প্রযুক্তি ডেস্ক
শিশুদের মানসিক বিকাশের জন্য ছবি আঁকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিজ্ঞানী এবং শিশু বিশেষজ্ঞরা মনে করেন, আঁকাআঁকি শিশুর মস্তিষ্ক, বিশেষ করে সৃজনশীল চিন্তাভাবনার বিকাশের জন্য শক্তিশালী মাধ্যম। ছবি আঁকা শিশুদের যুক্তি শেখায়। এ ছাড়া স্থানিক কল্পনা ও বিশ্লেষণাত্মক চিন্তাভাবনার তুলনা ও বিকাশ করতে শেখায়। বিশ্বকে বুঝতে এবং তাদের নিজস্ব উপায়ে সেটি প্রকাশ করতে সহায়তা করে।
প্রযুক্তির এই দারুণ উৎকর্ষের সময়ে বাড়ির ছোট সদস্যটিও মোবাইল ফোন ব্যবহারে পিছিয়ে নেই। তবে শিশুটিকে যদি মোবাইল ফোন দিতেই হয়, তাহলে সেটিতে এমন কিছু রাখতে হবে, যা তাকে গ্যাজেটটির প্রতি আসক্ত না করে বরং নতুন জগতের সন্ধান দেবে। সে জন্য মোবাইল ফোনটিতে নামিয়ে নেওয়া যেতে পারে বেশ কিছু ছবি আঁকার অ্যাপস, যা শিশুদের আঁকার প্রতি মনোযোগী করে তুলবে।
শিশুদের নানান রকম রঙের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আরভি অ্যাপ স্টুডিও ডেভেলপ করেছে কালারিং গেমস নামের অ্যাপ।
সহজ কথায় বলা যায়, রং চেনা ও রং করার অ্যাপটি শিশুর জন্য ডিজিটাল ক্যানভাস হিসেবে কাজ করবে। ফান পেইন্ট, কালার ফিল, ড্রইং, গ্লোপেন, নম্বর পেইন্ট ইত্যাদি মজার গেম রয়েছে এই অ্যাপে। তুলি ও ড্রইং পেপারের বদলে টাচ স্ক্রিন এবং আঙুলের সাহায্যে অ্যানিমেটেড নানান ছবি রং করার সুবিধা আছে এতে। ১০০টির বেশি ছবি দেওয়া আছে রং করার জন্য। ছবির কোথায় কোন রং দিতে হবে, তার আলাদা আলাদা নম্বর দেওয়া থাকে এবং সেই নম্বরের রং দিয়ে ছবিতে রং করতে হয়।
তাই রং করার পাশাপাশি সংখ্যা চেনার পাঠের একটি পরীক্ষাও হয়ে যাবে। খালি পেজে শিশুরা নিজের ইচ্ছেমতো আঁকতে ও রং করতে পারবে। তাদের আঁকা ও রং করা মাস্টারপিস ছবিগুলো বাঁধাই করে ঝুলিয়েও রাখতে পারবে।
গাঢ় প্রেক্ষাপটের ওপর উজ্জ্বল রং দিয়ে ছবি আঁকা অ্যাপটির আরেক বিশেষ বৈশিষ্ট্য। এর মনকাড়া গ্রাফিকস ও শব্দশৈলী শিশুদের মন জয় করে নেবে সহজে। অ্যাপটির বিজ্ঞাপনবিহীন ফুল ভার্সন প্লে ও অ্যাপ স্টোর থেকে সহজেই ডাউনলোড করা যাবে।
এ রকম আরেকটি অ্যাপ্লিকেশন হলো হাউ টু ড্র-ইজি লেসন।এটি ব্যবহার করে স্মার্টফোনেই জেনে নেওয়া যাবে ছবি আঁকার অনেক কিছু। স্কেচ নামের আরও একটি সহজ অ্যাপ আছে ছবি আঁকার। মাইক্রোসফট পেইন্টের মোটামুটি সব অপশন এখানে রয়েছে। সঙ্গে আরও কিছু মজার টুলসও আছে।কার্টুন আঁকার জন্য অ্যাপটি অসাধারণ সব অভিজ্ঞতা দেবে।
শিশুদের মানসিক বিকাশের জন্য ছবি আঁকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিজ্ঞানী এবং শিশু বিশেষজ্ঞরা মনে করেন, আঁকাআঁকি শিশুর মস্তিষ্ক, বিশেষ করে সৃজনশীল চিন্তাভাবনার বিকাশের জন্য শক্তিশালী মাধ্যম। ছবি আঁকা শিশুদের যুক্তি শেখায়। এ ছাড়া স্থানিক কল্পনা ও বিশ্লেষণাত্মক চিন্তাভাবনার তুলনা ও বিকাশ করতে শেখায়। বিশ্বকে বুঝতে এবং তাদের নিজস্ব উপায়ে সেটি প্রকাশ করতে সহায়তা করে।
প্রযুক্তির এই দারুণ উৎকর্ষের সময়ে বাড়ির ছোট সদস্যটিও মোবাইল ফোন ব্যবহারে পিছিয়ে নেই। তবে শিশুটিকে যদি মোবাইল ফোন দিতেই হয়, তাহলে সেটিতে এমন কিছু রাখতে হবে, যা তাকে গ্যাজেটটির প্রতি আসক্ত না করে বরং নতুন জগতের সন্ধান দেবে। সে জন্য মোবাইল ফোনটিতে নামিয়ে নেওয়া যেতে পারে বেশ কিছু ছবি আঁকার অ্যাপস, যা শিশুদের আঁকার প্রতি মনোযোগী করে তুলবে।
শিশুদের নানান রকম রঙের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আরভি অ্যাপ স্টুডিও ডেভেলপ করেছে কালারিং গেমস নামের অ্যাপ।
সহজ কথায় বলা যায়, রং চেনা ও রং করার অ্যাপটি শিশুর জন্য ডিজিটাল ক্যানভাস হিসেবে কাজ করবে। ফান পেইন্ট, কালার ফিল, ড্রইং, গ্লোপেন, নম্বর পেইন্ট ইত্যাদি মজার গেম রয়েছে এই অ্যাপে। তুলি ও ড্রইং পেপারের বদলে টাচ স্ক্রিন এবং আঙুলের সাহায্যে অ্যানিমেটেড নানান ছবি রং করার সুবিধা আছে এতে। ১০০টির বেশি ছবি দেওয়া আছে রং করার জন্য। ছবির কোথায় কোন রং দিতে হবে, তার আলাদা আলাদা নম্বর দেওয়া থাকে এবং সেই নম্বরের রং দিয়ে ছবিতে রং করতে হয়।
তাই রং করার পাশাপাশি সংখ্যা চেনার পাঠের একটি পরীক্ষাও হয়ে যাবে। খালি পেজে শিশুরা নিজের ইচ্ছেমতো আঁকতে ও রং করতে পারবে। তাদের আঁকা ও রং করা মাস্টারপিস ছবিগুলো বাঁধাই করে ঝুলিয়েও রাখতে পারবে।
গাঢ় প্রেক্ষাপটের ওপর উজ্জ্বল রং দিয়ে ছবি আঁকা অ্যাপটির আরেক বিশেষ বৈশিষ্ট্য। এর মনকাড়া গ্রাফিকস ও শব্দশৈলী শিশুদের মন জয় করে নেবে সহজে। অ্যাপটির বিজ্ঞাপনবিহীন ফুল ভার্সন প্লে ও অ্যাপ স্টোর থেকে সহজেই ডাউনলোড করা যাবে।
এ রকম আরেকটি অ্যাপ্লিকেশন হলো হাউ টু ড্র-ইজি লেসন।এটি ব্যবহার করে স্মার্টফোনেই জেনে নেওয়া যাবে ছবি আঁকার অনেক কিছু। স্কেচ নামের আরও একটি সহজ অ্যাপ আছে ছবি আঁকার। মাইক্রোসফট পেইন্টের মোটামুটি সব অপশন এখানে রয়েছে। সঙ্গে আরও কিছু মজার টুলসও আছে।কার্টুন আঁকার জন্য অ্যাপটি অসাধারণ সব অভিজ্ঞতা দেবে।
অ্যাপলের আইফোন ১৭ মডেলের আত্মপ্রকাশের আর মাত্র দুই মাস বাকি। এর মধ্যেই নতুন আইফোন নিয়ে গুঞ্জন ও জল্পনা-কল্পনা তুঙ্গে উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ম্যাকরিউমরস আইফোন ১৭ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলো এবং কিছু সম্ভাব্য নেতিবাচক পরিবর্তন তুলে ধরেছে।
১৯ ঘণ্টা আগেঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
৩ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
৩ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
৩ দিন আগে