যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবাকে (আইআরএস) ২ হাজার ৮৯০ কোটি ডলার কর পরিশোধ করতে হবে। তবে শুল্ক কর্মকর্তাদের মতে, এই করের মধ্যে কোম্পানিটির জরিমানা ও মুনাফা অন্তর্ভুক্ত নেই। ফলে মোট অঙ্কটি আরও বাড়বে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে সফটওয়্যার জায়ান্টটি একটি নথি প্রকাশ করে। নথিটিতে আইআরএসের ২০০৪ থেকে ২০১৩ করবর্ষের অনেকগুলো প্রস্তাবিত সমন্বয়ের বিজ্ঞপ্তি (এনওপিএএস) দেখা যায়।
নথিতে দেখা যায়, বিভিন্ন দেশে কোম্পানিটি কীভাবে তাদের মুনাফার অর্থ ছড়িয়ে রেখেছে এবং আইআরএসের সঙ্গে প্রায় এক যুগ ধরে এ বিষয়ে আলোচনা চলছে।
আইআরএসের নিরীক্ষা কার্যক্রম হয় ‘ট্রান্সফার প্রাইসিং’ পদ্ধতির ভিত্তিতে। এর মাধ্যমে কোম্পানিগুলো তাদের মুনাফা ও ব্যয় বিভিন্ন অঞ্চলের জন্য নির্দিষ্ট করতে পারবে। মাইক্রোসফট বলছে, বড় কোম্পানিগুলো এ ধরনের অঞ্চল ভিত্তিক ‘ব্যয়–নির্দিষ্ট’ পরিকল্পনা করে থাকে। এটি বৈশ্বিক ব্যবসার স্বীকৃত চর্চা।
এই ক্ষেত্রে সহযোগী সংস্থাগুলো আইপি তৈরির ব্যয় বহন করে। অর্থাৎ মাইক্রোসফটের মুনাফার অংশের ভাগীদার হয় এই সংস্থাগুলো।
বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিগুলি প্রায়শই এই পদ্ধতি ব্যবহার করে। কর যাতে কম ধার্য করা হয় এ জন্য কম লাভ হয়েছে বলে উচ্চ করের দেশগুলোতে আর্থিক প্রতিবেদন তৈরি করা হয়। আবার এর বিপরীতও ঘটে। অর্থাৎ কর ছাড় পেতে সেসব অঞ্চলে আর্থিক প্রতিবেদন দেয় যেখানে কর অনেক কম।
মাইক্রোসফট বলছে, আইআরএস দ্বারা উত্থাপিত অভিযোগ শুধু ওই বছরগুলোর সঙ্গেই প্রাসঙ্গিক। কারণ কোম্পানিটি করপোরেট কাঠামো এবং ব্যবসায়িক চর্চা পরিবর্তন করেছে।
আইআরএস বলছে, মাইক্রোসফটের কাছে ২ হাজার ৮৯০ কোটি ডলার কর পাওনা আছে। তবে মাইক্রোসফট দ্বিমত করে বলছে, নতুন কর আইনে এই বিশেষ নিরীক্ষা থেকে ১ হাজার কোটি ডলার কর কমতে পারে।
মাইক্রোসফট এ বিষয়ে আপিল করবে। যদিও এ ধরনের মামলার নিষ্পত্তি হতে কয়েক বছর লেগে যায়।
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবাকে (আইআরএস) ২ হাজার ৮৯০ কোটি ডলার কর পরিশোধ করতে হবে। তবে শুল্ক কর্মকর্তাদের মতে, এই করের মধ্যে কোম্পানিটির জরিমানা ও মুনাফা অন্তর্ভুক্ত নেই। ফলে মোট অঙ্কটি আরও বাড়বে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে সফটওয়্যার জায়ান্টটি একটি নথি প্রকাশ করে। নথিটিতে আইআরএসের ২০০৪ থেকে ২০১৩ করবর্ষের অনেকগুলো প্রস্তাবিত সমন্বয়ের বিজ্ঞপ্তি (এনওপিএএস) দেখা যায়।
নথিতে দেখা যায়, বিভিন্ন দেশে কোম্পানিটি কীভাবে তাদের মুনাফার অর্থ ছড়িয়ে রেখেছে এবং আইআরএসের সঙ্গে প্রায় এক যুগ ধরে এ বিষয়ে আলোচনা চলছে।
