যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবাকে (আইআরএস) ২ হাজার ৮৯০ কোটি ডলার কর পরিশোধ করতে হবে। তবে শুল্ক কর্মকর্তাদের মতে, এই করের মধ্যে কোম্পানিটির জরিমানা ও মুনাফা অন্তর্ভুক্ত নেই। ফলে মোট অঙ্কটি আরও বাড়বে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে সফটওয়্যার জায়ান্টটি একটি নথি প্রকাশ করে। নথিটিতে আইআরএসের ২০০৪ থেকে ২০১৩ করবর্ষের অনেকগুলো প্রস্তাবিত সমন্বয়ের বিজ্ঞপ্তি (এনওপিএএস) দেখা যায়।
নথিতে দেখা যায়, বিভিন্ন দেশে কোম্পানিটি কীভাবে তাদের মুনাফার অর্থ ছড়িয়ে রেখেছে এবং আইআরএসের সঙ্গে প্রায় এক যুগ ধরে এ বিষয়ে আলোচনা চলছে।
আইআরএসের নিরীক্ষা কার্যক্রম হয় ‘ট্রান্সফার প্রাইসিং’ পদ্ধতির ভিত্তিতে। এর মাধ্যমে কোম্পানিগুলো তাদের মুনাফা ও ব্যয় বিভিন্ন অঞ্চলের জন্য নির্দিষ্ট করতে পারবে। মাইক্রোসফট বলছে, বড় কোম্পানিগুলো এ ধরনের অঞ্চল ভিত্তিক ‘ব্যয়–নির্দিষ্ট’ পরিকল্পনা করে থাকে। এটি বৈশ্বিক ব্যবসার স্বীকৃত চর্চা।
এই ক্ষেত্রে সহযোগী সংস্থাগুলো আইপি তৈরির ব্যয় বহন করে। অর্থাৎ মাইক্রোসফটের মুনাফার অংশের ভাগীদার হয় এই সংস্থাগুলো।
বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিগুলি প্রায়শই এই পদ্ধতি ব্যবহার করে। কর যাতে কম ধার্য করা হয় এ জন্য কম লাভ হয়েছে বলে উচ্চ করের দেশগুলোতে আর্থিক প্রতিবেদন তৈরি করা হয়। আবার এর বিপরীতও ঘটে। অর্থাৎ কর ছাড় পেতে সেসব অঞ্চলে আর্থিক প্রতিবেদন দেয় যেখানে কর অনেক কম।
মাইক্রোসফট বলছে, আইআরএস দ্বারা উত্থাপিত অভিযোগ শুধু ওই বছরগুলোর সঙ্গেই প্রাসঙ্গিক। কারণ কোম্পানিটি করপোরেট কাঠামো এবং ব্যবসায়িক চর্চা পরিবর্তন করেছে।
আইআরএস বলছে, মাইক্রোসফটের কাছে ২ হাজার ৮৯০ কোটি ডলার কর পাওনা আছে। তবে মাইক্রোসফট দ্বিমত করে বলছে, নতুন কর আইনে এই বিশেষ নিরীক্ষা থেকে ১ হাজার কোটি ডলার কর কমতে পারে।
মাইক্রোসফট এ বিষয়ে আপিল করবে। যদিও এ ধরনের মামলার নিষ্পত্তি হতে কয়েক বছর লেগে যায়।
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবাকে (আইআরএস) ২ হাজার ৮৯০ কোটি ডলার কর পরিশোধ করতে হবে। তবে শুল্ক কর্মকর্তাদের মতে, এই করের মধ্যে কোম্পানিটির জরিমানা ও মুনাফা অন্তর্ভুক্ত নেই। ফলে মোট অঙ্কটি আরও বাড়বে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে সফটওয়্যার জায়ান্টটি একটি নথি প্রকাশ করে। নথিটিতে আইআরএসের ২০০৪ থেকে ২০১৩ করবর্ষের অনেকগুলো প্রস্তাবিত সমন্বয়ের বিজ্ঞপ্তি (এনওপিএএস) দেখা যায়।
নথিতে দেখা যায়, বিভিন্ন দেশে কোম্পানিটি কীভাবে তাদের মুনাফার অর্থ ছড়িয়ে রেখেছে এবং আইআরএসের সঙ্গে প্রায় এক যুগ ধরে এ বিষয়ে আলোচনা চলছে।
