রাশিয়া কর্তৃক দাবিকৃত বেআইনি কনটেন্ট অপসারণে ব্যর্থ হওয়ায় গুগলকে জরিমানা করেছে রাশিয়া। গুগলের মাতৃপ্রতিষ্ঠান অ্যালফাবেটকে এই অভিযোগে রাশিয়ার মুদ্রায় ২১ দশমিক ১ বিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে। যা মার্কিন ডলারে ৩৭৩ মিলিয়ন ডলার।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া রাষ্ট্রীয় যোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ রোসকোমনাদজর এই জরিমানা করেছে। প্রতিষ্ঠানটির অভিযোগ—গুগল মস্কোর দাবি করা বেআইনি কনটেন্ট অপসারণে বারবার ব্যর্থ হয়েছে। এবং এই ব্যর্থতার কারণেই গুগলকে জরিমানা করা হয়েছে।
এর আগে, রোসকোমনাদজর গত জুন মাসে জানিয়েছিল—অ্যালফাবেটের ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব ইউক্রেন যুদ্ধের বিষয়ে ক্রমাগত ইচ্ছাকৃত ভুল তথ্য ছড়িয়েছে। এবং এমন সব কনটেন্ট ছড়িয়েছে যা উগ্রবাদে মদদ জোগায় এবং শিশুদের অবৈধ প্রতিবাদে শামিল হতে উৎসাহিত করে।
এদিকে, গত এপ্রিল মাসে রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার ইউটিউব চ্যানেল বন্ধ করে দেয় ইউটিউব কর্তৃপক্ষ। সেসময় তাঁরা জানিয়েছিল, দুমার চ্যানেলটি ইউটিউবের পরিষেবার শর্তাবলি লঙ্ঘন করায় বন্ধ করা হয়েছে।
ইউটিউব গুগলের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। রুশ যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রোসকোমনাদজর বলছে, চ্যানেলটি চালুর জন্য ইউটিউব কর্তৃপক্ষকে তারা চাপ প্রয়োগ করছে। তারা দুমার চ্যানেলটি অবিলম্বে চালুর জন্য গুগলকে অনুরোধও করেছে।
রোসকোমনাদজর বলছে, যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটি রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের শুরু করা তথ্যযুদ্ধে স্পষ্টভাবে রুশবিরোধী অবস্থান মেনে চলছে।
রাশিয়া কর্তৃক দাবিকৃত বেআইনি কনটেন্ট অপসারণে ব্যর্থ হওয়ায় গুগলকে জরিমানা করেছে রাশিয়া। গুগলের মাতৃপ্রতিষ্ঠান অ্যালফাবেটকে এই অভিযোগে রাশিয়ার মুদ্রায় ২১ দশমিক ১ বিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে। যা মার্কিন ডলারে ৩৭৩ মিলিয়ন ডলার।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া রাষ্ট্রীয় যোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ রোসকোমনাদজর এই জরিমানা করেছে। প্রতিষ্ঠানটির অভিযোগ—গুগল মস্কোর দাবি করা বেআইনি কনটেন্ট অপসারণে বারবার ব্যর্থ হয়েছে। এবং এই ব্যর্থতার কারণেই গুগলকে জরিমানা করা হয়েছে।
এর আগে, রোসকোমনাদজর গত জুন মাসে জানিয়েছিল—অ্যালফাবেটের ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব ইউক্রেন যুদ্ধের বিষয়ে ক্রমাগত ইচ্ছাকৃত ভুল তথ্য ছড়িয়েছে। এবং এমন সব কনটেন্ট ছড়িয়েছে যা উগ্রবাদে মদদ জোগায় এবং শিশুদের অবৈধ প্রতিবাদে শামিল হতে উৎসাহিত করে।
এদিকে, গত এপ্রিল মাসে রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার ইউটিউব চ্যানেল বন্ধ করে দেয় ইউটিউব কর্তৃপক্ষ। সেসময় তাঁরা জানিয়েছিল, দুমার চ্যানেলটি ইউটিউবের পরিষেবার শর্তাবলি লঙ্ঘন করায় বন্ধ করা হয়েছে।
ইউটিউব গুগলের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। রুশ যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রোসকোমনাদজর বলছে, চ্যানেলটি চালুর জন্য ইউটিউব কর্তৃপক্ষকে তারা চাপ প্রয়োগ করছে। তারা দুমার চ্যানেলটি অবিলম্বে চালুর জন্য গুগলকে অনুরোধও করেছে।
রোসকোমনাদজর বলছে, যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটি রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের শুরু করা তথ্যযুদ্ধে স্পষ্টভাবে রুশবিরোধী অবস্থান মেনে চলছে।
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
২ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১০ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৫ ঘণ্টা আগে