প্রযুক্তি ডেস্ক
রাজধানী ঢাকার গুলশানের হোটেল আমারীতে বাংলাদেশের প্রথম ক্রিকেট গেমিং অ্যাপ ‘হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবল’ এর উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে অ্যাপটির উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘অল্পদিনের মধ্যেই বাংলাদেশে বিলিয়ন ডলারের গেমিংয়ের বাজার তৈরি হবে এবং লক্ষাধিক তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে। এ জন্য এরই মধ্যে আইসিটি ডিভিশন দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ে ল্যাব স্থাপনের পাশাপাশি প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিচ্ছে।’
গেমিং অ্যাপটির নির্মাতারা জানান, খুব দ্রুতই হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবলের সঙ্গে ভার্চুয়াল রিয়্যালিটি বা ভি আর মোড সংযোজন করা হবে। তখন এটি আরও উপভোগ্য হয়ে উঠবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাপটির উদ্যোক্তা কাজী সাজেদুর রহমান, বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমিনুল হাকিম, টারটেইল সলিউশনসের সহ-প্রতিষ্ঠাতা খান রিফাত সালাম।
প্রসঙ্গত, হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবল অ্যাপটিতে কাজ করেছে কেপিসি এন্টারপ্রাইজ এবং টারটেল সলিউশনসের আটজন দেশি প্রোগ্রামার। হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবল গেমিং অ্যাপে নিজের অ্যাভাটারে ব্যাট হাতে মাঠে নামবেন মুশফিক, খেলবেন ভার্চুয়াল ময়দানে। ১৫ অক্টোবর থেকে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম এবং ডিসেম্বর থেকে আইওএস প্ল্যাটফর্মে উঠবে গেমিং অ্যাপটি। যারা গেমটি খেলবেন তাঁরা হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবল এর পেজে প্রতিক্রিয়া ও পরামর্শ জানাতে পারবেন। তাঁদের পরামর্শগুলো বিবেচনায় নিয়েই নিয়মিত গেমিং অ্যাপটিকে আপডেট করা হবে।
মুশফিকুর রহিমের লেজেন্ডারি ইমেজকে প্রাধান্য দিয়েই গেমিং অ্যাপটি তৈরি করা হয়েছে। লোগো থেকে জার্সি, মাঠ থেকে ড্রেসিংরুম সবখানেই পাওয়া যাবে হুবহু বাস্তবের মুশফিকের উপস্থিতি। এর সঙ্গে আছে হাইডেফিনেশন গ্রাফিকসে তৈরি মুশফিকের নিখুঁত অ্যাভাটার। যিনি গেমটি ডাউনলোড করবেন, তিনি ভার্চুয়াল মাঠে নিজেই হয়ে উঠবেন মুশফিকুর রহিম। ক্রিকেটের প্রায় সব ধরনের ব্যাটিং স্ট্রোক এবং বোলিং অ্যাকশন এখানে যুক্ত করা হয়েছে। তিনটি গুরুত্বপূর্ণ মোডিউল এখানে আছে–জেনারেল মোড, মাল্টিপ্লেয়ার মোড এবং লেজেন্ডারি মোড।
উদ্যোক্তা সাজেদুর রহমান বলেন, ‘মানুষের আগ্রহ সম্পর্কে ধারণা পেতে অ্যাপটির একটি বেটা ভার্সন গুগল অ্যাপ স্টোরে আপলোড করা হয়। মাত্র ২৪ ঘণ্টায় এক লাখ ৬০ হাজারের বেশি সাবস্ক্রিপশন জড়ো হয়; এক সপ্তাহে ৫০ লাখ বার খেলা হয়েছে গেমটি।'
উল্লেখ্য, এই গেমিং অ্যাপের ব্যবসায়িক লভ্যাংশ যাবে মুশফিকুর রহিম ফাউন্ডেশনে। বাইরের দেশেও লেজেন্ডদের নিয়ে একাধিক গেম আছে। যেমন শচীন টেন্ডুলকারকে নিয়ে শচীন সাগা, ব্রাইন লারাকে নিয়ে আছে ব্রাইন লারা ক্রিকেট।
রাজধানী ঢাকার গুলশানের হোটেল আমারীতে বাংলাদেশের প্রথম ক্রিকেট গেমিং অ্যাপ ‘হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবল’ এর উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে অ্যাপটির উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘অল্পদিনের মধ্যেই বাংলাদেশে বিলিয়ন ডলারের গেমিংয়ের বাজার তৈরি হবে এবং লক্ষাধিক তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে। এ জন্য এরই মধ্যে আইসিটি ডিভিশন দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ে ল্যাব স্থাপনের পাশাপাশি প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিচ্ছে।’
