Ajker Patrika

গুগলকে ৩৭৩ মিলিয়ন ডলার জরিমানা করল রাশিয়া 

গুগলকে ৩৭৩ মিলিয়ন ডলার জরিমানা করল রাশিয়া 

রাশিয়া কর্তৃক দাবিকৃত বেআইনি কনটেন্ট অপসারণে ব্যর্থ হওয়ায় গুগলকে জরিমানা করেছে রাশিয়া। গুগলের মাতৃপ্রতিষ্ঠান অ্যালফাবেটকে এই অভিযোগে রাশিয়ার মুদ্রায় ২১ দশমিক ১ বিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে। যা মার্কিন ডলারে ৩৭৩ মিলিয়ন ডলার। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া রাষ্ট্রীয় যোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ রোসকোমনাদজর এই জরিমানা করেছে। প্রতিষ্ঠানটির অভিযোগ—গুগল মস্কোর দাবি করা বেআইনি কনটেন্ট অপসারণে বারবার ব্যর্থ হয়েছে। এবং এই ব্যর্থতার কারণেই গুগলকে জরিমানা করা হয়েছে। 

এর আগে, রোসকোমনাদজর গত জুন মাসে জানিয়েছিল—অ্যালফাবেটের ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব ইউক্রেন যুদ্ধের বিষয়ে ক্রমাগত ইচ্ছাকৃত ভুল তথ্য ছড়িয়েছে। এবং এমন সব কনটেন্ট ছড়িয়েছে যা উগ্রবাদে মদদ জোগায় এবং শিশুদের অবৈধ প্রতিবাদে শামিল হতে উৎসাহিত করে। 

এদিকে, গত এপ্রিল মাসে রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার ইউটিউব চ্যানেল বন্ধ করে দেয় ইউটিউব কর্তৃপক্ষ। সেসময় তাঁরা জানিয়েছিল, দুমার চ্যানেলটি ইউটিউবের পরিষেবার শর্তাবলি লঙ্ঘন করায় বন্ধ করা হয়েছে। 

ইউটিউব গুগলের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। রুশ যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রোসকোমনাদজর বলছে, চ্যানেলটি চালুর জন্য ইউটিউব কর্তৃপক্ষকে তারা চাপ প্রয়োগ করছে। তারা দুমার চ্যানেলটি অবিলম্বে চালুর জন্য গুগলকে অনুরোধও করেছে। 
 
রোসকোমনাদজর বলছে, যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটি রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের শুরু করা তথ্যযুদ্ধে স্পষ্টভাবে রুশবিরোধী অবস্থান মেনে চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত