ফিচার ডেস্ক
নির্বাচনে জয়লাভের পর বিভিন্ন ইস্যুতে আলোচনায় রয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আশা করা হচ্ছে, তাঁর এই দ্বিতীয় মেয়াদে দেশটিতে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে; বিশেষ করে পররাষ্ট্রনীতিতে। এদিকে ট্রাম্প ক্রিপ্টোকারেন্সির দুনিয়ায় বড় এক চমক সৃষ্টি করেছেন। নিজের নামে তিনি চালু করেছেন ক্রিপ্টোকারেন্সি। আর সেটি অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ বাজার মূলধন অর্জন করেছে।
বিবিসির রিপোর্ট অনুযায়ী, এই ক্রিপ্টোকারেন্সির বাজার মূলধন বর্তমানে প্রায় ৫৫০ কোটি ডলার। ট্রাম্প এবং তাঁর সহযোগী প্রতিষ্ঠান সিআইসি ডিজিটাল এলএলসি যৌথভাবে এই উদ্যোগ শুরু করেছেন। নতুন ধরনের ডিজিটাল টোকেন কয়েন এরই মধ্যে বাজারে ব্যাপকভাবে প্রচলিত হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে প্রায় ২০ কোটি ডিজিটাল টোকেন বাজারে ছড়ানো হয়েছে। আগামী তিন বছরে আরও ৮০ কোটি টোকেন ছাড়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। এমনকি, ট্রাম্প নিজেও এই উদ্যোগ সম্পর্কে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি বার্তা দিয়েছেন। এই ঘোষণার মাধ্যমে তিনি ক্রিপ্টোকারেন্সির প্রতি আগ্রহী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে চান।
এখন পর্যন্ত এই ক্রিপ্টোকারেন্সি থেকে ট্রাম্প বা তাঁর প্রতিষ্ঠান কতটা লাভ করতে পারবে, তা নিশ্চিত নয়। তবে এটি স্পষ্ট যে ট্রাম্পের এই উদ্যোগ বাজারে ব্যাপকভাবে সাড়া পেয়েছে। ক্রিপ্টোকারেন্সির ওপর তাঁর প্রভাব এরই মধ্যে দৃশ্যমান। ক্রিপ্টোকারেন্সি শিল্পের উন্নতি এবং
বৃদ্ধির জন্য ট্রাম্প প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। কারণ, তিনি যুক্তরাষ্ট্রকে ক্রিপ্টো রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করার অঙ্গীকার করেছেন। গত বছর ন্যাশভিলের বিটকয়েন সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি ওয়াশিংটনে ফিরে আসার পর আমেরিকা হবে বিশ্বের ক্রিপ্টো রাজধানী।’
তবে বাইডেন প্রশাসন ক্রিপ্টোকারেন্সি শিল্পের প্রতি একটি সতর্ক মনোভাব পোষণ করছে; বিশেষ করে এর জালিয়াতি এবং এর মাধ্যমে অর্থ পাচারের ঝুঁকি নিয়ে তাদের কিছু শঙ্কা রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থাগুলো বিভিন্ন ক্রিপ্টো কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে এবং ডিজিটাল মুদ্রার বিনিময়ব্যবস্থাকে নিয়ন্ত্রণে আনার পদক্ষেপ গ্রহণ করেছিল। ট্রাম্প প্রশাসন এই শিল্পকে আরও উন্মুক্ত এবং বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে পারে।
এ ছাড়া ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং ছেলে এরিক ডোনাল্ড জুনিয়র বাজারে এনেছেন নিজস্ব ক্রিপ্টোকারেন্সি। সেগুলো ক্রিপ্টোকারেন্সি এবং ডিজিটাল অর্থনীতিকে ভবিষ্যতের জন্য এক নতুন দিকে নিয়ে যাবে।
সূত্র: বিবিসি
নির্বাচনে জয়লাভের পর বিভিন্ন ইস্যুতে আলোচনায় রয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আশা করা হচ্ছে, তাঁর এই দ্বিতীয় মেয়াদে দেশটিতে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে; বিশেষ করে পররাষ্ট্রনীতিতে। এদিকে ট্রাম্প ক্রিপ্টোকারেন্সির দুনিয়ায় বড় এক চমক সৃষ্টি করেছেন। নিজের নামে তিনি চালু করেছেন ক্রিপ্টোকারেন্সি। আর সেটি অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ বাজার মূলধন অর্জন করেছে।
বিবিসির রিপোর্ট অনুযায়ী, এই ক্রিপ্টোকারেন্সির বাজার মূলধন বর্তমানে প্রায় ৫৫০ কোটি ডলার। ট্রাম্প এবং তাঁর সহযোগী প্রতিষ্ঠান সিআইসি ডিজিটাল এলএলসি যৌথভাবে এই উদ্যোগ শুরু করেছেন। নতুন ধরনের ডিজিটাল টোকেন কয়েন এরই মধ্যে বাজারে ব্যাপকভাবে প্রচলিত হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে প্রায় ২০ কোটি ডিজিটাল টোকেন বাজারে ছড়ানো হয়েছে। আগামী তিন বছরে আরও ৮০ কোটি টোকেন ছাড়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। এমনকি, ট্রাম্প নিজেও এই উদ্যোগ সম্পর্কে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি বার্তা দিয়েছেন। এই ঘোষণার মাধ্যমে তিনি ক্রিপ্টোকারেন্সির প্রতি আগ্রহী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে চান।
এখন পর্যন্ত এই ক্রিপ্টোকারেন্সি থেকে ট্রাম্প বা তাঁর প্রতিষ্ঠান কতটা লাভ করতে পারবে, তা নিশ্চিত নয়। তবে এটি স্পষ্ট যে ট্রাম্পের এই উদ্যোগ বাজারে ব্যাপকভাবে সাড়া পেয়েছে। ক্রিপ্টোকারেন্সির ওপর তাঁর প্রভাব এরই মধ্যে দৃশ্যমান। ক্রিপ্টোকারেন্সি শিল্পের উন্নতি এবং
বৃদ্ধির জন্য ট্রাম্প প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। কারণ, তিনি যুক্তরাষ্ট্রকে ক্রিপ্টো রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করার অঙ্গীকার করেছেন। গত বছর ন্যাশভিলের বিটকয়েন সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি ওয়াশিংটনে ফিরে আসার পর আমেরিকা হবে বিশ্বের ক্রিপ্টো রাজধানী।’
তবে বাইডেন প্রশাসন ক্রিপ্টোকারেন্সি শিল্পের প্রতি একটি সতর্ক মনোভাব পোষণ করছে; বিশেষ করে এর জালিয়াতি এবং এর মাধ্যমে অর্থ পাচারের ঝুঁকি নিয়ে তাদের কিছু শঙ্কা রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থাগুলো বিভিন্ন ক্রিপ্টো কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে এবং ডিজিটাল মুদ্রার বিনিময়ব্যবস্থাকে নিয়ন্ত্রণে আনার পদক্ষেপ গ্রহণ করেছিল। ট্রাম্প প্রশাসন এই শিল্পকে আরও উন্মুক্ত এবং বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে পারে।
এ ছাড়া ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং ছেলে এরিক ডোনাল্ড জুনিয়র বাজারে এনেছেন নিজস্ব ক্রিপ্টোকারেন্সি। সেগুলো ক্রিপ্টোকারেন্সি এবং ডিজিটাল অর্থনীতিকে ভবিষ্যতের জন্য এক নতুন দিকে নিয়ে যাবে।
সূত্র: বিবিসি
গতানুগতিক চাকরি কখনো আমাকে টানেনি। ছোটবেলায় জাপানে থাকার সময় কমিকসের প্রতি আগ্রহ তৈরি হয়। এরপর যখন দেখলাম কার্টুন ও কমিকস থেকে ইনকাম করতে পারি, তখন মনে হলো, এটি আমার জায়গা। সিদ্ধান্ত নিলাম এ পথে এগিয়ে যাব। আর পেছনে তাকাতে হয়নি।
১৪ ঘণ্টা আগেবিশ্বজুড়ে লাখ লাখ কনটেন্ট ক্রিয়েটর ইউটিউবকে কেন্দ্র করেই গড়ে তুলেছেন নিজেদের ক্যারিয়ার। অনেকে ইউটিউব থেকে আয় করে কোটি কোটি ডলারের সাম্রাজ্যও গড়ে তুলেছেন। তবে আশ্চর্যের বিষয় হলো, বাংলাদেশের কনটেন্ট নির্মাতারা ভালো মানের ভিডিও তৈরি করলেও, একই পরিমাণ ভিউ পেয়ে ইউরোপ, যুক্তরাষ্ট্র বা মধ্যপ্রাচ্যের
১৪ ঘণ্টা আগেবিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। চিকিৎসা, শিক্ষা, শিল্প ও সেবা খাতের পর এবার খাদ্যশিল্পেও যুক্ত হচ্ছে এ প্রযুক্তি। আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে চালু হতে যাচ্ছে বিশ্বের প্রথম সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত রেস্তোরাঁ ‘উহু’। সেখানে
১৪ ঘণ্টা আগেযদি ১ বিলিয়ন ডলার বা প্রায় ১১ হাজার কোটি টাকা চুক্তির কোনো চাকরির প্রস্তাব পান, কী করবেন? বেশির ভাগ মানুষ মুহূর্তে সেই সুযোগ লুফে নেবেন। আর সেটি যদি হয় টেক জায়ান্ট প্রতিষ্ঠান মেটা, তাহলে এ নিয়ে দ্বিতীয়বার ভাবার হয়তো কোনো কারণ নেই।
১৪ ঘণ্টা আগে