অ্যাপলকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে দামি প্রযুক্তি কোম্পানি এখন চিপ নিমার্তা এনভিডিয়া। কোম্পানিটির শেয়ার দর গত বৃহস্পতিবার রেকর্ড পরিমাণ বেড়েছে। এর ফলে ইতিহাসে প্রথম কোম্পানি হিসেবে ৩ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য অতিক্রম করেছে এনভিডিয়া। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর মার্কিন শেয়ার বাজারের বড় আকারের উত্থানের জন্য কোম্পানিটি এই মাইলফলক অর্জন করেছে।
গত বৃহস্পতিবার এনভিডিয়ার শেয়ারদর ২ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের পর ডোনাল্ড ট্রাম্প কর ও নিয়ম–নীতি কমাবেন বলে অঙ্গীকার করেছেন। তাই প্রযুক্তি কোম্পানিগুলোতে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন বিনিয়োগকারীরা।
লন্ডন স্টক এক্সচেঞ্জের (এলসিইজি) এর তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার লেনদেন শেষে এনভিডিয়ার বাজারমূল্য ছিল ৩ দশমিক ৬৫ ট্রিলিয়ন ডলার যা অ্যাপলের আগের রেকর্ড ৩ দশমিক ৫৭ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এর আগে, গত মঙ্গলবার এনভিডিয়া আইফোন নির্মাতা অ্যাপলকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হিসেবে স্থান করে নিয়েছে। উল্লেখ্য, গত ২১ অক্টোবর অ্যাপলের বাজারমূল্য ৩ দশমিক ৫৭ ট্রিলিয়ন ডলার হয়েছিল।
গত বৃহস্পতিবার অ্যাপলের শেয়ারদরও ২ দশমিক ১ শতাংশ বেড়েছে, ফলে এর বাজারমূল্য দাঁড়িয়েছে ৩ দশমিক ৪৪ ট্রিলিয়ন। আর গত মঙ্গলবার ট্রাম্পের জয়লাভের পর দুই সেশনে মার্কিন এস এন্ড পি ৫০০ প্রযুক্তি সূচক ৪ শতাংশের বেশি বেড়েছে।
মাইক্রোসফট, অ্যালফাবেট এবং অন্যান্য বৃহত্তম কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে সবচেয়ে বড় বিজয়ী হয়ে উঠেছে এনভিডিয়া। কোম্পানিগুলো উন্নত এআই কম্পিউটিং ক্ষমতা তৈরি করতে এবং উদীয়মান প্রযুক্তিতে আধিপত্য প্রতিষ্ঠা করতে প্রতিযোগিতা করছে।
এনভিডিয়ার কোম্পানির শেয়ার গত বছরের নভেম্বরে ১২ শতাংশ বেড়েছে এবং ২০২৪ সালে এখন পর্যন্ত এর মূল্য তিন গুণ বৃদ্ধি পেয়েছে।
চলতি বছর শেয়ার দর বাড়ার পর এনভিডিয়া এখন সম্মিলিতভাবে এলি লিলি, ওয়ালমার্ট, জেপিমরগান, ভিসা, ইউনাইটেডহেলথ গ্রুপ এবং নেটফ্লিক্স এর বাজারমূল্যকেও ছাড়িয়ে গেছে।
বিশ্লেষকদের মতে, আগামী ২০ নভেম্বরের মধ্যে এনভিডিয়ার ত্রৈমাসিক আয় ৮০ শতাংশ বেড়ে ৩২ দশমিক ৯ বিলিয়ন ডলার হতে পারে।
জুন মাসে কিছু সময়ের জন্য বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হয়ে উঠেছিল এনভিডিয়া। এর পর মাইক্রোসফট ও অ্যাপল বাজারমূল্য এনভিডিয়াকে ছাড়িয়ে যায়। এই তিনটি প্রযুক্তি কোম্পানির বাজারমূল্য কয়েক মাস ধরে একে অপরের কাছাকাছি ছিল।
অপরদিকে মাইক্রোসফটের বাজারমূল্য বৃহস্পতিবার ১ দশমিক ২৫ শতাংশ বেড়ে প্রায় ৩ দশমিক ১৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।
তথ্যসূত্র: রয়টার্স
অ্যাপলকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে দামি প্রযুক্তি কোম্পানি এখন চিপ নিমার্তা এনভিডিয়া। কোম্পানিটির শেয়ার দর গত বৃহস্পতিবার রেকর্ড পরিমাণ বেড়েছে। এর ফলে ইতিহাসে প্রথম কোম্পানি হিসেবে ৩ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য অতিক্রম করেছে এনভিডিয়া। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর মার্কিন শেয়ার বাজারের বড় আকারের উত্থানের জন্য কোম্পানিটি এই মাইলফলক অর্জন করেছে।
গত বৃহস্পতিবার এনভিডিয়ার শেয়ারদর ২ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের পর ডোনাল্ড ট্রাম্প কর ও নিয়ম–নীতি কমাবেন বলে অঙ্গীকার করেছেন। তাই প্রযুক্তি কোম্পানিগুলোতে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন বিনিয়োগকারীরা।
