এক ডিভাইসে দুটি অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ। এর ফলে দুটি নম্বর ব্যবহার করে সমান্তরালভাবে দুই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। লগ ইন ও লগ আউটের বিরক্তিকর অভিজ্ঞতা আর হবে ন। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেডটস নাও এক প্রতিবেদনে এতথ্য জানায়।
হোয়াটসঅ্যাপে দুটি অ্যাকাউন্ট ব্যবহারের জন্য বাড়তি ফোন বা ট্যাবলেট কাছে রাখতে হয়। ‘ডুয়েল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট’ ফিচারের ফলে একাধিক অ্যাকাউন্ট থেকে সহজেই চ্যাট করতে পারবেন গ্রাহকরা। কিছুদিনের মধ্যে সব ডিভাইসে ফিচারটি আসবে বলে কোম্পানি জানিয়েছে।
ফিচার ব্যবহারে যা যা লাগবে
ডুয়েল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ফিচার ব্যবহারের জন্য আরেকটি অতিরিক্ত ফোন নম্বর (সাধারণ সিম বা ই–সিম) লাগবে। গ্রাহককে নিশ্চিত করতে হবে ডিভাইসে দুইটি সিম বা ই–সিমের সমর্থন রয়েছে কিনা। এরপরেই ওই ডিভাইসে হোয়াটসঅ্যাপের দ্বিতীয় অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।
নম্বরটি ভ্যারিফাইয়ের জন্য এককালীন পাসকোড পাঠাবে হোয়াটসঅ্যাপ। এককালীন পাসকোড পাওয়ার জন্য বিকল্প নম্বরের প্রয়োজন হবে। এসএমএসের মাধ্যমে এই পাসকোড পাঠানো হবে।
যেভাবে ফিচারটি চালু করবেন
১. হোয়াটসঅ্যাপের সর্বশেষ ভার্সনটি ডিভাইসে ডাউনলোড করুন
২. অ্যাপের বাম পাশের ওপরের কোনায় তিন ডট থেকে সেটিংস মেনুটি খুলুন
৩. সেটিংস মেনুতে অ্যাকাউন্টের নামের পাশে তীর চিহ্নটি দেখা যাবে
৪. তীরের ওপর ট্যাপ করে ‘অ্যাড অ্যাকাউন্ট’ সিলেক্ট করুন।
৫. দ্বিতীয় ফোন নম্বরটি এন্টার করুন এবং নম্বরটি ভ্যারিফাইয়ের জন্য এসএমএম বা কল আসবে
৬. নম্বরটি ভ্যারিফাই হলে নামের পাশের তীরটিতে ট্যাপ করে অ্যাকাউন্ট সুইচ করা যাবে।
প্রতিটি অ্যাকাউন্টের প্রাইভেসি ও নোটিফিকেশনের সেটিংস আলাদা আলাদাভাবে নির্বাচন করা যাবে। মিউট, অ্যার্কাইভ চ্যাট, ডিলিট মেসেজ বা বল্কের মত সেটিংস গুলো প্রতিটি অ্যাকাউন্টে আলাদাভাবে করা যাবে।
এক ডিভাইসে দুটি অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ। এর ফলে দুটি নম্বর ব্যবহার করে সমান্তরালভাবে দুই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। লগ ইন ও লগ আউটের বিরক্তিকর অভিজ্ঞতা আর হবে ন। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেডটস নাও এক প্রতিবেদনে এতথ্য জানায়।
হোয়াটসঅ্যাপে দুটি অ্যাকাউন্ট ব্যবহারের জন্য বাড়তি ফোন বা ট্যাবলেট কাছে রাখতে হয়। ‘ডুয়েল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট’ ফিচারের ফলে একাধিক অ্যাকাউন্ট থেকে সহজেই চ্যাট করতে পারবেন গ্রাহকরা। কিছুদিনের মধ্যে সব ডিভাইসে ফিচারটি আসবে বলে কোম্পানি জানিয়েছে।
ফিচার ব্যবহারে যা যা লাগবে
ডুয়েল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ফিচার ব্যবহারের জন্য আরেকটি অতিরিক্ত ফোন নম্বর (সাধারণ সিম বা ই–সিম) লাগবে। গ্রাহককে নিশ্চিত করতে হবে ডিভাইসে দুইটি সিম বা ই–সিমের সমর্থন রয়েছে কিনা। এরপরেই ওই ডিভাইসে হোয়াটসঅ্যাপের দ্বিতীয় অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।
নম্বরটি ভ্যারিফাইয়ের জন্য এককালীন পাসকোড পাঠাবে হোয়াটসঅ্যাপ। এককালীন পাসকোড পাওয়ার জন্য বিকল্প নম্বরের প্রয়োজন হবে। এসএমএসের মাধ্যমে এই পাসকোড পাঠানো হবে।
যেভাবে ফিচারটি চালু করবেন
১. হোয়াটসঅ্যাপের সর্বশেষ ভার্সনটি ডিভাইসে ডাউনলোড করুন
২. অ্যাপের বাম পাশের ওপরের কোনায় তিন ডট থেকে সেটিংস মেনুটি খুলুন
৩. সেটিংস মেনুতে অ্যাকাউন্টের নামের পাশে তীর চিহ্নটি দেখা যাবে
৪. তীরের ওপর ট্যাপ করে ‘অ্যাড অ্যাকাউন্ট’ সিলেক্ট করুন।
৫. দ্বিতীয় ফোন নম্বরটি এন্টার করুন এবং নম্বরটি ভ্যারিফাইয়ের জন্য এসএমএম বা কল আসবে
৬. নম্বরটি ভ্যারিফাই হলে নামের পাশের তীরটিতে ট্যাপ করে অ্যাকাউন্ট সুইচ করা যাবে।
প্রতিটি অ্যাকাউন্টের প্রাইভেসি ও নোটিফিকেশনের সেটিংস আলাদা আলাদাভাবে নির্বাচন করা যাবে। মিউট, অ্যার্কাইভ চ্যাট, ডিলিট মেসেজ বা বল্কের মত সেটিংস গুলো প্রতিটি অ্যাকাউন্টে আলাদাভাবে করা যাবে।
বর্তমান ডিজিটাল যুগে ব্যবসা-বাণিজ্য বা ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের জন্য ফেসবুক পেজ একটি অপরিহার্য মাধ্যম। তবে ফেসবুক পেজ খুললেই শুধু হবে না, দর্শকদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার জন্য সেটিকে আরও কার্যকরভাবে গুছিয়ে তুলতে হবে। আর ঠিক এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ‘অ্যাকশন বাটন’।
১ ঘণ্টা আগেবন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
১৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১৯ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
২০ ঘণ্টা আগে