Ajker Patrika

এক্সের প্রিমিয়াম প্লাস গ্রাহকদের জন্য এল গ্রোক চ্যাটবট

অনলাইন ডেস্ক
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১৫: ০৪
Thumbnail image

এক্সের (টুইটার) প্রিমিয়াম প্লাস সাবস্ক্রাইবারদের জন্য ‘গ্রোক’ নামের চ্যাটবট নিয়ে এল ইলন মাস্কের নতুন স্টার্টআপ কোম্পানি এক্সএআই। তবে চ্যাটবটটি শুধু যুক্তরাষ্ট্রের প্রিমিয়াম প্লাস সাবস্ক্রাইবারদের জন্য চালু করা হয়েছে। এক্স প্ল্যাটফর্মের এক পোস্টে মাস্ক এ তথ্য জানিয়েছেন। 

গ্রোকের সংস্করণটি এখনো পরীক্ষা-নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তাই এটি ব্যবহারের সময় কিছু ত্রুটি পাওয়া যেতে পারে। কোম্পানিটি ধীরে ধীরে ত্রুটিগুলো সংশোধন করবে।

বিশ্বের অন্যান্য দেশে কবে চ্যাটবটটি চালু করবে, ইলন মাস্ক তার একটি সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছেন। এক সপ্তাহ বা এর বেশি কিছু সময়ের মধ্যে ইংরেজি ভাষাভাষী প্রিমিয়াম প্লাস সাবস্ক্রাইবারদের জন্য এই চ্যাটবট চালু হবে। এর পরের পর্যায়ে জাপানিদের জন্য এবং ২০২৪ সালের প্রথম দিকে সব প্রিমিয়াম প্লাস সাবস্ক্রাইবারের জন্য এটি ছাড়া হবে। 

ইলন মাস্কের দেওয়া সময়সূচি সব সময় সঠিক হয় না। তবে এবার নির্ধারিত দিনের কাছাকাছি সময়ে এটি চালু হয়েছে। গত ২২ নভেম্বর মাস্ক বলেন, ‘সামনের সপ্তাহে’ গ্রোক চ্যাটবট উন্মোচন করা হবে। আর গত ৭ ডিসেম্বর এর উন্মোচন করা হয়। 

এক্সের সাবস্ক্রিপশন আয় বাড়াতে চ্যাটবটটি কোনো ভূমিকা পালন করবে কি না, তা জানতে কয়েক মাস অপেক্ষা করতে হবে। বর্তমানে শুধু প্রিমিয়াম প্লাসের গ্রাহকেরা গ্রোক ব্যবহার করতে পারবে। প্রিমিয়াম প্লাস গ্রাহকদের প্রতি মাসে ১৬ ডলার খরচ করতে হয়। এক্সের বেসিক সাবক্রিপশনে ৩ ডলার ও প্রিমিয়াম সাবস্ক্রিপশনে ৮ ডলার খরচ করতে হয়। 

ওপেনএআইয়ের চ্যাটজিপিটি ও গুগলের বার্ড চ্যাটবটের বেশির ভাগ ফিচার বিনা মূল্যে ব্যবহার করা যায়। তাই গ্রাহকেরা অর্থ ব্যয় করে গ্রোক ব্যবহারে উৎসাহী হবেন না বলে প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করছেন। 

প্রিমিয়াম প্লাসে সাবস্ক্রাইব করলে গ্রাহকদের প্ল্যাটফর্মে কোনো বিজ্ঞাপন দেখতে হবে না। ক্রিয়েটরের সঙ্গে বিজ্ঞাপনী আয় শেয়ার, আইডি ভ্যারিফিকেশন, ভ্যারিফাইড চেকমার্ক ও মিডিয়া স্টুডিও ব্যবহারের সুবিধার মতো বিভিন্ন প্রিমিয়াম ফিচার এতে পাওয়া যায়। 

এক্সে বিজ্ঞাপনদাতাদের সংখ্যা কমে যাওয়ায় বিজ্ঞাপনী আয় শেয়ারের পরিমাণ কেমন হবে তা স্পষ্ট নয়। প্ল্যাটফর্মটির আয় বাড়ানোর জন্য এক্স প্রিমিয়াম প্লাসের অনেক সাবস্ক্রাইবার প্রয়োজন। তাই কোম্পানিটি প্রিমিয়াম প্লাসের সাবস্ক্রাইবারদের জন্য গ্রোক চ্যাটবট ব্যবহারের সুবিধা দেবে। 

ইহুদিবিদ্বেষী বিতর্কের জন্য অ্যাপল, ডিজনি, আইবিএম, প্যারামাউন্ট, ওয়ালমার্টের মতো অন্যান্য কোম্পানি গত মাসে এক্সে বিজ্ঞাপন বন্ধের ঘোষণা দেয়। 

গত নভেম্বরে সাবস্ক্রিপশন থেকে এক্স ৬২ লাখ ডলার আয় করেছে। এই সংখ্যা এক্স এখন পর্যন্ত কোনো মাসের সাবক্রিপশনভিত্তিক আয়ের মধ্যে সর্বোচ্চ। তবে এটি স্ন্যাপচ্যাটের গত মাসের সাবস্ক্রিপশনভিত্তিক আয়ের চেয়ে এক-তৃতীয়াংশ কম। নভেম্বরে প্রথমবারের মতো স্ন্যাপচ্যাটের সাবস্ক্রিপশনভিত্তিক আয় ২ কোটি ডলারে পৌঁছেছে। 

প্রতি মাসে প্রায় ৫০ কোটি গ্রাহক এক্স ব্যবহার করে। তাই এক্সে সাবস্ক্রাইবারের সংখ্যা আরও বাড়তে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত