যেই প্রাক্তনকে প্রাণপণে ভুলে যাওয়ার চেষ্টা করছেন, গুগল ফটোজ হুটহাট সেই ছবি সামনে এনে পুরোনো স্মৃতি মনে করিয়ে দিতে পারে। কারণ গুগল ফটোজের বিভিন্ন ফিচার বিভিন্ন উপলক্ষে কোলাজ বা স্লাইড শো বানিয়ে দেয়। আপনি হয়তো কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রাক্তনের এসব ছবি আর দেখতে চান না, কিন্তু মুছেও দিতে করতে চাচ্ছেন না। এই দ্বিধা থেকে মুক্তি পেতে পারেন গুগলে ফটোজের ছবি লুকিয়ে রাখার ফিচার ব্যবহার করে।
গুগল ফটোজে ছবির গ্যালারি দেখা যায় তারিখ অনুযায়ী। ফলে কোনো ব্যক্তির ছবি যদি বিভিন্ন সময় তোলা হয়ে থাকে তাহলে সেগুলো বেছে বেছে ডিলিট করা বা আর্কাইভ খুব সময় ও শ্রমসাধ্য কাজ। তবে নির্দিষ্ট ব্যক্তির ছবি লুকানোর (হাইড) সুযোগ রয়েছে।
নির্দিষ্ট ব্যক্তির ছবি মেমোরি বা হাইলাইটস থেকে যেভাবে লুকাবেন—
১. গুগল ফটোজ অ্যাপটি চালু করুন ও ডান পাশে কোনায় থাকা প্রোফাইল আইকনটি ট্যাপ করুন।
২. আইকনটি ট্যাপ করলে একটি মেনু দেখা যাবে।
৩. মেনু থেকে ফটো সেটিংস অপশনটি ট্যাপ করুন।
৪. প্রিফারেন্স অপশন খুঁজে বের করুন ও ট্যাপ করুন।
৫. এরপর ‘মেমোরিজ’ অপশন থেকে ‘হাইড পিপল অ্যান্ড পেটস’ নির্বাচন করুন। এর মাধ্যমে গুগল ফটোজে আপলোড করা বিভিন্ন ব্যক্তি ও পোষা প্রাণীর মুখের ছবির তালিকা দেখানো হবে।
৬. যাদের ছবি ও ভিডিও লুকাতে চান সেগুলোর যে কোনো একটি নির্বাচন করলেই বাকিগুলো স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হবে।
নির্দিষ্ট তারিখের ছবি লুকাবেন যেভাবে
গুগল ফটোজ নির্দিষ্ট তারিখভিত্তিক মেমোরি তৈরি করে দেয়। এর ফলে প্রাক্তনের সঙ্গে কাটানো বিভিন্ন বার্ষিকী, জন্মদিন বা অন্য কোনো ছবি মনে করিয়ে দিতে পারে। নির্দিষ্ট তারিখের ছবি লুকানোর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. গুগল ফটোজ অ্যাপটি চালু করুন ও ডান পাশে কোনায় থাকা প্রোফাইল আইকনটি ট্যাপ করুন।
২. আইকনটি ট্যাপ করলে একটি মেনু দেখা যাবে।
৩. মেনু থেকে ফটো সেটিংস অপশনটি ট্যাপ করুন।
৪. প্রিফারেন্স অপশন খুঁজে বের করুন ও ট্যাপ করুন।
৫. এরপর ‘মেমোরিজ’ অপশন থেকে ‘হাইড ডেটস’ বাটনে ট্যাপ করুন।
৬. পছন্দমতো তারিখ নির্বাচন করুন। গুগল ফোটোজ এসব তারিখের ছবি দিয়ে মেমোরি তৈরি করবে না।
নির্দিষ্ট ব্যক্তির ছবি আর্কাইভ
গুগল ফোটোজের ছবির গ্রিডে স্ক্রল করলে অন্যান্য ছবির সঙ্গে প্রাক্তনের ছবিও সামনে আসতে পারে। এসব ক্ষেত্রে প্রাক্তনের বা নির্দিষ্ট ব্যক্তির ছবি আর্কাইভ করে রাখা যেতে পারে। ফলে ফটোজের গ্যালারিতে আর ছবিগুলো দেখা যাবে না। সেই সঙ্গে সেসব ছবি দিয়ে গুগল ফটোজ কোনো মেমোরি বা হাইলাইটও তৈরি করবে না। ছবি আর্কাইভের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. গুগল ফটোজ অ্যাপ চালু করুন
