প্রযুক্তি ডেস্ক
রাজধানী ঢাকার গুলশানের হোটেল আমারীতে বাংলাদেশের প্রথম ক্রিকেট গেমিং অ্যাপ ‘হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবল’ এর উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে অ্যাপটির উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘অল্পদিনের মধ্যেই বাংলাদেশে বিলিয়ন ডলারের গেমিংয়ের বাজার তৈরি হবে এবং লক্ষাধিক তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে। এ জন্য এরই মধ্যে আইসিটি ডিভিশন দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ে ল্যাব স্থাপনের পাশাপাশি প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিচ্ছে।’
গেমিং অ্যাপটির নির্মাতারা জানান, খুব দ্রুতই হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবলের সঙ্গে ভার্চুয়াল রিয়্যালিটি বা ভি আর মোড সংযোজন করা হবে। তখন এটি আরও উপভোগ্য হয়ে উঠবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাপটির উদ্যোক্তা কাজী সাজেদুর রহমান, বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমিনুল হাকিম, টারটেইল সলিউশনসের সহ-প্রতিষ্ঠাতা খান রিফাত সালাম।
প্রসঙ্গত, হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবল অ্যাপটিতে কাজ করেছে কেপিসি এন্টারপ্রাইজ এবং টারটেল সলিউশনসের আটজন দেশি প্রোগ্রামার। হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবল গেমিং অ্যাপে নিজের অ্যাভাটারে ব্যাট হাতে মাঠে নামবেন মুশফিক, খেলবেন ভার্চুয়াল ময়দানে। ১৫ অক্টোবর থেকে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম এবং ডিসেম্বর থেকে আইওএস প্ল্যাটফর্মে উঠবে গেমিং অ্যাপটি। যারা গেমটি খেলবেন তাঁরা হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবল এর পেজে প্রতিক্রিয়া ও পরামর্শ জানাতে পারবেন। তাঁদের পরামর্শগুলো বিবেচনায় নিয়েই নিয়মিত গেমিং অ্যাপটিকে আপডেট করা হবে।
মুশফিকুর রহিমের লেজেন্ডারি ইমেজকে প্রাধান্য দিয়েই গেমিং অ্যাপটি তৈরি করা হয়েছে। লোগো থেকে জার্সি, মাঠ থেকে ড্রেসিংরুম সবখানেই পাওয়া যাবে হুবহু বাস্তবের মুশফিকের উপস্থিতি। এর সঙ্গে আছে হাইডেফিনেশন গ্রাফিকসে তৈরি মুশফিকের নিখুঁত অ্যাভাটার। যিনি গেমটি ডাউনলোড করবেন, তিনি ভার্চুয়াল মাঠে নিজেই হয়ে উঠবেন মুশফিকুর রহিম। ক্রিকেটের প্রায় সব ধরনের ব্যাটিং স্ট্রোক এবং বোলিং অ্যাকশন এখানে যুক্ত করা হয়েছে। তিনটি গুরুত্বপূর্ণ মোডিউল এখানে আছে–জেনারেল মোড, মাল্টিপ্লেয়ার মোড এবং লেজেন্ডারি মোড।
উদ্যোক্তা সাজেদুর রহমান বলেন, ‘মানুষের আগ্রহ সম্পর্কে ধারণা পেতে অ্যাপটির একটি বেটা ভার্সন গুগল অ্যাপ স্টোরে আপলোড করা হয়। মাত্র ২৪ ঘণ্টায় এক লাখ ৬০ হাজারের বেশি সাবস্ক্রিপশন জড়ো হয়; এক সপ্তাহে ৫০ লাখ বার খেলা হয়েছে গেমটি।'
উল্লেখ্য, এই গেমিং অ্যাপের ব্যবসায়িক লভ্যাংশ যাবে মুশফিকুর রহিম ফাউন্ডেশনে। বাইরের দেশেও লেজেন্ডদের নিয়ে একাধিক গেম আছে। যেমন শচীন টেন্ডুলকারকে নিয়ে শচীন সাগা, ব্রাইন লারাকে নিয়ে আছে ব্রাইন লারা ক্রিকেট।
রাজধানী ঢাকার গুলশানের হোটেল আমারীতে বাংলাদেশের প্রথম ক্রিকেট গেমিং অ্যাপ ‘হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবল’ এর উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে অ্যাপটির উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘অল্পদিনের মধ্যেই বাংলাদেশে বিলিয়ন ডলারের গেমিংয়ের বাজার তৈরি হবে এবং লক্ষাধিক তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে। এ জন্য এরই মধ্যে আইসিটি ডিভিশন দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ে ল্যাব স্থাপনের পাশাপাশি প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিচ্ছে।’
গেমিং অ্যাপটির নির্মাতারা জানান, খুব দ্রুতই হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবলের সঙ্গে ভার্চুয়াল রিয়্যালিটি বা ভি আর মোড সংযোজন করা হবে। তখন এটি আরও উপভোগ্য হয়ে উঠবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাপটির উদ্যোক্তা কাজী সাজেদুর রহমান, বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমিনুল হাকিম, টারটেইল সলিউশনসের সহ-প্রতিষ্ঠাতা খান রিফাত সালাম।
প্রসঙ্গত, হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবল অ্যাপটিতে কাজ করেছে কেপিসি এন্টারপ্রাইজ এবং টারটেল সলিউশনসের আটজন দেশি প্রোগ্রামার। হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবল গেমিং অ্যাপে নিজের অ্যাভাটারে ব্যাট হাতে মাঠে নামবেন মুশফিক, খেলবেন ভার্চুয়াল ময়দানে। ১৫ অক্টোবর থেকে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম এবং ডিসেম্বর থেকে আইওএস প্ল্যাটফর্মে উঠবে গেমিং অ্যাপটি। যারা গেমটি খেলবেন তাঁরা হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবল এর পেজে প্রতিক্রিয়া ও পরামর্শ জানাতে পারবেন। তাঁদের পরামর্শগুলো বিবেচনায় নিয়েই নিয়মিত গেমিং অ্যাপটিকে আপডেট করা হবে।
মুশফিকুর রহিমের লেজেন্ডারি ইমেজকে প্রাধান্য দিয়েই গেমিং অ্যাপটি তৈরি করা হয়েছে। লোগো থেকে জার্সি, মাঠ থেকে ড্রেসিংরুম সবখানেই পাওয়া যাবে হুবহু বাস্তবের মুশফিকের উপস্থিতি। এর সঙ্গে আছে হাইডেফিনেশন গ্রাফিকসে তৈরি মুশফিকের নিখুঁত অ্যাভাটার। যিনি গেমটি ডাউনলোড করবেন, তিনি ভার্চুয়াল মাঠে নিজেই হয়ে উঠবেন মুশফিকুর রহিম। ক্রিকেটের প্রায় সব ধরনের ব্যাটিং স্ট্রোক এবং বোলিং অ্যাকশন এখানে যুক্ত করা হয়েছে। তিনটি গুরুত্বপূর্ণ মোডিউল এখানে আছে–জেনারেল মোড, মাল্টিপ্লেয়ার মোড এবং লেজেন্ডারি মোড।
উদ্যোক্তা সাজেদুর রহমান বলেন, ‘মানুষের আগ্রহ সম্পর্কে ধারণা পেতে অ্যাপটির একটি বেটা ভার্সন গুগল অ্যাপ স্টোরে আপলোড করা হয়। মাত্র ২৪ ঘণ্টায় এক লাখ ৬০ হাজারের বেশি সাবস্ক্রিপশন জড়ো হয়; এক সপ্তাহে ৫০ লাখ বার খেলা হয়েছে গেমটি।'
উল্লেখ্য, এই গেমিং অ্যাপের ব্যবসায়িক লভ্যাংশ যাবে মুশফিকুর রহিম ফাউন্ডেশনে। বাইরের দেশেও লেজেন্ডদের নিয়ে একাধিক গেম আছে। যেমন শচীন টেন্ডুলকারকে নিয়ে শচীন সাগা, ব্রাইন লারাকে নিয়ে আছে ব্রাইন লারা ক্রিকেট।
আগাগোড়াই স্মার্টফোনের সঙ্গে বড় হওয়া প্রথম প্রজন্ম জেনারেশন জেড বা জেন-জি। যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে। নতুন এক গবেষণা বলছে, ভুল তথ্যে বিশ্বাস করার ক্ষেত্রে যেসব শ্রেণি বা গোষ্ঠীর মানুষেরা বেশি ঝুঁকিপূর্ণ তাদের মধ্যে প্রযুক্তির আশীর্বাদ নিয়ে জন্ম নেওয়া জেন-জি প্রজন্ম অন্যতম। সম্প্রতি কানাডা
৪ ঘণ্টা আগেচাকরির বাজারে এক নতুন হুমকির নাম—কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই প্রযুক্তির সুযোগ নিয়ে প্রতারকেরা এখন তৈরি করছে ভুয়া প্রোফাইল। এসব ভুয়া প্রোফাইল দিয়ে অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে দূর থেকে কাজ করার সুযোগ পেতে চায় প্রতারকেরা।
৫ ঘণ্টা আগেপ্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো অনেকেরই প্রিয় অভ্যাস। তবে যতই দিকনির্দেশনার দক্ষতা থাকুক না কেন, প্রকৃতির গভীরে প্রবেশ করলে নির্ভরযোগ্য একটি জিপিএস ট্র্যাকারই হয় সবচেয়ে বড় সহায়। এ জন্য এমন এক উদ্ভাবনী ডিভাইস নিয়ে এসেছে গারমিন, যার রয়েছে যেকোনো পরিবেশে টিকে থাকার মতো স্থায়িত্ব, শক্তিশালী সিগন্যাল গ্রহণক্ষম
৫ ঘণ্টা আগেআজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অডিটোরিয়ামে আয়োজিত ‘ইন্টারনেট সেবা: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় এ কথা জানান সংগঠনের সভাপতি ইমদাদুল হক।
৬ ঘণ্টা আগে