অনলাইন ডেস্ক
ফেসবুক গ্রুপ চালানোর জন্য প্রয়োজন হয় দক্ষ অ্যাডমিনের। তাঁরা গ্রুপের সদস্যদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশে তৈরি করতে পারেন। তবে গ্রুপ বড় হয়ে গেলে বা এনগেজমেন্ট বেশি হলে গ্রুপটি একজন অ্যাডমিনের পক্ষে দেখভাল করা কঠিন হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় গ্রুপের বিশ্বস্ত কোনো সদস্যকে অ্যাডমিন বানানোর প্রয়োজনীয়তা দেখা দিতে পারে।
যিনি ফেসবুক গ্রুপ খোলেন, তিনিই ডিফল্টভাবে গ্রুপের অ্যাডমিন হয়ে যান। পরে গ্রুপের অন্য সদস্যদেরও অ্যাডমিন হিসেবে যুক্ত করা যায়।
একাধিক অ্যাডমিন রাখার উপকারিতা
কাজ ভাগাভাগি: একাধিক অ্যাডমিন থাকলে গ্রুপ চালানোর কাজটি সহজভাবে ভাগ করে নেওয়া যায়। বিশেষ করে, যদি গ্রুপটি বিভিন্ন সদস্য নিয়ে গঠিত হয়, তাহলে বিভিন্ন টাইম জোনে থাকা অ্যাডমিন রাখাই শ্রেয়।
দ্রুত সাড়া দেওয়া: একাধিক অ্যাডমিন থাকলে গ্রুপে সব সময় কেউ না কেউ সক্রিয় থাকেন, ফলে সদস্যদের অনুরোধ, পোস্টের যাচাই-বাছাই ও গ্রুপের নিয়মকানুন কার্যকরভাবে মানা হচ্ছে কি না, তা নিশ্চিত করা যায়। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যদি গ্রুপটি কাস্টমার সাপোর্টের জন্য ব্যবহৃত হয়।
বিভিন্ন দৃষ্টিভঙ্গি: একাধিক অ্যাডমিন বিভিন্ন ধরনের অভিজ্ঞতা ও চিন্তাধারা নিয়ে আসেন, যা গ্রুপ চালানোয় আরও পরিপক্ব ও সুচিন্তিত সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক: গ্রুপে বেশি মানুষ নজরদারিতে থাকলে অনুপযুক্ত বা স্প্যাম পোস্ট শনাক্ত ও অপসারণ করা সহজ হয়, যা গ্রুপের সামগ্রিক নিরাপত্তা বাড়ায়।
ফেসবুক গ্রুপে অ্যাডমিন যুক্ত করবেন যেভাবে
১. প্রথমে স্মার্টফোনে ফেসবুক অ্যাপ চালু করুন।
২. এখন মেনু অপশন খুঁজে পেতে হবে। অ্যান্ড্রয়েড ফোনে ডান পাশের ওপরের দিকে প্রোফাইল ছবির ওপর (তিনটি অনুভূমিক লাইন) ট্যাপ করলেই মেনু চালু হবে। আইফোনে এই অপশন নিচের দিকে ডানে পাওয়া যাবে।
৩. এবার ‘গ্রুপস’ অপশনে ট্যাপ করুন।
৪. যে গ্রুপে অ্যাডমিন যুক্ত করতে চান, তা স্ক্রল করুন বা সার্চ করে বের করুন। গ্রুপের নামের ওপর ট্যাপ করুন।
৫. এখন ওপরের দিকে থাকা ‘ম্যানেজ’ বাটনে ট্যাপ করুন।
৬. এবার টুল শর্টকাটস সেকশনের নিচে থাকা ‘পিপল’ অপশনে ট্যাপ করুন।
৭. এখন গ্রুপের যে সদস্যকে অ্যাডমিন বানাতে চান, তাঁর নামের পাশের তিন ডট আইকনে ট্যাপ করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
৮. মেনু থেকে ‘ইনভাইট অ্যাজ অ্যাডমিন’ বাটনে ট্যাপ করুন।
৯. এবার ‘সেন্ড ইনভাইটেশন’ বাটনে ট্যাপ করুন।
এভাবে গ্রুপে অ্যাডমিন যুক্ত করা যাবে।
ফেসবুক গ্রুপ চালানোর জন্য প্রয়োজন হয় দক্ষ অ্যাডমিনের। তাঁরা গ্রুপের সদস্যদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশে তৈরি করতে পারেন। তবে গ্রুপ বড় হয়ে গেলে বা এনগেজমেন্ট বেশি হলে গ্রুপটি একজন অ্যাডমিনের পক্ষে দেখভাল করা কঠিন হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় গ্রুপের বিশ্বস্ত কোনো সদস্যকে অ্যাডমিন বানানোর প্রয়োজনীয়তা দেখা দিতে পারে।
যিনি ফেসবুক গ্রুপ খোলেন, তিনিই ডিফল্টভাবে গ্রুপের অ্যাডমিন হয়ে যান। পরে গ্রুপের অন্য সদস্যদেরও অ্যাডমিন হিসেবে যুক্ত করা যায়।
একাধিক অ্যাডমিন রাখার উপকারিতা
কাজ ভাগাভাগি: একাধিক অ্যাডমিন থাকলে গ্রুপ চালানোর কাজটি সহজভাবে ভাগ করে নেওয়া যায়। বিশেষ করে, যদি গ্রুপটি বিভিন্ন সদস্য নিয়ে গঠিত হয়, তাহলে বিভিন্ন টাইম জোনে থাকা অ্যাডমিন রাখাই শ্রেয়।
দ্রুত সাড়া দেওয়া: একাধিক অ্যাডমিন থাকলে গ্রুপে সব সময় কেউ না কেউ সক্রিয় থাকেন, ফলে সদস্যদের অনুরোধ, পোস্টের যাচাই-বাছাই ও গ্রুপের নিয়মকানুন কার্যকরভাবে মানা হচ্ছে কি না, তা নিশ্চিত করা যায়। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যদি গ্রুপটি কাস্টমার সাপোর্টের জন্য ব্যবহৃত হয়।
বিভিন্ন দৃষ্টিভঙ্গি: একাধিক অ্যাডমিন বিভিন্ন ধরনের অভিজ্ঞতা ও চিন্তাধারা নিয়ে আসেন, যা গ্রুপ চালানোয় আরও পরিপক্ব ও সুচিন্তিত সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক: গ্রুপে বেশি মানুষ নজরদারিতে থাকলে অনুপযুক্ত বা স্প্যাম পোস্ট শনাক্ত ও অপসারণ করা সহজ হয়, যা গ্রুপের সামগ্রিক নিরাপত্তা বাড়ায়।
ফেসবুক গ্রুপে অ্যাডমিন যুক্ত করবেন যেভাবে
১. প্রথমে স্মার্টফোনে ফেসবুক অ্যাপ চালু করুন।
২. এখন মেনু অপশন খুঁজে পেতে হবে। অ্যান্ড্রয়েড ফোনে ডান পাশের ওপরের দিকে প্রোফাইল ছবির ওপর (তিনটি অনুভূমিক লাইন) ট্যাপ করলেই মেনু চালু হবে। আইফোনে এই অপশন নিচের দিকে ডানে পাওয়া যাবে।
৩. এবার ‘গ্রুপস’ অপশনে ট্যাপ করুন।
৪. যে গ্রুপে অ্যাডমিন যুক্ত করতে চান, তা স্ক্রল করুন বা সার্চ করে বের করুন। গ্রুপের নামের ওপর ট্যাপ করুন।
৫. এখন ওপরের দিকে থাকা ‘ম্যানেজ’ বাটনে ট্যাপ করুন।
৬. এবার টুল শর্টকাটস সেকশনের নিচে থাকা ‘পিপল’ অপশনে ট্যাপ করুন।
৭. এখন গ্রুপের যে সদস্যকে অ্যাডমিন বানাতে চান, তাঁর নামের পাশের তিন ডট আইকনে ট্যাপ করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
৮. মেনু থেকে ‘ইনভাইট অ্যাজ অ্যাডমিন’ বাটনে ট্যাপ করুন।
৯. এবার ‘সেন্ড ইনভাইটেশন’ বাটনে ট্যাপ করুন।
এভাবে গ্রুপে অ্যাডমিন যুক্ত করা যাবে।
জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চাহিদা মেটাতে বিশাল অবকাঠামো নির্মাণে ব্যয় সামলাতে এবার বাইরের বিনিয়োগকারীদের সঙ্গে কাজ করতে চাচ্ছে মেটা। এই পরিকল্পনার অংশ হিসেবে ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলারের ডেটা সেন্টারের সম্পদ বিক্রির পরিকল্পনা করেছে কোম্পানি। গত বৃহস্পতিবার (৩১ জুলাই) মেটার এক...
৩ ঘণ্টা আগেইউটিউব মনিটাইজেশন চালু করে ভিডিও থেকে অর্থ উপার্জনের সুযোগ পান কনটেন্ট নির্মাতারা। তবে এই সুযোগ নিতে হলে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করে ইউটিউব পার্টনার প্রোগ্রামে আবেদন করতে হয়।
১ দিন আগেকৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটিতে ‘স্টাডি মোড’ নামের নতুন ফিচার চালু করেছে ওপেনএআই। এই ফিচার একজন বাস্তব শিক্ষকের মতো শিক্ষার্থীদের নিজস্ব বিশ্লেষণ ও চিন্তাশক্তি গড়ে তুলতে সাহায্য করবে। স্টাডি মোড চালু থাকলে চ্যাটজিপিটি সরাসরি উত্তর দেওয়ার বদলে ব্যবহারকারীকে ধাপে ধাপে প্রশ্ন করে
২ দিন আগেযুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা এইচ ২০ চিপের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীন। এই চিপে নিরাপত্তা বা নজরদারির ঝুঁকি রয়েছে কিনা তা জানতে কোম্পানিটিকে তলব করেছে চীনের সাইবার রেগুলেটরি সংস্থা সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না (সিএসি)।
২ দিন আগে