২. প্রাক্তন বা যার ছবি আর্কাইভ করতে চান তার ছবি খুঁজে বের করুন।
৩. ছবির ওপরে ট্যাপ করে ধরে রাখুন ও আবার স্ক্রল করে বাকি ছবিগুলো নির্বাচন করুন।
৪. এরপর নিচের টুলবার মেনু ডান দিকে স্লাইড করুন ও মুভ টু আর্কাইভ অপশন খুঁজে বের করে এতে ট্যাপ করুন।
যেই প্রাক্তনকে প্রাণপণে ভুলে যাওয়ার চেষ্টা করছেন, গুগল ফটোজ হুটহাট সেই ছবি সামনে এনে পুরোনো স্মৃতি মনে করিয়ে দিতে পারে। কারণ গুগল ফটোজের বিভিন্ন ফিচার বিভিন্ন উপলক্ষে কোলাজ বা স্লাইড শো বানিয়ে দেয়। আপনি হয়তো কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রাক্তনের এসব ছবি আর দেখতে চান না, কিন্তু মুছেও দিতে করতে চাচ্ছেন না। এই দ্বিধা থেকে মুক্তি পেতে পারেন গুগলে ফটোজের ছবি লুকিয়ে রাখার ফিচার ব্যবহার করে।
গুগল ফটোজে ছবির গ্যালারি দেখা যায় তারিখ অনুযায়ী। ফলে কোনো ব্যক্তির ছবি যদি বিভিন্ন সময় তোলা হয়ে থাকে তাহলে সেগুলো বেছে বেছে ডিলিট করা বা আর্কাইভ খুব সময় ও শ্রমসাধ্য কাজ। তবে নির্দিষ্ট ব্যক্তির ছবি লুকানোর (হাইড) সুযোগ রয়েছে।
নির্দিষ্ট ব্যক্তির ছবি মেমোরি বা হাইলাইটস থেকে যেভাবে লুকাবেন—
১. গুগল ফটোজ অ্যাপটি চালু করুন ও ডান পাশে কোনায় থাকা প্রোফাইল আইকনটি ট্যাপ করুন।
২. আইকনটি ট্যাপ করলে একটি মেনু দেখা যাবে।
৩. মেনু থেকে ফটো সেটিংস অপশনটি ট্যাপ করুন।
৪. প্রিফারেন্স অপশন খুঁজে বের করুন ও ট্যাপ করুন।
৫. এরপর ‘মেমোরিজ’ অপশন থেকে ‘হাইড পিপল অ্যান্ড পেটস’ নির্বাচন করুন। এর মাধ্যমে গুগল ফটোজে আপলোড করা বিভিন্ন ব্যক্তি ও পোষা প্রাণীর মুখের ছবির তালিকা দেখানো হবে।
৬. যাদের ছবি ও ভিডিও লুকাতে চান সেগুলোর যে কোনো একটি নির্বাচন করলেই বাকিগুলো স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হবে।
নির্দিষ্ট তারিখের ছবি লুকাবেন যেভাবে
গুগল ফটোজ নির্দিষ্ট তারিখভিত্তিক মেমোরি তৈরি করে দেয়। এর ফলে প্রাক্তনের সঙ্গে কাটানো বিভিন্ন বার্ষিকী, জন্মদিন বা অন্য কোনো ছবি মনে করিয়ে দিতে পারে। নির্দিষ্ট তারিখের ছবি লুকানোর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. গুগল ফটোজ অ্যাপটি চালু করুন ও ডান পাশে কোনায় থাকা প্রোফাইল আইকনটি ট্যাপ করুন।
২. আইকনটি ট্যাপ করলে একটি মেনু দেখা যাবে।
৩. মেনু থেকে ফটো সেটিংস অপশনটি ট্যাপ করুন।
৪. প্রিফারেন্স অপশন খুঁজে বের করুন ও ট্যাপ করুন।