আইআরএসের নিরীক্ষা কার্যক্রম হয় ‘ট্রান্সফার প্রাইসিং’ পদ্ধতির ভিত্তিতে। এর মাধ্যমে কোম্পানিগুলো তাদের মুনাফা ও ব্যয় বিভিন্ন অঞ্চলের জন্য নির্দিষ্ট করতে পারবে। মাইক্রোসফট বলছে, বড় কোম্পানিগুলো এ ধরনের অঞ্চল ভিত্তিক ‘ব্যয়–নির্দিষ্ট’ পরিকল্পনা করে থাকে। এটি বৈশ্বিক ব্যবসার স্বীকৃত চর্চা।
এই ক্ষেত্রে সহযোগী সংস্থাগুলো আইপি তৈরির ব্যয় বহন করে। অর্থাৎ মাইক্রোসফটের মুনাফার অংশের ভাগীদার হয় এই সংস্থাগুলো।
বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিগুলি প্রায়শই এই পদ্ধতি ব্যবহার করে। কর যাতে কম ধার্য করা হয় এ জন্য কম লাভ হয়েছে বলে উচ্চ করের দেশগুলোতে আর্থিক প্রতিবেদন তৈরি করা হয়। আবার এর বিপরীতও ঘটে। অর্থাৎ কর ছাড় পেতে সেসব অঞ্চলে আর্থিক প্রতিবেদন দেয় যেখানে কর অনেক কম।
মাইক্রোসফট বলছে, আইআরএস দ্বারা উত্থাপিত অভিযোগ শুধু ওই বছরগুলোর সঙ্গেই প্রাসঙ্গিক। কারণ কোম্পানিটি করপোরেট কাঠামো এবং ব্যবসায়িক চর্চা পরিবর্তন করেছে।
আইআরএস বলছে, মাইক্রোসফটের কাছে ২ হাজার ৮৯০ কোটি ডলার কর পাওনা আছে। তবে মাইক্রোসফট দ্বিমত করে বলছে, নতুন কর আইনে এই বিশেষ নিরীক্ষা থেকে ১ হাজার কোটি ডলার কর কমতে পারে।
মাইক্রোসফট এ বিষয়ে আপিল করবে। যদিও এ ধরনের মামলার নিষ্পত্তি হতে কয়েক বছর লেগে যায়।
প্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অ্যাপল তাদের নতুন ও সবচেয়ে পাতলা স্মার্টফোন, আইফোন এয়ার, উন্মোচন করেছে। এই নতুন ডিভাইসটিকে ‘ভবিষ্যতের একটি টুকরো’ হিসেবে বর্ণনা করেছেন এর প্রধান শিল্প ডিজাইনার আবিদুর চৌধুরী। সম্পূর্ণ টাইটানিয়াম ধাতুতে মোড়া এই স্মার্টফোনের ২৫৬ জিবি মডেলের দাম নির্ধারণ
৩ ঘণ্টা আগেনতুন প্রজন্মের আইফোন সিরিজ উন্মোচনের পরপরই অ্যাপলকে নিয়ে ব্যঙ্গ করল প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্যামসাং। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আয়োজিত অ্যাপলের পণ্য উন্মোচন অনুষ্ঠানে ‘আইফোন ১৭ এয়ার’ মডেল প্রকাশের পর স্যামসাং তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এসব ব্যঙ্গাত্মক পোস্ট করে।
৫ ঘণ্টা আগেআগামী কয়েক দিনের মধ্যেই আইফোন প্রেমীদের হাতে পৌঁছাবে অ্যাপলের নতুন ফোন আইফোন এয়ার। গতকাল রাতে আইফোন ১৭ এবং আইফোন ১৭ প্রো’র সঙ্গে একসঙ্গে উন্মোচিত হয়েছে ফোনটি। এটি অ্যাপলের তৈরি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। দেখতে অপূর্ব, এক কথায় মন কাড়া। তবে শুধুই সৌন্দর্য নয়, আইফোন এয়ার নিয়ে বিতর্কও চলবে জোরেশোরে
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট তাদের জনপ্রিয় অফিস ৩৬৫ অ্যাপগুলোতে (যেমন ওয়ার্ড, এক্সেল, আউটলুক ও পাওয়ার পয়েন্ট) এআই চালিত নতুন ফিচার আনতে ওপেনএআই-এর পাশাপাশি এবার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিক-এর এআই প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।
৭ ঘণ্টা আগে