সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাতৃপ্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে কোনো ধরনের আইনি পদক্ষেপ নেবে না। মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল গতকাল শুক্রবার এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন। ক্ষতিকারক বিষয়বস্তু মোকাবিলায় এর আগে মেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কথা বিবেচনা করেছিল মালয়েশিয়ার সরকার।
গত জুন মাসে মালয়েশিয়ার কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি) জানিয়েছিল—তারা জাতি, রয়্যালটি, ধর্ম, মানহানি, ছদ্মবেশ, অনলাইন জুয়া এবং স্ক্যাম বিজ্ঞাপন-সম্পর্কিত ‘অবাঞ্ছিত’ সামগ্রীর বিরুদ্ধে কাজ করতে ব্যর্থ হওয়ায় মেটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। তবে গতকালের ঘোষণার মধ্য দিয়ে আগের অবস্থান থেকে সরে আসল মালয়েশিয়া সরকার।
মেটার বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নেওয়ার বিষয়টি জানিয়ে ফাহমি ফাদজিল বলেন, ‘মেটা তার প্ল্যাটফর্মে (ফেসবুকে) এ ধরনের পোস্ট নিয়ন্ত্রণ করার জন্য নিয়ন্ত্রক এবং পুলিশসহ মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছে।’
যোগাযোগমন্ত্রী আরও বলেন, ‘আমি মনে করি না যে এই সময়ে এমসিএমসির কোনো আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আমি মনে করি, এই স্তরের সহযোগিতা খুবই ইতিবাচক।’ তবে সরকার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলো ক্ষতিকারক কনটেন্ট নিয়ন্ত্রণে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে জরিমানার মতো ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনা করছে।
ফেসবুক মালয়েশিয়ার সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম। ধারণা করা হয়, ৩ কোটি ৩০ লাখ মানুষের দেশটির ৬০ শতাংশ জনসংখ্যারই কোনো না কোনোভাবে ফেসবুকে অ্যাকাউন্ট রয়েছে।
এ ছাড়া, মন্ত্রী জানিয়েছেন—তাঁরা সরকারের তরফ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নিয়ন্ত্রণের যে দাবি উঠেছে, তার পক্ষে নয় সরকার। এমনকি বিরোধী পক্ষের বিভিন্ন সংবাদমাধ্যম সাইট কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ব্লক করার পক্ষপাতী নয় সরকার বলেও জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাতৃপ্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে কোনো ধরনের আইনি পদক্ষেপ নেবে না। মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল গতকাল শুক্রবার এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন। ক্ষতিকারক বিষয়বস্তু মোকাবিলায় এর আগে মেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কথা বিবেচনা করেছিল মালয়েশিয়ার সরকার।
গত জুন মাসে মালয়েশিয়ার কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি) জানিয়েছিল—তারা জাতি, রয়্যালটি, ধর্ম, মানহানি, ছদ্মবেশ, অনলাইন জুয়া এবং স্ক্যাম বিজ্ঞাপন-সম্পর্কিত ‘অবাঞ্ছিত’ সামগ্রীর বিরুদ্ধে কাজ করতে ব্যর্থ হওয়ায় মেটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। তবে গতকালের ঘোষণার মধ্য দিয়ে আগের অবস্থান থেকে সরে আসল মালয়েশিয়া সরকার।
মেটার বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নেওয়ার বিষয়টি জানিয়ে ফাহমি ফাদজিল বলেন, ‘মেটা তার প্ল্যাটফর্মে (ফেসবুকে) এ ধরনের পোস্ট নিয়ন্ত্রণ করার জন্য নিয়ন্ত্রক এবং পুলিশসহ মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছে।’
যোগাযোগমন্ত্রী আরও বলেন, ‘আমি মনে করি না যে এই সময়ে এমসিএমসির কোনো আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আমি মনে করি, এই স্তরের সহযোগিতা খুবই ইতিবাচক।’ তবে সরকার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলো ক্ষতিকারক কনটেন্ট নিয়ন্ত্রণে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে জরিমানার মতো ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনা করছে।
ফেসবুক মালয়েশিয়ার সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম। ধারণা করা হয়, ৩ কোটি ৩০ লাখ মানুষের দেশটির ৬০ শতাংশ জনসংখ্যারই কোনো না কোনোভাবে ফেসবুকে অ্যাকাউন্ট রয়েছে।
এ ছাড়া, মন্ত্রী জানিয়েছেন—তাঁরা সরকারের তরফ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নিয়ন্ত্রণের যে দাবি উঠেছে, তার পক্ষে নয় সরকার। এমনকি বিরোধী পক্ষের বিভিন্ন সংবাদমাধ্যম সাইট কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ব্লক করার পক্ষপাতী নয় সরকার বলেও জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগের অভিজ্ঞতা আরও ব্যক্তিগত ও অর্থবহ করে তুলতে নতুন এক ফিচার আনছে ইনস্টাগ্রাম। মেটার মালিকানাধীন এই সামাজিক যোগাযোগমাধ্যমটি ‘পিকস’ নামের একটি ফিচার চালুর মাধ্যমে একই বিষয়ে আগ্রহী এমন বন্ধু খুঁজে দেবে।
১ ঘণ্টা আগেঅনেকের কাছে অপছন্দের একটি ঘরের কাজ—কাপড় ধোয়া ও ভাঁজ করা। তবে এবার সেই যন্ত্রণার অবসান ঘটাতে পারে একটি হিম্যানয়েড বা মানবাকৃতির রোবট। মাত্র কয়েক সপ্তাহ আগেই ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রযুক্তি কোম্পানি ফিগার তাদের তৈরি মানবসদৃশ রোবটের একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় রোবটটি দক্ষতার সঙ্গে ঝুড়ি...
২ ঘণ্টা আগেইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ এক্সএআই থেকে থেকে সরে দাঁড়ালেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ইগর বাবুশকিন। গতকাল বুধবার নিজের এক্স (সাবেক টুইটার) পোস্টে এই ঘোষণা দেন তিনি।
৪ ঘণ্টা আগেবিভিন্ন বিষয়ে নিজের চিন্তাভাবনা প্রকাশ করতে কখনোই পিছপা হননি বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল নির্মাতা জেমস ক্যামেরন। এবার জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও নিজস্ব মতামত দিলেন। টাইটানিক ও অ্যাভাটারের সিরিজের জন্য বিশ্বজুড়ে খ্যাত ৭০ বছর বয়সী এই পরিচালক।
৬ ঘণ্টা আগে