৫. এরপর ‘মেমোরিজ’ অপশন থেকে ‘হাইড ডেটস’ বাটনে ট্যাপ করুন।
৬. পছন্দমতো তারিখ নির্বাচন করুন। গুগল ফোটোজ এসব তারিখের ছবি দিয়ে মেমোরি তৈরি করবে না।
নির্দিষ্ট ব্যক্তির ছবি আর্কাইভ
গুগল ফোটোজের ছবির গ্রিডে স্ক্রল করলে অন্যান্য ছবির সঙ্গে প্রাক্তনের ছবিও সামনে আসতে পারে। এসব ক্ষেত্রে প্রাক্তনের বা নির্দিষ্ট ব্যক্তির ছবি আর্কাইভ করে রাখা যেতে পারে। ফলে ফটোজের গ্যালারিতে আর ছবিগুলো দেখা যাবে না। সেই সঙ্গে সেসব ছবি দিয়ে গুগল ফটোজ কোনো মেমোরি বা হাইলাইটও তৈরি করবে না। ছবি আর্কাইভের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. গুগল ফটোজ অ্যাপ চালু করুন
২. প্রাক্তন বা যার ছবি আর্কাইভ করতে চান তার ছবি খুঁজে বের করুন।
৩. ছবির ওপরে ট্যাপ করে ধরে রাখুন ও আবার স্ক্রল করে বাকি ছবিগুলো নির্বাচন করুন।
৪. এরপর নিচের টুলবার মেনু ডান দিকে স্লাইড করুন ও মুভ টু আর্কাইভ অপশন খুঁজে বের করে এতে ট্যাপ করুন।
বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলা নববর্ষ উপলক্ষে স্মার্টফোন অপো এ৫ প্রোর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে। এই নতুন সংস্করণে রয়েছে উল্লেখযোগ্য আপগ্রেড, যার মধ্যে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম। স্মার্টফোনটি এখন সারা দেশে পাওয়া যাচ্ছে মাত্র ২৬ হাজার ৯৯০ টাকায়।
১৫ ঘণ্টা আগেফেসবুক গ্রুপ চালানোর জন্য প্রয়োজন হয় দক্ষ অ্যাডমিনের। তাঁরা গ্রুপের সদস্যদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশে তৈরি করতে পারেন। তবে গ্রুপ বড় হয়ে গেলে বা এনগেজমেন্ট বেশি হলে গ্রুপটি একজন অ্যাডমিনের পক্ষে দেখভাল করা কঠিন হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় গ্রুপের বিশ্বস্ত কোনো সদস্যকে অ্যাডমিন বানানোর প্রয়োজনীয়তা দেখ
১ দিন আগেগুগল অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তির মূল ক্ষেত্রগুলোতে অবৈধভাবে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে রায় দিয়েছেন একজন মার্কিন ফেডারেল বিচারক। এই মামলায় মূলত তিনটি ক্ষেত্রে গুগলের আধিপত্যের বিষয়টি তুলে ধরা হয়— ডিসপ্লে বিজ্ঞাপন নেটওয়ার্ক, পাবলিশার টুলস এবং অ্যাড এক্সচেঞ্জ।
১ দিন আগেবিশ্বের অন্যতম প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে ৫ বিলিয়ন পাউন্ড বা ৬৬০ কোটি ডলারের মামলা করেছে যুক্তরাজ্য। অনলাইন সার্চ বাজারে নিজেদের আধিপত্যের অপব্যবহার করে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এই মামলা করা হয়।
২ দিন আগে