ব্রাজিলে প্রায় কৃষকের ভূমিকা নিয়েছে রোবট। এই যন্ত্র ক্ষেত ঘুরে ফসলের অগ্রগতি পর্যবেক্ষণ করছে। শুধু তাই নয়, নির্দিষ্ট ফসলের ক্ষেতে আগাছা নির্মূলের ওষুধও ছিটিয়ে দিচ্ছে। তাতে কৃষকের ব্যয়সাশ্রয় হচ্ছে খরচ বাঁচে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
‘সোলিক্স এজি রোবোটিকস’ নামে এই রোবট বাজারে এনেছে এগ্রিকালচার স্টার্টআপ কোম্পানি সোলিনফটেক। কোম্পানিটির সিইও ব্রিটালডো হার্নান্দেজ বলেছে, বিশ্বের বৃহত্তম খাদ্য উৎপাদনকারী দেশ ব্রাজিল ও যুক্তরাষ্ট্রে কৃষি সরঞ্জামের চাহিদা বাড়ছে। দুই দেশেই কৃষি রোবট দ্রুত সরবরাহের পরিকল্পনা করছে কোম্পানি।
কোম্পানিটি দাবি করছে, তারাই প্রথম এত বড় পরিসরে কৃষি রোবট তৈরি করেছে। অন্যান্য কৃষি প্রযুক্তি ড্রোন ও স্যাটেলাইটের মতো এই রোবটও খাদ্য উৎপাদনে অপচয় রোধ করে। সেই সঙ্গে বিভিন্ন বিশ্লেষণী তথ্য ব্যবহার করে উন্নত ফলন ও টেকসই উৎপাদনে সাহায্য করে।
হার্নান্দেজ বলেছে, যন্ত্রটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে। এর মধ্যে ‘হান্টার’ নামে এক ফিচার রয়েছে, যা আলোকরশ্মি ও বৈদ্যুতিক শকের মাধ্যমে পোকামাকড় দমন করে। রোবটটি প্রতিদিন ২৪ ঘণ্টা কৃষি খামার পরিদর্শন করতে পারে। এটি কৃষি খামারের বাস্তুতন্ত্রকে বুঝতে পারে ও সে অনুযায়ী পদক্ষেপ নিতে পারে।
হার্নান্দেজ আরও বলেন, ‘আমরা এমন এক রোবট বানাতে চেয়েছি যেটা কৃষি খামারেই থাকে।’
এবছর ব্রাজিল ও যুক্তরাষ্ট্রে ৪০টি ও আগামী বছর ২৫০টি রোবট সরবরাহের পরিকল্পনা নিয়েছে সোলিনফটেক। গত বছরের চেয়ে এবছর ২০টি রোবট বেশি সরবরাহ হবে।
কোম্পানিটি বলছে, তাদের দুটি কারখানায় প্রতি বছর প্রায় ১ হাজার ৬০০ রোবট উৎপাদন করা যায়। তাদের একটি কারখানা ব্রাজিলে ও আরেকটি যুক্তরাষ্ট্রে অবস্থিত।
সোলিনফটেক বলছে, ভুট্টা উৎপাদনের সঙ্গে জড়িত যুক্তরাষ্ট্রের কৃষকেরা রোবটটির স্প্রে ফিচারটি পরীক্ষা করে দেখেছেন। এই ফিচারটি ব্যবহারের ফলে হারবিসাইডের ব্যবহার ৯৫ শতাংশ কম হয়েছে।
এই রোবটটি সৌরশক্তিতে চলে। রোবটটি সয়া, ভুট্টা, আখ, পেঁয়াজ, আলু ও টমেটোসহ অনেক ফসল পর্যবেক্ষণ করতে পারে।
ব্রাজিলের ট্রাজানো পরিবার সোলিনফটেক কোম্পানিকে সমর্থন দিচ্ছে। এই পরিবারটি ‘ম্যাগাজিন লুইজা’র মালিক। তাদের বাৎসরিক আয় ৬ কোটি ডলার।
চিনি উৎপাদক কোম্পানি রাইজেন এই রোবট নিচ্ছে বলে কোম্পানি দাবি করছে।
ব্রাজিলে প্রায় কৃষকের ভূমিকা নিয়েছে রোবট। এই যন্ত্র ক্ষেত ঘুরে ফসলের অগ্রগতি পর্যবেক্ষণ করছে। শুধু তাই নয়, নির্দিষ্ট ফসলের ক্ষেতে আগাছা নির্মূলের ওষুধও ছিটিয়ে দিচ্ছে। তাতে কৃষকের ব্যয়সাশ্রয় হচ্ছে খরচ বাঁচে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
‘সোলিক্স এজি রোবোটিকস’ নামে এই রোবট বাজারে এনেছে এগ্রিকালচার স্টার্টআপ কোম্পানি সোলিনফটেক। কোম্পানিটির সিইও ব্রিটালডো হার্নান্দেজ বলেছে, বিশ্বের বৃহত্তম খাদ্য উৎপাদনকারী দেশ ব্রাজিল ও যুক্তরাষ্ট্রে কৃষি সরঞ্জামের চাহিদা বাড়ছে। দুই দেশেই কৃষি রোবট দ্রুত সরবরাহের পরিকল্পনা করছে কোম্পানি।
কোম্পানিটি দাবি করছে, তারাই প্রথম এত বড় পরিসরে কৃষি রোবট তৈরি করেছে। অন্যান্য কৃষি প্রযুক্তি ড্রোন ও স্যাটেলাইটের মতো এই রোবটও খাদ্য উৎপাদনে অপচয় রোধ করে। সেই সঙ্গে বিভিন্ন বিশ্লেষণী তথ্য ব্যবহার করে উন্নত ফলন ও টেকসই উৎপাদনে সাহায্য করে।
হার্নান্দেজ বলেছে, যন্ত্রটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে। এর মধ্যে ‘হান্টার’ নামে এক ফিচার রয়েছে, যা আলোকরশ্মি ও বৈদ্যুতিক শকের মাধ্যমে পোকামাকড় দমন করে। রোবটটি প্রতিদিন ২৪ ঘণ্টা কৃষি খামার পরিদর্শন করতে পারে। এটি কৃষি খামারের বাস্তুতন্ত্রকে বুঝতে পারে ও সে অনুযায়ী পদক্ষেপ নিতে পারে।
হার্নান্দেজ আরও বলেন, ‘আমরা এমন এক রোবট বানাতে চেয়েছি যেটা কৃষি খামারেই থাকে।’
এবছর ব্রাজিল ও যুক্তরাষ্ট্রে ৪০টি ও আগামী বছর ২৫০টি রোবট সরবরাহের পরিকল্পনা নিয়েছে সোলিনফটেক। গত বছরের চেয়ে এবছর ২০টি রোবট বেশি সরবরাহ হবে।
কোম্পানিটি বলছে, তাদের দুটি কারখানায় প্রতি বছর প্রায় ১ হাজার ৬০০ রোবট উৎপাদন করা যায়। তাদের একটি কারখানা ব্রাজিলে ও আরেকটি যুক্তরাষ্ট্রে অবস্থিত।
সোলিনফটেক বলছে, ভুট্টা উৎপাদনের সঙ্গে জড়িত যুক্তরাষ্ট্রের কৃষকেরা রোবটটির স্প্রে ফিচারটি পরীক্ষা করে দেখেছেন। এই ফিচারটি ব্যবহারের ফলে হারবিসাইডের ব্যবহার ৯৫ শতাংশ কম হয়েছে।
এই রোবটটি সৌরশক্তিতে চলে। রোবটটি সয়া, ভুট্টা, আখ, পেঁয়াজ, আলু ও টমেটোসহ অনেক ফসল পর্যবেক্ষণ করতে পারে।
ব্রাজিলের ট্রাজানো পরিবার সোলিনফটেক কোম্পানিকে সমর্থন দিচ্ছে। এই পরিবারটি ‘ম্যাগাজিন লুইজা’র মালিক। তাদের বাৎসরিক আয় ৬ কোটি ডলার।
চিনি উৎপাদক কোম্পানি রাইজেন এই রোবট নিচ্ছে বলে কোম্পানি দাবি করছে।
চ্যাটজিপিটি বা অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই অ্যাপে) থেরাপি বা মানসিক সহায়তা নেওয়ার ক্ষেত্রে ব্যবহারকারীদের সতর্ক হওয়া উচিত। কারণ, এখনো এই প্রযুক্তিতে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করার উপযুক্ত আইনি কাঠামো তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান।
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সাবেক নৌবাহিনী কর্মকর্তাদের প্রতিষ্ঠিত স্টার্টআপ স্পিয়ার এআই প্রথমবারের মতো বাইরের কোনো উৎস থেকে বিনিয়োগ পেয়েছে। কোম্পানিটি সাবমেরিন বা ডুবোজাহাজ থেকে সংগৃহীত জটিল ডেটা বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে থাকে।
১০ ঘণ্টা আগেবিশ্বখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল তাদের ইতিহাসের অন্যতম বড় পুনর্গঠনের পথে হাঁটছে। মার্কিন এই কোম্পানি ২০২৫ সালের মধ্যে প্রায় ২৪ হাজার কর্মী ছাঁটাই করবে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। খরচ কমাতে এবং কোম্পানিটিকে লাভজনক করতে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লিপ-বু টান এর নেতৃত্বে...
১০ ঘণ্টা আগেবিশ্ববিখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই আগামী আগস্টে তাদের পরবর্তী প্রজন্মের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল জিপিটি-৫ উন্মোচনের পরিকল্পনা করছে। এ বছরের শুরুতেই মাইক্রোসফটের প্রকৌশলীরা নতুন এই মডেলের জন্য সার্ভার প্রস্তুতির কাজ শুরু করেছিলেন। সে সময়ে গুঞ্জন ছিল, জিপিটি-৫ গত মে মাসের শেষ দিকে...
১৪ ঘণ্টা আগে