Ajker Patrika

ফেসবুকের পর রাশিয়ার নিষেধাজ্ঞায় যুক্ত হল টুইটার ও ইউটিউব

আপডেট : ০৫ মার্চ ২০২২, ০৩: ৫৯
ফেসবুকের পর রাশিয়ার নিষেধাজ্ঞায় যুক্ত হল টুইটার ও ইউটিউব

রাশিয়া ফেসবুক নিষিদ্ধ করার পর এবার টুইটার এবং ইউটিউবে অ্যাকসেস ব্লক করেছে। তাস নিউজ এজেন্সি বলেছে যে, রাশিয়ান মিডিয়া ওয়াচডগ টুইটারে অ্যাকসেস সীমিত করেছে এবং ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি বলেছে আগে এই পরিষেবাটি ব্লক করা হয়েছিল। 

নিয়ন্ত্রকের ওয়েবসাইটে একটি বার্তায় বলা হয়েছে , যেদিন রাশিয়া তার আক্রমণ শুরু করেছিল সেদিন (২৪ ফেব্রুয়ারি) প্রসিকিউটর জেনারেল অফিসের সিদ্ধান্তের ভিত্তিতে টুইটারে অ্যাকসেস সীমিত করা হয়েছিল। 

ইউটিউব, টুইটার এবং ফেসবুক হল রাশিয়ার সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির মধ্যে অন্যতম। 

ফেসবুক বলেছে রাশিয়ার এমন পদক্ষেপ লক্ষ লক্ষ মানুষকে নির্ভরযোগ্য তথ্য এবং তাদের মতামত শেয়ার করার একটি প্ল্যাটফর্ম থেকে দূরে সরিয়ে দেবে। 

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার গ্লোবাল অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট নিক ক্লেগ বলেছেন, ‘শিগগির লক্ষ লক্ষ সাধারণ রাশিয়ান নিজেদেরকে নির্ভরযোগ্য তথ্য থেকে বিচ্ছিন্ন দেখতে পাবে... এবং কথা বলা থেকে নীরব হয়ে যাবে।’

রাশিয়ান কর্তৃপক্ষ স্বাধীন গণমাধ্যমের ওপর চাপ বাড়াচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

হেফাজতের সমাবেশে জুলাইয়ের নারীদের গালিগালাজের নিন্দা জানাই: রিফাত রশিদ

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নেই ১ শতাংশও

জামায়াতের ‘রোহিঙ্গা রাজ্যের প্রস্তাব’ প্রত্যাখ্যান করল মিয়ানমার সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত