অনলাইন ডেস্ক
ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটি উন্মোচনের পর বিভিন্ন সেবা ও পণ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচার যুক্ত করার প্রতিযোগিতায় নেমেছে প্রযুক্তি কোম্পানিগুলো। এর ধারাবাহিকতায় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ছবি এডিটের ফিচার নিয়ে হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ছবির ব্যাকগ্রাউন্ড, স্টাইল ও আকার পরিবর্তন করতে পারবে। আর ফিচারটিতে এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
এক প্রতিবেদনে হোয়াটসঅ্যাপের বিভিন্ন তথ্য প্রদানকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো বলছে, হোয়াটসঅ্যাপের সর্বশেষ বেটা সংস্করণে (২.২৪. ৭.১৩) এই এআইভিত্তিক ছবি এডিটের কোড দেখা গিয়েছে। ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। বেটা প্রোগ্রামের অংশগ্রহণকারীরা এই ফিচার ব্যবহার করতে পারবে।
হোয়াটসঅ্যাপের ছবি পাঠানোর ইন্টারফেসের সঙ্গে ফিচারটি দেখা গিয়েছে। এইচডি আইকোনে পাশে ফিচারটি দেখা যাবে। এতে ছবির এডিটের জন্য ব্যাকড্রপ, রিস্টাইল ও এক্সপান্ডের মতো অপশন রয়েছে।
এই ফিচারটি ছাড়াও মেটার এআই সেবা ব্যবহার করার জন্য এআই সার্চ বার ফিচার যুক্ত করতে পারে কোম্পানিটি। হোয়াটসঅ্যাপ ধীরে ধীরে এআইভিত্তিক আরও ফিচার যুক্ত করার সম্ভাবনা রয়েছে। ফিচারটি অ্যান্ড্রয়েডের বেটা ভার্সনে দেখা গেলেও এই দুই ফিচার আইওএস ডিভাইসেও যুক্ত করা হবে।
এছাড়া ভয়েস মেসেজগুলো টেক্সটে রূপান্তরের সুবিধা নিয়ে আসবে হোয়াটসঅ্যাপ। ফলে ভয়েস নোটগুলো চালু করা ছাড়াই এতে কি বলা হয়েছে তা পড়ে নেওয়া যাবে। ফিচারটি প্রথমে আইওএস ডিভাইসের জন্য নিয়ে আসা হলেও ভবিষ্যতে ফিচারটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও নিয়ে আসা হবে। এই ফিচারও পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণের সীমিত সংখ্যক ব্যবহারকরীর জন্য ফিচারটি উন্মুক্ত করা হয়েছে।
মেসেজিংয়ের সময় লিংক প্রিভিউ বন্ধের ফিচারও আনছে এই প্ল্যাটফর্ম। এই ফিচারের মাধ্যমে লিংকের সঙ্গে ওয়েবসাইটের লোগো বা ভেতরের কনটেন্টের ডিসক্রিপশন দেখানো বন্ধ করা যাবে। ফলে ব্যবহারকারীদের আর অনাকাঙ্ক্ষিত কনটেন্টের সম্মুখীন হতে হবে না।
এছাড়া একসঙ্গে পাঁচটি চ্যাট ও তিনটি মেসেজ পিন করার ফিচারও নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। এর আগে প্ল্যাটফর্মটিতে কেবল একটি মেসেজ ও তিনটি মেসেজ পিন করার সুবিধা ছিল।
ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটি উন্মোচনের পর বিভিন্ন সেবা ও পণ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচার যুক্ত করার প্রতিযোগিতায় নেমেছে প্রযুক্তি কোম্পানিগুলো। এর ধারাবাহিকতায় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ছবি এডিটের ফিচার নিয়ে হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ছবির ব্যাকগ্রাউন্ড, স্টাইল ও আকার পরিবর্তন করতে পারবে। আর ফিচারটিতে এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