আইআরএসের নিরীক্ষা কার্যক্রম হয় ‘ট্রান্সফার প্রাইসিং’ পদ্ধতির ভিত্তিতে। এর মাধ্যমে কোম্পানিগুলো তাদের মুনাফা ও ব্যয় বিভিন্ন অঞ্চলের জন্য নির্দিষ্ট করতে পারবে। মাইক্রোসফট বলছে, বড় কোম্পানিগুলো এ ধরনের অঞ্চল ভিত্তিক ‘ব্যয়–নির্দিষ্ট’ পরিকল্পনা করে থাকে। এটি বৈশ্বিক ব্যবসার স্বীকৃত চর্চা।
এই ক্ষেত্রে সহযোগী সংস্থাগুলো আইপি তৈরির ব্যয় বহন করে। অর্থাৎ মাইক্রোসফটের মুনাফার অংশের ভাগীদার হয় এই সংস্থাগুলো।
বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিগুলি প্রায়শই এই পদ্ধতি ব্যবহার করে। কর যাতে কম ধার্য করা হয় এ জন্য কম লাভ হয়েছে বলে উচ্চ করের দেশগুলোতে আর্থিক প্রতিবেদন তৈরি করা হয়। আবার এর বিপরীতও ঘটে। অর্থাৎ কর ছাড় পেতে সেসব অঞ্চলে আর্থিক প্রতিবেদন দেয় যেখানে কর অনেক কম।
মাইক্রোসফট বলছে, আইআরএস দ্বারা উত্থাপিত অভিযোগ শুধু ওই বছরগুলোর সঙ্গেই প্রাসঙ্গিক। কারণ কোম্পানিটি করপোরেট কাঠামো এবং ব্যবসায়িক চর্চা পরিবর্তন করেছে।
আইআরএস বলছে, মাইক্রোসফটের কাছে ২ হাজার ৮৯০ কোটি ডলার কর পাওনা আছে। তবে মাইক্রোসফট দ্বিমত করে বলছে, নতুন কর আইনে এই বিশেষ নিরীক্ষা থেকে ১ হাজার কোটি ডলার কর কমতে পারে।
মাইক্রোসফট এ বিষয়ে আপিল করবে। যদিও এ ধরনের মামলার নিষ্পত্তি হতে কয়েক বছর লেগে যায়।
বিশ্বের দ্রুততম ফ্ল্যাশ মেমোরি উদ্ভাবন করে নতুন মাইলফলক স্থাপন করেছেন চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তারা এমন এক ধরনের নতুন নন-ভোলাটাইল মেমোরি তৈরি করেছেন, যা মাত্র ৪০০ পিকোসেকেন্ডে ডেটা রিড ও রাইট করতে পারে।
২৩ মিনিট আগেমার্কিন বিচার বিভাগের একচেটিয়া আধিপত্য মামলায় আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ইচ্ছাকৃতভাবে পাবলিশার অ্যাড সার্ভার এবং অ্যাড এক্সচেঞ্জের বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে গত বৃহস্পতিবার রায় দিয়েছিলেন ভার্জিনিয়ার মার্কিন জেলা বিচারক লিওনি ব্রিনকেমা।
১ ঘণ্টা আগেবৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলা নববর্ষ উপলক্ষে স্মার্টফোন অপো এ৫ প্রোর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে। এই নতুন সংস্করণে রয়েছে উল্লেখযোগ্য আপগ্রেড, যার মধ্যে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম। স্মার্টফোনটি এখন সারা দেশে পাওয়া যাচ্ছে মাত্র ২৬ হাজার ৯৯০ টাকায়।
১৯ ঘণ্টা আগেফেসবুক গ্রুপ চালানোর জন্য প্রয়োজন হয় দক্ষ অ্যাডমিনের। তাঁরা গ্রুপের সদস্যদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশে তৈরি করতে পারেন। তবে গ্রুপ বড় হয়ে গেলে বা এনগেজমেন্ট বেশি হলে গ্রুপটি একজন অ্যাডমিনের পক্ষে দেখভাল করা কঠিন হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় গ্রুপের বিশ্বস্ত কোনো সদস্যকে অ্যাডমিন বানানোর প্রয়োজনীয়তা দেখ
১ দিন আগে