ড্রয়েড ও আইফোনে পাঠানো মেসেজ এডিট করার পদ্ধতি একই। এই প্রতিবেদনে আইফোনের উদাহরণ দিয়ে পদ্ধতিটি তুলে ধরা হলো—
১.পাঠানো মেসেজগুলোর ওপর ট্যাপ করে ধরে রাখুন। এরপর একটি কনটেক্সট মেনু চালু হবে এবং কয়েকটি অপশন দেখা যাবে। মেনু থেকে ‘এডিট’ অপশনটি নির্বাচন করুন।
২.এরপর মেসেজটি এডিট করুন। মেসেজ এডিট শেষ হলে সেন্ড করুন।
৩.এডিট করা হয়েছে বলে মেসেজটি নিচে ইনস্টাগ্রাম একটি ছোট টেক্সট দেখাবে। ফলে সেন্ডার সহজেই বুঝতে পারবে, এগুলো এডিট করা মেসেজ, নতুন কোনো মেসেজ নয়।
মেসেজগুলো ওপরে ‘এডিট’ ট্যাগ থাকবে ফলে রিসিভার বুঝতে পারবে মেসেজটি এডিট করা হবে।
হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে মতো অন্যান্য ম্যাসেজিং অ্যাপেও এই ফিচার চালু করা হয়েছে। তাই পুরো মেসেজ আবার পাঠানোর চেয়ে মেসেজের কিছু অংশ এডিটে করার সুবিধা থাকলে ব্যবহারকারীর মূল্যবান সময় নষ্ট হবে না। আর গ্রাহকেরা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হবে না।
চ্যাটজিপিটি বা অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই অ্যাপে) থেরাপি বা মানসিক সহায়তা নেওয়ার ক্ষেত্রে ব্যবহারকারীদের সতর্ক হওয়া উচিত। কারণ, এখনো এই প্রযুক্তিতে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করার উপযুক্ত আইনি কাঠামো তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সাবেক নৌবাহিনী কর্মকর্তাদের প্রতিষ্ঠিত স্টার্টআপ স্পিয়ার এআই প্রথমবারের মতো বাইরের কোনো উৎস থেকে বিনিয়োগ পেয়েছে। কোম্পানিটি সাবমেরিন বা ডুবোজাহাজ থেকে সংগৃহীত জটিল ডেটা বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে থাকে।
৬ ঘণ্টা আগেবিশ্বখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল তাদের ইতিহাসের অন্যতম বড় পুনর্গঠনের পথে হাঁটছে। মার্কিন এই কোম্পানি ২০২৫ সালের মধ্যে প্রায় ২৪ হাজার কর্মী ছাঁটাই করবে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। খরচ কমাতে এবং কোম্পানিটিকে লাভজনক করতে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লিপ-বু টান এর নেতৃত্বে...
৭ ঘণ্টা আগেবিশ্ববিখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই আগামী আগস্টে তাদের পরবর্তী প্রজন্মের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল জিপিটি-৫ উন্মোচনের পরিকল্পনা করছে। এ বছরের শুরুতেই মাইক্রোসফটের প্রকৌশলীরা নতুন এই মডেলের জন্য সার্ভার প্রস্তুতির কাজ শুরু করেছিলেন। সে সময়ে গুঞ্জন ছিল, জিপিটি-৫ গত মে মাসের শেষ দিকে...
১০ ঘণ্টা আগে