Ajker Patrika

তিন চাকার বৈদ্যুতিক সাইকেল

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ০৯: ০৬
Thumbnail image

একটি জনপ্রিয় গান আছে এ দেশে, ‘হাওয়ার ওপর চলে গাড়ি/ লাগে না পেট্রোল ডিজেল/ মানুষ একটা দুই চাকার সাইকেল?।’ এই গান ও সাইকেলের রূপ বদলে দিয়ে ইউরোপ, আমেরিকা ও এশিয়ার অনেক দেশে চলছে বৈদ্যুতিক সাইকেল ভাইরিবাস ট্রাইক। ভারসাম্য রক্ষার দক্ষতার অভাবে যাঁরা সাইকেল চালাতে পারেননি, তাঁদের জন্য সুখবর হলো, বৈদ্যুতিক এ সাইকেল চালানো বেশ সহজ। কারণ, এই সাইকেল চলবে তিন চাকায়।

ভাইরিবাস ট্রাইক সাইকেলে রয়েছে ৩৫ভি ১০এএইচ ব্যাটারি। এটি পুরো চার্জ হতে সময় নেবে ৪ থেকে ৬ ঘণ্টা। সামনের চাকায় রয়েছে ২৫০ ওয়াট মোটর। এর হাব মোটরের সর্বোচ্চ আউটপুট ৫০০ ওয়াট। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, একবার পুরো চার্জে টানা ৩০ কিলোমিটার চালানো যাবে এই তিন চাকার সাইকেল। ঘণ্টায় ১৫ কিলোমিটার চলতে পারে মাত্র ৩২ কেজি ওজনের এই সাইকেল। এটি ২৪ ও ২৬ ইঞ্চি–এই দুই আকারে পাওয়া যায়। ভাইরিবাস ট্রাইক সাইকেল শহুরে যাতায়াতের জন্য উপযোগী। তবে এর আছে মালামাল বহন করার অতিরিক্ত সুবিধা। আরাম করে পা রাখার জন্য রয়েছে থাম্ব থ্রটেল। সাইকেলটির সঙ্গে আছে সাড়ে ৩ ইঞ্চির ডিসপ্লে।

মোটরসাইকেল ও স্কুটারের মতো এর সামনেও রয়েছে এলইডি হেডলাইট। তিন চাকার এই বৈদ্যুতিক সাইকেল ছয়টি রঙে পাওয়া যাবে। এরই মধ্যে এটি ইউরোপ ও আমেরিকার একাধিক দেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ভারত বা বাংলাদেশ থেকে চাইলে বিভিন্ন ই-কমার্স সাইটে অর্ডার করে কেনা যাবে সাইকেলটি। আন্তর্জাতিক বাজারে এর দাম ৮৯৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৯ হাজার টাকা।

সূত্র: গিজমোচায়না, ওমেন্স ওয়ার্ল্ড

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত