অ্যান্ড্রয়েড ফোনে টেক্সট বা খুদে বার্তা আদান প্রদানের জন্য গুগল মেসেজ ব্যবহার করা হয়। এই অ্যাপে ক্যামেরা ব্যবহার করে ছবি তোলা ও পাঠানোর সুবিধাও রয়েছে। এবার স্ন্যাপচ্যাটের মতো ফিল্টার যুক্ত করা হচ্ছে অ্যাপটিতে।
এক প্রতিবেদনে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ বলছে, গোপনে গুগল মেসেজে ফেস ফিল্টার চালু করছে গুগল এবং অ্যাপের ক্যামেরা দিয়ে এসব ফিল্টার ব্যবহার করা যাবে। অ্যাপটির ক্যামেরা চালু করলে শাটার বাটনের বাম পাশে ফিল্টারের আইকোনটি দেখা যাবে। এই আইকোনে ট্যাপ করে ফিল্টারগুলো ব্যবহার করা যাবে।
গুগল মেসেজে নয়টি ফিল্টার ব্যবহার করে ছবি তোলা ও ভিডিও ধারণ করা যাবে। খরগোশ, ডাইনোসর, চশমা মেকআপ ও টুপির মতো ফিল্টার এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এসব ফিল্টার ব্যবহারকারীর মুখভঙ্গি নকল করতে পারবে। এগুলোর মধ্যে কিছু ফিল্টার পুরো মুখ ঢেকে ফেলবে।
তবে ফিল্টারগুলো এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তাই গুগল মেসেজের বেটা সংস্করণে ফিল্টারগুলো দেখতে পাওয়া যাবে। তবে পর্যায়ক্রমে সব অ্যান্ড্রয়েড ডিভাইসের গুগল মেসেজ অ্যাপে ফিল্টারগুলো পাওয়া যাবে। এসব ফিল্টার গুগল মিট অ্যাপেও পাওয়া যায়।
নিজের ছবি তুলে জিআইএফ তৈরি করার ফিচার নিয়েও পরীক্ষা নিরীক্ষা করছে করেছে গুগল। অ্যাপটির ক্যামেরায় তিন সেকেন্ডের ভিডিও তুললে ফিচারটি ব্যবহারকারীর অভিব্যক্তি দিয়ে একটি জিআইএফ তৈরি করে দেবে। ভিডিওটি শুরুর আগে স্ক্রিনে একটি কাউন্টডাউন দেখানো হবে। ৩ সেকেন্ড পরে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও ধারণ বন্ধ হয়ে যাবে। জিআইএফগুলো মেসেজের মাধ্যমে আদান প্রদান করা যাবে।
তথ্যসূত্র: নাইনটুফাইভ গুগল
অ্যান্ড্রয়েড ফোনে টেক্সট বা খুদে বার্তা আদান প্রদানের জন্য গুগল মেসেজ ব্যবহার করা হয়। এই অ্যাপে ক্যামেরা ব্যবহার করে ছবি তোলা ও পাঠানোর সুবিধাও রয়েছে। এবার স্ন্যাপচ্যাটের মতো ফিল্টার যুক্ত করা হচ্ছে অ্যাপটিতে।
এক প্রতিবেদনে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ বলছে, গোপনে গুগল মেসেজে ফেস ফিল্টার চালু করছে গুগল এবং অ্যাপের ক্যামেরা দিয়ে এসব ফিল্টার ব্যবহার করা যাবে। অ্যাপটির ক্যামেরা চালু করলে শাটার বাটনের বাম পাশে ফিল্টারের আইকোনটি দেখা যাবে। এই আইকোনে ট্যাপ করে ফিল্টারগুলো ব্যবহার করা যাবে।
গুগল মেসেজে নয়টি ফিল্টার ব্যবহার করে ছবি তোলা ও ভিডিও ধারণ করা যাবে। খরগোশ, ডাইনোসর, চশমা মেকআপ ও টুপির মতো ফিল্টার এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এসব ফিল্টার ব্যবহারকারীর মুখভঙ্গি নকল করতে পারবে। এগুলোর মধ্যে কিছু ফিল্টার পুরো মুখ ঢেকে ফেলবে।
তবে ফিল্টারগুলো এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তাই গুগল মেসেজের বেটা সংস্করণে ফিল্টারগুলো দেখতে পাওয়া যাবে। তবে পর্যায়ক্রমে সব অ্যান্ড্রয়েড ডিভাইসের গুগল মেসেজ অ্যাপে ফিল্টারগুলো পাওয়া যাবে। এসব ফিল্টার গুগল মিট অ্যাপেও পাওয়া যায়।
নিজের ছবি তুলে জিআইএফ তৈরি করার ফিচার নিয়েও পরীক্ষা নিরীক্ষা করছে করেছে গুগল। অ্যাপটির ক্যামেরায় তিন সেকেন্ডের ভিডিও তুললে ফিচারটি ব্যবহারকারীর অভিব্যক্তি দিয়ে একটি জিআইএফ তৈরি করে দেবে। ভিডিওটি শুরুর আগে স্ক্রিনে একটি কাউন্টডাউন দেখানো হবে। ৩ সেকেন্ড পরে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও ধারণ বন্ধ হয়ে যাবে। জিআইএফগুলো মেসেজের মাধ্যমে আদান প্রদান করা যাবে।
তথ্যসূত্র: নাইনটুফাইভ গুগল
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
১ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
২ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
২ দিন আগেবিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
৩ দিন আগে