গেমিং অ্যাপটির নির্মাতারা জানান, খুব দ্রুতই হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবলের সঙ্গে ভার্চুয়াল রিয়্যালিটি বা ভি আর মোড সংযোজন করা হবে। তখন এটি আরও উপভোগ্য হয়ে উঠবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাপটির উদ্যোক্তা কাজী সাজেদুর রহমান, বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমিনুল হাকিম, টারটেইল সলিউশনসের সহ-প্রতিষ্ঠাতা খান রিফাত সালাম।
প্রসঙ্গত, হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবল অ্যাপটিতে কাজ করেছে কেপিসি এন্টারপ্রাইজ এবং টারটেল সলিউশনসের আটজন দেশি প্রোগ্রামার। হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবল গেমিং অ্যাপে নিজের অ্যাভাটারে ব্যাট হাতে মাঠে নামবেন মুশফিক, খেলবেন ভার্চুয়াল ময়দানে। ১৫ অক্টোবর থেকে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম এবং ডিসেম্বর থেকে আইওএস প্ল্যাটফর্মে উঠবে গেমিং অ্যাপটি। যারা গেমটি খেলবেন তাঁরা হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবল এর পেজে প্রতিক্রিয়া ও পরামর্শ জানাতে পারবেন। তাঁদের পরামর্শগুলো বিবেচনায় নিয়েই নিয়মিত গেমিং অ্যাপটিকে আপডেট করা হবে।
মুশফিকুর রহিমের লেজেন্ডারি ইমেজকে প্রাধান্য দিয়েই গেমিং অ্যাপটি তৈরি করা হয়েছে। লোগো থেকে জার্সি, মাঠ থেকে ড্রেসিংরুম সবখানেই পাওয়া যাবে হুবহু বাস্তবের মুশফিকের উপস্থিতি। এর সঙ্গে আছে হাইডেফিনেশন গ্রাফিকসে তৈরি মুশফিকের নিখুঁত অ্যাভাটার। যিনি গেমটি ডাউনলোড করবেন, তিনি ভার্চুয়াল মাঠে নিজেই হয়ে উঠবেন মুশফিকুর রহিম। ক্রিকেটের প্রায় সব ধরনের ব্যাটিং স্ট্রোক এবং বোলিং অ্যাকশন এখানে যুক্ত করা হয়েছে। তিনটি গুরুত্বপূর্ণ মোডিউল এখানে আছে–জেনারেল মোড, মাল্টিপ্লেয়ার মোড এবং লেজেন্ডারি মোড।
উদ্যোক্তা সাজেদুর রহমান বলেন, ‘মানুষের আগ্রহ সম্পর্কে ধারণা পেতে অ্যাপটির একটি বেটা ভার্সন গুগল অ্যাপ স্টোরে আপলোড করা হয়। মাত্র ২৪ ঘণ্টায় এক লাখ ৬০ হাজারের বেশি সাবস্ক্রিপশন জড়ো হয়; এক সপ্তাহে ৫০ লাখ বার খেলা হয়েছে গেমটি।'
উল্লেখ্য, এই গেমিং অ্যাপের ব্যবসায়িক লভ্যাংশ যাবে মুশফিকুর রহিম ফাউন্ডেশনে। বাইরের দেশেও লেজেন্ডদের নিয়ে একাধিক গেম আছে। যেমন শচীন টেন্ডুলকারকে নিয়ে শচীন সাগা, ব্রাইন লারাকে নিয়ে আছে ব্রাইন লারা ক্রিকেট।
চ্যাটজিপিটি বা অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই অ্যাপে) থেরাপি বা মানসিক সহায়তা নেওয়ার ক্ষেত্রে ব্যবহারকারীদের সতর্ক হওয়া উচিত। কারণ, এখনো এই প্রযুক্তিতে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করার উপযুক্ত আইনি কাঠামো তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান।
১৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সাবেক নৌবাহিনী কর্মকর্তাদের প্রতিষ্ঠিত স্টার্টআপ স্পিয়ার এআই প্রথমবারের মতো বাইরের কোনো উৎস থেকে বিনিয়োগ পেয়েছে। কোম্পানিটি সাবমেরিন বা ডুবোজাহাজ থেকে সংগৃহীত জটিল ডেটা বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে থাকে।
১৬ ঘণ্টা আগেবিশ্বখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল তাদের ইতিহাসের অন্যতম বড় পুনর্গঠনের পথে হাঁটছে। মার্কিন এই কোম্পানি ২০২৫ সালের মধ্যে প্রায় ২৪ হাজার কর্মী ছাঁটাই করবে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। খরচ কমাতে এবং কোম্পানিটিকে লাভজনক করতে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লিপ-বু টান এর নেতৃত্বে...
১৬ ঘণ্টা আগেবিশ্ববিখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই আগামী আগস্টে তাদের পরবর্তী প্রজন্মের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল জিপিটি-৫ উন্মোচনের পরিকল্পনা করছে। এ বছরের শুরুতেই মাইক্রোসফটের প্রকৌশলীরা নতুন এই মডেলের জন্য সার্ভার প্রস্তুতির কাজ শুরু করেছিলেন। সে সময়ে গুঞ্জন ছিল, জিপিটি-৫ গত মে মাসের শেষ দিকে...
২০ ঘণ্টা আগে