এক প্রতিবেদনে হোয়াটসঅ্যাপের বিভিন্ন তথ্য প্রদানকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো বলছে, হোয়াটসঅ্যাপের সর্বশেষ বেটা সংস্করণে (২.২৪. ৭.১৩) এই এআইভিত্তিক ছবি এডিটের কোড দেখা গিয়েছে। ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। বেটা প্রোগ্রামের অংশগ্রহণকারীরা এই ফিচার ব্যবহার করতে পারবে।
হোয়াটসঅ্যাপের ছবি পাঠানোর ইন্টারফেসের সঙ্গে ফিচারটি দেখা গিয়েছে। এইচডি আইকোনে পাশে ফিচারটি দেখা যাবে। এতে ছবির এডিটের জন্য ব্যাকড্রপ, রিস্টাইল ও এক্সপান্ডের মতো অপশন রয়েছে।
এই ফিচারটি ছাড়াও মেটার এআই সেবা ব্যবহার করার জন্য এআই সার্চ বার ফিচার যুক্ত করতে পারে কোম্পানিটি। হোয়াটসঅ্যাপ ধীরে ধীরে এআইভিত্তিক আরও ফিচার যুক্ত করার সম্ভাবনা রয়েছে। ফিচারটি অ্যান্ড্রয়েডের বেটা ভার্সনে দেখা গেলেও এই দুই ফিচার আইওএস ডিভাইসেও যুক্ত করা হবে।
এছাড়া ভয়েস মেসেজগুলো টেক্সটে রূপান্তরের সুবিধা নিয়ে আসবে হোয়াটসঅ্যাপ। ফলে ভয়েস নোটগুলো চালু করা ছাড়াই এতে কি বলা হয়েছে তা পড়ে নেওয়া যাবে। ফিচারটি প্রথমে আইওএস ডিভাইসের জন্য নিয়ে আসা হলেও ভবিষ্যতে ফিচারটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও নিয়ে আসা হবে। এই ফিচারও পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণের সীমিত সংখ্যক ব্যবহারকরীর জন্য ফিচারটি উন্মুক্ত করা হয়েছে।
মেসেজিংয়ের সময় লিংক প্রিভিউ বন্ধের ফিচারও আনছে এই প্ল্যাটফর্ম। এই ফিচারের মাধ্যমে লিংকের সঙ্গে ওয়েবসাইটের লোগো বা ভেতরের কনটেন্টের ডিসক্রিপশন দেখানো বন্ধ করা যাবে। ফলে ব্যবহারকারীদের আর অনাকাঙ্ক্ষিত কনটেন্টের সম্মুখীন হতে হবে না।
এছাড়া একসঙ্গে পাঁচটি চ্যাট ও তিনটি মেসেজ পিন করার ফিচারও নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। এর আগে প্ল্যাটফর্মটিতে কেবল একটি মেসেজ ও তিনটি মেসেজ পিন করার সুবিধা ছিল।
এয়ারপডে হিয়ারিং এইড ফিচার যোগ করার পর এবার আরেকটি যুগান্তকারী ফিচার নিয়ে কাজ করছে অ্যাপল। কোম্পানিটি তাদের এয়ারপডে ক্যামেরা যুক্ত করার পরিকল্পনা করছে, যা এআই ফিচারগুলোকে সমর্থন করবে এবং ব্যবহারকারীর আশপাশের পরিবেশ...
৪ মিনিট আগেমানুষের মস্তিষ্কের জীবিত কোষ দিয়ে কম্পিউটার তৈরি করল অস্ট্রেলিয়ার স্টার্টআপ কর্টিকাল ল্যাবস। কোম্পানিটি একে ‘বিশ্বের প্রথম কোড ডিপ্লয়েবল বায়োলজিক্যাল কম্পিউটার’ হিসেবে ঘোষণা করেছে। এটি মানব মস্তিষ্কের কোষ এবং সিলিকন হার্ডওয়্যার একত্রিত করে তরল নিউরাল নেটওয়ার্ক তৈরি করেছে, যা এআই প্রযুক্তির একটি...
১ ঘণ্টা আগেঅ্যাপলকে আগামী ৯০ দিনের মধ্যে ব্যবহারকারীদের অ্যাপ স্টোর বাইপাস করে অ্যাপ সাইডলোডিং বা থার্ড পার্টি অ্যাপ ইনস্টলের অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছে ব্রাজিলের একটি আদালত। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ভ্যালর ইকোনোমিকো’–এ তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগেচীনা মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটক কেনার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসন চারটি আলাদা গ্রুপের সঙ্গে আলোচনা করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সব বিকল্পই ভালো বলে মনে করেন তিনি।
৪ ঘণ্টা আগে