লন্ডন স্টক এক্সচেঞ্জের (এলসিইজি) এর তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার লেনদেন শেষে এনভিডিয়ার বাজারমূল্য ছিল ৩ দশমিক ৬৫ ট্রিলিয়ন ডলার যা অ্যাপলের আগের রেকর্ড ৩ দশমিক ৫৭ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এর আগে, গত মঙ্গলবার এনভিডিয়া আইফোন নির্মাতা অ্যাপলকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হিসেবে স্থান করে নিয়েছে। উল্লেখ্য, গত ২১ অক্টোবর অ্যাপলের বাজারমূল্য ৩ দশমিক ৫৭ ট্রিলিয়ন ডলার হয়েছিল।
গত বৃহস্পতিবার অ্যাপলের শেয়ারদরও ২ দশমিক ১ শতাংশ বেড়েছে, ফলে এর বাজারমূল্য দাঁড়িয়েছে ৩ দশমিক ৪৪ ট্রিলিয়ন। আর গত মঙ্গলবার ট্রাম্পের জয়লাভের পর দুই সেশনে মার্কিন এস এন্ড পি ৫০০ প্রযুক্তি সূচক ৪ শতাংশের বেশি বেড়েছে।
মাইক্রোসফট, অ্যালফাবেট এবং অন্যান্য বৃহত্তম কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে সবচেয়ে বড় বিজয়ী হয়ে উঠেছে এনভিডিয়া। কোম্পানিগুলো উন্নত এআই কম্পিউটিং ক্ষমতা তৈরি করতে এবং উদীয়মান প্রযুক্তিতে আধিপত্য প্রতিষ্ঠা করতে প্রতিযোগিতা করছে।
এনভিডিয়ার কোম্পানির শেয়ার গত বছরের নভেম্বরে ১২ শতাংশ বেড়েছে এবং ২০২৪ সালে এখন পর্যন্ত এর মূল্য তিন গুণ বৃদ্ধি পেয়েছে।
চলতি বছর শেয়ার দর বাড়ার পর এনভিডিয়া এখন সম্মিলিতভাবে এলি লিলি, ওয়ালমার্ট, জেপিমরগান, ভিসা, ইউনাইটেডহেলথ গ্রুপ এবং নেটফ্লিক্স এর বাজারমূল্যকেও ছাড়িয়ে গেছে।
বিশ্লেষকদের মতে, আগামী ২০ নভেম্বরের মধ্যে এনভিডিয়ার ত্রৈমাসিক আয় ৮০ শতাংশ বেড়ে ৩২ দশমিক ৯ বিলিয়ন ডলার হতে পারে।
জুন মাসে কিছু সময়ের জন্য বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হয়ে উঠেছিল এনভিডিয়া। এর পর মাইক্রোসফট ও অ্যাপল বাজারমূল্য এনভিডিয়াকে ছাড়িয়ে যায়। এই তিনটি প্রযুক্তি কোম্পানির বাজারমূল্য কয়েক মাস ধরে একে অপরের কাছাকাছি ছিল।
অপরদিকে মাইক্রোসফটের বাজারমূল্য বৃহস্পতিবার ১ দশমিক ২৫ শতাংশ বেড়ে প্রায় ৩ দশমিক ১৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।
তথ্যসূত্র: রয়টার্স
দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন আজ বুধবার বিকেলে অস্থায়ী নেটওয়ার্ক বিপর্যয়ের মুখে পড়েছিল, যার প্রভাবে ফোর-জি সেবায় বিঘ্ন ঘটে। দেশজুড়ে প্রতিষ্ঠানটির ৮ কোটি ৪৯ লাখের বেশি গ্রাহক থাকায় সারাদেশে এই সমস্যার প্রভাব দেখা যায়।
২ ঘণ্টা আগেতরুণদের পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি বাংলাদেশে উন্মোচন করেছে তাদের নতুন দুটি ‘পাওয়ার হাউস’ স্মার্টফোন—রিয়েলমি ১৪ ৫-জি ও রিয়েলমি ১৪টি ৫-জি। যাঁরা নির্বিঘ্ন ডিজিটাল লাইফস্টাইল উপভোগ করতে চান এবং পারফরম্যান্সে কোনো ছাড় দিতে নারাজ, তাঁদের জন্য মোবাইল দুটি ডিজাইন করা হয়েছে। সর্বাধুনিক
৬ ঘণ্টা আগেরসায়ন ও প্রযুক্তির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল রসায়নবিদ আলেসান্দ্রো ভোল্টার উদ্ভাবিত রাসায়নিক ব্যাটারি। ১৮০০ সালে এ ব্যাটারির আবিষ্কার ছাড়া আধুনিক বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ইলেকট্রনিকসের অগ্রগতি ভাবা দুষ্কর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গবেষণা চলছে নতুন ধরনের ব্যাটারি উদ্ভাবনে। তবে এখন পর্যন্ত সব
১০ ঘণ্টা আগেযদি আপনি ইউটিউবে নিয়মিত ভিডিও দেখেন, তবে আপনার সামনে মুভি বা টিভি সিরিজের ভুয়া ট্রেইলার চোখে পড়ার কথা। এসব ভুয়া ট্রেইলার বানানো হয় আসল সিনেমার কিছু ক্লিপের সঙ্গে এআইভিত্তিক কণ্ঠস্বর ও ভিডিও মিশিয়ে ফলে অনেক দর্শকই বিভ্রান্ত হন, ধরে নেন এটা কোনো আসন্ন সিনেমার অফিশিয়াল ট্রেইলার। সাম্প্রতিক সময়ে এই ধরনে
১১ ঘণ্টা আগে